আছিলাম মানুষ হইলাম ছাগল........

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: শনি, ২৮/০৭/২০০৭ - ৭:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছাগলমানুষ হয়ে জন্ম নেয়ার পরও কিছু কিছু মানুষ জীবনের প্রয়োজনে ছাগল হয়। বহু বছর পার করে মানুষ হবার পাশাপাশি ছাগল হতে হয়েছিলো। স্নাতক সম্মান পাশ করার পর সনদপত্রখানা হাতে নিয়ে দেখলাম উহাতে জল ছাপ! একখানা জলজ্যান্ত ছাগলের ছবি !!

লম্বা দাড়ি ওয়ালা এক বিশাল আকৃতির ছাগল আমার পুরো সনদপত্র জুড়ে !!

সম্প্রতি আমার বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠের স্নাতকোত্তর সনদ পত্রটি হস্তগত হয়েছে,যথারীতি ঐটার জলছাপও ছাগল!!!

আছিলাম মানুষ,হইলাম ছাগল, অতঃপর ছাগলই রয়ে গেলাম...

প্রিয় ব্লগার আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পাশ করেছেন এবং যারা ইতিমধ্যে নিজেদের মূল সনদপত্রটি হাতে পেয়েছেন, তাদের বলছি, আপনি কি জানেন আপনার সনদপত্রে ছাগলের জলছাপ!!
বিশ্বাস নাহয় এখনই ফাইল খুলুন !!!

লেখাটি আমার বন্ধু অলৌকিকে উৎসর্গ করা হলো। যিনি সামহোয়ারে তার প্রোফাইলে ছাগল জুড়ে দিয়েছেন।

সচলায়তন ডিসক্লেইমার: পোস্টটির মাধ্যমে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদের একটি খবরকে ব্লগে প্রকাশ করা হয়েছে। কোন ব্যাক্তিকে ছোট করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়নি। এই কারনে এটিকে প্রথম পেইজে রাখা গেল।)


মন্তব্য

সচলায়তন এর ছবি

এধরনের লেখার উদ্দেশ্য স্পষ্ট নয়। বরং ব্যাক্তি আক্রমন বলে প্রতীয়মান হয়। এ কারনে লেখাটি প্রথম পেইজ থেকে সরিয়ে দেয়া হল। অনুগ্রহ করে ভবিষ্যতে এ ব্যাপারে আরো যত্নবান হবেন।

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

থার্ড আই এর ছবি

কতৃপক্ষ। কাউকে উদ্দেশ্য করে লিখাটি পোষ্ট দেয়া হয়নি। লিখাটি বুঝতে হলে অনেকবার পরতে হবে। নিতান্তই রসিকতা করে উৎসর্গ করা হয়েছে অলৌকিক হাসানকে।
আরো একটু খোলাসা করে বলি,এই লেখার উদ্দেশ্য হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বিষয় মনে করিয়ে দেয়া , যে সত্যি সত্যি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সনদপত্রে ছাগলের জলছাপ দেয়া।
বিষয়টি সকলকে জানানোই ছিলো এই পোষ্টের মূল উদ্দেশ্য।
আশা করি কতৃক্ষ উত্তর দেবেন।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসান মোরশেদ এর ছবি

আরেকটু ঝেড়ে কাশা যাক । থার্ডআই আশা করি বুঝবেন । সামহোয়ারে কিছু দুষ্টু এলিমেন্ট,দুষ্টু উদাহরন,উপমা তৈরী হয়েছিল । হয়েছিল সময়ের প্রয়োজনে, সামহোয়ারেরই প্রয়োজনে । দুঃখজনক ভাবে ওখানের পরিবেশের পরিবর্তন হয়নি তাই ঐ সব এলিমেন্ট, উদাহরন,উপমার প্রয়োজন ও ফুরোয়নি ।

কিন্তু সচলায়তনে আমরা সবাই সচেষ্ট থাকবো যেনো এখানে আমাদেরকে তাড়া না করে ফেরে সেই সব দুষ্ট এলিমেন্টগুলো । অনেকেই চেষ্টা করেছে সচলায়তনকে,সামহোয়ারের প্রতিদ্বন্ধি হিসেবে দাঁড় করাতে । কিন্তু আমরা সবাই চেষ্টা করবো সচলায়তন'কে সচলায়তন হিসেবেই টিকিয়ে রাখতে ।
এখানে লেখার বিষয় আংগিক পরিবেশনা আলোচনা সমালোচনা ঝগড়া রাগ অভিমান বন্ধুতা উদাহরন উপমা এখানকার মতোই হবে ।

আরে সর্বনাশ, আমি বেশী বোঝাতে লেগে গেছি । ক্ষমাপ্রার্থী থার্ড আই ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

