সচলের পোস্টে আজ কাল বেশ কাজ হয় দেখছি। গত বছর বিজয় দিবসের প্রক্কালে 'স্বপ্নে পাওয়া স্বাধীনতা' শিরোনামে সচলায়তনের একপোস্টে স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর অবদানের কথা আমরা কেন কৃতজ্ঞচিত্তে স্বরণ করিনা কিংবা তাদেরকে কেন বাংলাদেশ সরকার জাতীয়ভাবে সম্মান প্রদর্শণ করেনা এই মর্মে সন্দেহ প্রকাশকরে বিস্তারিত আলোচনা করেছিলাম। ভারতীয় বগ্নার দিগন্ত , সুবিনয় মুস্তফি সহ অপর ব্লগারদের মন্তব্যে জেনারেল এফ আর জ্যাকবস, মানেকশ ও আলর্বাট এক্কার বীরত্বের কথা উঠে এসেছিল। আজ স্বাধীনতার ৩৭ বছর পূর্তি উপলক্ষ্যে তার কিছুটা সুফল আমরা পেয়েছি বটে। চলতি বছর ভারতীয় মিত্রবাহিনীর সেনা নায়কদের রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রন জানানো হয়েছে। আশার আলো দেখা যাচ্ছে। ৩৭ বছর পর হলেও যে এই সংস্কৃতি শুরু হয়েছে তাতেই আমার খুব ভালো লাগছে, আমরা তো আমাদের স্বপ্নের পথেই হাটছি।
কতৃপক্ষের শুভবুদ্ধির জন্য ধন্যবাদ। সেই সাথে সচলায়তন যে একটি কার্যকর মুখপত্র হয়ে উঠেছে সেটি ভাবতেই আরো ভালো লাগছে। আশাকরছি মিত্র বাহিনীর এই বীরত্ব গাঁথা ইতিহাস পাঠ্য পুস্তকেও লিপিবদ্ধ হবে। নতুন প্রজন্মের কাছে উম্মটিত হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।
একই সাথে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের আমন্ত্রনের সংস্কৃতিটি যেন রাজনৈতিক সরকারের আমলেও অব্যাহত থাকে সেই প্রত্যাশাও থাকলো।
'সচলায়তনের জয় হোক'
মন্তব্য
নিউজ কেমনে বানাইতে হয় তা ভালোই জানেন...হা হা হা। আপনি কি সাইন করে ফেলেছেন নাকি ৭৮৬ ন-এ??
এই রকম প্রশ্ন আর মন্তব্যের মুখোমুখি হবো জানতাম তবুও ভালো লাগাটা শেয়ার করলাম। নিউজ ম্যানের তো ওই একই দোষ প্রেমিকারে ফোন করলেও বলে...আমি তার ইন্টারভিউ নিচ্ছি...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমি কিন্তু কইনাই আপনার সংবাদ বিশ্লেষনটা খারাপ; কইছি যার লগে যে ঘটনার রিলেইট করতে চাইছেন সে দৃষ্টিভঙ্গিটার একটু ফোড়ন কাটলাম আর কি!
না সাইন করার কথা কইলেন তো..... ক্যামুন জানি বুকের ভিতরটা চিন চিন কইরা উঠলো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
প্রসঙ্গটা ভালো ও দরকারি। সত্য থেকে চোখ ফিরিয়ে অনেককাল তো কাটলো। যার যা প্রাপ্য তা দিতেই হবে। যে দেশটির সহায়তা না পেলে আমাদের স্বাধীনতার আকাঙ্খা যে শুধু স্বপ্নই থেকে যেতো, যারা আমাদের এক কোটি বিপন্ন মানুষকে আশ্রয় দিয়েছিলো, তাদের আমরা অকারণে শত্রু বানিয়ে রেখেছি দীর্ঘকাল। তাদের দাদাগিরি আমার সহ্য হবে না, সেটা আগেভাগেই বলে দেওয়া দরকার। কিন্তু তাদের কাছে আমার ঋণটাও স্বীকার করতে হবে। সত্যকে স্বীকার করে নেওয়ার মনোবৃত্তিটা জাগ্রত হোক।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
সব সময় পারিনা জুবায়ের ভাই...দেখেন না রেটিংয়ের অবস্থা !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
একমত।
যার যা প্রাপ্য তা দিতেই হবে।
তবে শত্রু শুধু আমরা বানিয়ে রেখেছি কথাটার সাথে আমি একমত নয়। দোষ তাদেরও কিছু কম নয়।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
অমিত, আমি তাদের ধোয়া তুলসীপাতা বলিনি, মনেও করি না। আমার মন্তব্যে বলেওছি তাদের দাদাগিরি আমার সহ্য হবে না। শুধু একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আজও ভারতের কোনো পত্রিকায় বাংলাদেশ সম্পর্কে সামান্য বিরূপ কিছু লেখা হলে আমরা চিৎকার করে উঠি। অথচ আমরা কিন্তু ক্রমাগত ভারতকে গালাগালি করে যাচ্ছি। আপনার জানা আছে কি না জানি না, ১৯৭২ সালেই এটা শুরু হয়েছিলো এবং তার মধ্যে সত্যের ভাগ কিছু থাকলেও অপপ্রচারই বেশি ছিলো। ভারত আমাদের দেশটাকে গিলে খেলো বলে ধরনের কাল্পনিক জুজু আমদানি হয় পাকিস্তানী প্রচারের ধারাবাহিকতায়। সেই সময়ের 'গণকণ্ঠ', 'হক কথা', 'হলিডে' এবং আরো অনেক পত্রিকায় এর নিদর্শন আছে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
১। অন্যদেশের স্বাধীনতার জন্য জীবন উত্্ সর্গ করা কম কথা নয় । ভারতের প্রায় ৫০০০ সেনা আমাদের স্বাধীনতার জন্য জীবন উত্্ সর্গ করেছিল।
২। এক কোটির মত শরনার্থী আশ্রয় কম কথা নয়।
৩। ইন্দিরা'র আন্তর্জাতিক কুটনৈতিক তত্পরতা উল্লেখ্য ।
৪। তবে, সুন্দরীর গালের বিষফোরা হল, র' তত্বাবাধনে মুজিব বাহিনী গঠন ও তাদের তত্পরতা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মানিকভাই মন্তব্যের জন্য ধন্যবাদ। বিয়টা নিয়ে যদি একটু বিস্তারিত পোস্ট দিতেন তাহলে সচলে হয়তো অনেকেই আলোচনার সুযোগ পেতো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমি ২/৩ বছর ধরে কাজ করছি "মুজিব বাহিনী" নিয়ে । হাজির হব সচলায়তনে ASAP.
6 কে আমরা ৬ দেখি কিন্তু ভারতের কাছে তা' ৯ । কোনটা সত্য ?
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আপনি মঈদুল হাসানের "মূলধারা '৭১" বইটা থেকে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন।
হাঁটুপানির জলদস্যু
একমত । মঈদুল হাসানের "মূলধারা '৭১" বইটাতে মুজিব বাহিনী নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নতুন মন্তব্য করুন