ডানপিটে কৈশর-৩: রঙ্গুদের আম বাগান

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: সোম, ২৮/০৪/২০০৮ - ৫:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মতি কাকা হঠাৎ পিছন ফিরে দেখে অলক নাই, সাইকেলের পিছনে বসার সুযোগ অলকের খুব কমই হয়,আজ সুযোগ মিললো দিদির স্কুলে না যাবার কারনে। মতি কাকা বলে অলককে নাকি সে বেশী আদর করে তাই বুকের কাছে বসায়। আর দিদিকে কম, তাই দিদি পেছনে বসে অলক সব সময় মতি কাকার বুকের কাছে বসে। অলক সাইকেলের সামনের হ্যান্ডেলটা শক্ত করে ধরে রাখে, মতি কাকা ডানে ঘুরালে অলকও হাত ঘুরায় ,যেন সাইকেলটা অলকই চালাচ্ছে।

অলক আজ পেছনে বসেছে, সে এক অন্যরকম অনুভূতি। মতিকাকার সিটের পেছনের দুইটা গোল রিংয়ের মতো চাকতি আছে সেখানে হাত দিয়ে মনের আনন্দে পা দুলিয়ে বসেছে অলক। খাস মহলের যে পথ দিয়ে মতি কাকা অলকদের স্কুলে নিয়ে যান সেখানে রঙ্গুদের আম বাগান দেখা যায়। রাস্তা থেকে কাচা আমগুলো অলক প্রতিদিনই খেয়াল করে, ইচ্ছে করে ঢিল ছুড়ে আম পেড়ে খায়। কাকার জন্য সাহস হয়না, বাবাকে বলে দিবে, সাইকেল থেকে অলকের নামা নিষেধ! স্কুলে যাবে সোজা আবার ফিরে আসবে। অলকের ঢিল ছুড়াটা স্বপ্নই থেকে যায়।

মতি কাকা, এই মতি কাকা, আস্তে যাও... ব্যথা পাই।
-কেন কাকা, কি হয়েছে ?
-না, একটু আস্তে চালাও। রাস্তা খারাপ, আমার ব্যথা লাগে।
-কাকা এই পথেই তো তুমি প্রতিদিন স্কুলে যাও আজ এত ব্যথা লাগছে যে..?

সাইকেল স্লো হতেই অলক ঝাঁপ দিয়ে সাইকেলর পেছন থেকে হাওয়া। রঙ্গুদের আম বাগানের ধারে কাছে কাউকে দেখা যাচ্ছেনা।
প্রথম ঢিলে মগ ডাল পর্যন্ত গেলই না, দ্বিতীয় ঢিলেও না। তৃতীয় টাও পাতায় লেগে গেলো । চতুর্থ ঢিলটা আমের বোটায় ঠেকলো।
ইস্, ...একটুর জন্য। অলক কাঁধ থেকে স্কুল ব্যাগটা নামায়। এই প্রথম তার আম গাছে চড়া। একবার সাদা সার্টের দিকে তাকায়, আরেক বার পিছন ফিরে মতি কাকার দিকে। না মতি কাকা এখনও অলকের খোঁজ পায়নি।

তর তর করে অলক মগডালে উঠে গেলো, ঝুলে থাকে কাঁচা আমটা তালু বন্ধী করে পকটে পুড়লো। তার পর টপাটপ আরো কয়েকটা। ইতি মধ্যে দুজন এসে গাছ তলায় জড়ো হয়েছে। এদের একজন রঙ্গুদের কেয়ার টেকার আর অপর জন মতি কাকা।

-কাকা জলদি নিচে নেমে আসো.....
-আসছি মতি কাকা।
- এইডা আমাগো স্যারের পোলা না..??এতো বান্দর হইলো ক্যমনে.?? স্যারের পোলা না হইলে আইজ দেখতা আম খাওন কারে কয়।
মতি কাকা সোলেমানকে থামায়। সোলেমান অলকের পকেটে হাত দিয়ে আম গুলো বের করতেই মতি কাকা বাঁধা দেয়।
-ওই সোলেমান, মোটেতো দুইটা আমই পাড়ছে, কি এমন জাত গেলো রে?

