যুদ্ধাপরাধীদের বিচার করতে এই সরকার ক্ষমতায় আসেনাই

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: সোম, ১৭/০৩/২০০৮ - ১০:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ডঃ ফখরুদ্দীন আহম্মদ
অনেক কথাই বললেন তিনি... গুছানো কথা শুনতে ভালো লাগেনা, মানে মুখস্ত কথা গুলো বলে সাধারণ মানুষেক খুব সহজেই আশস্ত করা যায়। আর বাঙালি হলে তো কথাই নাই।

আন্তজার্তিক বাজারে তেলের দাম বাড়ায় দ্রব্য মুল্য বেড়েছে, বিশ্বাস হলো না?
-আমি বলছি এই জন্য বিশ্বাস হয় নাই তাই না?
আমি বলি নাই স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। লন্ডনে ..বরিবার সন্ধ্যায় দেখা।
বিশাল বক্তৃতায় তিনি চলিতি বছর ৬ % প্রবৃদ্ধির আশ্বাস দিয়েছেন। নির্বাচন অনুষ্ঠান সম্পন্নের ব্যপারে সরকারের স্পষ্ট রোডম্যাপ বাস্তবায়নের কথাও বলেছেন।

খুব সাহসের সাথে বক্তৃতা দিয়ে তিনি সাধারন দর্শকদের প্রশ্নোত্তর দিচ্ছিলেন। বিশ্বের খুব কম নেতাকেই এমন উন্মুক্ত মঞ্চে স্পর্শ কাতর সময়ে প্রশ্ন নিতে দেখা যায়, এ দিকে ডঃ ফখরুদ্দীনকে সাহসী রাষ্ট্রনায়ক বলতেই হয়। কিন্তু ধরা খেলেন এন আর বি সম্মেলন নিয়ে। তিনি ধারনা করেছিলেন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এন আর বি সম্মেলনে সকল দেশের প্রবাসীদের অংশগ্রহন ছিলো। কিন্তু দর্শকদের মধ্যথেকে যখন বলা হলো যুক্তরাষ্ট্রের একটি নিদিষ্ট সংগঠন এই এন আরবি সম্মেলনে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে তখন উপদেষ্টা একটু হতচকিত খেয়েছেন বটে।

যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আবারও সুকৌশলে এড়িয়ে গেলেন উপদেষ্টা মহোদয়!!
আসলে..খুব অল্প সময় নিয়ে সরকার এসেছে। এই সময়ে একটি সুষ্টু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করাই সরকারের প্রধান কাজ। একটু থামলেন...আবার গর্জে উঠলেন.. ৩৭ বছর কেন তাদের বিচার হলো না?? রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেও যুদ্ধাপরাধীদের বিচার করে নাই, এর পিছনে রাজনৈতিক কারনগুলোও খুঁজতে হবে জনগনকে। নির্বাচিত রাজণৈতিক সরকারই যুদ্ধাপরাধীদের বিচার করবে !!

রাজনৈতিক সরকারকে যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন করার ভিত্তি তৈরী করে দিতে বর্তমান সরকারের বাঁধা কোথায় এমন প্রশ্ন করলে ..পিছন থেকে শত্রু মন্ডিত জনৈক যুবক ধমকে সুরে বললেন ,"আপনে বসেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার ক্ষমতায় আসে নাই"


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইশতিয়াক রউফ এর ছবি

এই তাহলে ব্যাপার...হুম... আমাদেরই ভুল।

থার্ড আই এর ছবি

হুম,আর এই ভুল ঠিকানার সন্ধানেই তো চলেছি..
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

জ্বিনের বাদশা এর ছবি

হুমম ,,, হুজুররা ঢাকা ভাসাইয়া ফালায় মিছিল কইরা ,,,, আর যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে কনভেনশনের অনুমতি দেননা উনারা ,,, যত্তোসব!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

থার্ড আই এর ছবি

হুজুর বলে কথা,মুক্তিযুদ্ধাদের সবাই হুজুর হইয়্যা যাইতে হইবো মনে হয়।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

জ্বিনের বাদশা এর ছবি

হ ,,, এইটা নতুন সম্ভাবিলিটি ,,,,মাথায় টুপি গালে দাড়ি নিয়া মিছিল করে দেখা যায়
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

থার্ড আই এর ছবি

যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত চলেন আমরা হগলতে দাড়ি রাখা শুরু করি,
তয় আমার কিন্তু ছাগ দাড়ি উঠে..এক মুষ্ঠি ও হয়না।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার ক্ষমতায় আসে নাই

হুমম। তা তো বুঝলাম। কিন্তু বক্তৃতায় তো পেট ভরে না। ...

