এক নেত্রী ও ৩০৮ চাটুকার

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বুধ, ০২/০১/২০০৮ - ২:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আদালতে গিয়ে অসুস্থ্য বোধ করলেন শেখ হাসিনা। তার স্বাস্থ্য পরীক্ষা করে দায়িত্বে নিয়েজিত চিকিৎসকরাই তো বলবেন, এই অবস্থার জন্য হাসিনার বিদেশ যাবার প্রয়োজনীয়তা আছে কিংবা নেই।
৩০৮ জনের একদল ডাক্তার চাটুকার একটু আগবাড়িয়ে এক যুক্ত বিবৃতি স্বাক্ষর করে বসলেন। শেখ হাসিনাকে বিদেশ পাঠাতে হবে!!

হায়রে চাটুকার ,দলবাজি আর কত?? ঐ ৩০৮ জন ডাক্তার কি করে বুঝলো যে হাসিনাকে বিদেশ পাঠাতে হবে? তারা কি আদৌ শেখ হাসিনার বর্তমান অবস্থা পরীক্ষা করে দেখেছেন?? তাহলে বিদেশ যাবার প্রশ্নটি কেনই বা আসে ?? আর উচ্চ রক্তচাপ জনিত অসুস্থতার চিকিৎসাকি বাংলাদেশে নাই? শুধু মাত্র এই কারনে যদি শেখ হাসিনার বিদেশ যেতে হয়, তাহলে অন্য সকল কারাবন্দীর ভাগ্যে উদারাময় হলে সঠিক সময় ওরস্যালাইন কি জুটে ??

শেখ হাসিনা চিকিৎসার জন্য নিয়োগকৃত ডাক্তারদের সহযোগিতা করছেননা বলে সংবাদ ছাপা হয়েছে। অন্যদিকে হাসিনার আত্নীয়রা বলছেন তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছেনা!! খুব সুন্দর ইদুর বিড়াল খেলা....

কিন্তু কিছু হলেই ঘটনার বাছ বিচার না করে একদল তথা কথিত সুশীল সমাজের প্রতিনিধীরা যুক্তবিবৃতিতে স্বাক্ষর দিয়ে বসেন।
খালেদা জিয়ার কিছু হলে যারা স্বাক্ষর করেন, তারা আবার হাসিনার বেলায় স্বাক্ষর করেননা । আবার হাসিনার পক্ষ্যে যে ডাক্তারা কিংবা সুশীল সমাজের লোকজন স্বাক্ষর করছেন তারা আবার খালেদার পক্ষে সই করছেননা।
হায়রে আমার গৃহপালিত সুশীল !!!


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

মক্কাতে ইঞ্জিনখানা তার
বাগদাদে বগিখানা
ওদের খেলা ওরাই বোঝে
আমরা কিছু বুঝি না
বাবা, লাইন ছাড়া যে গাড়ি চলে না।...


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

বাবা ভান্ডারী....
লাইন ছাড়া চলেনা রেলগাড়ী।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

এই দেশে চাটুকারের অভাব কি কোনকালে ছিল ? ছিল গোপাল ভাড়ের অভাব? আইউব-খালেদা জিয়া কে যে চামচামী করেছে আর কে করেনি সেটা গবেষনার বিষয় বৈকি ।

মানিক

আরিফ জেবতিক এর ছবি

এগুলো তো আলাদা ভাবে স্বাক্ষর করা লাগে না । স্বাক্ষর ছাপানো প্যাড পাওয়া যায় , দুটো পার্টি অফিসে ।
না না ধরনের প্যাড আছে :

বুদ্ধিজীবি স্বাক্ষরিত , চিকিৎসক স্বাক্ষরিত , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাক্ষরিত ....।

থার্ড আই এর ছবি

হু এইটা ভালো বলছেন, প্রযুক্তির কল্যানে ইদানিং আমরা স্বাক্ষর করা প্যাডও ব্যবাহার করতে শিখেছি..
--------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গুল্লি ও জাঝা

থার্ড আই এর ছবি

গুল্লি আর জাঝা একসাথে দিলেন !!
আহা এই দিনে কবি জারিরকে খুব মনে পড়ে...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার প্রত্যেকটা লাইনই তো গুল্লি। কয়েকটা তুলে দিলাম

এক নেত্রী ও ৩০৮ চাটুকার

হায়রে চাটুকার ,দলবাজি আর কত?? ঐ ৩০৮ জন ডাক্তার কি করে বুঝলো যে হাসিনাকে বিদেশ পাঠাতে হবে?

....বিদেশ যেতে হয়, তাহলে অন্য সকল কারাবন্দীর ভাগ্যে উদারাময় হলে সঠিক সময় ওরস্যালাইন কি জুটে ??

