বিপ্লব রহমান সহ সাংবাদিকদের আটক কি তবে ব্যরিস্টার মইনূলের ক্ষমতা প্রয়োগের দৃষ্টান্ত???

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: বিষ্যুদ, ২৩/০৮/২০০৭ - ২:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যরিস্টার মইনূল বলেছেন,”জরুরী বিধীতে আমাদের অনেক ক্ষমতা রয়েছে, আমরা চাইনা আমাদের সেই ক্ষমতা প্রয়োগ করতে। সংবাদ পরিবেশনের দায়িত্বটি আমরা গনমাধ্যমের উপরই ছেড়ে দিয়েছি”

"সরকারের বিরুদ্ধে উসকানিমূলক, সম্পাদকীয়, উপসম্পাদকীয় , টক শো, আর্টিক্যাল, ফিচার, ব্যাঙ্গচিত্র ইত্যাদি আলোচনা অনুষ্ঠান প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট সহ যেকোন প্রকার গনমাধ্যমে প্রদর্শন করা নিষিদ্ধ বা শর্ত আরোপ করে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রন করতে পারবে সরকার।"

এক দিকে ভাষণ দিয়ে ক্ষমতার মাত্রা সম্পর্কে জানান দেয়া ও সংবাদ প্রচারের স্বাধীনতার কথা বলা, অন্যদিকে সাংবাদিকদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা ডাবল স্ট্যন্ডার্ড নীতি আমাদের কাছে পরিস্কার নয়।

সাংবাদিক বিপ্লব রহমান ,সাংবাদিক লিটন হায়দার,ও আসিফ আহমেদ রম্যকে আটক ও গ্রেফতারের কারন জানতে চাই আমরা।

ব্লগার বিপ্লব রহমান বিডি নিউজ হতে শেষ মন্তব্যটি করেছিলেন , বিডি নিউজ নিয়ে সকাল হতে গুজব শুনতে পেলাম সাইটটি বন্ধ ! ব্লগার বিপ্লব জানিয়েছিলেন বিডি নিউজ বন্ধ হয়নি। ভেবেছিলাম সন্ধ্যা নাগাদ ব্লগে আরো নতুন তাজা সংবাদ নিয়ে ফিরে আসবেন তিনি। সেটি হতে দেয়নি জলপাইরা।

ইতিপূর্বেও ব্লগার তাসনিম খলিলকে গ্রেফতার করা হয়েছিলো, কেন কি কারনে গ্রেফতার করা হয়েছিলো তার ব্যখ্যা পাওয়া যায়নি, সংবাদ এসেছে বিপ্লব রহমান সহ সাংবাদিকরা ছাড়া পেয়েছেন, প্রশ্ন হলো সাংবাদিকদের আইডি কার্ড দেখানোর পরও গ্রেফতার করা হলো কেন ?

কার নিদের্শে সাংবাদিকদের উপর আক্রমন, এ কিসের অশনি সংকেত ???


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিপ্লবদা সহ সকল সাংবাদিক ভাইদের গ্রেফতারের প্রতিবাদ জানাই। মইনুল অনেক দিন তার বাগাড়ম্বর প্রদর্শন করেনি বা করতে পারেনি। আজ অনেকদিন পর বাগাড়ম্বর না করেই এবার তা কাজে দেখিয়ে দিলেন। কিন্তু জনাব মইনুল, এক মাঘে যে শীত যায়না তা মনে আছে তো?

সুমন চৌধুরী এর ছবি

সাংবাদিকদের মুক্তির খবরটা কেউ নিশ্চিত করবেন কি? আমি একটু আগে বাড়ি ফিরলাম।খুব ক্লান্ত ছিলাম। পরিস্থিতি দেখে মাথা গরম হয়ে গেল।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

থার্ড আই এর ছবি

আটক সাংবাদিকদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোর্স বিডি নিউজ ।
-----------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হাসান মোরশেদ এর ছবি

বর্বর

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দিগন্ত এর ছবি

দেশে যখন সাংবাদিকদের গ্রেপ্তার করা শুরু হয়, তখন বোঝা যায় দেশের কি অবস্থা ...


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

দিগন্ত এর ছবি

দেশে যখন সাংবাদিকদের গ্রেপ্তার করা শুরু হয়, তখন বোঝা যায় দেশের কি অবস্থা ...


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।