Do We Need a A "Third World" Feminism ?
Snigdha Ali
The term feminism has been defined, analyzed, reviewed, criticized, redefined, de-constructed, revisited or in other words has been pulled and stretched from so many directions for so long that sometimes writing about it feels like dragging a dead horse even beyond the outer limits. This is no way to mean that feminism itself is a dead subject. On the contrary, given the rapidly changing geo-political scenario in this era of Globalization (and/or post-modernism), feminism now functions as more of a foundational basis for many activists, policymakers and academicians than as an epistemological framework only at the theoretical level.
Hardly even any mainstream "development" planning is formulated now a days without considering the gender variable, let alone grassroots mobilization or any social activism. But like liberalism, Marxism, environmentalism or many other such "ism"s, feminism has been a controversial one and an intensely debated upon ideology from the very beginning of its introduction and acceptance in the sphere of public knowledge. As can be the case for any such engaging and pervading issue, feminism has been approached from different and sometimes contrasting view points by the proponents of it. In its early days feminism was primarily focused on inclusion of "women". That is, women as a category was brought into attention against the backdrop of absence of formal recognition and awareness. Feminists started voicing the fact that the contribution of women in the Gross National Product (GNP) or their involvement in the informal workforce has been largely ignored and uncounted. The necessity of assessing the opportunity cost of household works done by women, the social value of childbearing and motherhood, the economic value of generating human capital became unavoidable. Impact on women of various national and international policies like discriminatory civil and judicial laws, privatization, structural adjustment etc. along with existing patriarchal social and cultural norms that reinforced the very process of discrimination were formally acknowledged and documented. Feminists came a long way in protesting - and to quite an extent producing practical results for - violence against women both at the private and public spheres.
But that was before. Since the decades of the 90s - i.e. the height of post-modernism - more and more (primarily post-colonial) feminist scholars[1] are arguing to avoid universalist claims about "women" and situate feminism in a specific social, economic, cultural, historical and political context for analysis, especially when discussing the Third World. Third World societies are mostly post-colonial, developing (economically speaking) countries and they are situated at a juncture where legacies of old traditions and influences of Western ways of life create fusion that continually shapes the structure of the societies. Each Third World society is distinct and is shaped by its cultural tradition, religion, social norms as well as the position of the particular nation-state in the world system. As the sovereignty of the nation-states have been compromised under globalization national policies are greatly influenced by international politics, affecting in turn, the citizens within each national territory. One example of such a phenomenon would be how structural adjustment policies adopted by Third World countries - pushed by the World bank and the IMF - have restructured the economic and social conditions and impacted the citizens overall and women in particular.
But, one has to be cautious here. When considering how structural adjustment or any policy so to speak or any social parameter is affecting women, one has to be careful to distinguish among women from different socio-economic backgrounds even within a country or a region. Just because women from one country are being impacted does not mean that all women in that same country are affected at the same extent if all are affected at all. In Bangladesh, the opportunity to work at the garments industries comes as an alternative survival strategy for working women from the lower economic class (whether that particular strategy is more exploitative or not is another issue), but for middle class women the same thing translates into a lack of supply of domestic help. What rural women face when indicted with Fatwas following dire physical and social repercussions and what urban women face realizing that Islamic rules are being imposed to further strengthen the existing patriarchal structure - are very different experiences. This is not to say that there should not be a term "Third World" when talking about feminism. The factors along which the world has been categorized as First and Third contribute to the differences of experiences that women face in the First and the Third worlds. But appropriate consideration has to be paid to the specificity of the context. Very often Third World women have been presented as the "oppressed" without any attempt of further analysis of the form and extent of the process of oppression. Upholding women's problems in mainstream development planning or policy making conferences, or even at women's summits - where women meant White, middle class, Western women vis a vis uneducated, ignorant, Third World women - has been widely criticized. In other words, positing "women" as an analytical category has been problematized. Women as a group/ social category is not a homogeneous collectivity. Term like "women's problem/s" often hides the fact that women from different class, culture, race and religion face very different challenges and can experience even contrasting outcomes of the same social phenomenon.
