'অক্সফোর্ডের জলে বাংলাদেশী নৌকা'
বিজয়ী উইটনি দলের মধ্যে টান টান উত্তেজনা, অলেম্পিক পতাকা হাতে নিয়ে অক্সফোর্ডের জলে ভেসে বেড়াবে তারা। এগিয়ে এলেন পিটার ট্রাভিস ও আজিজুর রহমান, দুজনেই লন্ডন অলেম্পিকের পতাকা তুলে দিতে যাচ্ছেন বিজয়ী দলের ম্যানেজার এহিয়ার হাতে। হঠাৎ পিটার থমকে দাঁড়ালো, ইংরেজীতে বলে উঠলো,’ দেখো আমি এভাবে তোমাদের হাতে অলেম্পিকের পতাকা তুলে দিতে পারিনা, তোমাদের মধ্যে অনেকেই লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায় চড়েছো। যতক্ষণ না তোমরা লাইফ জ্যাকেট পড়ছো ততক্ষণ তোমাদের হাতে পতাকা হস্তান্তর করা হবেনা’।
ইতিহাস হলো 'উইটনি' দল
সমস্বরে হেসে উঠলো নৌকার মাঝিরা। এই ব্যাটা বলে কি ? এইটুকু লেক পাড়ি দিবো এতে আবার লাইফ জ্যাকেট পড়তে হয় নাকি ? কত বড় বড় নদী আর বিলে নাও বাইলাম আর অক্সফোর্ড শায়ারের এই লেক তো নস্যি ! প্রতিযোগিতাতো শেষ, চ্যম্পিয়ন হয়েছি, এখন পতাকা দাও! পিটার অবশ্য বাংলা বুঝতে পারলোনা, তবে তাকে সন্তুষ্ট করতে আর প্রতিযোগিতার নিয়ম মানতে লাইফ জ্যাকেট পড়েই লণ্ডন অলেম্পিকের পতাকা বহন করে ইতিহাস হলো অক্সফোর্ডের ’উইটনি’ দল।
'অক্সফোর্ড সিটি সেন্টারে উড়লো ২০১২ অলেম্পিক' পতাকা
২৪ আগষ্ট বেইজিং অলেম্পিকের পতাকা নামার সাথে সাথে লন্ডনবাসীও অলেম্পিককে বরণ করে নিয়েছে রাজকীয় উৎসবের মাধ্যমে। বেইজিংয়ের আয়োজনের চেয়ে লন্ডন ২০১২ আয়োজনটা যে কোন অংশে কম হবেনা সেই মহড়া দিয়েছে লন্ডন। তাই ২৪ আগষ্ট ইংল্যান্ডের সর্বত্র ছিলো উৎসবের আমেজ।
পথ নৃত্য
অক্সফোর্ডের সৌখিন বাঙালি আজিজুর রহমানের পেশা রেস্টুরেন্ট ব্যবসা হলেও নৌকার প্রতি তার প্রবল আগ্রহের কারনে ব্রিটেনের বাঙালিরা খানিকটা ভিন্নভাবে বরণ করেছে অলেম্পিকে। আজিজুর রহমান অক্সফোর্ড বাংলাদেশী বোট ক্লাবের উদ্যোগে আয়োজন করেন নৌকা বাইচ প্রতিযোগিতা। মজার বিষয় হলো নৌকা গুলো আনা হয়েছে সুদুর বাংলাদেশ থেকে। সে এক মহা আয়োজন, এক্কেবারে কাঠের তৈরী নৌকায় মাঝিরা পড়েছিলো লুঙ্গি আর গামছা। কপালে কোমরে গামছা বেঁধে হেইয়া হো ধ্বনিতে থেমস নদীতে নৌকা ভাসিয়ে ব্রিটেনের মুল ধারার গনমাধ্যমে আলোড়ণ সৃষ্টি করেছে। রোদেলা দুপুরে থেমসের ঝিলমিল জলে মযূর পন্খী নাও নাওগুলো প্রতিনিধিত্ব করছে বাংলাদেশকে....ভাবতেই যেন চোখে পানি চলে আসে !
'নেটওয়ার্ক বাংলা' জিতেনি কাপ তবুও তাদের মহা ভাব!
