• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বালিকা বশীকরণ

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বিষ্যুদ, ০১/০৫/২০০৮ - ১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বালিকা বশীকরণ নিয়ে নানা মুনির নানান মত। কেউ বলেন বশীকরণ কৌশল পত্র দিয়ে বশ মানানো যায়না, কেউ বলেন কৌশল প্রয়োগের যুতসই পথ খুঁজে পাওয়া দুস্কর। নারী বিধাতার এক অনুপম সৃষ্টি কোন ভাবেই তাদের ব্যকরণের ছকে বাঁধা যায়না ...তবুও প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা রয়েছে। কারো মধুর কারো বা তিক্ত। বালিকাদের পিছু ছুটতে গিয়ে বালক কিংবা যুবাদের জীবনের সেই টক ঝাল মিষ্টির স্বাদগুলো শেয়ার করতেই আয়োজন বালিকা বশীকরণ কৌশল পত্র।

সিরিজটি চালু করার আগে একটা ওর্য়ামাপ আইডিয়া হিসাবেই এই পোস্ট। আপনারা চাইলেই এই বিষয়ে রম্য রচনা নিয়ে আমরা আগাবো। পোস্টটি দেয়ার আগে বেশ কয়েকজন সচলের সাথে আলাপ করে দেখলাম ,প্রায় প্রত্যেকেই মেয়েদের সম্মানের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে রম্য পোস্টের ব্যপারে মত দিয়েছেন। তাই সাহস পেলাম।

মেয়ে ব্লগারদের সমান অংশ গ্রহন নিশ্চত করতে এগিয়ে এসেছেন আমাদের সহ ব্লগারাও। যদিও মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটেনা, মেয়েরা হয়তো তাদের জীবনের সত্য ঘটনা গুলো বলতে চাইবেন না, তবুও কাল্পনার জালে আবৃত করে মন্তব্য করতে সম্মত জানিয়েছেন অনেকেই।

এই সিরিজের প্রাথমিক প্রস্তাবনায় প্রথমত একটি গল্পের প্নট দেয়া থাকবে, সেই প্লট অনুযায়ী কিভাবে মেয়েটিকে অথবা ছেলেটিকে বশ মানানো যেতে পারে তা নিয়ে প্রত্যেকে আলোচনা করবেন,এবং অন্য ব্লগারও এর উত্তর দেবেন মন্তব্যের মাধ্যমে। পরবর্তীতে প্রতিটি গল্পের প্লট ও মন্তব্য গুলো নিয়ে বিস্তারিত পোস্ট চলে যাবে সম্পাদনার টেবিলে।

প্লট নিয়েও আপনাদের আইডিয়া সাদরে গ্রহন করা হবে। যে কেউ আইডিয়া দিয়ে মন্তব্য করতে পারেন কিংবা সচলে ইমেইল করতে পারেন, যিনি আইডিয়া দেবেন তার নামেই সেই পোস্ট দেয়া হবে।

প্লট হতে পারে,প্রথম দৃষ্টিতেই প্রেম, লাইব্রেরী কিংবা সিড়িতে,রেলগাড়ী কিংবা বাসে,বিয়ে কিংবা সোস্যাল পার্টিতে এক পলক দৃষ্টি, রং নাম্বারে টেলিফোন কিংবা অফিসের সহকর্মীর সাথে চটুল আলাপচারিতা...পত্র মিতালি কিংবা অন্তর্জালিক অভিজ্ঞতা....কত শত ঘটনা ঘটে যাচ্ছে আমাদের জীবনে। সব স্মৃতিকে তুলে আনুন আপনার কলমের ডগায়।

পর্যবেক্ষক হিসাবে ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন

সুলতানা পারভীন শিমুল ও ধুসর গোধূলি

প্রস্তাবিত নাম :লীলেন মাহবুব,আনোয়ার সাদাত শিমুল,পরিবর্তনশীল।


মন্তব্য

তানভীর এর ছবি

হুই মিয়া, এইসব কি ঢোল পিটায়ে কওয়ার জিনিষ? ছিরকেট...ছিরকেট (খাইছে)

=============
"আগে কী সুন্দর দিন কাটাইতাম"

থার্ড আই এর ছবি

অবিবাহিতদের জন্য টনিক আর বিবাহিতদের জন্য স্মৃতিচারন । প্যাঁচাল বাদ দিয়া আপ্লের কৌশল পত্র নিয়া রেডি হন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

থার্ডাই এই লাইনের বস। ওনার আন্ডারে একটা প্রাকটিকুম করা দরকার। ভাস্কোদা, এগিয়ে চলুন, আপনার চোথাই হোক আমাদের পটানিক্সের মূল টেক্সট।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

হ কথা একখান কইছেন বটে! বউ কি দুইডা আছে এখনও ?? বাসর রাইতের বশীকরণ নিয়া না হয় আপনে নাইমা পড়েন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

আমি তো আসলে তক্তা ধরে পেরেক মারার মতলবে ছিলাম। আপনার পোস্ট পড়ে বুঝলাম, ছলাকলা কিছু জানতে হবে পূর্বরাগ বাড়ানোর জন্য, লুব্রিক্যান্টই যথেষ্ঠ নয়। অন্তত দুইটা ডিফরেন্ট কায়দা না শিখলে তো চলছে না।

আগে বাঢ়িয়ে জনাব।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

কে বলেছে আপনাকে দিয়ে হবে না এইযে আপনি লুব্রিকেন্টের কথা বললেন এইটাওতো আমার অজানা ছিলো, তাছাড়া পেরেক মারার জন্য তো আগে তক্তা খুঁজে বের করতে হবে। সেই তক্তা খোঁজার অভিজ্ঞতাটাই শেয়ার করুন জনাব।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

বলেন কী! তক্তা খুঁজে এনে তারপরে বশ করবেন?


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

আরে ....! হিমু খালি প্যাঁচায় !! আপ্লে কিভাবে বশ করবেন সেটাই তো জানতে চাইলাম,তক্তা খুঁজে বার করবেন নাকি রেডিমেইড তক্তায় পেরেক ঠুকবেন সেই কথা আপ্নেই বলেন না জনাব আমরা আম জনতা একটু শুনি।

দয়া করে একটা প্লট দেন। সিরিজটা শুরু করি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

আমি তো পাঠক। আমি প্লট দিলে কিভাবে হবে? আপনি আপনার গুপ্ত আল-কায়দাগুলি একে একে বার করুন, আমি শিখি। দেখি কাজে লাগানো যায় কি না। প্রত্যেক পদ্ধতির বয়ান শেষে একটা হাল্কা স্ট্যাটিসটিক দিবেন, ঐ পদ্ধতিতে বশীভূত বালিকাদের সংখ্যা ও বশীফিকেশনের মাত্রা নিয়ে। তাহলে ঝোপ বুঝে কোপ মারার ব্যাপারটা আমাদের মতো নিরীহ নিষ্পাপ জনতার জন্যে সহজ হয়ে যাবে।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

আসলে এই আলোচনার মাধ্যমে আমাদের জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনাগুলোকেই রম্য রচনার আকারে তুলে আনতে চাইছিলাম। যদি কেউ কল্পনার আশ্রয় নিতে চান তাতেও আপত্তি নাই।
কেউ বা ন-হন্যেতে দিয়ে প্রেম নিবেদন করেন কেউ বা জল স্পর্শ করার ছলে ছুঁতে চেয়েছেন প্রিয়তমাকে এমন ছোট ছোট অনুভূতিগুলোকেই আসলে তুলে আনতে চাইছিলাম।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পরিবর্তনশীল এর ছবি

থার্ডাই এগিয়ে চলেন...
আমরা আছি আপ্নের সাথে...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

থার্ড আই এর ছবি

মিয়া আইডিয়া ছাড়েন নইলে কইলাম অতন্দ্র প্রহরীরে ডাকুম!

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- ইহজীবনে ছ্যাঁকা খাইতে খাইতে জীবনডা এক্কারে ঝুনা কাবাবের মতো হইয়া গেছেগা। ঘুমে খাই, জাগরণে খাই, বাসে খাই, ট্রেনে খাই, ট্রামে খাই, রাস্তায় খাই, নাস্তা-লাঞ্চ-ডিনারেও খাই। :(

আর আপনে মিয়া সব গরু গিয়া পানিতে পড়োনের পর আইছেন বশীকরণ তাবিজ নিয়া! আর বলা নাই কওয়া নাই ছ্যাঁকামাইসিনসিনড্রোমে আক্রান্ত এই আমাকেই কীনা বসিয়ে দিলেন পর্যবেক্ষকের কেদারায়?
(এইখানে অবশ্য কোটি ট্যাকার একটা পরোশনো আছে, এই পর্যবেক্ষক জিনিষটা কী? আর এই ব্যাটার কাজটাই বা কী?)

