সম্প্রতি যুক্তরাষ্ট্রে দেয়া এক বক্তৃতায় সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী টনী ব্লেয়ার ইরান আক্রমনের যে ইঙ্গিত দিয়েছেন, বৃটেনের সাধারন মানুষের এতে কোন সমর্থন নেই বলে মন্তব্য করেছেন লন্ডন মেয়র কেন লিভিং স্টোন।
[url]
[/url]
গতকাল ট্রাফালগার স্কয়ারে ঈদ পূণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় লন্ডন মেয়র এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন ইরাক আক্রমন ছিলো একটি ভুল সিদ্ধান্ত। সেই সাথে ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের পেছন মুসলমানরা জড়িত কিনা সেটি অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন। শুধু মাত্র তেলের জন্য মধ্য প্রাচ্যে হামলা করে পুরো মুসলমানদের সন্ত্রাসী বানানোর কোন অধীকার প্রেসিডেন্ট বুশের নেই।
এই নিয়ে দ্বিতীয় বার লন্ডন মেয়র ট্রাফালগার স্কয়ারে ঈদ পূণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল ধর্মের প্রায় লক্ষাধীক মানুষ এই পূর্ণমিলনীতে অংশ নেয়।
দূর দুরান্ত থেকে অসংখ্য বাঙালি ও মেলায় অংশ নেয়। ঢাকা থেকে আনা একটা লাল টুক টুকে রিক্সা ও মেলায় শোভা পেয়েছে।
পুনশ্চঃ সংবাদ টি বৃটেনের স্যাটেলাইট টেলিভিশন ,চ্যানেল এসে গতকাল প্রচারিত হয়েছে।
মন্তব্য
ইরাক আক্রমনে ও একই বিরোধীতা ছিলো ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কানু মামা জিন্দাবাদঃ)
ভূলেই গেছিলাম কবে, নাহলে যাব মনে করেছিলাম তামাশা দেখতে।
@ফরিদ।
কথা শুনে পলিটিকাল নেতাদের সাফাই গাওয়া বলে মনে হল ...
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
নতুন মন্তব্য করুন