আমাদের চারপাশে অসংখ্য দেবতা পূরুষ আছেন। যাদের সহজেই চেনা যায়না। অসম্ভব সুন্দর চেহারা আর পোষাকের আড়ালে সেই সব দেবতা পুরুষরা আচ্ছাদিত থাকেন। বাইরে থেকে খুব কম লোকই আঁচ করতে পারেন সেই সব পূরুষদের ভেতরের দেবত্বকে ! হয়তো আমাদের চারপাশেই এদের বসবাস। এমনই কিছু চরিত্র তুলে আনার চেষ্টা করবো এই সিরিজের মাধ্যমে ।
শুধুমাত্র গল্পের খাতিরে কাল্পনিক নাম ব্যবহার করা হয়েছে
চরিত্র : ১
খাবার টেবিলে ফুটানো পানি নেই , রাত দুপুরে উঠে রায়হানের মেজাজ খারাপ হয়ে গেলো। টেবিলের উপর রাখা খালি জগটাকে একটা আছাড় মারলো রায়হান। টেবিলের কাচ ভেঙ্গে দুই টুকরো। গন গন করে চিৎকার করতে থাকলো....
- 'কত দিন বলেছি, খাবার টেবিলে ফুটানো পানি যেন সব সময় থাকে'
আনিলার ঘুম ভেঙ্গে গেলো। চোখ কচলাতে কচলাতে ডায়নিং রুমে এসে দেখে রায়হান রাগে কট মট করে তাকিয়ে আছে।
-'রায়হান,চুলার ওপর বড় হাড়িতেই পানি ফুটানো আছে, ওখান থেকে নামিয়ে একটু পানি নিলেই পারতে, রাতে ফুটানো পানি ঠান্ডা হয়নি বলে জগে ঢেলে রাখা হয়নি। চল এখুনি পানি ঢেলে দিচ্ছি। '
অনিলা ভারী শরীর নিয়ে ধীর পায়ে রান্না ঘরে যায় পানি আনতে .....
চরিত্র: ০২
মুনিয়ার একটুও ভালো লাগছেনা। মাত্র ইউনিভার্সিটি থেকে এসেছে। আজ এক সাথে পাঁচটা ক্লাস নিতে হয়েছে তাকে। জুনিয়র টিচার হলে যা হয়, সিনিয়রদের প্রক্সিক্লাশ গুলো ঘাড়ে এসে জুটে। তারপর লাইব্রেরীতে বসে আগামীকালের লেকচারটা রেডি করে বাসায় ফিরতেই সন্ধ্যে হয়ে গেছে। তিশামও আজ বাসায় চলে এসেছে খানিকটা আগেই। এই বুড়ো বয়েসেও সে কম্পিউটার গেমস নিয়ে বসেছে। কি একটা স্বভাব, ফাঁক পেলেই সে গেমস খেলতে বসে যায়।
মুনিয়ার একদম ইচ্ছে করছেনা রান্না করতে।
তিশাম এমনভাবে খেলছে ....ওকে কি রিকোয়েষ্ট করবে ....
-তিশাম, এই তিশাম ? শুনছো??
-হুম বলো, শুনছি।
- একটু পেয়াজ কেটে দেবে? আমার বড্ড ক্লান্তি লাগছে, তুমি পেয়াজ কেটে দাও আমি একটু রেস্ট নিয়ে তোমাকে দারুন একটা মাছ ভেজে দেবো।
-পারবোনা জান, আমি দারুন একটা মুডে আছি, এখন উঠলে খেলাটা নষ্ট হয়ে যাবে।
-এই তোমার প্রেম না? গেমসটা পজ দিয়ে যাওনা প্লিজ...
-আহা...তুমি বুঝতে পারছোনা ভীষণ উত্তেজনা...এখণ উঠতে পারবোনা।
মুনিয়া কখনযে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়েছে টেরই পায়নি ,একদিকে তিশাম ভিডিও গেমসে ডুবে আছে অন্যদিকে ...ক্লন্ত শরীরে মুনিয়া ঘুমিয়ে পড়েছে। ইতিমধ্যে ঘরির কাটা কয়েকবার চক্কর শেষ করেছে।
-চল- চল -চল মুনিয়া খেয়ে নেই, অনেক রাত হয়েছে, খিদে পেয়েছে।
মুনিয়া .....এই মুনিয়া ....মু-নি-য়া ???
-ক'টা বাজে দেখোতো, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম ?
ও মাই গড !! রাত ১২ টা কখন বাজলো !!
দ্যাখোতো কান্ড ! কিছুই রান্না হয়নি খাবো কি ??
মুনিয়ার খানিক ঘুমে ক্লান্তি কেটেছে, বেশ ফুরফুরে মনে হচ্ছে শরীরটা।
-এই চলনা আজ দুজনে রিক্সা করে চানখার পুল চলে যাই, মনে আছে বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় আমরা মিতালী রেষ্টুরেন্টে প্রায়ই খেতে যেতাম?
-মুনিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে?? এখন রাত বাজে ১২ টা , মগবাজার হতে চানখার পুল যেতে যেতে বাজবে ১ টা খাবে কখন আর বাসায় ফিরবো কখন, কাল যে অফিস যেতে হবে সেখেয়াল আছে??