তবে এই অধম খুশী হইছে উভয় শিমুলকে পাইয়া। ;)
কোনো শিমুলকে উদ্দেশ্য করে কিছু বলে চিপায় পড়লে প্যাঁচ-পোচ মাইরা গুতুম মাছের মতো বাইর হয়ে যাওয়া যাবে। :D

প্লটের ব্যাপারে আর কী! হিমুরে দিয়াই শুরু করেন। অর মনে রঙ বেশি, শালায় দুই বিয়া করার ধান্ধায় আছে। (আমি জানি না বলবর্ধক কোনো মেডিসিন ইদানিং সে নিচ্ছে কীনা। তাহলে কিন্তু সংখ্যাটা অচিরেই আমার আপনার এভারেজে ভাগ বসাবে।)
'রাং দে বাসান্তি' নামে শুরু করে বিসমিল্লা বলে।

কিন্তু কথা হলো, আরেক পর্যবেক্ষক আসার আগেই আমাকে কাইন্ডলী ব্রীফ কইরেন ঘটনাটা কী! নাইলে তো খাড়ার উপরে পিডা খাইয়া মাঠ ত্যাগ করতে হইবো, বুঝলেন না? ;)

আচ্ছা, কেউ যদি ধরেন পর্যবেক্ষকদেরকেই বশ করা শুরু করে দেয় তখন প্রতিরোধক কোনো ব্যবস্থার ইন্তেজাম রাখেন নাই জনাব? (চিন্তিত)

জয় বাবা বশীনাথ।
_________________________________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

আসলে পর্যবেক্ষকের কাম হইলো কাট কপি পেষ্ট
এবং মনিটরিং করা।
পর্যবেক্ষকরা সচলদের মন্তব্যের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর নির্বাচিত মন্তব্যগুলো সম্পর্কে মতামত দেবেন। মন্তব্যগুলো বাছাই করে পূর্ণাঙ্গ আলোচনাটিকে সাজিয়ে তুলবেন।

ধরা যাক রাং দে বাসন্তী নামে হিমুর ডুয়াল বউ বিষয়ক আলোচনায় বাসর রাতে এক সাথে দুই বউ সামলাতে গিয়ে হিমু কি কি করতে পারে সেটা নিয়ে আলোচনা শুরু হলো,

বাসর রাতে হিমুর দুই বউ উপস্থিত , হিমু এখন কিভাবে ওদের সামলাবে এই বিষয়ে মন্তব্যে অংশ নেবে সচলরা।
পর্যবেক্ষকরা নির্বাচিত মন্তব্যগুলো বাছাই করে পুরো প্লটের বিস্তারিত পোস্ট দিবেন।

পর্যবেক্ষকরাও এ এক্ষেত্রে মন্তব্যে অংশ নিতে পারবেন।

আর কিভাবে এর অগ্রগতি সাধন করা যায় বিস্তারিত পর্যালোচনার জন্যাই এই আলোচনার আয়োজন। আপনে আরো কিছু যোগ করা যায় কিনা জানাবেন।

এক্ষেত্রে এস এম সি একটা নাম প্রস্তাব করেছেন।

'সুজন ধরতে বড়শির টোপ ' নামটা আমার পছন্দ হইছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দ্রোহী অফলাইনে এর ছবি

নাউজুবিল্লাহ।

পুরা অশ্লীল কথাবার্তা।

থার্ড আই এর ছবি

আইছে আমার মাওলানা সাহেব...
ভুতের মুখে রাম রাম !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধুসর গোধূলি এর ছবি

- সুজন ধরতে বরশীর টোপ ফেলেন আপত্তি নেই, কিন্তু সুমন চৌধুরীর কেঁচো এসে সেই টোপ খেয়ে ফেললে তখন কী হবে?
হিমু বদমাশটা বউদের ঘোরে পড়ে লুঙ্গিসর্বস্ব খুঁইয়ে এখন শাড়ি ভাজ করায় ব্যস্ত না হলে ভালো কিছু আইডিয়া পাওয়া যেতো বৈকি!