At the same time, the feminists themselves have not been spared either. Any researcher is to be subject to the same kind of deconstruction as the research work itself to take into account the particular position or standing of the researcher. Along with this line of argument which states the importance of multi-leveled and detailed attention to the context, also came out the issue of "agency". The term agency implies the existence of a conscious awareness by women of their conditions who are marginalized, oppressed, subverted etc. Meaning, if feminists harbor a thought of "liberating" illiterate, impoverished, suppressed women they are denying or undermining the ability of those who they want to liberate. Coming from outside with whatever amount of knowledge or other resources and having the benevolent idea of "doing good" to the women of a community, is not only patronizing on their part it is also a misconstrued reality to begin with. A Feminist or any researcher or activist so to speak, has to work with the women and not on them.
This is particularly important for Action Research. Action Researchers focus on the agency of people and they believe that any pursuit of social change has to be a team effort. It will be a mutually learning process where trained researcher/s and the community women will benefit and learn from each other's experiences. This is very useful in lessening the bias that is inherently associated with any research or knowledge production. How an individual views an ideology or even a trivial issue in daily life reflects not only that individual's preferences and values but also the socio-economic status (i.e indicating a particular environment) of her/his that has constructed and shaped the structure of her/his preferences and values. That is, whichever stand we take regarding any matter we usually come carrying our baggage of who we are and where we belong in the social hierarchal system.
The same goes for me as well. I write as a sociologist who does research on women and socio-economic-political issues, who has been formally trained to do research in the First world but who comes from the Third World with a middle class background. Unknowingly or not, my views and my analyses are shaped by my identity as a woman, as an individual (regardless any gender identity), as a housewife, as a student, as a researcher from the Third World and above all as someone - who has been privileged enough to not face the struggles and oppression that women from lower economic class have to endure and has the luxury to think and write about feminism.
At the end of 200x, I did some data collection in couple of villages in Bangladesh. I approached PROSHIKA and hired an enumerator to get me access to the village women who I wanted to interview. As part of my research interest I wanted to interview Fatwa victims. The closest I could get to that was that I was able to interview some of the relatives of two Fatwa victims. In a village, called village X, a couple had recently committed suicide after they were indicted by a village shalish. The woman was guilty of falling for her brother -in-law and leaving her husband who was mentally challenged. Ironically even though the husband and the in-laws accepted the u incident, the village shalish wanted to set a precedence through it. As PROSHIKA was active in that area they pressured the police to enforce legal action against the preachers. As a result the police - failing to arrest the escaped shalish leaders - captured as many male members of the village as they could. I was told that even twelve years boys had to hide not to get arrested. The police wanted to know the whereabouts of the shalish leaders from the villagers which they did not or could not divulge. This whole ordeal went for a month as the media covered this incident and the police was forced further not to just let that go. When I wanted to interview the female relatives I could not go to the village as the frustrated villagers did not allow any outsider and especially any PROSHIKA member enter the village. PROSHIKA has been working in that area for years and does extensive works for women and yet became banned from that village. A meeting was arranged in another village where I could talk to the relatives of the couple.
At the interview they told me that the couple committed suicide not because they were publicly beaten (the infamous Dorra) but because they were publicly humiliated when their heads were shaved! They told me that a woman could take a lot but could not sustain such a shame of losing her hair in public. I, sitting with them with my salon cut short hair, had no problem relating to that. Because it was the symbols and meanings carried with the punishment which were heavier than the act of the punishment itself. And even if I think that what could be more precious than life, I am in no position to criticize them from the outside. This is what I learnt from Third World feminism - not to analyze the incident out of its context.
And for the same reason, when the grieving relatives (all women) told me that even though they felt that sometimes the punishment following a Fatwa was too harsh for women they still supported the system of Fatwa as it was a functional mean of social control, who was I to judge? Even if those same women had the generosity at heart to accept the adultery committed by a woman and at the same time were anxious that if there was no social control what would their children learn, who was I to think I was more enlightened than they were? When I was very clearly told by village women that what women did in Dhaka or on TV was not acceptable to them, who was I to censure? I can only share my views with them, I cannot impose on them. I can understand their positions in their context, I cannot label them "oppressed" waiting to be rescued. I can present alternatives, I cannot force them. I am an example of privilege. I am what any of them could be given my background. And their views could be any of mine, given I lived in their environment. If any kind of social change has to be made we have to work both at the macro and the micro level. Feminism can not be addressed separately from politics or isolated from other interconnected factors like culture and religion. Some of my interviewees were extremely independent. They not only earned money and functioned as the heads of the households - they broke their problematic marriages, they sent their daughters to schools, they entered institutional politics and got elected for twenty years at a stretch, they manipulated social customs, they traveled alone at night and yet they covered their heads. Where do I draw the line of "feminism"?
[1] For reference see Chandra Talpade Mohanty, Uma Narayan, Sandra Harding, Leila Ahmed, Marnia Lazreg etc.
মন্তব্য
বঙ্গানুবাদ করেন। তারপর পড়ব। এর জন্য আবার 'পহেলা বৈশাখে'র অ্যালবাম দেখতে চায়েন না
কাউকে বলসি পড়তে? ফাজলামি বন্ধ করে তাড়াতাড়ি পহেলা ফাল্গুনের এলবাম পোস্ট করো .........
অ্যালবাম কীভাবে পোস্ট করে, আমি তো জানি না
আহহারে, হাবারে - এলবামের একের পর এক ছবি পোস্টাও?! তাইলেই হবে
আগে আম্রিকান চকলেট খাওয়ান
চকোলেট কি একজনের জন্য, নাকি দুইজনের জন্য পাঠাবো?
এক বোয়ম পাঠান তো আপনি, বাকিটা আমি দেখতেসি
প্রেম তাইলে ভালোই চলতেসে, এ্যা ?! বাহ বাহ, বেশ বেশ
ছবি মেইল করো আমার জিমেইলে, সিরিয়াসলি বলতেসি ......
রনি, সিসিতে আমারেও রাইখো
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
বিসিসি লাগলে আছি...
কিংকু আর অভি, ধৈর্য ধরো
ধৈর্য ধরে আছি সুনা
হঃ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
@স্নিগ্ধা আপু
মেইল পাঠানো হইয়াছে। অনুগ্রহ করিয়া চেক করিবেন।
মিষ্টি, মিষ্টি - মহাআআআ মিষ্টি !!! কনগ্র্যাচুলেশন্স
এই পোস্টে হচ্ছে কি। জাতি জানতে চায়
ঠিক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
এই পোস্টে 'তৃতীয় বিশ্বের' এক 'নারী'কে নিয়ে কথা বলা হয়
সিসি দিতে কৈছিলাম তার্কি হৈলো?
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ইয়ে, মানে, ইয়ে আর কী, ব্যাপারটা কী... "ইট'স কমপ্লিকেটেড"
কম্পলিকেটেড বলেই তো এইসব ব্যপারে অভিজ্ঞদের পরামর্শ লাগে ... তুমি বাচ্চা মানুষ, ভুল্ভাল করে ফেলবা
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
হ। এক্সপার্ট হিসেবে আমিও আমার নাম দাখিল করলাম
তাই নাকি? তাইলে এইবার খাওয়াও
@কিংকং
ঠিকাছে তোমার পরামর্শ অবশ্যই নেওয়া হবে। তবে ব্যাপার হইল, তোমার তো সিমিলার কেস না। আর অলরেডি স্নিগ্ধাপুর কাছ থেকে সিমিলার কেসের একটা উদাহরণের আভাস পাইসি
আমি একে একে সব অভিজ্ঞদের পরামর্শ নিব (বিনামূল্যে)
Dear Snigdha,
That was a very insightful piece of writing. I can not but agree with your point. However, I feel at times what causes problem is the very word "feminism". It creates a dichotomy that is often not very easy to overcome. Moreover, dividing the world into men's world andwomen's world does no good to production of knowledge. May be from a feminist's point of view its important to change the angel of looking at things but then, as you raised the question of agency, you need both men and women to come together at a certain platform.