ঢা বি'র সনদে আসলেই ছাগলের জলছাপ দেয়া?
সর্বনাশ !
হাতেগোনা যে দু একটা আফসোস ছিলো এ জীবনে, তার মাঝে একটা তো ছিলো ঢাবি তে না পড়া ।

যাক বাঁচা গেলো হাসি

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

আশা করি সচলায়তন কতৃপক্ষ ঢাবি'র সনদ পত্রের জল ছাপ পরীক্ষা করে আমার লিখার উদ্দেশ্যের ব্যবচ্ছেদ করবেন।
আবারও বলছি ,লিখাটি কাউকে ছোট করার জন্য বা কাউকে উদ্দেশ্য করে লিখা না।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সচলায়তন এর ছবি

অনুগ্রহ করে মূল লেখাটিতে এইরকম একটি clause জুড়ে দিন, যেখানে আপনার মতো করে বলা থাকবে
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনদপত্রে ছাগলের ছবি এসেছে বলে এটি করেছেন
২। আপনি কাউকে ছোট করছেন না

তাহলে আবার প্রথম পেইজে এনে দিচ্ছি। অপশনালী যদি সনদপত্রের ছবি দিতে পারেন তাহলে পোস্ট হিসেবে বেশ গ্রহনযোগ্য হোত।

ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত।

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

থার্ড আই এর ছবি

জল ছাপ খুবই অস্পষ্ট , আর সনদপত্রটি ছাগলের চামড়ার কাগজে তৈরী ,তাই জলছাপের কপি দেয়া অসম্ভব। তবে আপনার কথা মতো লিখাটা এডিট করে দিতে আপত্তি নেই।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হাসান মোরশেদ এর ছবি

তবে তাই হোক । একটু এডিট করে দেন । ঢাবি'র সনদপ্রাপ্ত ছাগল জ্বলজ্বল করুক সচলায়তনের পাতায় চোখ টিপি

মডুরামের জন্য জাঝা

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

মডুরামের জন্য ........!!!

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সচলায়তন এর ছবি

পোস্টটির মাধ্যমে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদের একটি খবরকে ব্লগে প্রকাশ করা হয়েছে। কোন ব্যাক্তিকে ছোট করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়নি। এই কারনে এটিকে প্রথম পেইজে রাখা গেল।

তবে অন্য মডুরাম নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে স্বাধীন। যে কোন মডুরামের সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে ভয়েড করতে পারে।

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মডুর জন্য জাঝা চাল্লু

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অরূপ এর ছবি

তোমার না একটা রোগ ছিল মডু কিছু কইলে আইসা কওয়া "এইটা আমি না", ওই রোগ মনে হয় ঠিক হৈছে চোখ টিপি
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটাও কইলাম আমি না। খাইছে

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি

মডুরামের শুভ বুদ্ধির জন্য ধন্যবাদ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হাসান মোরশেদ এর ছবি

ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত।

মডুরাম রা ও তাহলে দুঃখ প্রকাশ করেন, এই বিরল ঘটনার জন্য তাঁকে জাঝা

আর

তবে আপনার কথা মতো লিখাটা এডিট করে দিতে আপত্তি নেই।

এই সহনশীলতা ও ম্যাচুওরিটির জন্য তৃতীয় নয়ন [থার্ডআই কে ] তিনবার জাঝা জাঝা জাঝা

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

অচেনা এর ছবি

শেষ পর্যন্ত কে ছাগুরাম সুলভ হইলো? খাইছে
-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

অমিত এর ছবি

মহাহাহা, ছাগলের কোপ্তা খাব।
____ ____________________
suspended animation...

অছ্যুৎ বলাই এর ছবি

কি বলেন! ঢাবি সার্টিফিকেটে ছাগোলের ছাপ!! এটার শানে নুযূল কি?
তবে লিখা চরম মজার এবং তা বিষয়বস্তু 'ছাগল' বলে নয়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসিব এর ছবি

- আসল ঘটনা হইলো ঢাবি যেই কোম্পানীর কাগজ কেনে তার লোগোতে একটা পুর্নসাইজ ছাগলের ছবি আছে । এই লোগোর জলছাপ সার্টিফিকেটগুলো আছে ।

- এই পোস্ট নিয়ে ভুল বোঝাবোঝিটা একটা বোঝাবুঝিতে আনার জন্য পোস্টার ও মডুরাম যেভাবে আগাইছেন সেটা একটা ভালো দৃষ্টান্ত হিসেবে আমি দেখতেছি । গোয়ার্তুমী না করে যদি আমরা একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করি তাহলে অনেক ঝামেলাই এড়ানো সম্ভব ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

হিমু এর ছবি

কেন যেন ভালো লাগলো এই পোস্টের মত বিনিময়ের চাল দেখে। জাঝা!


হাঁটুপানির জলদস্যু

শামীম এর ছবি

ছোট ভাই পাশ করলেই দেখবো ... মু হা হা হা শয়তানী হাসি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।