-চলনা , প্লিজ।
-তুমি চানখারপুল যাও , আমি ঘুমাতে গেলাম। কাল সকালে আমার অফিস যেতে হবে।
-চলবে
মন্তব্য
জোশ লাগল। আরেকটু হাড় মাংস জুড়ে গল্প বানিয়ে ফেলেন না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমাকে দিয়ে গল্প হবেনা , আমি বরং চরিত্র গুলো নিয়েই গবেষণা করি ।
পড়বার জন্য আপনাকে ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ইসস মেয়েদের ছেলেরা একদমই বুঝতে পারেনা, বুঝতেও চায় না
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সবাই তো আর এক রকম না । কেউ কেউ নিশ্চই বুঝে।
ভালো পুরুষের সংখ্যা ও অনেক ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
লিখে যান .....,আমরা যেন মুখোশ পরা দেবতাদের নিয়ে ভাবতে
পারি । তবে কজনা আছে দেবতাই বটে, তাদের কথা বলতে যেন পারি ।
সুরভি
দেবতা আছে বলেই তো এই শব্দটি এখনও আমরা উচ্চারণ করতে পারি। তবে মুখোশধারী দেবতাদের আসলে সনাক্ত করা জরুরী হয়ে পড়েছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
তুলে আনুন এসব ঘটনা চোখের আড়াল থেকে সামনে। তাতে যদি কারো কারো একটু বোধোদয় হয়, তাহলেও কম কি?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আসলে সমস্য হলো আমাদের বোধ আছে বটে সেটির উদয় ঘটেনা । অনেক ক্ষেত্র যারা এই ভুল গুলো করছেন তাদের এটা চর্চাগত অভ্যাসে পরিনত হয়। যা অণুসৃত হয় প্রজন্মের পর প্রজন্ম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
মাঝে মাঝে উল্টো কাহিনীগুলোও লিখবেন ভাইজান
আমাদের এক বিখ্যাত কার্টুনিসেরটর কাহিনীটা তার মধ্যে একটা
ভদ্রলোক বউকে বাসায় রেখে দরজা তালা মেরে নিচে যায় চা খেতে
আবার তালা খুলে ঘরে ঢোকে
উঠে এসে একবার দরজা লাগানো আর একবার দরজা খোলার কষ্ট থেকে বৌকে বাঁচানোর জন্য এই তালা সিস্টেম
ঘটনাতো উল্টাও হইতারে...এই ধরুন , চা খেতে যাবার সময়টুকুও বউকে বিশ্বাস করতে চান না ওনি। এই জন্য তালা সিস্টেম। অবশ্য আমার ধারণা ভুল হতে পারে।
হয়তো তিনিও আসল দেবতা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
নারে ভাই
এই লোকটা এমন না
নাম বললে আপনিও চিনবেন
তার বউও এক সময় ছবি আঁকতেন
এখন তার প্রধান পেশা ঘুমানো
ভদ্রলোক রেস্টুরেন্ট থেকে প্রায়ই খাবার দাবার নিয়ে যায় বাড়িতে খাওয়ার জন্য
সব শালাই ভদ্রলোক, আবার সব শালাই গোপনে বউ পেটায়।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বউ আর ঢোল সব সময় রাখতে হয় মাইরের উপরে
স্বামী আর ড্রাইভারকে রাখতে হয় দৌড়ের উপরে
এটা চিরন্তন নিয়ম
এই নিয়মের বিরোধীতা করলে ভবিষ্যত ফিউচার হয়ে যাবে
আমি তো শুধু পেঁয়াজ কাটি না... রাইন্ধাও দেই...
আমার জন্য কি তবে বরমাল্য?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনিই তাহলে আসল দেবতা পুরুষ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এসব মুখোশধারীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার জন্য ধন্যবাদ জানাই। এদের চেয়েও ভয়ঙ্কর মানুষরূপী জানোয়ার আমাদের আশেপাশেই বিচরণ করছে। আগামীতে আরো পড়ার অপেক্ষায় রইলাম।
--------------------------------------------------------
ধন্যবাদ সাদরে গৃহিত হইলো। আপনাকে ও ধন্যবাদ মন্তব্যের জন্য। ---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
প্রথম প্যারা পড়তে গিয়ে ভাবছিলাম এই রে, নোট বইয়ের ভাবসম্প্রসারণ নাকি। পরে দেখি কাহিনী অন্য। চলুক সিরিজটা।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
হুম, বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় এক বিচারক আমাকে বললো তোমার বিতর্ক ভালো, বাট ক্যানভাসারের মতো লাগছে । আজ গল্পকার অমিত আহমেদ বললেন লেখা ভাবসম্প্রসারণ হয়ে গেছে!
----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
প্রশংসা বাদ দিয়া কেবল সমালোচনাটাই হাইলাইট করলেন মিয়াভাই?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আপনার মন্তব্য তো আমার পাতার অলংকার। সমালোচনাটাই তো মনে ধরেছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ভাল লাগছে। চলুক।
চালাইতে গেলে আবু কিছু দেবতা পর্যবেক্ষণ করা লাগবে। দেখি কার কার মধ্যে এইরুপ দেবত্ব লুকায়িত আছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
অল্পকথায় অনেক জীবন। চলুক সিরিজ...
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সত্যকথার গল্প।
প্রথম আলোর নারীমঞ্চ পাতার কেইস স্টাডি। হা হা।
মজা করলাম।
-
কাহিনী সব সত্য।
নতুন মন্তব্য করুন