So many of us do "research". Often our purpose is to go there and find out the 'truth' about society that we are interested in. Did we ever care how we turn the participants into objects of our own research? You talked about the utility of action research but in this NGO-dominated world .... participation means appropriation of someone else's knowledge. The participatory methods itself provides the scope for this appropriation. Ultimately we are the ones who are going to interpret their "ordeals". I sound cynical ! But I see no other alternative. Our another bastion (participatory method) gets appropriated by the proponents of capital!
I think the root of the problem is we the researchers are inclined to make a career out of disadvantaged people's lives. Here production of knowledge is another form of capital accumulation. We earn knowledge to sell it in the market. We the researchers commodify ourselves. That's why I beleive, like Mohanty, that any analysis of disadvantaged people's life should entail a corresponding analysis of capitalism. NGOs are just another collaborators of capitalism. So lets not seek help from them.
The palace like HQ that PROSHIKA, Grameen Bank, BRAC have built testify that they are accumulating capital in a round about manner. Let' s keep particpatory method truly a method to render subaltern a much-needed voice. Let's not be scholars but practitioner. For that, we need to forego the fundings, assistance and logistic support made available by the capitalist agencies.
Let's not the purpose be writing articles. Lets join the community to raise it to a level that the community itself speaks their mind. Let's fight against patriarchy but at the same time against capitalism that has helped sustain patriarchy. There is no room for cosmetic feminism or scholarly work. However, by saying so I do not suppose your work as cosmetic feminism. I believe you are doing meaningful stuff however let's take the extra step. Let's go there and be a part of that community. Let the world realize while we work.
Sorry I am incoherent cause yesterday i moved out of my old house and it was a hell of an experience!
Thanks for your excellent writing.
প্রিয় মনোজ,
সুমন্তব্যের জন্য অনেক, অনেক ধন্যবাদ! কিন্তু, এটা বাংলা ফোরাম তো, তাই আমরা সবাই এখানে সবকিছু বাংলাতেই লিখি আমার এই লেখাটা আগে একটা ব্লগে প্রকাশিত, তার ওপর ইংরেজীতে - এটা তাই আমার নিজস্ব ব্লগে রেখেছি শুধুমাত্র একজায়গায় জড়ো করবার জন্য। এটা যে কেউ পড়বে সেটা তো ভাবিইনি, আবার এমন কেউ পড়বে যে কিনা আমারই বিষয়ের (আপনার ব্যবহ্নত টার্মগুলো পড়ে সেরকমই ধারণা হলো) তা তো আরোই ভাবিনি!
