বৈশাখী তালাক !!!

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: রবি, ১৩/০৪/২০০৮ - ১০:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছোট বেলায় নাটক-সিনেমায় কিছু হাস্যকর সংলাপ থাকতো....
'এক তালাক ,দুই তালাক, তিন তালাক- বাইন তালাক। '
ক্ষেত খামারে, কিংবা আইলের পাড়ে দাড়িয়ে জনৈক কৃষক তার বৌ কে তালাক দিচ্ছে তুচ্ছ অযুহাতে, আর সেই তালাক শব্দটির ধ্বনি প্রতিধ্বনি হয়ে স্ত্রী'র কানে গিয়ে বাজা মাত্রই মেয়েটে মাটিতে লুটোপুটি খেত...খুব সহজেই তার তালাক হয়ে গেলো!!

সেই সময়ে এক তালাক দুই তালকের মর্ম বুঝলেও বাইন তালাকের অর্থ বুঝতাম না। তবে খুব কষ্ট হতো ....মেয়েটার জন্য ,নারীর জীবন এতটাই ঠুনকো ? ইসলাম কি তাই বলে ??

মুখে তিনবার তালাক বললো, আর সম্পর্ক শেষ!!

না বিষটি এমন নয়,এটি ভুল ব্যখ্যা। ইসলামের নামে কতিপয় ধর্মব্যবসায়ি এই ফতোয়া দিয়ে আমাদের নারীদের চিরকাল অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছে। সেই সাথে আমাদের সংস্কৃতির অপপ্রচারে আত্নতৃপ্তির ঢেকুর তুলেছে।

আজ এমনই এক অদ্ভূত সংবাদ আমার গাঁয়ে কাটা দিয়ে উঠলো, ঘুমাতে যাচ্ছিলাম, ভোর পাঁচটা বাজে...তবুও কি বোর্ডে আঙ্গুল চালাতে হলো।

ঘটনা হলো, বৈশাখী মেলা পালন করলে নাকি বৌ তালাক হয়ে যাবে, এমন ফতোয়া দিয়ে রংপুর শহরে পোষ্টার লাগানো হয়েছে।
পুলিশ সুত্র জানিয়েছে, ফতোয়াবাজরা ঢাকার রাজারবাগের সৈয়দ দিলুর রহমান পীরের মুরিদ।

পোস্টারে লেখা ছিল : বিদেশি কালচার থেকে সাবধান। পহেলা বৈশাখ যারা পালন করে তাদের স্ত্রী তালাক হয়ে যাবে, হজ বাতিল হয়ে যাবে, মৃত ব্যক্তির জানাজা পড়া যাবে না।
পোস্টারের নিচের অংশে লেখা ছিল এ সম্পর্কে বিস্তারিত জানতে ‘আল ইহসান’ পত্রিকা পড়ুন।


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

হায় হায় এই অবস্থা .... ছি ছি ছি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

থার্ড আই এর ছবি

আমাদের এখন ছি বলার দিন ফুড়িয়েছে , এই প্রাচীর ভাঙ্গতে হবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

হাহাহা এতো একেবারে প্যাকেজ ফতোয়া, তালাক, হজ্ব বাতিল, জানাজা পড়া যাবে না, মারা যাচ্ছি হাসতে হাসতে ।

- খেকশিয়াল

থার্ড আই এর ছবি

আমারতো মাথায় রক্ত উঠে গেছে,ওই সব ফতোয়া বাজদের লুঙ্গি খুলে পিঢান উচিত।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পরিবর্তনশীল এর ছবি

গায়ে কাটা দিয়ে উঠল
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

থার্ড আই এর ছবি

"জাগো বাহে...কোন্ঠে সবায়"
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

ক্যামেলিয়া আলম

এই স্বদেশে এককালে চা খাবার অপরাধেও নারীকে তালাক দেয়া হয়েছে _ মুক্ত চিন্তার নারীদের পুড়িয়ে মারা হয়েছে রোমান শাসনামলে _ ইতিহাসের পুনরাবৃত্তি নতুন কিছু নয় _ তবু ভাল লাগে যখন গুটিকয়েক মুক্ত চিন্তার মানুষেরা পাশাপাশি অবস্থান নেয় _ কুঞ্চিত ভ্রু নিয়ে প্রতিরোধ গড়ে _ তেমন একজন উত্তরসূরী হিসেবে আপনাকে পাশে পাবার জন্য রইল ভালবাসা।

থার্ড আই এর ছবি

শুধুই কি চা খাবার অপরাধে..??
ডালে লবন না দেয়ার অপরাধে,
ভাত নরম করে ফেলার অপরাধে,
তরকারীকে ঝাল বেশী দেয়ার অপারাধে
পাশের বাড়ীর কলিমুদ্দীন কিংবা দেবরের সাথে হাসি দিয়ে কথা বলার অপরাধে..
জোৎসনা রাতে চাঁদ দেখতে বের হবার অপরাধে...
আরো কতো কী....