বাংলাদেশের ব্রিটেনের বিভিন্ন শহর থেকে মোট ১২ টি দল নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। আর প্রতিটি দলে মাঝির সংখ্যা ছিলো ৯ জন। চ্যম্পিয়ন উইটনি দল পুরস্কার হিসাবে জিতেছে নগদ ৫০০ পাউন্ড এবং চ্যাম্পিয়ন ট্রফি রানার্সআপ চেলথেনহাম দল পেয়েছে শিল্ড, মেডেল ও নগদ ২০০ পাউন্ড প্রাইজ মানি। চ্যম্পিয়ন উইটনি দলের হাতে ট্রফি তুলে দেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সফি উদ্দীন আহমেদ অন্যদিকে অক্সফোর্ডের মেয়র সুজানা ট্যাসেল শিল্ড তুলে দেন রানার্সআপ চেলথেনহাম দলের হাতে। 'আহা কি আনন্দ আকাশে বাতাসে....'পরে চ্যম্পিয়ন দল অলেম্পিক পতাকা বহন করে আজিজ রেস্টুরেন্টে আসে সেখান থেকে খোলা বাসে চড়ে বিজয়ী দল ও ভিআইপিরা পুরো অক্সফোর্ড শহর ঘুরে বেড়ায় । টুরিষ্ট বাস এসে থামে অক্সফোর্ড সিটি সেন্টারে। মেয়র সুজানা ট্যাসেল আনুষ্ঠানিক ভাবে অক্সফোর্ডে উড়ালেন অলেম্পিক ২০১২ এর পতাকা । আয়োজনটি ইতিহাস হয়ে থাকবে এই জন্যে বাংলাদেশী নৌকা বাইচ প্রতিযোগিতা হলে ব্রিটেনের নদীতে , সেই সাথে অলেম্পিক পতাকা বহন করলো বাংলাদেশী বিজয়ী দল।
এতো কিছু থাকতে নৌকা বাইচ করার ইচ্ছে কেন হলো আজিজুর রহমানের , জানতে চাইলে আজিজুর রহমান জানান , বাংলাদেশের এই নৌকা বাইচের সংস্কৃতি বিলেতে সকল শ্রেনীর মানুষের কাছে পৌছে দেয়াই ছিলো তার মুল উদ্দেশ্য। গত বছর থেকে তিনি এই নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু করেন , এবছর যুক্ত হয়েছে অলেম্পিক থিম, আর গত বছরের সাফল্যের পর চলতি বছর থেকে এই নৌকা বাইচকে জাতীয় নৌকা বাইচের স্বিকৃতিও দিয়েছে অক্সফোর্ড সিটি কাউন্সিল। তিনি আরো বলেন , আমরা প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতি ভুলে যাইনি, বাংলার বর্ষাকালীন গ্রামীন ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন ব্রিটেনে বাৎসরিক নৌকা বাইচ প্রতিযোগিতায় রুপ নিয়েছে, এটা অনেক গর্বের বিষয়। সেই সাথে আমাদের নতুন প্রজন্ম যারা এদেশে বড় হয়েছে তাদের কাছেও বাংলাদেদেশের এই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়াও অন্যতম লক্ষছিলো। আমাদের ছেলেমেয়েরা এতো দিন অক্সফোর্ড আর ক্যামব্রিজের নৌকা বাইচ দেথতে , এখন তারা নিজ দেশের নৌকা বাইচ দেথবে বিলেতের নদীতে।
'ক্যামেরা লাইট রেডি......এ্যাকশন'!
বিজয়ী দলে ম্যানেজার এহিয়া বলেন, আমার মেয়ে নাদিয়া আমার চ্যম্পিয়ন ট্রফিটি ছাড়তেই চায়না।
'আব্বু তুমি লক্ষী...'সকাল বিকাল সে ওই ট্রফিতে চুমু খায়। তার ধারনাই ছিলোনা বাংলাদেশে এমন নৌকা পাওয়া যায়, আর মাঝিরা এভাবে লুঙ্গি গামছা পড়ে নৌকা ভাসায় নদীর জলে। আর ঢাক ঢোল পিটিয়ে এভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা হয় !!
'আমিও একটু চুমু খাবো....'
এই নৌকা বাইচকে কেন্দ্র করে আমাদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কাছে নিজ দেশের সংস্কৃতির সাথে এই যে একটা মায়ার বন্ধন তৈরী হলো এটাই বা কম কি ?
[url]
[/url]
মন্তব্য
তৃতীয় লোচন ভাই, পোস্টা পড়ে খুব খুব খুব ভালো লাগলো।![হাততালি হাততালি](http://www.sachalayatan.com/files/smileys/41.gif)
অশেষ ধন্যবাদ আপনাকে, এমন একটা অসাধারন খবর জানাবার জন্য।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
লেখা পুষ্টাইতে কিঞ্চিৎ দেরী হয়েছে বটে এজন্য ক্ষমা প্রার্থী, তবে আপনার ভালো লাগা দেখে আমারও ভালো লাগছে। ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
প্রবাসীরা যে প্রবাসে বাংলাদেশ এর ঐতিহ্য ধরে রাখার এই উদ্যোগ নিয়েছে তা পড়ে ভাল লাগল । আর এই পোষ্ট এর জন্য থার্ড আই কে ধন্যবাদ ।
নিবিড়
প্রবাসীরা অনেক কিছুই করেন, তাদের সব অর্জনের খবর আমরা তুলে আনতে পারিনা। আমাদের কলমেরও কি সীমাবদ্ধতা কম ?