ভাত দে হারামজাদা!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

ধুম্মিয়া ভাত খাইতে হইবো নাকি..?? পোলাও খান।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আহমেদুর রশীদ এর ছবি

৬ % প্রবৃদ্ধি হলে ঢাকার বাজারে ঠেকা দেয়া যাবে কি?- চান্স পেলে একটু উনাকে জিজ্ঞেস করবেন প্লিজ।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

থার্ড আই এর ছবি

ভাই বাজারে ঠেকা দেওনের কথা আর কইয়েননা, সপ্তাহ খানেক আগে গেছিলাম, লন্ডনের চে জিনিসপত্রের দাম বেশী।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- তাইলে এই শশ্রুমন্ডিত সংগ্রামী কর্মচারীদের জন্য ন্যায্য কথাও জিগান যাইবো না!
_________________________________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

না কথা জিগান যাইবো না, হেশে আবার ভিসা বাতিল কইরা দেশে পাঠায়া দিব।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

শোনেন আমোগো দেশের অবস্থা হলো " সীতারে যতই উদ্ধার করার কসম কাটিনা কেন, একবার লন্কায় যাইতে পারছি তো আমিউ রাবণ"

কল্পনা আক্তার

........................................................
নব মানুষ নিজের জন্য বাঁচেনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনে কোন আক্কেলে তারে সাহসী রাস্ট্র আবার নায়ক সহ বললেন কইনচান দেহি? উনি তো এই দেশের জনগনের সামনেই যায় না... এমন গণবিচ্ছিন্ন একজন কেমনে সাহসী রাস্ট্রনায়ক হয়?

জনগণরে ডরানো সরকার আর যাই হউক সাহসী আর কার্যকর হইতে পারে কি?

______________________________________
পথই আমার পথের আড়াল

থার্ড আই এর ছবি

আপনি হয়তো খেয়াল করেছেন আমি শুধু মাত্র গতকালকের অনুষ্ঠানে তার পশ্নউত্তর পর্বটির জন্য তার সাহসের প্রশংসা করেছি। প্রায় হাজার খানেক লোকের সামনে ওপেন প্রশ্নোত্তর পর্ব সামলানো সাহসের কাজ বটে।

আর ওনার বক্তৃতা পর্বটা যথারীতী গদবাঁধা শেখানো বুলি মনে হয়েছে।
যাকে যেখানে যতটুকু দেয়া দরকার ততটুকু দিতে আমার কার্পণ্য নাই।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অছ্যুৎ বলাই এর ছবি

ফখরুদ্দি ভালো লোক,
জয়ের মালা তারই হোক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

থার্ড আই এর ছবি

ডলাতো ভাইয়ে খাননাই.. উড়া বন্ধ কইরা দিব চিরতরে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ উঠলেই অতীত রাজনৈতিক সরকারের নিষ্ক্রিয়তার দোহাই দেয়ার অর্থ পরিষ্কার নয়।

অতীত রাজনৈতিক সরকার ড়্যাংস ভবন ভাঙেনি, এই সরকার ভেঙেছে। তাহলে যুদ্ধাপরাধীদের বিচার করতে বাধা কোথায়?

অতীত রাজনৈতিক সরকার গোদা গোদা রাজনৈতিক নেতাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এই সরকার নিয়েছে। তাহলে যুদ্ধাপরাধীদের বিচার করতে বাধা কোথায়?


