সারাদিন কর্মব্যস্ততায় প্রিয় সচলায়তনের পাশে থাকা সম্ভব হয়নি। এই পোস্ট আমার সচলায়তনের প্রতি সমর্থন এবং একটি প্রস্তাবের জন্য দেয়া। সচলায়তন বাংলাদেশ থেকে আনব্যান না করা পর্যন্ত সচলায়তনের আন্দোলন অব্যাহত থাকবে।
প্রস্তাবগুলো যে কোউ সমর্থন করতে পারেন অথবা নতুন আইডিয়া শেয়ার করতে পারেন। অথবা সম্পূর্ণ প্রত্যাখান করতে পারেন।
০১ আনব্যান সচলায়তন নামে একটি অনলাইট পিটিশন তৈরী করা।
০২ সকল সদস্য আনব্যান সচলায়তন নামে নিজেদের প্রোফাইল পিকচার লাগাবে( তবে ইচ্ছে করলে যে কেউ এই ছবি নাও লাগাতে পারেন এক্ষেত্রে ব্যক্তি সাধীনতাও থাকবে।) একই ব্যনার সচলায়তনের মূল ব্যনারে শোভাপাবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশী ব্লগাররা সজলায়তন দেখার সুযোগ না পান ততদিন এই ব্যনার থাকবে। একই ছবি ফেসবুক, হাই ফাইভ, অর্কূট,কিংবা মাইস্পেসের মতো সামাজিক নেটওয়ার্কের প্রোফাইলেও লাগানো থাকবে। কর্পোরেট ছবিটি মডারেটররা তৈরীকরে পোস্টে রাখবেন সকল সদস্য সেটি ডাউন লোড করে নিজেদের প্রোফাইলে লাগাবে।
০৩. অপর বাংলা ব্লগিং সাইট গুলো এবং সকল গনমাধ্যম যারা এই আন্দোলনের সাথে একাত্নতা ঘোষনা করবে তাদের একটি কৃতজ্ঞতা তালিকা সচলের প্রথম পাতায় একটি কর্ণারে পোস্টের মাধ্যমে স্টিকি করা অথবা বক্সকরে দেয়া থাকবে।
৪ সচলায়তন কতৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তি ছাড়বে সকল গনমাধ্যমে। ঠিক কখন থেকে কিভাবে সচলায়তন বাংলাদেশে ব্যন হলো বা বাংলাদেশের ব্লগাররা কিধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন তা নিয়ে বিস্তারিত ব্যখা থাকবে সচলের সার্ভিস প্রোভাইডারদেরও।
আপাতত আমার মাথায় আর কিছু নাই। বাড়তি কিছু থাকলে সচলরা আওয়াজ তুলবেন প্লিজ।
মন্তব্য
ঠিকাছে । কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তবে একই সাথে সচলদের বিশেষ করে দেশে যারা আছেন তাদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ব্লগাররা এসব ভয়পায়না। তাছাড়া এখানে সরকারী ভাবে যদি ব্যাখ্যাটা আসে তাহলেই তো ল্যাঠা চুকে যায়। যেহেতু এখনও সরকারীভাবে কোন কিছূ বলা হয়নি। তখন পাঠক কিংবা লেখক সচলায়তন ব্যবহার করতে পারছেনা বলে বক্তব্য দিলে নিরাপত্তার কোন ছন্দপতন হবে বলে আমি মনে করিনা।
অবশ্যই টু দ্যা পয়েণ্টে থাকতে হবে।
একজন সাধারণ সচল সচলায়তন ব্যবহার করতে পারছেন না তিনি তার প্রতিক্রিয়া জানাবেন। তাছাড়া এক্ষেত্রে ছদ্বনামের সচলরা অধীক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমার মনে হয় আমরা আমাদের স্বাভাবিক লেখা লিখতে থাকি। সময়ের সাথেই আবার সব ঠিক হয়ে যাবে। সামান্য পোর্ট ব্লক করেছে, আরো কতো উপায় আছে সচলায়তন পড়ার। অমিতের পোস্টে একটা লিংক আছে সেখানে অনেকগুলো প্রক্সির লিংক আছে। আমাদের বন্ধুদের আমরা সেই লিংকগুলোর কথা জানিয়ে দেই। তারপর কিছুদিন দেখি, কী হয়। এমনি এমনি ছেড়ে যদি না দেয় তাহলে পদক্ষেপ নেয়া যাবে।
সচলায়তন ও এর লেখকেরা এখন পর্যন্ত সে সহনশীলতা দেখিয়েছে তা আমার কাছে স্বাভাবিক ঠেকলেও দেশের প্রেক্ষিতে এটা একটা মেসেজ। অসময়েও আমরা আমাদের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হইনি, লেখা আমাদের চলবে-- দেশ নিয়ে লেখা, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, রাজাকার পেষণ নিয়ে লেখা, সব লেখা চলুক।
আরো একটু দেখার পক্ষপাতি আমি।
আপত্তিটা আমার এখানেই । লেখকরা স্বাধীণভাবে মতপ্রকাশ করবে বলেই তো ব্লগের জন্ম। তারা প্রাণ খূলে লিখবেন আর মন্তব্য করবেন।
বেখনে কেউ তাদের ইচ্ছে মত পোর্ট লক করে দেবেন তার কোন ব্যাখ্যা থাকবেনা। কালকে আপনি আপনার মতামত জানালে যে আপনাকে লক করা হবেনা তার নিশ্চয়তা আমাদের কিভাবে দেবে ন?
