কমলেশ পাল-৭

সোমনাথ এর ছবি
লিখেছেন সোমনাথ (তারিখ: শনি, ১৪/০৬/২০০৮ - ৪:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পরিচয়
================
ভুল নামে ভুল পরিচয়ে
একটি মানুষ তার জীবেনের গল্প করে যায়৷
লোকটি প্রকৃত নয়, চেনা হয় অন্য পরিচয়ে৷

আমরা জেনেছি যাকে বোবা
কথা কয় আকারে ইঙ্গিতে
হয়তো ভিতরে তার ঝর্ঝর ঝর্ঝর
অহর্নিশ বয়ে যাচ্ছে গানের প্রপাত,
যা কাউকে শোনাতে পারে না৷

যে কসাই মাংস কাটে রক্তমাখা হাতে
আসলে সে চিত্রকর গোপনে কোথাও
যে কথা সে নিজেই জানে না৷

একটি বাউল আছে, পরিচয়, লৌহ ব্যবসায়ী৷
কোট প্যান্ট নেকটাই পরে
হেলসিঙ্কি আবুধাবি ছোটাছুটি করে
কেঁদুলি মেলায় তার যাওয়া হয়ে ওঠে না কখনও৷

কখনও ঘুমের মধ্যে এইসব মিথ্যা মানুষেরা
নিজেদের দেখা পেয়ে যায়৷
হটাত্ চিনতে পেরে নিজেদেরই গলা ধরে কাঁদে৷
অথচ সকাল হলে কোনো কথা মনেই থাকে না৷


মন্তব্য

দ্রোহী এর ছবি
রণদীপম বসু এর ছবি

ভুল নামে ভুল পরিচয়ে
একটি মানুষ তার জীবেনের গল্প করে যায়৷
লোকটি প্রকৃত নয়, চেনা হয় অন্য পরিচয়ে৷

কখনও ঘুমের মধ্যে এইসব মিথ্যা মানুষেরা
নিজেদের দেখা পেয়ে যায়৷
হটাত্ চিনতে পেরে নিজেদেরই গলা ধরে কাঁদে৷
অথচ সকাল হলে কোনো কথা মনেই থাকে না৷

আমরা সবাই এরকম।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহ্... দারুণ লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।