তবে ব্যাপার না। সন্নাসী বাবু লাইনে আছেন। তিনি বাকবাকুম ব্যাপারে যথেষ্ট 'কর্মঠ' বলেই ধারণা করি। আশা করতে পারেন, তাঁর কাছ থেকেও 'কিছু-মিছু' বেশ ভালো হারেই পাওয়া যাবে যা বশীকরণের অনেক ভেষজ ও বোনাজী পথ্যকেও হার মানাবে।

আইইউটি গ্রুপের বাচ্চালোগদের এখানে কিঞ্চিৎ রহিত করা যেতে পারে। বুঝেনই তো, নিজের তো একটা 'ফিউচার ক্যারীয়ার' আছে। ;)
তবে বাঁদর গুলা (আহেম, মন্দ লোকে বলে এই অধমও নাকি বিশেষ এই প্রজাতির অন্তর্গত) এই রহিত ব্যবস্থায় বাধ্য হবে, এটা মানতে হলে সূর্য্যকে পশ্চিম দিক থেকে উদয় হতে হবে। :D

বোধকরি, এই রম্যরচনার প্রয়াসকে সামনে এগিয়ে নিতে হলে, 'কে আছো জোয়ান হও আগুয়ান' হয়ে ঐ গুরু গুলাই কাণ্ডারীর ভূমিকা নেবে। আমরা বাকীরা থাকবো নাবিক হয়ে, আর তাদেরকে 'ইয়েস বস' করে খটাশ করে পা ঠুঁকে স্যালুট দিয়ে। :)

এরা অবশ্য পাল্টিও দিতে পারেন। এই যেমন 'আপুদের' দল ভারী করা কিংবা 'কাঠগোলাপের ফুলের তৈরী ফাঁকিবাজী স্যুপ ও তার কার্যকারিতা প্রমাণে বাইসাইকেলে শুধুই গান শোনা এবং বৈশাখী মেলা' টাইপের ফ্যানকেলাব ও তৈরী করে ফেলতে পারে। এদিকে 'বালিকা বশীকরণের তাবিজ' (কিছু বিশেষ ক্ষেত্রে বালককে জলদান কিংবা চ্যালাদান ও হইতে পারে) দেনেওয়ালারা কিঞ্চিৎ খিয়াল কইরা জনাব!

সময় চলিয়া গেলে জায়গায় দাড়াইয়া সহস্র চিক্কুর পাড়িলেও লাভ হৈবেনা কৈলাম। দরকার তখন ঠ্যালাঠ্যালি। একটা কথা আছে, মাজারের শিন্নি, মার থাবা, দে খাবলা, এইবার দৌড় দে হালার ভাই'। এই কথাটাও খিয়াল কইরা জনাব। :D

অবশেষে, থার্ডুরে কই। পোস্টখানা আরও কিছু ঘন্টা রোদে ফেলায়া রাখেন। দেখেন বশীকরণ হুজুরেরা তাবিজের ব্যাপারে কী বলেন! ;)

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই কে আছোস, মাইকটা টান দিয়া আমার সামনে থাইকা লইয়া যা। হালায় মাইক পাইয়া তো আমার বক্তৃতা থামাইবার মন করতাছে না। :(
_________________________________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

বলির পাঠা প্রথমে হিমুকেই করা হবে এইটা ব্যাটা বুঝতে পারছে বলে চুপ মেরে আছে। তার সাম্প্রতিক বিবাহ উৎসবকে ঘিরেই প্রথম পর্বটা ঘুর পাক খাইতাছে। অতপর একে একে বাচ্ছা বুড়ো নিয়ে আলোচনা হতে পারে। আর আইইউটি গ্রুপের বাচ্চালোকদের খানিকটা সুযোগ দিতেই হবে... হয়তো উহারা তাবিজে নতুন ফর্মূলা দিতে পারবে। আর সন্ন্যাসী জি তো আছেন ই...

আপনার কথা মতো পোস্ট আরো কিছুক্ষণ রোদে ফালাইলাম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তারেক এর ছবি

জয় বাবা বশীনাথ! কিন্তু যা বুঝতাছি এই সিরিজের কোন ভবিষ্যত নাই, সবাই খালি বেলাইনে কথা কয়। থার্ড আই ভাই একটা ইবুক বার কইরেন পরে - বালিকা বশীকরণ in 24 hours for Dummies.
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- সবাই বেলাইনে কইলেও, তারেকালি ঠিকই লাইনে বল ফেলছে :D
থার্ডু মিয়া বালিকা বশীকরণ তাবিজ নিয়া একটা ই-বুক বাইর কইরা সেই ইবুক বুবস লীলেন নামক পিছলা পদার্থের ক্যাম্বাসাররে দিয়া মাইকিং করাবে নাকি?

