দেড় কেজি চাল কিনেছি....

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: শনি, ১২/০১/২০০৮ - ৯:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

'যত দিন শরীরে শক্তি আছে তত দিন খেটেই খেতে চাই' কোব্বাত প্রামাণিকের এই কথা মনের জোর ছাড়া আর কিছুই না। কিন্তু বয়স যখন ৭৫ ছুঁয়ে যায় তখন কি আর প্যাডেল চেপে পেটের ভাত জুটানো যায় ?? তবুও ফরিদপুরের কোব্বাত প্রামাণিক তাই করছিলেন। হঠাৎতার শেষ সম্বল রিক্সাটাও চুরি গেলো। কোব্বাত প্রামাণিক তার রিক্সার সামনে লিখে রাখেনি তিনি মুক্তি যোদ্ধা !! যেমনটা শোভা পায় ডাক্তারদের গাড়ীর কাঁচে ডাক্তার, সাংবাদিকদের হোন্ডার হেড লাইটে -সাংবাদিক, কিংবা টিভি চ্যানেলের বাহনে স্টিকার !!

রিক্সার পেছনে কি লিখে রাখা যায় এটা মুক্তিযোদ্ধার রিক্সা ??
চোর হয়তো জানতো না এটা এক মুক্তিযোদ্ধার জীবনের সম্বল । জানলে কি সে এই রিক্সাটা চুরি করতো ?? এক খানা রিক্সার উপার্জনকে ঘিরেই চলছিল কোব্বাত প্রামাণিকের জীবনের চাকা।
থেমে গেলো সেটাও...
গত পাঁচ দিন অনাহার- অর্ধাহারে আছেন এই মুক্তিযোদ্ধা !
"গতকাল মাত্র দেড় কেজি চাল কিনেছি, এতে সংসার চলে না, টাকা নাই। কারো কাছে হাতও পাততে পারছিনা।"

কোব্বাত প্রামণিকরা আর কতকাল এভাবে অভুক্ত থাকবে ??


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

এই দেশে রাজাকারদের ভাতে মারার কোনো ব্যবস্থা হয় না কেন?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

থার্ড আই এর ছবি

তারা তো আর রিক্সা চালান না !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

"চালান না" নয়, "চালায় না"।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

তাইতো !! ওরা রিক্সা চালায় না ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মুহম্মদ জুবায়ের এর ছবি

তারা ছুরি চালায়, কিরিচ চালায়, মাদ্রাসা চালায়, ওরস-ওয়াজ চালায়, এমনকি কখনো রাষ্ট্রও চালায়। কিন্তু রিকশা চালায় না।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আড্ডাবাজ এর ছবি

কস্টের বিস্ফোরণ হলেও এই সমাজ কি বদলাবে না?

থার্ড আই এর ছবি

আড্ডা ভাই আমাদের যুদ্ধটাই তো দিন বদলের জন্য।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সেলিনা তুলি এর ছবি

কেউ পায়না আর কেউ খায়না--এই ব্যবধানের ইতি কি ঘটবেনা কোনকালে ?

থার্ড আই এর ছবি

সব ব্যবধান দূর হবে সেদিন যেদিন মুক্তিযোদ্ধাদের তাদের যোগ্য সম্মান দেয়া হবে, যারা অসহায় আছেন তাদের পূর্ণবাসনের ব্যবস্থা হবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সৌরভ এর ছবি

হুমম।


আবার লিখবো হয়তো কোন দিন

শেখ জলিল এর ছবি

আশ্চর্য হলেও সত্যি, সব শাসকদের মতো জলপাইরাও মুক্তিযোদ্ধা ভাইদের জন্য কিছুই করছে না!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

দুর্দান্ত এর ছবি

দরকারি চিন্তা।
কিন্তু এই বাক্সে সব জলপাইদের ফেলবেন না। ৭১-এ প্রশিক্ষিত দেশপ্রেমি খাকি/জল্পাই ছাড়া বিজয় কঠিন হত। স্বাধিনতার পর দেশের অবকাঠামো গঠন আর শান্তিকালিন সেবায়ও জল্পাইদের কম অবদান নেই।

থার্ড আই এর ছবি

জলপাইরা মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে চায় এটি তখনই প্রমানিত হবে, যখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে মামলা করা হবে। আর যুদ্ধকালীন সময়ে যে সব জলপাই মামারা সহায়তা করেছেন তাদের মধ্যে '৭১ এর দেশ প্রেমটা পুণরায় জাগ্রত করতে পারলেই কাজ অনেকটা এগিয়ে যায়।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

এভাবেই হায়েনার হাসি নির্ভতে হেসে যায়।
-------------------------
আপনার পোস্ট দেখে ভালো লাগল। সবচেয়ে ভালো লাগছে লিংক দিতে পারছেন, তাও আবার রঙ্গিন করে। অনেক উন্নতি হয়েছে আপনার।

শুধু প্রোফাইল ফটুকটা বদলে নিয়েন।
-----------------------
আপনার গুণমুগ্ধ একজন

থার্ড আই এর ছবি

গুনমুগ্ধ ধন্যবাদ। ফটুক কোন বিষয় না, পোষ্ট ভালো লাগলেই হলো। পূর্বের ছবিটাও রিকোয়েষ্টের কারনে চেঞ্জ করেছিলাম, এইটাতেও আপত্তি....!! আসলে আমার চেহারাই খারাপ, বদলায়ে হবেকি??
আর লিংক দেয়া শেখার চেষ্টায় এতদিন কমতি ছিলো , তাই হয়ে উঠেনি...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

দীর্ঘশ্বাস! @ পোস্ট।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

কিন্তু কোব্বাত প্রামাণিকদের শ্বাসযে ক্রমেই ছোট হয়ে আসছে.....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।