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

আপনার কন্ঠস্বর সেখানে উচ্চারিত হয়েছিলো। উত্তরে উপদেষ্টা বলেছেন, আমরাও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, যুদ্ধাপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারবেনা। তবে নির্বাচিত সরকার আসলে তারা এই কাজটি করবে। আর বর্তমান সরকারের এই কাজটি করবার জন্য সময় খুবই স্বল্প।
তবে তিনি সরাসরি স্বীকার না করলেও স্বজ্ঞানে যে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি এড়িয়ে যেতে চাইছে এই বিষয়টি বুঝতে জনগনকে খুব বেশী জ্ঞানী না হলেও চলবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সবজান্তা এর ছবি

পিছন থেকে শত্রু মন্ডিত জনৈক যুবক ধমকে সুরে বললেন ,"আপনে বসেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার ক্ষমতায় আসে নাই"

ঠিক । সরকার ক্ষমতায় আসছে যাবতীয় শশ্রুমন্ডিতদের পবিত্র দেহে যত প্রকার পবিত্র চুল গজায়, সেগুলো ফালানোর জন্য। ফালানো শেষ হলেই সরকার চলে যাবে।

---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

থার্ড আই এর ছবি


সরকার ক্ষমতায় আসছে যাবতীয় শশ্রুমন্ডিতদের পবিত্র দেহে যত প্রকার পবিত্র চুল গজায়, সেগুলো ফালানোর জন্য।

শশ্রু মন্ডিতদের দেহ কোন কালেই পবিত্র ছিলোনা। তাহারা চিরকালই আতরের গন্ধ মাখাইয়া নিজেদের পবিত্র করার অপচেষ্টায় লিপ্ত ছিলো,বরং তাদের হিংস্র পাশবিকতায় অপবিত্র হয়েছে অনেক কিছু...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

শেখ জলিল এর ছবি

...সবাই অন্যের ভুল দিয়ে নিজের ভুল ঢাকতে চায়!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মাসুদা ভাট্টি এর ছবি

অবশ্যই এরা যুদ্ধাপরাধীদের বিচার করতে আসেনি, এসেছে ক্ষমতার স্বাদ নিতে, নতুন ভাবে, নতুন রূপে।

এতোদিন তলারটা কুড়িয়েছে রাজনৈতিক সরকারের কখন্ও প্রশাসনে ভাড়া খেটে, কখন্ও উপদেষ্টা হয়ে, কখন্ও সামরিক গোয়েন্দা সংস্থার হয়ে বিরোধী দলের ওপর গ্রেনেড ছুঁড়ে। কিন্তু তারপরও তাদের পোষায়, তাদের আরও চাই, আরও . . আরও।

সে কারণেই তারা ক্ষমতায় এসেছে, রাজনীতিবিদদের দুর্নাম দিয়ে, দুর্নীতিবাজ বানিয়ে, অথচ রাজনীতিবিদরা যখন এদেরই দিয়ে-থুয়ে খেয়েছে, তখন তারা নিজেদের পেট বাঁচিয়ে চলেছে মাত্র। এখন যেই না সুযোগ এসেছে, তখন গোটা দেশটাকেই না গিলে আর ঘরে ফেরা যাবে কি? প্রয়োজন হলে, যুদ্ধাপরাধী, বায়তুল মোকাররমের উত্তর গেটের দাড়ি-টুপিওয়ালাদের সঙ্গে নিয়েই ক্ষমতায় থাকা হবে, ভাগাভাগি হবে এবং একদিন দেখা যাবে, উত্তর গেটের ওই জোব্বা আর আস্তিনের তলোয়ারে কচুকাটা হয়েছেন ফখরুদ্দিন এ্যান্ড গং-রা।
আবার তখন, চারদিকে আওয়াজ উঠবে, পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ মুর্দাবাদ!

থার্ড আই এর ছবি

মির্জাফরের সাথে ক্লাইভ গংদের গোপন চুক্তি ছিলো বলেই রনাঙ্গণে সিরাজের হার হয়েছে,আর মির্জাফরের পরিনতি আজ ইতিহাসের পাতায় স্থান পেয়েছে নিকৃষ্টতম অকৃতজ্ঞ হিসাবে।
ওয়ান ইলেভেন পরবর্তী ঘটনায় কে মির্জাফর কে ক্লাইভ , কে বা হবে মোহনলাল সেটি বুঝা যাবে নির্বাচনের পর।
------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

শিক্ষানবিস এর ছবি

বাংলাদেশের সরকার ও প্রশাসন ব্যবস্থা কি কখনও ভালো হতে পারে না? অদ্ভুত দেশ!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।