সেদিনের আর স্কুলে যাওয়া হয়নি, সাদা সার্ট আমের কষে একাকার, তবে একটা আইন পাশ হয়েছিল, দিদি স্কুলে না গেলেও অলকের আর সাইকেলের পিছনের সিটে বসা হয়নি।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

সেই যেদিনগুলি...........................
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

আমিও মিস করি খুব। এই বিলাতে একটাও আম গাছ নাই...ধুর!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

সুন্দর গল্প।

'আমি' আর 'অলকের' মধ্যে হারিয়ে গেছি কয়েকবার।

-----
স্পর্শ

থার্ড আই এর ছবি

আপনাকে ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- এই বুইড়া ভাম বয়সেও উত্তরা চার নাম্বার থেকে গাছ থেকে ঢিল দিয়ে আম পেড়ে খাইছি। আবার দৌড়ানি খেয়ে পাশের দোকানেও ঢুকে গেছি। পোশাকে আশাকে ভদ্দরনোক দেখে গাছওলা আর সন্দেহ করে নাই। ধাওয়া করছে কেবল খালি গায়ের ছেলেগুলোকে। হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

হুম, ঢিলকি শুধু আমের জন্যই দিসিলেন..? নাকি অন্যকিস্যু ?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- জনাবের তিন নাম্বার চোখের সুনাম করি।

আসলে ঘটনাটা ঘটছিলো সেই 'অন্যকিস্যু'কে কেন্দ্র করেই। না হলে কি ভর দুপুর বেলা, ভ্যাপসা গরমে এসি ঘরের ভেতরে কামলা বাদ দিয়ে আমতলা যাই? চোখ টিপি

ভূতে পাইছে আমারে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

তাইতো বলি, "ন্যাড়া বেল তলায় যায় একবার আর
ধূ গো আমতলায় বার বার।"
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি
Plama এর ছবি

Jak amar pic ta kaje laglo..Very nice! Keep it up:)

থার্ড আই এর ছবি

ছবি কৃতজ্ঞতাটা আপনার এবং লেখার অনুপ্রেরণা এই থালা ভর্তি কাঁচা আমগুলো !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

খেকশিয়াল এর ছবি

দারুন একটা গল্প, পু্রানো অনেক কথা মনে পড়ে গেল

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

থার্ড আই এর ছবি

পুরানো অভিজ্ঞতা খুব অল্প, বড্ড রক্ত চক্ষুতে বড় হয়েছি অনেকটা সান্ধ্য আইন মেনে!
আপনাকে ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তীরন্দাজ এর ছবি

আহা!

পুরানো সেই দিনের কথা!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

থার্ড আই এর ছবি

আহা সেই টস টসে ঝুলে থাকা কাঁচা আমগুলো....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আহমেদুর রশীদ এর ছবি

ঢাকার বাজারে কাঁচা আমের কেজি এখন ১০০টাকা। ঢিলাইয়া খাওনের সুযোগ নাই।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

থার্ড আই এর ছবি

কন কি ?? ১০০ টাকা কেজি !!
আগামী প্রজন্মের পোলাপানদের কি তাইলে প্লাস্টিকের কাঁচা আম দড়ি দিয়া লটকাইয়্যা আম ঢিলানোর মজা লইতে হইবো ??
--------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মুশফিকা মুমু এর ছবি

কাঁচা আম আমার এত্ত প্রিয় ... আপনার ছবিটা দেখে জিভে পানি এসেগেল, খুব ভালো লাগলো গল্প হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

থার্ড আই এর ছবি

আমের সাথে একটু লবন আর পোড়া মরিচ মিশায়ে দিব নাকি ??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।