তবে আমি প্রতিবাদের ভাষাটা সেই পর্যায়ে রাখার পক্ষপাতী যেখানে সচলায়তনে শ্লোগানটার সম্মান হানী না হয়।
চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ যেথা শির।
শিরটা যেন সব সময় উচ্চ থাকে সেই চেষ্টা করেই প্রতিবাদটাও অব্যাহত রাখা উচিত।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
শির উঁচু করে লাস্ট সামুরাই হলে স্বাধীনতার স্বাদ উপভোগ করার ভাগ্য থাকে না। মাঝে মাঝে একটু টেকনিক্যাল হতে হয়। কী বলেন?
কী ব্লগার? ডরাইলা?
হইলাম টেকনিক্যাল ৫ নম্বর প্রস্তাব ঘ্যাচং
-----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
দেশে যারা আছেন তাদের নিরাপত্তার দিকটা সবার আগে দেখতে হবে।
সোনার বাংলায় সোনা ফলতে আর দেরি নেই বেশি !
কী ব্লগার? ডরাইলা?
এরকম পোস্ট নিরুৎসাহিত করছি।
দেশে থাকা সচলদের নিরাপত্তার ব্যাপারটি সবার আগে।
আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?
আবার লিখবো হয়তো কোন দিন
বহির্বিশ্বে প্রেস ফ্রিডমের যে সব সংস্থা আছে আমরা তাদের সাথেও
যোগাযোগ করবো ।
সেকারনেই অন লাইন পিটিশনটি সবচেয়ে বেশী কার্যকর হবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
প্রথমে খানিকটা অবিশ্বাস নিয়ে খবরটা পড়লাম “বাংলাদেশে সচলায়তন নিষিদ্ধ করা হয়েছে।” মনে হল হয়তো কোথাও কোন ভুল হয়েছে। যান্ত্রিক ত্রুটি অথবা তেমন কিছু। কিছুক্ষণ পড়েই ভুল ভাঙ্গলো। দেখলাম আই পি অ্যাড্রেস ব্যান করে দেয়া হয়েছে, প্রচন্ড রাগ হল।
আমি একা নই ব্লগের প্রায় সবারই একই অবস্থা। সবাই লিখছেন, মন্তব্য করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, কেউ দেশ থেকে সচলায়তন এ প্রবেশের উপায় বলে দিচ্ছেন। সবাই কোন না কোন ভাবে সাহায্য করতে চাইছেন।
সচল পরিবারকে রক্ষায় সবাই লড়াই করতে চাইছেন।
কিন্তু কি করতে হবে সেটা আমার মত অনেকেই বুঝতে পারছে না।
এরমাঝেই দেখলাম অনান্য ব্লগ, ফেইসবুকে লেখা হচ্ছে সচলায়তন বন্ধের বিরুদ্ধে। নিসন্দেহে দারুন প্রাথমিক উদ্যোগ। কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান কি?
কতদিন দেশবাসী চোরা আই পি দিয়ে সচলায়তনে আসবে? শুনেছি, এভাবে বাংলা লেখা যায় না। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কি তথ্য মন্ত্রনালয়ের সাথে কথা বলার আনুষ্ঠানিক উদ্যোগ নেয়া যায় না?
সে আলোচনা ব্যর্থ হলে আমাদের দীর্ঘমেয়াদী টেকনোলজিকাল সমাধানের চেষ্টা করতে হবে।
থার্ড আইকে ধন্যবাদ, এ দুঃসময়ে দিকনির্দেশনা পোষ্টের জন্য।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না এক কে করি দুই৷
যুদ্ধ নয় লেখকদের প্রতিবাদের ভাষা তো লেখার মাধ্যমেই। তাছাড়া অনলাইন পিটিশন অনেক শক্তিশালী। অনলাইন পিটিশনটা দিয়ে তথ্য মন্ত্রলায়ের কাছে সচলায়তন কতৃপক্ষ ব্যাখ্যা দাবী করতেই পারে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
২. বাস্তবে কতটা কাজে দিবে?
