আমার পৃথিবী ছোট হয়ে আসছে..বাড়ছে ভীতি, অনুষ্ঠানে আমন্ত্রন পত্র পাবার পাশাপাশি টেলিফোন কলও পাই.. আপনি সাবধানে যত্ন নিয়ে প্রশ্ন করবেন। এর আগেও সেণা প্রধানকে আপনি উল্টা পাল্টা প্রশ্ন করে বিব্রত করেছেন। দেশের রাষ্ট্র প্রধাণ আসছেন, দেশের সম্মান যেন নষ্ট না হয়। সেই দিকটা খেয়াল রাখবেন।
আমি আর প্রশ্ন করিনা। দেশের সম্মান আমার প্রশ্নের চেয়ে অনেক বড়!!
সহযোদ্ধাদের বলি কি করবো , আড্ডাবাজ বলে দালাল হয়ে যাও। সব পাবে। একুশে পদক থেকে শুরু করে সব মিলবে ধীরে ধীরে....
আমি ভাবছি দালাল হবো কিনা ? দুই একটা পদক পাবার খুব ইচ্ছে.. অনেক দিন পদকের গন্ধ পাইনা। ইতি মধ্যে ৭০০ শত সহযোদ্ধা এক বিবৃতি দিয়ে বসেছেন! তারা খালেদা জিয়ার মুক্তি চান !! এদের মধ্যে একুশে পদক পাওয়া ৭ সাত সাংবাদিকও আছেন!! আছেন বিভিন্ন গন মাধ্যমের সম্পাদক ও প্রধান প্রতিবেদক !!
আমার জানা নাই সাংবাদিকদের কেন রাজনৈতিক ব্যক্তিত্বের মুক্তির জন্য স্বাক্ষর করতে হবে ?? নিজের পেশার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি আমি নিজেই!!
কোন বিষয়ে যদি কোন সাংবাদিকের প্রশ্ন জানবার থাকে তাহলে সেটি তিনি সরকার কিংবা সংশিষ্ট মহলের কাছে জানতে চাইতে পারেন। খালেদা জিয়ার উপর যে মামলা করা হয়েছে সেটি মিথ্যা কিংবা ভিত্তি হীন মনে করলে , যেকোন সাংবাদিক তথ্য উপাত্ত সহ খবরের কাগজে সংবাদ পরিবেশন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কিন্ত ঠিক ২৬ মার্চের মধ্যে খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে দাবী জানিয়ে বিবৃতি দিতে পারেন কি ??
দেশে এত সাংবাদিক !! সাতশ' !! গনমাধ্যমের বিপ্লব ঘটেছে বাংলাদেশে, নেত্রীস্থানীয় সাংবাদিকের সংখ্যা ৭ শ'গিয়ে ঠেকেছে ! কিছুদিন আগে দেখেছিলাম ৩০৮ জন ডাক্তার যুক্ত বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনাকে বিদেশ প্রেরণ করত হবে এই মর্মে।
আজ দেখি খোদ সাংবাদিকরাই একজোট হয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি করছে!!
কি জানি , কবে আবার সব আইনজীবীরা এক জোট হয়ে তাদের মুক্তি দাবী করে !! এর পর বিচারকরা তার পর অন্য কেউ অন্য কোন গোষ্ঠী...
মন্তব্য
ভালোই বলেছেন ভাই।এইসব রাজনীতি আর বুঝিনা।আমাদের বুঝার পৃথিবীটাও মনে হয় ছোট হয়ে আসছে।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
রাজনীতি বুঝিনা বলেই তো কলমনীতি, এখন দেখি এখানেও জুজুর ভয় !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আখের গুছাতে ইতিমধ্যে ৭ শ জন স্বাক্ষর করেছেন।
আমার সিরিয়াল কত নম্বর কে জানে!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
মাঝে মাঝে নিজেকে নিজের দেশের মাটিতেই উদ্ভাস্তু মনে হয়.....
আমাদের বোধগুলো অনেক সস্তা হয়ে গেছে!! এর শেষ হবে কবে..........কবে!!!!
কখনো কখনো নিজের মনের মধ্যে একটি বেহুদা প্রশ্ন জাগে "৫২, ৭১ এর সংগ্রাম, যুদ্ধ এই বাংলার মানুষরা করেছিলতো না?(!!!)
কল্পনা আক্তার
.....................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
"স্বাক্ষরে ডরে না দালাল!"
আমি ডরাইছি ,আমি একটু জল খাবো, আচ্ছা একটু জল পাই কোথায় বলেন তো...??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
তাড়াতাড়ি লাইনে দাঁড়ান, দেরি করলে কিন্তু ৭০০০ এর মধ্যেও থাকতে পারবেন না।
এই বেলা, নিজের ভালোটা বুঝে ফেলেন !
------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমার লাইন হইয়্যা যায় আঁকা বাকা , ভালো না হাতের লেখা..
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
মুখে টেপ মেরে অনুষ্ঠানে যাবেন,
আর খালি পেটে যাওয়াই ভালো
পেটপুরে খাবেন,
দেখবেন এমনিতে কলম ঝরে বন্দনা বের হয়ে আসবে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
মুখে টেপ মেরে থাকলেও খাওয়ার সময় শুধূ মুখ খুলেছি, বাংলাদেশ হাই কমিশন অবশ্য বেশ ভালো খাওন দাওনের ব্যবস্থা রাখছিলো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
- ঘরে কাঁচা হলুদ আছে?