জট্টিল আইডিয়া হবে। আইডিয়া দাতা তারেকালিকে জাঝা।

আপনে মিয়া স্ট্যান্ডবাই থাকেন। তাবিজ-পড়াপানি যা আছে তা নিয়া রেডি থাকেন। থার্ডু ডাক দেওয়া মাত্রই ঝাপাইয়া পড়বেন সব সমেত। মহিলা জনগণরে আমরা পটাইতে না পাইরা হারাজীবন 'কুমার' (খালি বানাইয়াই গেলাম) থাইকা 'কামার' (কোপানী) হৈতে পারলাম না তো কী হইলো। পরবর্তী জেনারেশনের প্রতি এট্টা দায়িত্ব আছে না? ;)
_________________________________
<সযতনে বেখেয়াল>

তারেক এর ছবি

কুমার হইলেই তো ভালো বস্‌। ;)
কামার হইলে কি খালি কোপানি? দ্রোহীদার মতন? :D
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি

- ভাইরে আজীবন ভেজিটেবলের গুণগান করতে আর খালি থিওরী ক্লাশ করতে কয়জনের ভালো লাগে কন? :(
_________________________________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

কোপানী কৌশল নিয়া ও লেখা হইতারে...কিন্তু এই বিষয়ে মনে হয় মডুরা রাজী হইবে না.... তবে বিবাহিত সচলরা এগিয়ে না আসলে কি হয়... পাছে আবার আমাদের দূর্নাম রটে যায়...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইসব আগ্রহ উদ্দীপক ব্যাপার স্যাপার দূর থেকে দেখে মিটিমিটি হাসা ভালো। সে হিসাবে পর্যবেক্ষক একেবারে খারাপ মর্যাদা না। ;) । নগদ যা পাও হাত পেতে নাও। শুভকামনা থার্ড আই ব্রাদার ।

আমি ইদানিং লক্ষ্য করছি - জনাবে আলা ধুসর গোধুলী বিভিন্ন পোস্টে বিশাল বিশাল মন্তব্য করছেন আর ইনিয়ে বিনিয়ে এর ওর নামে গীবত করছেন। সে তালিকায় মাঝে মাঝে আমার নামও দেখি। এই লোকটার গতিবিধি লক্ষ্য না রাখলে মুশকিল ঃ(

ধুসর গোধূলি এর ছবি

- মন্তব্যের দ্বিতীয় প্যারায় জনাবের তেব্র পেত্তিবাদ কচ্ছি।
_________________________________
<সযতনে বেখেয়াল>

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তেব্র পেত্তিবাদ কচ্ছি।

থার্ড আই এর ছবি

সব কিছুই নগদে হবে, এবং সচলের ফিল্ডে , পালাবার সুযোগ নাই। এক্ষেত্রে পর্যবেক্ষকরাও এই আলোচনার বাইরে থাকবেন না। তারাও এক একটি চরিত্র রুপায়ন করবেন।
প্রথমে হিম, অতপর ধু গো, শিমুল কিংবা দ্রোহী ....একে একে আসবে ....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

বিপ্লব রহমান এর ছবি

জয় বাবা বশীনাথ! :P


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

থার্ড আই এর ছবি

বশীকরণ নামটা গুরু আপনার দেওয়া।
বাবার জয় হোক!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নজমুল আলবাব এর ছবি
থার্ড আই এর ছবি

হুকুম করুন জনাব....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জয় বাবা বশীনাথ !
একটা ভাল কাজের শুরুতে বলেন সবাই, বিসমিল্লাহ্...
...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

থার্ড আই এর ছবি

পর্যবেক্ষক ম্যাডামের আগমন ,
শুভেচ্ছা স্বাগতম।
বলেন বিসমিল্লাহ....
জয় বাবা বশীনাথ !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পরিবর্তনশীল এর ছবি

জয় বাবা বশীনাথ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

থার্ড আই এর ছবি

আপনার এই রকম অংশগ্রহনে আমরা হতাশ !!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পরিবর্তনশীল এর ছবি

আরে মিয়া। আমি তো লেগেই আছি। শুধু দরকার মত হাজির হব।
জয় বাবা বশীনাথ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

কিছু tricks and tips এর জন্য এই পোস্ট খুলিয়া দেখি কিছুই নাই!!! খালি প্যাঁচাল। বড়ই হতাশ হইলাম।

ফেরারী ফেরদৌস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।