ইফতারের পূর্বে খানিক সময় খাবার সামনে নিয়ে বসে থাকা নাকি অনেক বেশী ফজিলত। সেই সময় আল্লাহ বান্দার উপর খুশি হন। তিনি পুলকিত হন তার সৃষ্টির সংযম দেখে, খাবার সামনে অথচ তাঁর বান্দা খাবার খাচ্ছেনা। তখন তিনি সব শয়তানকে দেখিয়ে বলেন,” তোমরা বলেছিলে মানুষ তৈরী না করতে , এই দেখো আমার বান্দারা আমার কথা মত সংযম করছে , রোজা রেখেছে, খাবার সামনে অথচ তারা খাচ্ছেনা।”
প্রিয় সচল, এই বাণী কোন হাদিসে আছে সেটা বলতে পারবোনা, তবে এই কথা সেই ছোট বেলা থেকেই শুনে আসছি।
নিমন্ত্রণ ছিলো ’দ্যা রেড ফোর্টে’ । টোটেনহামকোর্ট রোর্ডের ডিন স্ট্রিটের এই রেস্টুরেন্টে নাকি টোনি ব্লেয়ার তার কন্যার জন্মদিন পালন করেন, নিয়মিত যাতায়াত করেন ডজন খানেক পার্লামেন্টারীয়ান। টমি মিয়া ছাড়াও যে ক’জন বাঙালি রেস্টুরেন্ট ব্যবসায়ী ব্রিটেনের এমপি মন্ত্রীদের জিহ্বার রসদ যুগিয়েছেন , বাংলাদেশী খাবারকে করেছেন জনপ্রিয় তাদের মধ্যে আমিন আলী অন্যতম। তাই তার নিমন্ত্রণ প্রতি বছরের ডাইরির পাতায় তুলে রাখতে হয়, দিন ক্ষণের অপেক্ষা করতে হয়। ডেকুর তুলে বলতে হবে আহা আজ রেড ফোর্টে খেলাম !! এবারের ইফতারীতে বাড়তি আয়োজনের কারন রেড ফোর্ট চলতি বছর ২৫ বছরে পা দিলো।
বলছিলাম ইফতারির পূর্বে অপেক্ষা করার কাহিনী, মিনিট দশেক এখনও বাকী , কি আরা করা নিরুপায় হয়ে মেন্যূ নিয়েই নাড়া চাড়া শুরু হলো, তখনও টেবিলে তেমন খাবার পরিপূর্ণ হয়ে উঠেনি। শুধু ফ্রুটস আর তরমুজের জুস এসেছে মাত্র। মেন্যূতে দ্বিতীয় নামটি দেখে চোখ চড়কগাছ !! পটাটুস উইথ করিয়ান্ডার লিফ এন্ড ফ্রেস গ্রীন চিলি দিয়ে তৈরী স্টাটারের নাম ’নিজামী আলু’ মুহূর্তের মধ্যে পুরো টেবিলে ছড়িয়ে পড়লো নিজামী আলুর নাম, টেবিল পেরিয়ে হলের ভিতর গুঞ্জন উঠেছে নিজামী আলু নিয়ে। সবাই মেন্যু হাতে নিয়ে এবার দেখছে আসলেই নিজামী আলুটা বস্তুটা কি ? ইফতার খোলার উৎসাহ পুরোটা গিয়ে ভর করলো নিজামী আলুতে। এবার অপেক্ষার পালা ওয়েটার কখন নিজামী আলু নিয়ে আসবে।
এক সময় আমাদের অপেক্ষা আর উত্তেজনার অবসান ঘটিয়ে .....টেবিলে 'নিজামী আলু' আসলো। তারপর আর অপেক্ষা না করে ছুঁচালো ফর্কের আতিথেয়তা গ্রহন করলো কাঙ্খিত সেই আলু!
আমিন আলী ভাই আমাদের পাশেই বসেছিলেন, নিজামী আলু নিয়ে আমাদের এতো উৎসাহ দেখে তিনি বলতে লাগলেন , আসলে হায়র্দ্রাবাদের নিজামীর নাম করণেই সেই আলু চপের নাম নিজামী আলু নাম করণ করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নিজামীর নামটির সাথে যে এই আলুর নামের যোগসূত্র খোঁজা হচ্ছে সেটি বুঝতে পেরে আমিন আলী ভাই জিব্বায় কামড় দিয়ে বললেন, আগে তো এই বিষয়টা মাথায় আসেনি !!
একে একে খাবার আসতে থাকলো
Dover Sole Kurkuri
(Crispy Fried Dover Sole with curry leaf),
Tandoori Jhinga
( marinated,mildly spiced jumbo prawns),
Kali Mirchi Murgh
(smoked chicken marinated with ginger,garlic and crushed black pepper)
Nooraani Kebab, Haleem, Nihari Gosht
Hayderabadi Chooza Biryani
(Schottish lamb shankswith whole spices in a brown onion and garlic sauce)
Dumpukht Biryani
(Basmati rice withwelsh lamb and spices,steamed in a sealed pot)
শুধু তাই নয়, জিলাপি, রসমালাই, গুলাবজাম, চকলেট কিছুই বাদ ছিলোনা।
সব খাবার ওয়েটার একে একে এনে টেবিলের উপড় জড়ো করছে আর আমি ক্লিক ক্লিক করে ছবি তুলছি । এসময় সচলের সবার কথা মনে পড়ছে, আহা এই রমজানে সব সচল মিলে একটা ইফতার পার্টিতে একহতে পার্লামনা, কেউ একটা ইফতারের আয়োজনও করলোনা ! ছবিগুলো তুলে নিয়ে যাই , নিজামী আলুর স্বাদ অন্তত ছবিতে মিটবে ! আয়োজনে আজ কোন কিছুর কমতি ছিলোনা, শুধু আক্ষেপ ছিলো ইফতারের পর পরই এক কাপ চায়ের জন্য.... তবে খাবারের নেশায় আজ চায়ের কথা ভুলে ছিলাম।
ক্যামেরার শেষ ক্লিকটি করে তব্দা খেয়ে গেলাম , এপাশ ওপাশ করে দেখলাম আসলে কেউ দেখে ফেলেনিতো ! এইটা কি ছবি তুললাম ? ভাবলাম পাটিসাপটা পিঠা, ভালো করে তাকিয়ে দেখি একজোড়া হট টাওয়েল !
