লন্ডনে সচলদের জমজমাট আড্ডা

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: শুক্র, ২০/০৩/২০০৯ - ৮:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

লন্ডন সময় রাত ৯ টা টাওয়ার ব্রিজ সংলগ্ন 'জি জি' রেস্তোরায় লুৎফর রহমান রিটনসচলদের নিয়ে আড্ডা হয়না অনেক দিন, আর আড্ডার মধ্যমনি যদি হয় ছড়াকার লু্ৎফর রহমান রিটন তাহলে তো সোনায় সোহাগা। লন্ডন ও ইংল্যান্ডের আগ্রহী সচল, অতিথি সচল, পাঠক ও ব্লগাররা আওয়াজ দেন।

আড্ডায় যোগ দেয়ার সদয় সম্মতি জানিয়েছেন

মাসুদা ভাট্টি
শোহেইল মতাহির চৌধুরী
সুবিনয় মুস্তফী
জিফরান
ধ্রুব হাসান

পুনশ্চ :

ইউরোপ, আম্রিকা কিংবা বাংলাদেশের সচলরাও চাইলে নিজ দায়িত্বে লন্ডনের সচলাড্ডায় অংশ নিতে পারেন। চা বিস্কুটের দায়িত্ব আমাদের।

স্থান : কলাপাতা রেষ্টুরেন্ট,হোয়াইটচ্যাপেল, লন্ডন
তারিখ : ২১ মার্চ শনিবার
সময় : বিকাল ৫ টা


মন্তব্য

তানবীরা এর ছবি

সোমবারে ??? গুড গড। কিন্তু কলাপাতাতো ছোট, ওখানে অনেক লোক আটবে?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

থার্ড আই এর ছবি

যদি হয় সুজন তেতুল পাতায় ন' জন। আপু কলা পাতা তো তেতুল পাতার চে' বড়। তাছাড়া যারা ইয়ে নিয়ে আসবে তারা না হয় কোলে বসবে। সময়টা একটু আগাইয়্যা গেলো । শনিবার বিকেলে করতে হচ্ছে । কারণ রিটন ভাই লন্ডনে নেমেই মাওলানা সাহেবদের মতো দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন। আড্ডার কারনে ওনার যেনা দাওয়াত মিস না হয় সেই দিকেও খেয়াল রাখা লাগবে।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দেবোত্তম দাশ এর ছবি

দিলেন তো, আগেভাগে সব ঠিক করে ফেললেন, সোম আর মঙ্গলবার দুইদিনই দেরীতে কাজ শেষ করছি, মন খারাপ হলো, তবে সচলাড্ডা সফল হোক।
নেক্সট টাইম আমাকে কমসে কম আগেভাগে আওয়াজ দিয়েন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

থার্ড আই এর ছবি

দিলাম আপনার কল্যানে টাইম আগাইয়্যা। আসেন শনিবার । ছুটির দিন আছে।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

দেবোত্তম দাশ এর ছবি

তানভীর ভাই, বিশেষ কারন বশতঃ আসতে পারলাম না। নাঃ বিশ্বাস করুন, আমি মিস করলাম।

লীলেন ভাই লণ্ডনে আসছেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। ইমেইল চেক করুন।

তানভীর ভাই, আপনি ফোন ধরেন না কেন ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

বেতারায়তন এর ছবি

বেতারায়তন ফোনে হাজির থাকবে (জিএমটি) ৫:৩০ থেকে ৬:০০ টার মধ্যে।

সুবিনয় মুস্তফী এর ছবি

জমাট আড্ডা হবে আশা করছি। এটা লন্ডনারদের তৃতীয় অফিশিয়াল সচলাড্ডা - প্রথমটার প্রধান অতিথি ছিলেন রেজওয়ান, এরপরেরটাতে আরিফ জেবতিক। এখন রিটন ভাই। আগেরগুলার বিবরণ আছে কোথাও আর্কাইভে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

রণদীপম বসু এর ছবি

দারুণ ! লন্ডনার সচলদের সচিত্র আড্ডার সাফল্য কামনা করছি। সাথে বেতারায়ন তো আছেই। চালিয়ে যান। সচিত্র সচলে ভরে যাক সচলায়তন। চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

সামান্যের জন্য আমি মিস করব তাহলে
একুশ তারিখ সন্ধ্যার দিকে গিয়ে আমি পৌঁছাব

থাকব দুই সপ্তা মিল্টন কিনস আর কার্ডিফে
লন্ডনে সম্ভবত প্রতিদিনই যাতায়াত করব সন্ধ্যার পরে

০২

তারিখটা নিয়ে আরেকটু চিন্তা করা যায় না স্যার?

