পলিপ্যাকে মাদার ডেয়ারি
-কমলেশ পাল
----------------------
অঝোরে রোদ্দুর ঝরছে
লোকটি যাচ্ছে তারই মধ্যে দারুণ মেজাজে৷
ছাতা নেই, অথচ কী ভাবে
দুপুর অগ্রাহ্য করে হাটছে স্বাভাবিক! -
তোমার বিস্ময়৷
অবশ্যই ছাতা একটি আছে
যা অদৃশ্য আমাদের ধুলোপড়া আচ্ছন্ন দৃষ্টিতে
আমরা কি দেখতে পাচ্ছি, ওপাড়ার তুমুল মেয়েটি
বসে আত্ছে খোলা ব্যালকনিতে?
আমরা কি দেখতে পাই? -
বৃষ্টির ফোঁটার মধ্যে আঁকা আছে সমুদ্রের ছবি;
জড়বুদ্ধি বালকের অন্ধকার মনে
পদ্মাসনে বসে আছে কবি৷
অনেক ফুলের গন্ধ, পাতার মর্মর
এভাবেই রয়ে গেল সীমাবদ্ধ দৃষ্টির ওপারে -
যা সব দেখতে হলে ধপধপে হদৃয়ের হালকা খুঁট দিয়ে
চোখ চশমা মুছে নিতে হয়৷
না হলে যাবে না দেখা
বুকের বিপণি জুড়ে বন্ধ্যা রমণীরও
ক্রেট-ভরা সাজানো রয়েছে
সম্পূর্ণ নবনীযুক্ত পলিপ্যাক মাদার ডেয়ারি৷
মন্তব্য
নতুন মন্তব্য করুন