৩. তেমন জরুরি না মনে হয়।
৪. যুদ্ধ করতে চাচ্ছেন সরাসরি?
৫. কয়জন আসবে আর তাদের নিরাপত্তা??
বাংলাদেশ থেকে সচলায়তনে এ্যাকসেস বন্ধের যে কুচক্রী, নোংরা এবং সর্বোপরি বেকুবীয় পদক্ষেপ নেয়া হয়েছে, সেটার নিন্দা জানাই।
কারণ যদি হয় রাজাকারদের বিরুদ্ধে কথা বলাই, তাহলে আমি সচলায়তনের ব্যানারে আলী আমানের প্রতিবাদী চেহরাটা দেখতে চাই সবসময়।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
"আর সচল যে নিষিদ্ধ তা মাস্ট হেডে কই? হঠাত আসা পাঠক বুঝবে কীভাবে?"
একমত, মাস্টহেডে আসা উচিত
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
ব্যানার + একটা স্টিকি পোস্ট এ বিষয়ে ...
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
একমত
ফারুক ওয়াসিফের সাথে ১মত ।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আপাতত সহিংস আন্দোলনের বিপক্ষে আমি।
আমরা যারা আমেরিকা, ইউরোপে বসে আছি তাদের হয়তোবা সমস্যা হবে না। কিন্তু যারা দেশ থেকে ব্লগিং করছেন তাদের অনেক সমস্যা হতে পারে। বালের গণতন্ত্রের রক্ষকরা যেকোন মুহুর্তে যে কাউকে ধরে নিয়ে গেলে বৃথা আস্ফালন ছাড়া আর কিছু করতে পারবেন কেউ?
সবাই তাসনীম খলিল না। সবার কানেকশন ভাল নেই যে ছাড়া পেয়ে বিদেশে পালিয়ে বাঁচবে। আচোদা দেশে যখন জন্ম নিয়েছি, একটু আচোদা তো হতেই হবে।
সব জায়গায় সরাসরি সংঘাত সমাধাণ বয়ে আনে না। কিছু কিছু ক্ষেত্রে গান্ধী নীতি শ্রেয়তর।
কী ব্লগার? ডরাইলা?
আচোদা দেশে যখন জন্ম নিয়েছি, একটু আচোদা তো হতেই হবে।
জ্বি না... আমরা আচোদা বলেই দেশটা আচোদা...
আর আচোদা দেশে জন্ম নিয়ে আচোদাত্ব বজায় রাখতেই হবে!! এটা কি সংবিধিবদ্ধ?
জ্বী, সংবিধিবদ্ধ। স্বাধীনতার এতগুলো বছর পরও যখন রাজাকারদের কিছু হল না তখন আমরা আচোদাই। এতগুলো বছর যখন পুরো জাতি আচোদা হয়ে আছে তখন আজ আর নতুন করে আস্ফালন করে কী হবে? আমার উপর রাগ করে লাভ নেই। আমি পেসিমিস্ট/অপটিমিস্ট না, হিসেবী।
যতদুর জানি আপনিও ইংল্যান্ডেই থাকেন। সহিংস আন্দোলন করেন ক্ষতি নাই, তবে রয়েসয়ে......
দেশের ব্লগারদের কথা সবার আগে চিন্তা করেন। আজ কাউকে তুলে নিয়ে গেলে সচলায়তনে ঢুকে একটা জ্বালাময়ী পোস্ট দেয়া ছাড়া কিছুই করতে পারবেন না।
কী ব্লগার? ডরাইলা?
Third eye ke ei post'er jonno ebong Faruk bhai ke tar montobber jonno salam.
-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বিটিআরসি-র বর্তমান চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা প্রয়োজন। তাঁর সাথে যোগাযোগ আছে, এমন কেউ কি আছেন সচলে? পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবার একটা সম্ভাবনা আছে।
হাঁটুপানির জলদস্যু
হিমু ভাই আপনার বলা সম্ভাবনাটা যেন সত্যি হয়।
আফসোস BTRC এর কারো সাথে আমার পরিচয় নাই।
---------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
খবরটা ছড়ানো দরকার। যদিও বুঝতেছি, আমি ভয় পাইলেই তাদের লাভ, তবুও ভীত হচ্ছি। আমার জন্য না হলেও দেশে থাকা ব্লগার ভাইদের জন্য। তবে খবরটা জানানো দরকার। ইন্টারনেট এখন অনেক শক্তিশালী মিডিয়া। দেশ যে সঠিক পথে যাচ্ছে না, মানুষ তা জানুক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন