একুশ মেলায় সচলের কলম সৈনিকেরা

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: শুক্র, ১৫/০২/২০০৮ - ৯:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

চলতি বছর একুশে বই মেলায় বেশ কয়েকজন সচলের বই প্রকাশিত হয়েছে। বইগুলো নিয়ে পক্ষকালব্যপি সচলায়তনের পাঠকও লেখকরা প্রতিবেদনও প্রকাশ করেছেন। চলুন এক পলকে ২০০৮ সনের একুশে বই মেলার সচল সৈনিকদের বই ও রিভিউ গুলোর সাথে পরিচিত হয়ে আসি।
১০ ফেব্রয়ারীনারী অটোগ্রাফ শিকারীদের কবলে সুর্দশন লেখক মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে মেলায় আনুষ্ঠানিক অটোগ্রাফ দেয়া শুরু করেন অমিত আহমেদ। 'গন্দম' উপন্যাস টি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। কমিশন বাদ দিলে বইয়ের মূল্য ১০১ টাকা । বই প্রকাশ ও আটোগ্রাফ দিয়েই ক্ষ্যান্ত নন অমিত, ইতিমধ্যে তিনি চ্যানেল আই বেতারায়তনে ইন্টারভিউ দিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন।গন্দম Monga Caravan desc= প্রচলিত ধারার শেকল ভেঙে বের হয়ে আসার সংগ্রামে লিপ্তমাসকাওয়াত আহসানের বই
Monga Caravan
প্রকাশিত হয়েছে জনান্তিক প্রকাশণী হতে। তাকে ডেকেছিল ধূলিমাখা চাঁদ
'তাকে ডেকেছিল ধুলিমাখা চাঁদ' গ্রন্থের লেখক আরিফ জেবতিক। পাওয়া যাবে এবারের বই মেলাতে।'বউ, বাটা, বলসাবান
'বউ, বাটা, বলসাবান ' নামে নজমুল আলবাবের গল্প গ্রন্থটিও সচলায়তনের পাঠকদের জন্য অনুপ্রেরণা। ‍গ্রন্থটির প্রকাশক শষ্যপর্ব। ষাট টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে শুদ্ধস্বরের স্টল থেকে। মাহবুব লীলেনের চতুর্থ কবিতার বই খেরোখাতা প্রকাশ করেছে শুদ্ধস্বর।খেরোখাতাআফসানা কিশোয়ার লোচনের কবিতার বই
'জলপাই, অপছন্দ যে কারনে' এবং ভাবছেন নির্লজ্জ, কিছু যায়-আসেনা ফিচার সংকলন প্রকাশিত হয়েছে ইত্যাদি প্রকাশনি হতে। বই দুটোর মূল্য যথাক্রমে ৮০ ও ৯০ টাকা।লোচনের ফিচার সংকলন
জার্মান লেখক ষ্টেফান সোয়াইগ, ফ্রানৎস কাফকা ও হাইনরিখ ব্যেলের মূল গল্প অবলম্বনে আনিস হকের অন্যশরীর অনুবাদ গ্রন্থ অন্যশরীর প্রকাশনা সংবাদ'অন্যশরীর'প্রকাশিত হয়েছে চারুলিপি প্রকাশনী হতে। বইয়ের গায়ের দাম ১৭৫ টাকা।
এছাড়াও জনপ্রিয় ছড়াকার লুৎতফুর রহমান রিটনের ছড়া গ্রন্থ "ছড়া কোম্পানি প্রাইভেট লিমিটেড @ রিটন ডটকম"
ও মেলায় এসেছে চলতি বছর। এবারের বই মেলায় প্রকাশিত না হলেও ব্লগার অভিজিৎরায়ের প্রকাশিত গ্রন্থ গুলো পাওয়া যাচ্ছে একুশের বই মেলাতে ।

পুনশ্চ: আমার নজরে আসা বইয়ের তালিকা দিলাম,কোনটা বাদ পড়লে প্নিজ আওয়াজ দিয়েন ,আপডেট করে দিব।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গুড জব!

ফকির ইলিয়াস এর ছবি

সবার জন্য শুভকামনা।

কনফুসিয়াস এর ছবি

ভালো করেছেন।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ধন্যবাদ।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনিন্দিতা এর ছবি

সচল লেখকদের বইএর খবর এক সাথে পাওয়ায় ভাল লাগছে।
ধন্যবাদ।

নুরুজ্জামান মানিক এর ছবি

FYI:
সচ্লায়তনে প্রকাশিত সচল রিটন এর ব্লগ "ছড়া কোম্পানি প্রাইভেট লিমিটেড@রিটন ডটকম" বই আকারে প্রকাশিত হয়েছে এবারের বই মেলায় ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

থার্ড আই এর ছবি

'ছড়া কোম্পানী প্রাইভেট লিমিটেড @ রিটন ডটকমের' কোন লিংক থাকলে জানাবেন প্লিজ, আর বইয়ের মলাট টি পেলে আরো ভালো হতো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নুরুজ্জামান মানিক এর ছবি

লিংকঃ
http://www.sachalayatan.com/riton/9407

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

থার্ড আই এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আরিফ জেবতিক এর ছবি

সচলে প্রকাশিত " আসেন কাকা একটা শান্তিচুক্তি করি " নামের দীর্ঘ ছড়াটিও বই আকারে এসেছে রিটন ভাইয়ের । প্রকাশনায় : জাগৃতি ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

থার্ড আই এর ছবি

আবারও ধন্যবাদ ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নুরুজ্জামান মানিক এর ছবি

ব্যক্তিগত ;

সচল রিটন এর ভক্তদের জানচ্ছি যে, তার ছোট ভাই'র বউ (মানে ,আমার ছোট বো্ন ) খুব অসুস্থ , ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য। সকল সচল এর শুভ কামনা ও দো'য়া আশা করছি।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

থার্ড আই এর ছবি

আপনার ছোট বোনের দ্রুত সুস্খ্যতা কামনা করছি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।