এই রিক্সা যাবে ? হাত তুলে রিক্সাওয়ালার দৃষ্টি আকর্ষনের মূল কারণ আমার মুঠুফোন । নতুন মোবাইল কিনেছি, কারনে অকারনে হাত চলে,রিক্সা ডাকা বাজারে গিয়ে শব্জী ওয়ালা কিংবা মাছ ওয়ালাকে দাম জিজ্ঞেস করা"ওই মাছের দাম কত? মাছওয়ালা আমার দিকে না তাকিয়ে আমার টেলিফোন সেটের দিকেই তাকায়,"ওরে বাপরে ব্যটার দেখি মোবাইল ফোন আছে!! সমিহ করে কথা বলতো আমার সেই সিমেন্স এস সিক্স ফোনটির জন্য। ২৩,৫০০ টাকার আমার প্রথম মোবাইল সেট।০১৭১৫৬০৮১৪ ভুলে যাইনি এখনও নাম্বারটি।ফোন কিনেছি,কিন্তু সারা দিনেতো আর ফোন কল আসেনা,বিশাল ভাব নিয়ে সেই যন্ত্র হাতে ঘুরে বেড়ানো। একটু ধুলা লাগলেই মুছি,যাকে পাই তাকেই নাম্বার দেই, ভিজিটং কার্ডতো আর নাই,ইলেকট্রনিক টাইপ রাইটারে টেলিফোন নাম্বার ছাপায়ে বন্ধু বান্ধবরে দিয়ে বেড়াই... " মোবাইল নিছি , নাম্বার রাখ,ফোন দিস। বলছিলাম ১৯৯৬ সনের কথা।টিএনিট ইন কামিং ছিলো ফ্রি।দিনে দুইচাইরটা ফোন আসতো, কোন কোন দিন একটা কল ও আসতো না.... সারা দিন এই যন্ত্র হাতে নিয়া ঘুরতাম....মাঝে মাঝে রিংটোন বাজায়া শুনতাম,আশে পাশের মানুষ শব্দ শুনে ভাবতো , আহা না জানি কত বিজি মানুষ!!তখন ছিলো ফিক্সড বিল মাত্র ৫৭৫ টাকা। মাস শেষে আবার ২৫০ টাকা ডিসকাউন্ট। সর্বসাকূল্যে বিল ২৫০ টাকা!!প্রথম দিকে গ্রামীন ফোনের প্রথম ৪ সেকেন্ট কল ফ্রি ছিলো,মিনিটে তখন বিল আসতো ৪ টাকা,এনডব্লিও ডি কল করতাম ৪ টাকায়!!পয়সা বাঁচাতে ফোন করে বলতাম,"আমি ক্যম্পাস তাড়াতাড়ি আয়" চার সেকেন্ডে কথা শেষ। পরে আসলে সেকেন্ডে সেকেন্ড বিল...
দিন বদলেছে... দাম কমলো সেটের,দ্বিতীয় দফা সেল ফোন কিনতে স্কাউট ভবনের গ্রামিন ফোন ডিলারের অফিসে লম্বা লাইন দিলাম...ফোন মিললো না, পরে এক বড় ভাইয়ের কাছ থেকে ১০,৫০০ টাকায় দ্বিতীয় দফা সেট কিনলাম সিমেন্স সি-২৫। তার পর অনেক দিন এই সেট চালাইলাম....
সে সময় ফিলিফ্স ডিগা সেট ওয়ালাদের আমরা পেট মোটা বলে ক্ষপাতাম,তার পর স্মার্ট সেট গুলোর আগমন। নকিয়া যুগের আধিপত্য শুরু ১১০০ দিয়ে...
আহা তারপর কত পরিবর্তন.... মিসকলের দিনগুলোর কথা কতো মনে পড়ে...গ্রামীণ ফোনের ৭ টাকার গলাকাটা দিন গুলোর কথা। বিটলা পোলাপান মোবাইলের ডগায় কি এক সার্কিট লাগালো,লাইট জলে আর নিভে! মিসকল আসার চার সেকেন্ড আগেই সতর্ক সংকেত দেয়.. তাদের কাজই হলো মিস কল কাটা...
বন্ধুতে বন্ধুতে ঝগড়া,"তুই আমার ৭ টাকা দে..মিস কল ধরলি ক্যান?"
এখন শুনি মোবাইল সিম কার্ড লটারীর টিকেটের মতো রাস্তার রাস্তায় স্টল দিয়া বেঁচে। সিমেন্স এস-৬ এর বদলে হাতে উঠেছে নকিয়া এন-৯৫!!