পোস্টে মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
কী ব্লগার? ডরাইলা?
ক্যান মাঝি ? ডরাইলা?![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
মাঝি ডরায় নাই। চিন্তিত হইছে!!!
কী ব্লগার? ডরাইলা?
পোলাদের এত মাসল দেইখা আমি ডরাইসি
দ্রোহী ভাই মনেহয় চিন্তিত এত মাসল দেইখা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
দ্রোহী'র দেখি চোখ আমার মতো তিনটা হইয়্যা গেছে !!
তয় ক্যাপশন জটিল হইছে!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
থার্ডাই ভাই, পড়ে হেব্বি লাগলো। আকাশে বাতাসে কেমন জানি একটা ভাল লাগা ভাল লাগা ভাব।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
আসলেই সেই দিন আকাশে বাতাসে শুধুই বাংলাদেশই ছিলো।
আপনার আবেগঘন মন্তব্যের জন্য ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
অনেক ভালো লাগলো![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
কল্পনা
..............................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
অনেক ধন্যবাদ আপনাকেও।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
বাহ! দারুন মজা তো
দেশ থেকে নৌকা ইমপোর্ট, cool![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
'নেটওয়ার্ক বাংলা'র ছবি দেখে মজা লাগল, সাজসজ্জা ভাল লাগল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কোন ছবি আপনার ভালো লাগলো...? দ্রোহীর কমেন্ট করাটা?? এই জন্যই কি পাঁচ তারা দিয়া দিলেন ?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
জি স্যার
ঐ ছবিটা পছন্দ হয়েছে বাঙালী বাঙালী লাগছে সবাইকে ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
তবে ৫ তারা দিয়েছি, আপনার লেখা, রিপোর্টিং আর ছবির জন্য।
আপনি রিপোর্টিং করার সময় কেউ আপনাকে সুট-টাই পরা অবস্থায় পানিতে ফেলেদিলে আরো ভাল হত, আরো ৫ তারা দিতাম তাইলে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমুর দোয়ায় গরু মরে না।
খালি ঠান্ডার দ্যাশ, নাইলে ঠিক ঠিক এক প্যাঁচের গেরুয়া কাপড় পিন্দা পাগলা বাবা হইয়্যা যাইতাম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ওমা আমি গরু মরা দোয়া করলাম কখন? আপনি কি গরু?![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
আর আমিতো মরা দোয়া করিনি, পানিতে পরা দোয়া করেছি
আর আপনাকেতো সবসময়ই সুট-টাই পরা দেখি, আপনার কি আর কাপর চোপর নাই
মাঝে মাঝে লুংগি গামছাও পরা উচিত ![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হায়রে মাইয়্যাটা উপমা ও বুঝেনা গরুও চেনে না,চিনলো শুধু লুঙ্গি গামছা....!!
আমি লুঙ্গি পড়ি না যদি গিট্টু খুইল্যা যায় !! আর কাপড় চোপরের খানিকটা অভাব বৈকি, দেখি বিবাহের সময় যদি কিছু জুটে...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
কি যে বলেন উপমা আমি বুঝিনা? আপনি নিজেকে গরু বললেন আর আমি সেই উপমা বুঝবোনা?
কিযে বলেন। আর আমি গরুও চিনি,
এজন্যইতো আপনি নিজেকে গরু বলায় একটু কনফিউসড হয়ে গেসিলাম আর কি ![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
আর চিন্তা করবেন না। আপনার বিবাহের সময় আমি বর পখ্খ হয়ে আপনার শাশুড়ী আম্মাকে বলে দিব আপনাকে যেন কিছু লুঙ্গি গামছা কিনে দেয়।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
তাহলে কি নিজেকে শকুন বলে স্বীকার করে ফেললেন ?? আমি কিন্তু আপনাকে শকুনী বলতে চাইনি। কিন্তু মুমু আমারতো শিং নেই ।
আর শশুরালয়ে লুঙ্গির ফরমায়েশ গেলে মন্দ হয়না। ঝামেলা কম,সাথে যেন ওনার মেয়েকে লুঙ্গি গিট্টু দেয়াও শিখিয়ে দেয় সেটাও বইলেন,কারণ আমি তো লুঙ্গির গিট্টু দিতে জানিনা।
---------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
পড়ার পর সুখ সুখ লাগতাছে। প্রবাসী বাংলাদেশীদের দেশকে স্মরণ করার কথা শুনলে অন্যরকম একটা ভাল লাগা কাজ করে। বাংলা সংস্কৃতি ছড়িয়ে যাক বিশ্বময়।
— বিদ্যাকল্পদ্রুম
লিখে কাউকে সুখ দিতে পারাও অনেক সুখের।
-------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
কির্কেটে তো হইলো না- দেখি নৌকাবাইচে কিছু করন যায় নাকি?