একশন রিসার্চ বা যে কোন রিসার্চই, যে কোন ধরনের 'হাতিয়ার' হিসেবে ব্যবহ্নত হতে পারে এবং হয়ও। এবং যেহেতু শেষ পর্যন্ত আমি বা আমরা যারা 'গবেষণা' করি, তাদের ইন্টারপ্রিটেশনটাই শেষ কথা হয়ে দাঁড়ায়, সমস্যাটা সেখানেই। আর ক্যাপিটালিজমকে বাদ দিয়ে নারীবাদের আলোচনা তো হতেই পারে না! কিন্তু, তার মানে এই না - অন্ততঃ আমার কাছে - যে সবকিছুই ক্যাপিটালিজম দিয়ে ব্যাখা করা যায়। আরো অনেক প্যারামিটার থাকে, যেগুলো কোন অংশেই কম জরুরী নয়।
আমি কিন্তু প্রশিকার সাথে বা ওদের হয়ে কাজ করিনি। আমি যে কোন একটা এন জি ও'র সাহায্য চাচ্ছিলাম গ্রামে গিয়ে থাকার একটা জায়গা পাবার জন্য। সেটার ব্যবস্থা করতে করতেই শেষ পর্যন্ত প্রশিকায় গিয়ে পৌছুলাম। তবে, প্রশিকার যে মেয়েটি আমাকে গ্রামের বিভিন্ন বাড়িতে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলো, তার সহযোগিতাও খুব কাজে এসেছিলো।
আপনি বাস্তবে এসব নিয়ে কী করেন জানতে কৌতূহল হচ্ছেো। আমার নিজের খুবই ইচ্ছে আছে ('আমার' সাধ্যে অর্থাৎ সময়ে কুলোলে, তবেই) বাংলাদেশের মেয়েদের কোন একটা কিছুতে ইনভল্ভড হই।
আর, আমার কাজকর্ম কসমেটিক ফেমিনিজমের চর্চাই! সেটা বললেও আমি একটুও কিছু মনে করতাম না! সত্যিই
আমিও পড়েছি
একটু পন্ডিতি করি? (প্লিজ প্লিজ)
আপু
একটু আপত্তি আছে এই অংশটা ঠিক এরকম দেখতে
গার্মেন্টসের কাজ নিয়ে মধ্যবিত্ত গৃহিনীদের সমস্যাটা এখানে যেভাবে এসেছে তাতে মনে হতে পারে 'Domestic help' ব্যাপারটা গার্মেন্টসের কাজের মতোই। শুধু শ্রমের ক্ষেত্র বদল হচ্ছে।এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে 'ঘরের কাজ' এর মতো একটা সেক্টর।
কিন্তু ঘটনাতো তা নয়।
ঘরের কাজ মানে কাজের লোকের কাজ করে একজন শ্রমিক মহিলা যা আয় করতেন গার্মেন্টসে তিনি এর থেকে ভালো আয় করছেন একটা সম্মানজনক কাজ করে।
গৃহিনীদের শোককে সহজলভ্য শ্রম না পাবার অভিযোগ বলা যায়, ঠিক আক্রান্ত বলা যায়না।
যদিও আপনি 'আক্রান্ত' শব্দটা ব্যাবহার করেননি। বরং 'translate' এসেছে, যা অনেকটাই পক্ষপাতহীন,তাও পুরো প্যারাটা পড়ে চোখে লাগলো তাই বললাম।
বেশী গালি দেবেন না আপু
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
রানা - অল্প গালি দিই? প্লিজ, প্লিজ, প্লিইইইইইজ? আমার বেশ একটা 'ভয়ঙ্করী' ইমেজ তৈরী হয়েছে মনে হচ্ছে?
শুনুন, মনে করার তো কোন প্রশ্নই ওঠে না, বরং অনেক ধন্যবাদ! যেহেতু, আমি যখন লিখি তখন এক একটা শব্দের মানে আমার মাথায় যেরকম ভাবে আছে অন্যের কাছেও সেরকম অর্থ নিয়ে পৌছুবে বলে অবচেতনেই ধরে নেই, অনেকসময় আরো স্পষ্ট হবার পথটা নিজেই বন্ধ করে দেই। আমার মাথায় ছিলো - translate এর মানে আক্রান্ত তো নয়ই, এমনকি অভিযোগও নয়। Translate ব্যবহার করেছি একই ঘটনার ফল ্বিভিন্নজনকে বিভিন্নভাবে প্রভাবিত/ইম্প্যাক্টেড করে সেটা বোঝানোর জন্য। কিন্তু, আপনার কথাটা ঠিক। যাদের কাছে আমাদের ঘরের কাজের এই রীতিটি অপরিচিত, তাদের কাছে গার্মেন্টস আর ডোমেস্টিক হেল্প দুটোকেই সমতূল্য কাজের সুযোগ বলে মনে হতে পারে। বা পরিচিত হলেও, আমি দুটোকেই একইভাবে দেখছি, সেটা মনে করারও সুযোগ রয়ে যায়।
পন্ডিতির সম্মানী যথাসময়ে দেয়া হবে
এইসব কঠিন এবং "দার্শনিক" লেখা পইড়া মাথা নষ্ট করতে চাই না। এর চেয়ে বরং যাদের মাথা আগের থেকে খারাপ ছিলো, তাদেরই খারাপ থাক
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অ সবজান্তা - আমি তো তোমার 'বুন্দুলোক', আমাকে কেন 'দার্শনিক' বলে গালি দিলা?? আমি কী করসি?!
