পুরো নাম শ্যাম হোরামশিজি প্রেমজি জামসেদজি মানেক'শ হলেও আমাদের কাছে তিনি ফিল্ড মার্শাল মানেক'শ নামেই পরিচিত। কেউ কেউ শ্যাম বাহাদুর নামেই জানতেন তাকে। বাঙালির অকৃত্রিম বন্ধু , মুক্তিযুদ্ধের সময় যিনি মিত্রবাহিনীর হয়ে নেতৃত্ব দিয়েছিলেন , সেই ফিল্ড মার্শাল শ্যাম মানেক'শ বিদায় জানিয়েছেন আমাদের সবাইকে। ৯৪ বছর বয়সেই তাঁর জীবনের চাকা থেমে গেলো। শুক্রবার রাতে ভারতের তামিলনাড়ু রাজ্যের ওয়েলিংটন শহরের সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যগ করেন।
ভারতের সাবেক এই সেনাপ্রধাণ ১৯৭১ সনে যুদ্ধকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত যৌথ বাহিনীর নেতৃত্ব দেন। তাঁর সুদক্ষ রণকৌশলে পাক বাহিনীর ৯৩ হাজার সেণাসহ আত্নসমর্পণ করতে বাধ্য হয়। বীরত্ব আর সাহসিকতার জন্য ইন্দিরা গান্ধী তাকে ভারতীয় সেণাবাহিনীর সবোর্চ্চ পদক ফিল্ড মার্শাল পদকে ভূষিত করেন।
বাংলাদেশের লাল সবুজের পতাকা যতদিন উড়বে ততদিন বাঙালির এই অকৃত্রিম বন্ধুর কথা আমাদের স্মরণ করতে হবে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ।
মন্তব্য
৯০ নয়, ৯৩ হাজার সেনা নিয়ে আত্মসমর্পণ করেছিলো পাকিস্তানী সেনাবাহিনী।
স্যাম মানেক'শর মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।
হাঁটুপানির জলদস্যু
আপনার কথাই সই , দিলাম ৯৩ হাজার।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
বাঙালির অকৃত্তিম বন্ধু, আমিও শ্রদ্ধা জানাচ্ছি
ইসস কত কিছু জানিনা, লজ্জা, জানানোর জন্য ধন্যবাদ থার্ড আই ভাই।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
গভীর সমবেদনা
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
স্যালুট
শ্রদ্ধা জানাই।
স্যালুট ইউ জেনারেল
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হিমু, মুমু, এনকিদু, অনিন্দিতা, লীলেন ভাই ও হাসান মোরশেদ ভাই আপনাদের সকলকে সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ।
------------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
মানেক'শর প্রতি কৃতজ্ঞতা, এবং তার পরিবারের জন্য গভীর সমবেদনা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শ্যাম মানেক'শ-কে স্যালুট। তার পরিবারের সবার প্রতি সমবেদনা রইল।
জীবদ্দশায়ই তার সম্মানে বাংলাদেশ সরকারের কিছু করা উচিত ছিল। অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ তার নামই জানে না। এখন অন্তত সময় এসেছে জানানোর।
— বিদ্যাকল্পদ্রুম
বাংলা উইকিপিডিয়াতে শ্যাম মানেক'শ'র জীবনী লেখা শুরু হয়ে গেছে। পুরোটা শীঘ্রই শেষ হবে বলে আশা করা যাচ্ছে। লিংকটা দিলাম।
http://bn.wikipedia.org/wiki/Sam_Manekshaw
ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধটাও দেখতে পারেন:
http://en.wikipedia.org/wiki/Sam_Manekshaw
— বিদ্যাকল্পদ্রুম
আপনার উদ্যোগকে স্বাগত জানাই। অন্তত নতুন প্রজন্মের বাঙালিরা মানেক'শ সম্পর্কে কিছুটা ধারণা পাবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
তাঁর বুদ্ধিদীপ্ত পরিকল্পনার কারনেই মাত্র ১৪ দিনের যুদ্ধে মুক্তিবাহিনীর সহায়তায় ভারতীয় বাহিনী পাকিস্তানীদের নাস্তানাবুদ করেছিল। অনেক শ্রদ্ধা রইল এই বীরের প্রতি।
শ্রদ্ধা জানাই এই বীর সেনানীকে।
সাথে সাথে 'শিক্ষানবিস' কে সাধুবাদ তার প্রশংসাযোগ্য উদ্যোগের জন্য।
~ ফেরারী ফেরদৌস
গুডবাই কমরেড!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সশ্রদ্ধচিত্ত সমবেদনা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
স্যাম মানেক'শ-কে স্যালুট।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন