লন্ডনে আবারও আড্ডা এবারের আকর্ষণ মাহবুব লীলেন।

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বুধ, ২৫/০৩/২০০৯ - ৮:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলদের নিয়ে লন্ডনে আবারও আড্ডার আসর জমছে। এবারের আকর্ষণ মহামতি মাহবুব লীলেন। লু্ৎফর রহমান রিটনের সাথে জমজমাট আড্ডার পর ব্লগাররা আড্ডায় মাতবেন মাহবুব লীলেনের সাথে। এবারের আয়োজনে থাকছে খানিকটা রাজকীয় আবেশ, এক্কেবার টাওয়ার ব্রীজের পাশে , টেমস নদীর তীরে ঝির ঝিরে বাতাসে বসে আড্ডা হবে। বিখ্যাত বেঙ্গল ক্লিপার রেষ্টুরেন্টে আয়োজন করা হয়েছে ভূড়ি ভোজের। এইখান ইউকে, ইউরোপ কিংবা আম্রিকার রথি মহারথিরা এসে জড়ো হন বাংলাদেশী কারী খেতে। ছবিতে দেখলাম স্টিফেন্স হকিংসও খেয়ে গেছেন বেঙ্গল ক্লিপারে। আশা করি সবাই উপস্থিত থাকবেন যথা সময়ে।

বিগত আড্ডায় ছবি দেখে যাদের মন ভরেনি তাদের জন্য

[url=

]চ্যানেল আই ইউকের ধারণ করা ভিডিও চিত্র [/url]আপলৌড করা হলো।

আড্ডার সময় : সন্ধ্যে ৬:৩০ মি
স্থান : বেঙ্গল ক্লিপার
রেস্তোরা
, টাওয়ার ব্রীজ লন্ডন ।

11-12 Cardamom Buildings
Shad Thames
Butlers Wharf
London SE1

Tel: 020 7357 9001
Fax: 020 7357 9002
(নিকটতম টিউব টাওয়ার হিল)
তারিখ : ২৮ মার্চ শনিবার


মন্তব্য

দেবোত্তম দাশ এর ছবি

আগেরটা মিস করলাম রে ভাই, আফসোস হচ্ছে, কিন্ত কিছুই করার ছিল না, আশাকরি এবার আর মিস হবে না, তাই এবার প্রথমেই লাইন দিয়া রাখলাম ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জমজমাট বর্ণনা, আর সেইসাথে একটু বেশি কইরা ছবি দিয়েন। পিলিজ...
শিরোনামে একটা 'র' বেশি হলো যে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনিন্দিতা এর ছবি

জ্বি , মহামতি লীলেনকে নিয়ে মহাআড্ডার ছবি সহ বর্ণনা ভাল করে দেন।
আমরা দূর থেকেই অংশগ্রহণ করি।

সৌরভ এর ছবি

আমাদের পরবর্তী ঈদের আকর্ষণ - রঙিন ছবি,
"লীলেন ভাই এখন লন্ডনে"। হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

মাহবুব লীলেন এর ছবি

আড্ডায় কিন্তু বাঙালি চায়ের ব্যবস্থা থাকতে হবে
এইখানে এসে এইসব পট্টি চা খেয়ে মেজাজ খারাপ অবস্থা
খুঁজতে খুঁজতে আসাম চা পেলাম
যা কিছুটা বাংলা চায়ের সাথে মেলে

আগে জানলে বাংলা বিড়ির সাথে বাংলা চাও নিয়ে আসতাম ব্যাগে করে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বাংলা বিড়ি, বাংলা চা... "বাংলা" নেয়ার কথা মাথায় আসেনি? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

এখানে 'বাংলা' পাওয়া যায়।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সবুজ বাঘ এর ছবি

নন্ডন গিরামের আড্ডাতেউ কি টিহট সিস্টিম?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এহ... আমরা তো লীলেন্দার লগে ডেইলিই আড্ডা মারি... এ আর এমন কী? চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

থার্ড আই এর ছবি

আজিজ মার্কেট আর টাওয়ার ব্রিজ এক কথা ? আপ্নে কইলেই অইলো ?
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ইশতিয়াক রউফ এর ছবি

দারুণ। ভিডিওর জন্য ধন্যবাদ। রিটন ভাই যথারীতি অনবদ্য। অনেক দিন রিটন ভাইয়ের লেখা দেখি না...

রেনেট এর ছবি

থার্ডু ভাই এবার " লীলেন কেন ভীলেন" সিনেমার শুটিং শুরু করে দেন।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

থার্ড আই এর ছবি

দেখি আড্ডার দিন বালিকারা কি বলে....আর লীলেন ভাই লন্ডনে আইস্যাই আমার ফোন নং খুঁজতেছেন। আমি আবেগে গদ গদ ...আহা আমি কি গুরুত্বপূর্ণ..... পরে ওনি বললেন আসলে আপনারে খুঁজি ওমকের নম্বরের জন্য !! জনৈক বালিকার নম্বরের সন্ধানে ওনি আমার নম্বর খুঁজিতেছিলেন । ওনার ধারণা ছিলো আমি ওনাকে হেল্প করতে পারবো। তথ্য অনুসন্ধান করিয়া জানা গেলো ওই বালিকার নম্বর জিফরানের কাছে আছে। আমি ভাবলাম এই সুযোগে বুঝি বালিকার নম্বর মিলিবে। লীলেন ভাইয়ের বদৌলতে একটা বালিকার নম্বর অন্তত কপালে জুটিবে । বিধী বাম ! কবি জিফরান এক কাঠি সরস ! সে বলিল, দাদা লীলেন দা'র নম্বরটা আমারে দেন আমি বালিকারে লীলেন ভাইয়ের নম্বর দিয়া দিমু। আমি আর নম্বর পাইলাম না....

আপনার শিরোনাম পছন্দ হইছে। দেখা যাক আড্ডায় কে নায়ক কে ভীলেন হয়।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধ্রুব হাসান এর ছবি

মাইন্ড খাইয়েন না...কথা দিলাম না। কাজের চাপে আর নিজের জীবনের ভেজালে অবস্থা খারাপ......তারপরও ম্যানেজ করতে পারলে ফোন দিমুনে। সফল হোক আড্ডাবাজী চলুক

ধ্রুব হাসান এর ছবি

র ভিডিও ক্লীপটা শেয়ার করার জন্য চলুক

থার্ড আই এর ছবি

হই মিয়া আপ্নে ছাড়া জমবে না। প্লিজ চলে আসেন।
---------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আরিফুর রহমান এর ছবি

দয়া কৈরা কেউ যদি লীলেন ভাইয়ের জন্য ফ্লাস্কে করে ঘরে রান্না করা চা নিয়ে যাইতে পারেন, তবে তার খেদ টা কমতো!

রান্না চা খাইতে না পাইরা আমার খেদ আজতক্ যায় নাই!

জ্বিনের বাদশা এর ছবি

কি সুখে আছেন লন্ডনবাসী!!! চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মাহবুব লীলেন এর ছবি

চায়ের একটা সিস্টেম হয়েছে অবশেষে
এখানে দেখলাম আসাম ক্লাসিক নামে একটা পট্টি চা আছে
ওটার তিন ব্যাগ একটা কাপে ঢাললে কিছুটা বাংলা চায়ের স্বাদ মেলে
ওভাবেই খাচ্ছি
তবে প্যাকেটর বরিক পাউডার টাইপের চিনিগুলা যেন কেমন ময়দা ময়দা লাগে

মুশফিকা মুমু এর ছবি

লীলেন ভাই আসবেন লন্ডন আর ওনাকে আপনারা ভূড়ি খাওয়াবেন? অ্যাঁ এই আপনাদের মেহমান আপ্যায়ন? কই পোলাও মাংস ভোজের আয়োজন করবেন তা না!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

আমি লন্ডন ছেড়ে অস্ট্রেলিয়া চলে যাবো
মুমু আমাকে কুমির খাওয়াবে
শুনেছি ওখানে অনেক কুমির
রান্নাঘরেও চলে আসে

মুশফিকা মুমু এর ছবি

আসেন আসেন, কুমির, কোয়ালা, ক্যাংগারু সব কিছুর রোস্ট খাওয়াবো খাইছে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রণদীপম বসু এর ছবি

আহারে, মাহবুব লীলেনের নামে কোন ধড়িবাজ গিয়া যে লন্ডনে হাজির হইছে কে জানে..!
আয়োজক ভাই-বহিনদের আগেই সতর্ক কইরা রাখি, লীলেনের দাঁড়িগুলা অরিজিনাল কিনা টাইন্যা-টুইন্যা দেইখ্যা লইয়েন। আইজ-কাইল দাঁড়ির মধ্যেও ভেজাল ঢুকছে। দেইখেন আবার ভেজাল মানুষরে লীলেন ভাইবা সব গছাইয়া দিয়েন না। পরে কিন্তু কইতে পারবেন না যে, দেশ থাইকা আমরা আপনাগোরে সাবধান করি নাই।

মাহবুব লীলেন অতিশয় ভদ্র বংশের পোলা। কথাবার্তায় অত্যন্ত অমায়িক ভদ্র। মেয়েদের দিকে কখনোই চোখ তুলে চায় না। এর অন্যথা দেখলেই অরিজিনাল লীলেনের সাথে যোগাযোগ করতে ভুল করবেন না যেন। দেশে যে আইজকাইল কী হইলো, চোর-বাটপারে ভইরা গেছে..!!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আড্ডাবাজ এর ছবি

আহারে কতোদিন আড্ডা দেই না। লন্ডনী ভিসা, টিকেট অথবা স্পন্সর পাঠান। আড্ডা পিটাতে আসব। মনটা বিষণ্ণ হয়ে গেল। কি আর করা?
অন্ধকারের উতস হতে উতসারিত আলো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।