এরকম একদিনের নোটিসে সচল আড্ডা করা ঠিক না

থার্ড আই এর ছবি

আরে মহামতি লীলেন লন্ডনে পদধূলি দেবেন আর আরেকটা আড্ডা হবে না লন্ডনে সেকি কথা ! সচলদের সেই সুযোগ থেকে কেন বঞ্চিত করছেন। আপনি আর কল্পনা ম্যাডামের সৌজন্যে প্রয়োজনে আজান দিয়া আড্ডা হবে।
হিথ্রো বিমান বন্দরে নেমেই ফোন দিযেন। আমরা আপনার কন্ঠস্বর শুনতে চাই।

আমি কি আর জানতাম আপনি ঝান্ডু দা হয়ে যাচ্চেন, আজ সকালে সিলেট তো কাল বিকেলে লন্ডন !!
একটু বলে কয়ে এলে হতো না ?
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মাহবুব লীলেন এর ছবি

ফোন দিমুনে নাইমা
হালারা যদি রাস্তায় আমার বিড়ির কাটুনগুলা আটকায় তাইলে বিড়ি রেডি রাইখেন

তয় কল্পনা আপা যেদিন বিলাত যাবে সেইদিনই কিন্তু আমি ফিরে আসবো

সুতরাং....

আরিফ জেবতিক এর ছবি

বিড়ির প্যাকেট সবগুলা একজায়গায় রাখবা না ।
ছড়ায়া ছিটায়া রাখবা ।
প্যান্ট যতোগুলা নিবা , সবগুলার পকেটে ঢুকাইবা ।

তারপর হ্যান্ড লাগেজে কিছু দিবা ।

চেষ্টা করবা কোন মহিলার পাশে পাশে হাটতে , তাহলে নাও ধরতে পারে ।

আর যদি ধরেই , তাইলে বলবা ২০ প্যাকেট আনছি। পকেটে আছে একটা ।
তারপর যখন যে পকেট থেকে বের করবে , বলবা , কইলামা না পকেটে রাখছি ।

আমি একবার এভাবে পার হইছি , ব্যাটার গুনে দেখে নাই কতো প্যাকেট ।

কল্পনা আক্তার এর ছবি

আমি আসবো সামনের মাসের চার তারিখ মন খারাপ

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অভিনন্দন। সফল হউক, সুন্দর হউক। ছবি তুলে দিয়েন। লীলেন্দা আর কল্পনাপু একটুর জন্য মিস করছে... আহারে...

আমি বড় হয়ে লন্ডনের সচলাড্ডাতে হাজির থাকবো... কথা দিলাম... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মেঘ এর ছবি

মেঘ

কি রে দোস্ত বিরাট আড্ডা দিলি??

মেঘ

ধ্রুব হাসান এর ছবি

আমরা দেখি কলাপাতার ফ্রি ব্র্যান্ডিং করে যাচ্ছি! এই কারণে বিপু মিয়ারে কালকে ধরতে হবে ফ্রি ফুচকার জন্য। যারা যারা ফুচকা খেতে আগ্রহী চলে আসবেন। আর আমার নামে এক প্লেট করে ফ্রি ফুচকা খেতে ভুলবেননা যেন (সঙ্গে গরম পিয়াজি)!

নোটঃ হাজির হতে একটু দেরী হতে পারে বলে আগেই মাফ ও দোয়া দুটোই চাইছি! দুম করে মরে না গেলে দেখা হবে আশা করি...চলুক

আনিস মাহমুদ এর ছবি

লন্ডনের সচলাড্ডা সফল হোক। সচিত্র পোস্টের অপেক্ষায় রইলাম।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।