যেই দিনগুলোতে একটা মিস কলের আশায় দিনভর বসে থাকতাম...এখন ফোনের যন্ত্রনায় ফোন বন্ধ করে বসে থাকতে ইচ্ছে করে, এমনিকরেই বুঝি বদলে যায় দিন??
পুনশ্চ : পুরাতন নাম্বারে কেউ ফোন কইরা ধরা খাইয়েন না, গ্রামনী ফোন যখন টিএনটি ইনকামিং বন্ধ কইরা দিলো , আমি তখন চামে চিকনে সেই সেট ৫৫,০০০ টাকায় এক ফোন ফ্যাক্সের দোকানদারের কাছে বেইচা দিসিলাম।
মন্তব্য
আগে কি সুন্দর দিন কাটাইতাম...
হু,দিন বদলায়। আর আমরাই এনেছি দিন বদলের দিন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
লেখাতো মজার হইছে কিন্তু ঘটনাটা আগে কন দেহি! সিমেন্স আর ফিলিপ্সওয়ালারা আপনারে কয় টাকায় হায়ার করছে জলদি কন আগে? পুরানা মাল চামে আবার বেচাঁ দিবার চান?
নারে ভাই..একটু ব্যতিক্রম ধর্মী লেখার চেষ্টা থেকেই এই বুদ্ধি মাথায় আসলো। তবে সিমেন্স আর ফিলিপ্স কোম্পানীর কারো সুনজরে আসলে না হয় তাদের সাথে একটা বিজনেস লাঞ্চএ বসলাম,আর এরকম কিছু হইলে অবশ্যই আপনারে সাথে নিমু।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ঠিক
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।
- দেশে আমার প্রথম সেট ছিলো সিমেন্স, হাড্ডি শক্ত মডেলের। গ্রামীনের কানেকশন। পরে সেটা এক জলপাই বন্ধুতে হাতবদল হয়েছিলো। নাম্বারটা উল্লেখ করলাম না, কারণ শুনেছি শালা জলপাই এখন বিশাল লাইনে আছে! অলিভ ভ্যালীতে ফিরা গেলে আমার পিটনা খাওয়ার সমূহ সম্ভাবনা আছে
বৈদেশে সর্বপ্রথম সেট ছিলো নকিয়া। ২২ মডেলের না কি যেনো মনে নাই। এখনো সাথে নকিয়া, কিন্তু বিশালতা খুবেকটা না কমলেও এন সত্তর অনেক সুবিধা দেয় যা আগেরটা দেয় নি।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"সেটর মধ্যে নকিয়া আর প্রেমের মধ্যে পরকিয়া"
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
- জোশ কইছেন বস। ইশকুলে থাকতে বন্ধুদের মাঝে এক অশ্লীল চুক্তি হৈছিলো। সবাই সবার বউরে পরকীয়াতে বন্ধুর লাইগা ছাইড়া দিবে। তখন সবাই সবার প্রেমে মগ্ন! একমাত্র আমি-ই ছায়াশিকারী হইয়া বিনাদানে প্রাপ্ত হইয়াছিলাম
শালারা একটাও কথা রাখে নাই। যেগুলা শাদী করছে সবগুলা বদলাইয়া গেছে। পরকীয়ার কথা শুনলেই ভাগা দেয়। (বউ পিটায় মনে হয় হালাগোরে)
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পরকিয়া কখনোও কি বন্ধুদের সাথে বলে কয়ে করতে হয় নাকি ??
আপনে তো হালায় সিস্টেমই বুঝলেননা!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
- মিয়া, সিসটেম বুঝতে গিয়া সিসটেম লসে পড়ুম নিকি হালায়?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্রথম মোবাইল ছিল নোকিয়া ১১০০। ছিনতাই হয়েছে সেটা। এরপর সিটিসেল শুরু করি। ইউটি স্টারকমের সেট। একসময় ভেবে দেখলাম, আমাকে কল করার তেমন কেউ নেই। বাসায় মাঝে মাঝে নিজেই কল করতে পারি। তাই মোবাইল জগৎ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।
কিন্তু ইন্টারনেটের কারণে তা আর হল কই। প্রথমে সিমেন্স সি৬৫ আর এখন সনি এরিকসন কে৩২০আই দিয়ে নেট ইউজ করতেছি। সিম টেলিটকের। তবে সেই মোবাইলে কোন কল আসলে ধরি না। মোবাইল জগৎ থেকে তাই সেমি বিচ্ছিন্ন।
---------------------------------
মুহাম্মদ
-- হিরো নাকামুরা
০১
মিসকল কেমনে দেয়?