মন্তব্য
জব্বর হইছে... ।
(ইয়ে মানে ইফতার পার্টিতে কারো শালী যায় নাই?)
ধন্যবাদ।
(শালি তো কিছু আসছিলো, দিলামনা জর্ম্মানবাসী না আবার এই রোজা রমজানের দিন ব্লগে হামলে পড়ে..... মাত্রতো আর ক'টাদিন, একটু সংযম করেন।)
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
এইটা ঠিক হয় নাই, আমারে না নিয়া একা একাই গেলেন। খানা পিনা তো ভালোই ছিল মনে হয়। হুমম
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
একলা মানুষ ভাই...তাই একলা একলা যাই...আপ্নের ওনিতো আবার বাসায় কত কিছু রাইন্ধ্যা বইস্যা থাকে...সুখি মানুষ ...বউ বাচ্চা নিয়া ইফতার করেন। যাযাবর ব্যচলরকে নিয়ে ঈর্ষা করতে নাই।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
এখন সকাল মোটে ৯:২২। এই সময় এতোগুলা সুস্বাদু ইফতার... আজকে রোজা রাখা চাঙ্গে উঠল বুঝি। তয় ব্যাপক মজা পাইছি।
ইফতার সামনে নিয়া যত বেশীক্ষণ বসা যায় তত বেশী ফজিলত। আল্লার নাম নিয়া অপেক্ষা শুরু করেন, মাগরিবের আযান দিলে খাওন শুরু করবেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ওরে এত এত খাবার দেখাইলিরে! তোগো উফরে ঠাডা পড়বো, ঠাডা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমাগো উফরে ঠ্যাডা পড়লে আফনাগো উফরে তুষার ঝড় যাইবো। কন কইন্যা ঠান্ডা বাতাস আইবো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
খাবারের ছবি গুলা দেইখা ক্যান জানি ক্ষিধাটা জানান দিতাছে..যদিও এখন বাজে মাত্র সকাল সাড়ে নয়টা । রোজা রমজানের দিনে এইডা ঠিক্না থার্ডু-দা ।
আপনাদের সৌজন্যে একটা বিলাতী ইফতারের এন্তেজাম কর্লাম আরকি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সুবাহানাল্লা।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আলহামদুলিল্লা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
পাটিসাপটা টা মনে হয় সবচেয়ে স্বাদের ছিলো। এরকম স্বাদের একটা খাওয়ার নামই শুধু আগে শুনছিলাম, ফিংগার বল স্যুপ।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এই নাম তো নতুন শুনলাম। কোন দোকানে পাওয়া যায় ?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হাত ধোয়ার জন্য বলে করে যেই লেবু মেশানো গরম জল দেয়, তার নাম এটা !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আসলে এই জন্যই এই স্যুপ লন্ডনে পাওয়া যায়না। বিলাতি বাবুরা যে হাতে খায়না।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
র্থাড আই ভাই রোজা রমজানের দিনে এমন পোষ্ট দিয়ে কষ্টটা কেন বাড়ান ।
নিবিড়
এইজন্যইতো দিনে পোস্ট দেইনাই, ইউকে টাইম সেহরির সময় পোস্টাইছি।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
বাবুর্চিতে খেয়েছি, কলাপাতায় খেয়েছি, সাভারিয়া আর কি কি তে যেনো খেয়েছি কিন্তু লাল কেল্লায় খাইনি। সামনের বার আসলে আপনি নিয়ে যাবেন থার্ড আই ভাইয়া। কথা দিলেন কিন্তু। শুধু ছবি দিয়ে চলবে না।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সামনের বার আসলে কি একাই আসবেন....?? কথা দিলাম ,লাল কেল্লা নয় শুধু নিজের কেল্লা দিতে ও প্রস্তুত আছি...কিন্তু শালি ছাড়া অন্য কাউরে হইলেও সাথে কইরা নিয়া আইসেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
তানবীরা আপু আনবে শালী?
আপনের কথা ক্যামনে ফেলি? এইবারতো শুধু মেয়েরে নিয়ে এসেছিলাম, সামনের বার ওর বাবারেও নিয়ে আসবোনে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হা হা হা ! আপনার শেষ বাক্যটাই জম্পেশ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হুম একদম আপনার প্রোফাইল ফটুকএর মতো জম্পেশ !
আপনাকে ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সিঙ্গাপুরবাসী কহে ছাড়িয়া নিশ্বাস টেমসনদীর তীরে সর্ব সুখ অরুপের বিশ্বাস!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হিক্.......লগে পানীয় নাই?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
ভাগ্যিস পাটিসাপ্টা ভেবে কামড় বসাননি টাওয়েলে! তাহলে তো দফা রফা হয়ে যেত!
ইফতার শেষেই পোস্টটা পড়লাম, তবুও খেতে ইচ্ছে করছে খুব।
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
hmm, khub e bhalo lekha.....
নতুন মন্তব্য করুন