রাসমনি আবার যুদ্ধ দেখতে চায় !!

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: সোম, ০৭/০১/২০০৮ - ৩:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাসমনির জীবনে বসন্ত এসেছিলো স্বাভাবিকের চেয়ে কিছুটা আগে। ১৬ বছরের বাড়ন্ত শরীরে লাগে হলুদ ছোঁয়া, তবে কাল হয়েছিলো তার সোন্দর্য । একদিকে নতুন সূর্যের উদয়, অন্যদিকে একটি র্দূবিসহ জীবন যুদ্ধ শুরু। কি নিষ্ঠুর ছন্দপতন এই প্রকৃতির!! রাসমনি কখনই ভাবেনি যে সূর্যের অপেক্ষায় সে ছিলো সারাটা জীবন , সেই সূর্যের আলো তাকে কুঁড়ে কুঁড়ে নিঃশ্বেষ করে দেবে। মাত্র দুই দিন স্থায়ী হয়েছিলো তার সুখ। কত অল্প সময়.....!! এই হলো তার জীবনের বসন্তের স্মৃতি, আর বাকী জীবনে ৩৬ বছর তার চোখে শুধুই বর্ষা !!

১৯৭১ সনের শ্রাবন মাসে মিঠাইমন সরকারহাটি গ্রামের মৃত রামচন্দ্রবর্তীর মেয়ে রাসমনীর জীবনেই শুথু এমন স্সৃতি নয়... পাকবাহিনীর এমন নির্যাতনের শিকার ঢালারগাঁও ও ছত্রিশ এলাকার ২০ জন নারী সহ প্রায় ৩০০ জন মানুষ। প্রথমে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিলো তাদের প্রত্যেকেকেই হত্যা করে গনকবর দেয়া হয় মিঠাইমন উপজেলার আতশপাশার বয়রা গাছের নীচে। নারীদের ধর্ষণ করে ছেড়ে দেয়া হয়, এদের মধ্যে কেউ পানিতে ডুবে মরেছে... কেউবা আত্ন হত্যা করেছে। বীরাঙ্গনা খেতাবটি পাবার জন্যই কি রাসমনি বেঁচে ছিলেন?? জেলেরা তাকে উদ্ধার করে বাড়ী পৌঁছে দেয়। বাড়ী ফিরে এসে রাসমনী জানতে পায় তার স্বামীকেও হত্যাকরেছে পাকবাহিনী। সমস্ত গ্লানী আর হতাশা নিয়ে ফিরে আসেন নিজ গ্রামে।
দেবরাজের পানশুপাড়ির ব্যবসা। অল্প আয় , নিজেরই চলেনা... তাই বলে সে তার বীরাঙ্গনা বোনকেতো আর ফেলে দিতে পারেনা !!

সেই থেকে রাসমনি তার ভাই দেবরাজের আশ্রয়েই আছেন। তবে স্বাধীনতার পর বঙ্গবন্ধু তার সাথে দেখা করে তার হাতে একখান বীরাঙ্গনা সনদ পত্র আর একহাজার টাকা তুলে দিয়েছিলেন। তার পর আর কেউ খোঁজ নেই নি এই বীরাঙ্গনার !!

এই তো জীবন , এইভাবেই বেঁচে আছেন আমাদের অসংখ্য রাসমনিরা ..... গেল বছর স্থানীয় ইউএনও অফিসের পিওন নওরেন দাশ কর্তাবাবুকে বলে বিধবা ভাতার ব্যবস্থা করেছেন বটে .... !! তাই দিয়ে কি আর সংসার চলে !!! ঝর ঝর করে কেঁদে ফেলেন রাসমনি.....

কোথায় ৭১'র কথা শুনলে গর্বে বুক ফুলে উঠার কথা ..রাসমনির কান্না পায়। বুক ফেটে আর্তনাদ বের হতে চায়... কিন্তু তিনি যে কাঁদবেন সেই শক্তি কই ?? ক্রমশ দূর্বল হয়ে আসছে শরীর..... এভাবেই হয়তো তিনি হারিয়ে যাবেন, আর আমরা আমাদের অসংখ্য অগনিত রাসমনিদের সম্মান জানাতে ব্যর্থ হবো !!

আমাদের এই উদাসিনতায় রাসমনি আবার যুদ্ধ দেখতে চায়.....!!


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার মনে হয়, বলা উচিত ছিলো: "আমরা কি রাসমনিদের জন্য কিছুই করতে পারি না?"

থার্ড আই ভাই, আমাদের নিয়মিত স্মরণ করিয়ে দিন মুক্তিযুদ্ধের নানান কথা। অসংখ্য ধন্যবাদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

আমার ব্যর্থ চোথের সামর্থ্য যে শুধু মাত্র স্বরণ করিয়ে দেয়া পর্যন্ত।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মুহম্মদ জুবায়ের এর ছবি

স্মরণ করিয়ে দেওয়ার মূল্যও কিছু কম নয়। স্মরণের পথ ধরেই ধারণ করা সম্ভব হয়ে উঠবে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

থার্ড আই এর ছবি

সুশান্ত দাদা , আমরা মনে হয় জীবীত রাসমনিদের একটা তালিকা তৈরীর উদ্যেগ নিতে পারি, যারা নিতান্তই অসহায় জীবন যাপন করছেন তাদের স্থায়ী কর্মসংস্থানে এগিয়ে আসার ব্যবস্থা করতে পারি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

থার্ড আই এর ছবি

চলুন প্রাথমিক ভাবে আমরা প্রত্যেকে তার নিজ নিজ এলাকার রাসমনিদের খুজে বের করি, এব্যপারে অনেক সংগঠন ইতিমধ্যে অনেক তথ্য সংগ্রহ করেছে, তাদেরও হেল্প নেয়া যেতে পারে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ইশতিয়াক রউফ এর ছবি

আছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।