প্রত্যকটি নারী এক একটি মা একথাটা আমরা বার বার ভুলে যাই
আমাদের সীমাবদ্ধতাতো ওইখানে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রাগিব এর ছবি

তালাকের দৃশ্য নাটকে বা সিনেমাতে কীভাবে দেখানো হবে, তাও বোধ হয় নির্ধারিত ছিলো - প্রতিবার তালাকের সময় ক্যামেরা দ্রুত প্যান করে আকাশে বা গাছের দিকে ঘুরবে, একবার ক্লকওয়াইজ, আরেকবার উল্টোভাবে, তিনবার শেষে ফোকাস হবে তালাকপ্রাপ্তার দিকে, যিনি সশব্দে কেঁদে উঠবেন। যতগুলো নাটক বা সিনেমাতে দেখেছি, একটাতেই এই পদ্ধতির ব্যতিক্রম হয়নি।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

পরিবর্তনশীল এর ছবি

দারুণ পর্যবেক্ষণ।
হান্ড্রের পার্সেণ্ট কারেক্ট!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

থার্ড আই এর ছবি

মিউজিক কম্পোজিশনটার কথা বললেনা রাগিব ভাই.....
তিন তালাক শব্দটা ইকো হবে। এবং বাইন তালাক শব্দটা তিনবার রিপিট হবে,মেয়েটার মুখে যখন ক্যামেরা ফোকাস হবে তখন কান্নার পাশাপাশি তিনবার না না না শব্দটা ইকো হতে হতে ক্যামেরা আকাশের দিকে উঠে যাবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

রম্য, তবে ভয়ংকর।

আল ইহসান পত্রিকা কোনো সচলের কাছে আছে?
কিংবা ওয়েব ভার্সন?

থার্ড আই এর ছবি

ওই পাড়ায় খোঁজ নিয়া দেখেন পাইলেও পাইতে পারেন অমূল্য রতন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

R

থার্ড আই এর ছবি

হ হইতারে...ওয়েভ ভার্সনেও হিট বেশী, এর লাইগ্যা সার্ভার ডাউন !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা হা।
জাঝা

ধুসর গোধূলি এর ছবি

- গোলামে ইহসান পত্রিকারে প্রমোট করার দায়ে তিন নাম্বার চোখরে মাইনাস দাগানো হইলো!

আইচ্ছা, আমাগো লাইগা বিদেশী কালচার কুনটা? বৈশাখ পালন নাকি গোলামে ইহসান পত্রিকা পড়া?
_________________________________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

আপনার অবগতির জন্য বলতেছি, প্লাস মাইনাসের চিন্তা কইরা আমি কোন কালেই সচলে পোস্টাইনা। তবে যেই পত্রিকায় এই সমস্ত আজগুবি খবর থাকে সেটা সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষন করাকে প্রমোট বলা হয় কিনা ,তা নিয়া আপনি চাইলে আলোচনা করা যাইতে পারে।

আপনে এত ডরান ক্যা?? আপনার লাইগ্যা বৈশাখ-ই সই... বিয়া যেহেতু করেন নাই বউ তালাকেরও চিন্তা নাই।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মাহবুব লীলেন এর ছবি

ভালো তো
খুবই ভালো
তালাক হওয়ার সাথে সাথেই মেয়েগুলো দেন মোহরের টাকাটা পেয়ে যাবে হাতে
তারপর এই টাকার ব্যাংকে রেখে আরো বেশি দেন মোহর রেজিস্ট্রি করে আরেকটা বিয়ে করবে....

প্রতি বৈশাখে একটা তালাকের সাথে বিরাট অংকের দেনমোহর
তারপর জৈষ্ঠ্যমাসে আরেকটা বিয়ে (সোস্যাল ইন্সুরেন্স)

আহারে
ছেলেদের খালি খরচ
প্রেম করতে খরচ- বিয়ে করতে খরচ- বিয়ে ভাঙতে খরচ...
(হুজুররা বোধহয় এই বিষয়টা চিন্তা করেনি। নাহলে ফতোয়া দিতো- বৈশাখী তালাকে স্ত্রী দেন মোহর দাবি করার অধিকার রাখে না)

থার্ড আই এর ছবি

গুরু জব্বর কইছেন। তবে চতুর ফতোয়াবাজরা নাকি বিবাহের প্রথম রাতেই স্ত্রীর পায়ে ধরে বলে ফেলে আমার মোহরানা তুমি মাফ করে দাও , মেয়েটিও সরল বিশ্বাসে স্বামী দেবতা মেনে মোহরানা মাফ করে দেয়। যা কিছু মোহরানা বিনিময় সেই হিসাব তো সোনা দানা চুরি গহনা দিয়ে মিটিয়ে দেয় তারা। শুনেছি ইদানিং নাকি মেহমানদারীতে যেটাকা খরচা হয় সেই টাকাও মোহরানার সাথে হিসাব হয়...কি সস্তা মেয়েরা !
আর এখনতো কৌশলে মেয়েদের তালাক দেয়া হয়না, এমন ফন্দি আঁটে যেন মেয়ে নিজেই বিরক্ত হয়ে তালাক দেয়....বাস মোহরানার ঝামেলা নাই!!

আর বৈশাখে তালাকের মোহরানার টাকা দিয়ে জৈষ্ঠে বিয়ে...?? এই স্বপ্নে আছেন আপনি...?? লাল ফিতের দৌরাত্ব আর আমলা তান্ত্রিক জটিলতায় ফাইল চালা চালির খপ্পরে পড়ে বৈশাখের মোহরানা পৌষ মাঘেও পৌঁছায় না। তার আগেই ফাঁসির দড়ি জোগাড় হয়ে যায়!!

আর যাকে ভালোবাসা আর বিশ্বাস দেয়ার পর সেই বিশ্বাস ভঙ্গ হয় , তখন মোহরানা দিয়েই বা কি হবে ....??

তাই এই বিষবৃক্ষের শেকড় সহ উপড়ে ফেলতে হবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।