মিসকল দিতে হয়- মিসকল বলে
তাই পাবলিক ফোন করে মিসকল বলে কেটে দিলো
পরে গ্রামীণ ফোনকে গালাগালি- হালারা মিসকলেও টাকা কাটে
এমন তো হয়নি?
০২
ফোন কার্ড কিনেছে কিন্তু কীভাবে এই কার্ড ফোনে ঢোকায়? ফোনে তো কার্ড ঢোকানোর মতো কোনো ছিদ্র নেই
তাই বন্ধুর সাহায্য নেয়া। বন্ধু নম্বরগুলো নিজের ফোনে কতক্ষণ টিপাটিপি করে বলল-এই কার্ডটা দুই নম্বর।
এরপরে কার্ডের মালিক দোকানে গিয়ে শুরু করল গ্যঞ্জাম- দুই নম্বরী কাড দিলা কেন?
- কীভাবে বুঝলা দুই নম্বর?
- আমার দোস্ত তার ফোনে এই নম্বর ঢুকাইয়া দেখে বলছে এই নম্বর আমার ফোনে ঢোকালে আর কোনো টাকা আসবে না
এমন কোনো ঘটনা?
০৩
রাস্তায় হাঁটার সময় ফোন কানে নিয়ে ভাব ধরে কথা বলে যাচ্ছেন হঠাৎ ফোনের রিং বেজে উঠলো (মানে আশপাশ থেকে কেউ দেখে কল দিলো)
হয়েছে?
০৪
বাংলাদেশে এক এনজিওর মালিক আছেন। প্রথম জেনারেশনের মোবাইল কিনেছিলেন। এর পর থেকে তিনি এমন কোনো প্রসঙ্গে কথা বলেননি যেখানে কোনো না কোনোভাবে মোবাইল ফোনের প্রসঙ্গটি নেই (লোকজন বলে মোবাইল কেনার পর থেকে মায়ের কবর জিয়ারত করতে গিয়েও তিনি সুরার মধ্যে মোবাইলএর প্রসঙ্গটি ঢুকিয়ে দিতেন)
এর পর থেকে তার নামই হয়ে যায় মোবাইল কাদের
চেনেন কেউ?
বস,
আরেকটু বিস্তারিত কয়া একটা পুস্ট দেন । ব্যাপক মজা পাইছি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
লা জওয়াব,মন্তব্যে জন্য জাঝা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
জাঝা
হায় সেইসব দিন...!
মোবাইলের সেকাল তো দূরের কথা, একালেও ঠিকমতো ঢুকতে পারলাম না। আমি যোগাযোগবিমুখ, চাকরি খোঁজার সময় সিভিতে যোগ করার জন্যে একটা নাম্বার দরকার, সেজন্যে মোবাইল নিয়েছিলাম। চাকরি পেয়ে যাবার পর সেটা বন্ধ করে অফিসের মোবাইল ব্যবহার করতাম। চাকরি ছেড়ে কিছুদিন বসে ছিলাম, তখন আবার সেটাকে চাঙা করলাম, তারপর আরেকটা চাকরি পেয়ে যাবার পর আবার ব্যাক টু দ্য স্কোয়্যার ওয়ান। মোবাইল সারা পৃথিবীতে এমন সাংস্কৃতিক আসন করে নিয়েছে যে সমাজ-নৃতাত্ত্বিকরা এখন গবেষণা করছেন মানুষ আর মোবাইলের পারস্পরিক সম্পর্ক নিয়ে। আমি মোবাইলমূর্খ বলে মোবাইল নিয়ে আমার বন্ধুদের আনন্দ আর উত্তেজনা অনুভব করতে পারতাম না। এটা বেশ ঝামেলার, অনেকটা একটা চলতি ভাষা না জানার মতো।
হাঁটুপানির জলদস্যু
লেকাটা এক্সকুইজিট, কিন্তু আর একটু ইনফরমেটিভ হওয়া
উচিত ছিল। তারপর ও কম্পলিমেন্ট পাওয়ার যোগ্য।
সত্য কথারে ভাই! আমি রাখতাম রেডিও'র পাশে; কল আসার ৪/৫ সেকেন্ড আগে থেকেই রেডিওতে টুট টুট শব্দ, তারপরে ঘ্যাচাং - ৬ টাকা ৯০ পয়সা।
এখন এইসব মনে পড়লে হাসি পায়, আচ্ছা ঢাকার পোলাপান কি এখনও এই ভাবে মিস কল কাটে।
মোবাইল কোম্পানী গুলো মিস কল কাটার লাইগ্যা বেতন ভুক্ত কর্মচারী নিয়োগ করে নাইতো আবার!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
নতুন মন্তব্য করুন