ঐ মিয়া এতদিন কই ছিলেন?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হ নৌকা বাইচ ই সই । লগি বৈঠা থাকতে অলেম্পিকের কাপ কে জিতবো বাঙালি ছাড়া !
ভাইডি, ব্রেড এন্ড বাটার'র সন্ধানে হঠাৎ হঠাৎ নিজেকেও ভুলে যাই...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
জয় বাংলা!
(চুমুর কথা যেন কি বললেন?)
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
রোজা রমজানের দিন, চুমু বিষয়ে বিস্তারিত আলাপে না গেলেই কি নয়...???
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
থার্ড আই ভাই, আমি আপনার প্রেতিবেশীনি, এরকম কোন উল্লেখযোগ্য ঘটনা থাকলে জানাবেন, আসপোনে দেখতে. হল্যান্ডে থাকা আর খাগড়াছড়ি থাকা একই কথা, দুনিয়ার কোন খবর জানতে হইলে রেডু লাগে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ওগো প্রতিবেশীনী...দাওয়াত তো দিয়েছি
খেয়াল তো রাখেননি।
ফেসবুকে ইনভাইটেশন দিয়েছিলাম কম করে হলেও ৫০০ বাঙালীকে, আপনি ছিলেন কই ??
যাক আরো কতো কি হবে..... আপনার আগ্রহের কথা মাথায় থাকলো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমার নম্বরতো ৫০১।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
যাক
বহুদিন পরে চুমু খেয়ে থার্ডু ভাইয়ের প্রত্যাবর্তনে স্বাগতম
ধুম্মিয়া কি কন !!! কে কারে চুমায় ! রোযা হালকা হয়্যা যাইবো তো....
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
এই মাত্র ইফতার হলো। এখন বলুন তো, কে ওই চুম্বন-বালিকা? বশীকরণ পর্বে কী সাফল্য মিললো অবশেষে?![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
টেমস নদীর তীরে এখনও সূর্য অস্ত যায় নাই।
তাছাড়া রমজন মাসের পুরোটাই তো সংযমের ,আর চুম্বন বালিকাদের সাথে অবশ্য স্বপ্নায়তে আপনার কল্যানে প্রতিরাতেই দেথা হয়।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
থার্ডাইয়ের অতি সংযম পালন দেইখা মনে সন্দেহের উদয় হইতাছে। এগারোমাসের কাহিনী টানতাছে মোরে।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
রিপোর্টটা পড়লাম,
বিদেশের মাটিতে এসব উদ্যোগের খবর পেলে খুব ভাল লাগে।
গর্বে মাথা উঁচু হয়ে যায়।
ত্রিনেত্র ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ পোস্টানোর জন্য।
চলমান কোনো ছবি থাকলে দিয়ে দিয়েন দয়া করে।
দেখতে খুব ইচ্ছে করছে। যাওয়া তো হলোনা তাই দুধের স্বাদ ঘোলে মিটুক।
--------------------------------------------------------
![](http://www.sachalayatan.com/files/images/juddho2.thumbnail_0.jpg)
গত বছরের একটা চলমান ফুটেজ আপনার সৌজন্যে দিলাম। চলতি বছরের ফুটেজ ইউ টিউবে আপ লৌড করা হয়নাই। তবে ফেস বুকে করা হয়েছিলো। সময় পেলে কিছু ফুটেজ আপলোড দিয়ে আপনাকে জানাবো।
[url]
[/url]
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ভালো লাগলো খুব, তিন নম্বর চোখ।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
কিন্তু লোকজন কি কি জানি কয়...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালো লাগা ভালো তবে, ভালোবাসা ভালো ভালো নয়।
আর লোকজনের কথায় কান দিয়েন না, আপনি অতিশয় ভদ্র বালিকা বলিয়াই জানি, আমার দৃঢ় বিশ্বাস এই রমজানের শেষ দশদিনে ঐ সকল লোকজন নাজাতের জন্য অশ্রু বির্সজন দিবে।
আমিন , সুম্মা আমিন!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
দূর্দান্ত!!!!
খুবই ভালো লাগল। সুন্দর, খুবই সুন্দর আয়োজন। রিপোর্টের জন্য ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন