ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তাক্ত। এযেন আমার হূদয়ের রক্ত ক্ষরণ। আমি সহ্য করতে পারছিনা।
আমার মতো অসংখ্য ব্লগারও নিশ্চই সহমত পোষন করবেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেই এমন আবেগ নয়। এই শীর্ষ বিদ্যাপীঠ টি বাংলাদেশের রাষ্ট্র ভাষা আন্দোলন হতে শুরু করে স্বাধীনতা যুদ্ধ,স্বৈরাচার বিরোধী আন্দোলন,মৌলবাদ বিরোধী আন্দোলন,ভিসি পতন আন্দোলন অনেক কিছুর স্বাক্ষী। এখানে শুধু মাত্র ঢাবির শিক্ষার্থীরাই জড়ো হয় তা নয়। ঢাকার প্রায় অধীকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও মিলন মেলা এই অঙ্গন। শিল্প,সাহিত্য ,রাজনীতীর এক সুতিকাগার বলা চলে ঢাবিকে।
উৎসবে পার্বনে,
বৈশাখে শ্রাবণে
.....
কোথায় নেই ঢাবি?
এই বিশ্ববিদ্যালয় আজ রক্তাক্ত!!!!
আমাদের ব্লগের আন্দোলনযে যে কতটা শক্তিশালী ইতিপূর্বে ব্লগার তাসনিম খলিলের গ্রেফতারে জলপাইরা কিছুটা টের পেয়েছে। তাই আন্দোলনটা আরো জোরেসোরে হওয়া দরকার।
সচলের সহযোগিতা কামনা করছি।
বিভিন্ন জাতীয় ও আত্নজার্তিক দিবসে সচলের ফ্রন্ট পেজে আমরা পরিবর্তন দেখতে পাই, ঢাবির এই হামলায় সচল কালো রক্তাক্ত পেজ সংযুক্ত করে আন্দোলনকে বেগবান করতে পারে।
প্রথম পাতায় রক্তের দাগ সচলে ততদিন রাখা হোক যতদিন জলপাইরা ঢাবি ক্যাম্পাস ছেড়ে না যায়।
আশাকরি মডারেটরা বিষয়টির ব্যপারে সিদ্ধান্ত নেবেন খুব জলদি।
বিঃদ্রঃ ছবিটি দৈনিক প্রথম আলো থেকে নেয়া হয়েছে।
মন্তব্য
সহমত ।
তবে খুব দ্রুত আন্দোলনে সাফল্য আসবে,তেমনটা মনে হয় না ।
তবে এই সময়টাতে অবশ্যি সচলায়তন তার সমর্থন ব্যক্ত করতে পারে ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অন্তত সপ্তাহ খানেক সচলের পাতায় রক্তের দাগ থাকা উচিত বলে আমি মনে করি। বাকিটা মডারেটররা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।
------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
বিডি নিউজ এর ব্যানার আইটেম দেখেন । মংগল বার রাতে থেকে ক্যাম্পপ্রত্যাহার করবে ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সমর্থন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মেঘ
দোস্ত, কুমুও তো লন্ডন। মুজাহিদের ৩১ তারিখে বিয়ে। সজল সম্ভবত মিতাকেই বিয়ে করছে। কালো ঝুমুরের আকদ্ হয়েছে।
ঢাবি ধুঁকছে ,যদি পারতাম ক্যাম্পাসে যেতাম.....আহ্
মেঘ
হায়রে সজল। কতরাত আমার রুমে এসে বসে মিতার জন্য কেঁদেছে...
কুমুর সাথে প্রায়ই পুল খেলতে যেতাম। ইদানিং কাজের ব্যস্ততায় সময় হয়ে উঠেনা। তাছাড়া কুমু এখন বাংলাদেশে। মুজাহিদকে বলিস আমাদের লাইসিয়াম ম্যগাজিনের আরসি কোলার বিজ্ঞাপনের টাকা এখন্ও বাকী আছে... হা হা হা । তবু্ও বিয়ের শুভচ্ছো।
-------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সমর্থন জানালাম।
সমর্থন খুব কম সচলের কাছ থেকে আসলেও মডুরাম এস এম মাহবুব মোর্শেদ ঠিকই কষ্ট করে ব্যানার বানিয়ে ফেলেছেন।
------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
পড়েই তো সমর্থন দিলাম। আর ব্যানার তো কর্তৃপক্ষই বানিয়ে দিলো।
নতুন মন্তব্য করুন