আড্ডাঘরে ষড়যন্ত্র মডুরা সাবধান !!

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: সোম, ৩১/১২/২০০৭ - ১২:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

লণ্ডন সময় ভোড় ছয়টা । সচলের আড্ডাঘরে কতিপয় সচলকে বকরবকর করতে দেখে, আচমকা উঁকি দিয়ে দেখি একি কান্ড !!

খোদ মডুদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে!!
প্রাথমিক তদন্তে জানা গেছে অতিথি লেখকদের লেখা প্রকাশে বিলম্ব এবং ইমেইলের জবাব না দেয়া লেখকদের এই ক্ষোভের কারন, এ থেকেই ষড়যন্ত্রের সূত্রপাত।
ঘটনার বিস্তারিত জানতে আড্ডাঘরে হানা দিয়ে কয়েকজন ব্লগারকে হাতে নাতে ধরা হয়েছে।
তবে বিচার কার্য পরিচালনার পূর্বে সচলের জুরি বোর্ডের কাছে কিছু তথ্য প্রমান উপস্থাপন করা হলো। আশা করি মডুরামরা নতুন লেখকদের বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
অন্যথায় মডুদের বাদামী হাত ভেঙ্গে দেয়ার ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে।

আড্ডাঘরেরর আলাপ চারিতার অংশ বিশেষঃ

অতিথি লেখক› মডারেটরদের সাথে পরিচয় থাকলে একটু বলেন- অতিথি লেখকদের সচল করার দরকার নেই। তবে তারা যেনো তাড়াতাড়ি মডারেট করে লেখা বা মন্তব্য ছাড়বেন কি ছাড়বেন না সে সিদ্ধান্তটি নিয়ে নেন।

30/12/2007 23:08:54 ‹অতিথি লেখক› মডারেটরদের উদ্দেশ্যে আজ জাতির বিশেষ এই অনুরোধ
বছরের শেষ দিনে
30/12/2007 23:09:41 ‹সশব্দ পথচারি› মডারেটরদের বাদামি হাত ভেঙে দাও
30/12/2007 23:10:13 ‹
অতিথি লেখক›
সশব্দ পথচারি, এতো শব্দ করে বললে তো পরে লেখাই ছাড়বো না...
30/12/2007 23:10:13 ‹অতিথি লেখক› সশব্দ পথচারি, এতো শব্দ করে বললে তো পরে লেখাই ছাড়বো না...
30/12/2007 23:10:35 ‹অতিথি লেখক› আস্তে আস্তে বলেন, মডুরা যাতে শুনতে না পায়
30/12/2007 23:11:01 ‹ইশতিয়াক রউফ› মেসেজ করে জানান মডুদের।

অতিথি লেখক› এ ব্যাপারে লেখা দিলেও যেমন ছাড়ে না, তাদের মেইল করলেও রিপ্লাই পাওয়া যায় না। এখন বলেন কী করব?

শেষ খবর পাওয়া পর্যন্ত ষড়যন্ত্র চলছিল...


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

ষ....ড়.......য......ন্ত্র...

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি

খাইছে.. ডরাইছি। ড়্যাব আইস্যা গেছে....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সৌরভ এর ছবি

চলুক।


আবার লিখবো হয়তো কোন দিন

অতিথি লেখক এর ছবি

এই অতিথি লেখক ছিলো গৌতম।

গৌতম

বিপ্লব রহমান এর ছবি

মডারেটরদের বাদামি হাত ভেঙে দাও

হো হো হো

আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মডারেটরদের ভাঙা হাত জোড়া দাও জোড়া দাও-- যাতে ওনারা সচলায়তনকে আরো এগিয়ে নিতে পারেন।

হিমু এর ছবি

আড্ডাঘরে ষড়যন্ত্র! বাঘের ঘরে ঘোগের বাসা!

নাহ, এটাকে সাইজ করতে হবে ...।


হাঁটুপানির জলদস্যু

আড্ডাবাজ এর ছবি

আড্ডাবাজ তুমি তখন কোথায় ছিলে? ষড়যন্ত্রের গন্ধ শুকার জন্য মঈনুল হোসেনরে ডাকা হোক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।