লেখাটা দেখি অন্য ভাষায় পড়তে কষ্ট হয়
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
এই ফোরামে এরকম একটি লেখা দেখে ভাল লাগল। ফেমিনিসম বিষয়টি প্রায়ই দুর্বোধ্য ঠেকে। বিশেষ করে তাত্ত্বিক নারীবাদের প্রকরন বোঝার চেষ্টা করতে গিয়ে দেখি পানি কেবল ঘোলাই হচ্ছে। তৃতীয় বিশ্বের জন্য নারিবাদের একটি পৃথক সংস্করনের প্রয়োজন নিয়ে আপনি আলোচনা করেছেন (আমার বোঝার ভুল না হলে)। একটি কেটাগরি হিসাবে তৃতীয় বিশ্বের ভেতরেও যে অনেক বৈপরিত্য রয়েছে তাও আপনি উল্লেখ করেছেন। এটা বেশ গুরুত্ববহ। তবে লেখটা কেমন যেন প্রশ্নের মধ্যে গিয়ে শেষ হল। আমার মনে হয় পসিটিভিসমের পর নব্য-আধুনিক দর্শনে জানার প্রক্রিয়ার (epistemology) যে মৌলিক পরিবর্তন এসেছে সেখান থেকে আপনার প্রশ্নের উত্তর আপনি হয়ত পেতে পারেন। নারিবাদের ভেতরেও জেনারালাইজেশনের বিষয়টি ঘুরে ফিরে এসেছে। তবে গবেষনা পদ্ধতির ক্ষেত্রে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখা নারিবাদি ভুমিকার কাছে বেশ ঋনী বলে শুনেছি। বাংলাদেশের সামাজিক প্রক্রিয়ায় এইসব প্রক্রিয়ার ফলপ্রসুতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। এটা না করেই এক্টিভিসমে প্রবেশ করলে সামাজিক অস্থিরতা বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে মনে হয়।
আপনার লেখার জন্য ধন্যবাদ।
পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্টকলোনিয়ালিজম, পোস্টমর্ডানিজম সবই কিন্তু পজিটিভিজমের বিরাট ক্রিটিক, অতএব আমি তো ইতোমধ্যেই ঐ ঘরানার। আমার লেখাটা প্রশ্নে গিয়ে শেষ হয়েছে কারণ, প্রচলিত সংজ্ঞা বা ধারণা অনুযায়ী 'ফেমিনিজমের' সীমানা নির্দেশ করা (অন্ততঃ আমার জন্যে) প্রায়ই খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্যই এই সব 'তৃতীয় বিশ্বের নারীবাদ' নামক এনালিটিকাল লেন্সটির আবির্ভাব। আর এজন্য চন্দ্রা মোহান্তী, উমা নারায়ণ প্রমুখ বিশাল কৃতিত্বের দাবীদার!
আরেকটি কথা - নিয়মিত পড়লে দেখবেন, সচলায়তনে প্রচুর বিশ্লেষণধর্মী লেখা পোস্টেড হয়। অর্থনীতি, রাজনীতি, বিবর্তন, মানবমস্তিষ্কের খূঁটিনাটি থেকে শুরু করে বিজ্ঞানের অন্যান্য বিষয়, কিছুই কিন্তু বাদ যায় না
আপনি ঠিক বলেছেন যে, আপনার অবস্থান স্পষ্টতই পোস্ট-এরার চিন্তধারার প্রতিফলন। চন্দ্রা মোহান্তী বা উমা নারায়ণ-এর লেখা এখনো পড়া হয়নি। সুযোগ পেলে পড়ার ইচ্ছা পোষন করছি। ফেমিনিসম বিষয়টির সাথে আমার পরিচয়ের সীমাবদ্ধতা স্বিকার করে নিয়ে বলছি, আপাতদৃষ্টিতে 'তৃতীয় বিশ্বের নারীবাদ' ধারনাটি 'নারীবাদ'বিষয়টির মতই দুর্বোধ্য হতে বাধ্য। তবে আপনার লেখায় উত্থাপিত প্রশ্নের দুটি দিক রয়েছে বলে মনে হয়েছে। একটি