চিকিৎসার জন্য নিয়োগকৃত ডাক্তারদের সহযোগিতা করছেননা বলে সংবাদ ছাপা হয়েছে। অন্যদিকে হাসিনার আত্নীয়রা বলছেন তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছেনা!!

খালেদা জিয়ার কিছু হলে যারা স্বাক্ষর করেন, তারা আবার হাসিনার বেলায় স্বাক্ষর করেননা ।

হায়রে আমার গৃহপালিত সুশীল !!!

এভাবে কোট করলে পুরা লেখাটাই আবার কোট করতে হবে, হা হা ...তাই মাত্র কয়েকটা দিলাম, এর জন্য আপনার যা প্রাপ্য তা-ই দিয়েছি।

থার্ড আই এর ছবি

সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার খাড়ায়া মুতার বিষয়ে এই ৩০৮ জন চিকিৎসক কিছু করতে পারেনা ??প্রকৃতি প্রেমিক
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এসব কী? আমি আগে তো দেখিনাই। যে কাজ জীবনেও করিনাই কার্টুনিস্ট আমারে দিয়া সেই আকামডাই করল। আমি এর তীরীব্র পরতিবাদ জানাই আর সেই সাথে এর একটা বিহিত করনের জন্য তৃতীয় নয়নের কাছে আবেদন করছি। কারণ অন্য সবার তো দুইটা নয়ন, আপনি তিন নম্বরটা দিয়ে যদি সঠিক বিচার করেন!

থার্ড আই এর ছবি

আসলে বাক স্বাধীনতার উপর আমার নয়নের কোন হস্তক্ষেপ করার রীতি নাই, তেমনি রং তুলিরও তো স্বাধীনতা থাকন দরকার। তুলিরাওতো মানুষ তাইনা ? তবে জাতি আপনার এই আবেদনের কথা স্বরণ করবে।
--------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আড্ডাবাজ এর ছবি

আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বিনোদিত হই বাংলাদেশের খবরগুলো পড়ে। এই ৩০৮ চাটুকারের খবর অন্যভাবেও পরিবেশন করা যায়: তারা বিশেষভাবে নির্দেশিত হয়েই এই বিবৃতি দিয়েছেন। অন্য অনেক বিষয়ে বিবৃতি দিতে না পারলেও নেত্রীকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে ৩০৮ জনের স্বপ্রণোদিত বিবৃতি প্রমাণ করে সরকারের প্রকৌশল বিভাগ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বড্ডো তৎপর। খবর দু'ভাবেই পড়া যায়। পানি ভরা গ্লাস অর্ধেক ভরা না অর্ধেক খালি তা নিয়ে তর্ক অবশ্যই চালিয়ে যাওয়া যায়। ধন্যবাদ।

থার্ড আই এর ছবি

আড্ডা ভাই একটু খোলাসা কইরা কইলে বুঝতাম। তবে আমার মনে হয় কায়দা কইরা দুইজনরে দেশের বাইরে পাঠানোর এজেন্ডা বাস্তবায়নের ধান্ধা খারাপ না। আর হাসিনা -খালেদা মনে করতেছে দেশে থাকলেতো জেলে পইচা মরতে হবে বরং দেশের বাইরে থাকলে জনগনের একটা সহানুভূতি পাওয়া যাবে। সেই সাথে আন্তজার্তিক লবিটাও শক্ত করা যায় ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

৩০৮ জনের স্বপ্রণোদিত বিবৃতি প্রমাণ করে সরকারের প্রকৌশল বিভাগ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বড্ডো তৎপর।
এই না হলে আড্ডাবাজ; এত জটিলতা বুঝিনাইরে ভাই। বিষয়টা ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

অয়ন এর ছবি

আজকে খবরে দেখলাম শেখ হাসিনা ব্যক্তিগতভাবে বিদেশে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এখন অবশ্য এরকম অনেক খবরই বের হবে। খেয়াল করে দেখবেন, সবকিছু ঠিকঠাক মত এগিয়ে নেবার জন্য মিডিয়ার সাহায্য চাওয়া হয়েছে।

তানভীর এর ছবি

কিচচু কইলাম না...ডরাইছি ; রাজা-বাদশাদের গপ...বাপরে!

========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ক্রিয়াপদ "চাটা" থেকে চাটুকারিতা শব্দটি এসেছে বলেই মনে হয় হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

এবং 'চাটা' শব্দটি শরীরের একটি বিশেষ অংশকে লেহন করার ক্ষেত্রেই সবচেয়ে বেশী ব্যবহার হয়ে থাকে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।