একাত্তরের বিরাঙ্গনা, এনবিসি নিউজের ভিডিও চিত্র।

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: শুক্র, ২৬/১০/২০০৭ - ৭:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জালাল ভাইয়ের পোষ্টটা দেখে অনুপ্রানিত হলাম ,সাথে সহযোদ্ধা অলৌকিক এর চাপাচাপি, লেখা লেখি কি ছেড়েই দিলাম .....
অনেক কিছুই ভাবি করা হয়না। জানলেও শেয়ার করা হয়না।। তবুও নতুন করে শুনতে হয় একাত্তরে ওরা নাকি যুদ্ধের বিরোধীতা করেনি।!!
বাংলাদেশে নাকি যুদ্ধাপরাধী নেই। সত্যি সেলুকাস !!
কিন্তু একাত্তরে বাংলাদেশে কি ঘটেছিলো ছবিই কথা বলে। কারা সেদিন নিজের ঘরের খবর পাক সেণাদের জানিয়েছিলো , কারা আমাদের মা বোন দের এভাবে ক্ষত বিক্ষত করছিলো ?
ইউ টিউবে পাওয়া গেছে সেই অবিশ্বাস্য দূর্লভ ভিডিও চিত্র।

[url]

[/url]


মন্তব্য

আড্ডাবাজ এর ছবি
ইরতেজা এর ছবি

ভাই দেখছি । ধন্যবাদ

_____________________________
টুইটার

রেজওয়ান এর ছবি

আমি গতকালই তিনটি ভিডিও পোস্ট করেছিলাম সচলায়তনে যার মধ্যে একটি এটি। আপনি বোধহয় দেখেননি। হাসি

তবে এটি বারবার দেখা যায় আমাদের ভোতা হয়ে যাওয়া অনুভুতিকে নাড়া দেয়ার জন্যে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

তারেক এর ছবি

দেখলাম। ধন্যবাদ শেয়ার করবার জন্য।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি লেখক এর ছবি

আচ্ছা এইসব ভিডিও গুলার একটা DVD সংকলন বের করা যায় না? এই ভিডিও গুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার বলে মনে হয়।
রবিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।