না থাকলেও ক্ষতি নাই। হলদির গুঁড়া পানিতে ঘুইলা সেইটা সারা গায়ে মাখেন। তারপর গিয়া লাইনে খাড়ান। দেখবেন সবাই ক্যামনে "এই সড় সড় সড়" কইয়া জায়গা কইরা দিছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাবছিলাম বিবাহক্ষনে গায়ে কাঁচা হলুদ দিয়া একটা গোসল দিমু। আপনি কইতাছেন অহনই কাঁচা হলদি লাগাইতে..??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
- সাংবাদিক মানুষ যেহেতু, আর সামনে সাতশ জনের সিরিয়াল, এই অবস্থায় হলুদ রঙটা ভালো খেলবো। টেকসইয়ের লাইগা কাঁচা হলুদ
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পৃথিবীটা আসলেই খুব ছোট। নিজ অবস্থানে অবিচল থাকলে সেই ছোট পৃথিবীকেও অসীমের মত বড় মনে হয়। আপনার দৃঢ় অবস্থানকে সাধুবাদ জানাই।
— বিদ্যাকল্পদ্রুম
সাহস পাইলাম। ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সব রসুনের একটাই **** (censored).
আসলে আমাদের সমস্যা হল, আমরা খুব দ্রুত সব কিছু ভুলে যাই, ক্ষমা করে দেই। আমরা খুব বেশি ভাল, এটাই আমাদের দোষ। রাজাকারদের ক্ষমা করে দিয়ে আবার তাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতেও আমাদের বাধে না একবারও।
আর প্রশ্নের কথা বললেন? হে হে হে হাটে হাঁড়ি ভাঙছে অল্প অল্প করে। সেটাকে যত পারে ঠেকিয়ে রাখলেই তো ওদের লাভ, তাই নয় কি?
----------------
কুচ্ছিত হাঁসের ছানা
আর জলপাইয়ের কয়টা ??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
জটিল পর্যবেক্ষণ। আমাদের দেশে তো সরকারী চাকুরিজীবী মানেই তাদের অফিস ছাড়াও আরেকটি সাইনবোর্ড থাকেই।
লাল, নীল থেকে শুরু করে সব রং-ই পাবেন সেখানে।
দুখ লাগে যখন দেখি শিক্ষক, আইনজীবী, ডাক্তার থেকে শুরু করে সমস্ত পেশাজীবী তাদের আদর্শিক শিক্ষা নিচ্ছেন ঐসব রঙীন সাইনবোর্ডধারীদের কাছ থেকে!
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই
জানি নাতো কেমন করে কি দিয়ে সাজাই।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
এইসব দালালী, তেলানো হয় তাদের দিয়ে যাদের ঘিলু বা ট্যালেন্ট নামক পদার্থ কম থাকে। আমরা মধ্যবিত্বদের (পড়ুন গরীব) ভয় অনেক, পাছে কিছু হারাই। সবসময়ই ভীতি, ক্যারিয়ারের কি হবে, সম্পদের কি হবে মানের কি হবে। কাজেই এই গোলামির বৃত্তি থেকে বের হওয়া হয় না।
ইস্ যদি পারতাম সবকিছু লাথি মেরে চলে যেতে! করবনা গোলামি, তামাসা দেখব না। জাগতিক চাহিদা থেকে যদি মুক্ত হতে পারতাম!
কিন্তু তেমনটা আমাদের স্বপ্নেই। আমরা করনে আবার সেই সিগনেচার দিতেই লাইনে দাড়াব এবং মনে মনে বিপ্লবের স্বপ্ন দেখব।
(আমার নিজেকে চিন্তা করেই লেখা)
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
শেষ বেলায় এসে বেশ বলেছেন, একেবারে বুকে বেঁধেছে। মধ্যবিত্ত হয়ে জন্মেছি বলেই ব্লিপ্লবের স্বপ্ন দেখি। পুঁজিবাদীদের কখনও সম্মুখ লড়াইয়ে পাওয়া যায়না। আর আমাদের বিপ্লবের মাধ্যমটাই হলো কি বোর্ড কিংবা কলম। এরচেয়ে আর বেশী কিছু করার সাধ্য আমাদের নেই।
ঘিলু আর ট্যালেন্ট কম কাদের বলছেন আপনি ?? এদের মধ্যেতো সাতজন একুশে পদক প্রাপ্ত! তাহলে কি......
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
খুবি দুখজনক। ৭০০ সাক্ষরের ভেতর মনে হয় বেশির ভাগি ভুয়া
_____________________________
টুইটার
হুমম।
অফটপিক: আপনার শাদী মোবারকের কী হইলো? দাওয়াত দিয়েন ।
একটা সিরিয়াস পোষ্ট দিলাম, আপনে মিয়া কিয়ের মধ্যে কি লাগাইলেন। যান মিয়া শাদী ছাড়াই আপনেরে একদিন বিরিয়ানি খাওয়ামু।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
নতুন মন্তব্য করুন