হচ্ছে 'তৃতীয় বিশ্বের নারীবাদ' লেন্সটি ব্যবহার করে নারিবাদের এই ভিন্ন মাত্রাটিকে ধরার চেষ্টা করা; আরেকটি দিক হচ্ছে বাংলাদেশ অথবা তৃতীয় বিশ্বের কোন সমাজে গ্রহনযোগ্যতার বিচারে ক্রিটিকাল ফেমিনিসমের সেন্সিটিভিটিকে নিয়ে আসা। আমি মুলত ফেমিনিস্ট মেথডলজির দিকে ইঙ্গিত করছি। বিষেশত পোস্টকলোনিয়াল চিন্তাধারার পদ্ধতিগত ক্ষেত্র অনেক ক্ষেত্রেই ফেমিনিস্ট মেথড দ্বারা প্রভাবিত বলে অনেকে মনে করেন।
storytelling বা symbol - নব্য এপিস্টেমলজির এই দুইটি হাতিয়ার আপনার লেখায় আপনি সফলভাবে ব্যবহার করেছেন।
Quote
"Even if those same women had the generosity at heart to accept the adultery committed by a woman and at the same time were anxious that if there was no social control what would their children learn, who was I to think I was more enlightened than they were?"
এধরনের কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষন আপনার লেখায় রয়েছে। তবে এখানে পোস্টমর্ডান ধারার অন্ধকার একটি দিকের প্রতিফলনও দেখা যায়। ভাল-খারাপ যাচাই করার একটি নির্দিষ্ট মাপকাঠিকে বর্জন করা যখন চিন্তার কাঠামোতে প্রবেশ করে তখন ব্যক্তির স্বকিয়তার মূল্যায়নের পাশাপাশি সমাজিক (collective) পর্যায়ে একটি সধারন মপকাঠি নির্ধারন করাও কঠিন হয়ে পড়ে। এই ব্যপারটিও আপনার লেখায় একটি প্রচ্ছন্ন প্রশ্নের আকারে এসেছে বলে আমার মনে হয়েছে। গত কয়েক দশকে সমাজ বিজ্ঞানের তাত্ত্বিক গবেষকেরা পোষ্ট-এরার এপিস্টেমলজির প্রয়োগ করে এই দ্বন্দের সুরাহা করার চেষ্টা করেছেন। আর সামাজিক পর্যায়ে কি ভাবে ব্যক্তি স্বকিয়তার সাথে দ্বদ্বের বিহিত করা যায় সেটাও ভাবনার বিষয়। আমি বলতে চচ্ছিলাম এই নতুন চেষ্টার ভেতর থেকে কিছু ভাবনার সন্নিবেশ ঘটিয়ে তাতে করে আপনার প্রচ্ছন্ন প্রশ্নগূলোর উত্তর বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের প্রেক্ষিতে যদি কেউ বের করার চেষ্টা করত সেটা খুবই কাজে লাগত।
রিয়াজ - প্রথমেই দুঃখপ্রকাশ করছি উত্তর দিতে এতো দেরী করার জন্য!
Feminist methodology তো নারীবাদের অন্যতম প্রধান একটা অবদান! খুব, খুব জরুরী একটা জিনিষ। আমার লেখায় storytelling ছিলো, কিন্তু symbol/symbolism কি ছিলো, সেভাবে? কি জানি, জানি না। আমি হয়তো storytelling কিছুটা পারি, সোজা কিছু কথা সোজাসুজি বলে যাওয়া। পোস্টমডার্ন ফেমিনিস্ট মেথোডলজি এই স্টোরিটেলিংএরই সময় আমাকে নিজের রাজনৈতিক, সামাজিক, এমনকি একাডেমিক অবস্থান সম্পর্কে সচেতন থাকতে শিখিয়েছে। যাদের নিয়ে এই স্টোরিটা আমি 'তৈরী' করছি, তাদের সম্বন্ধে সচেতন থাকতে শিখিয়েছে।
পোস্টমডার্নিজমের ক্ষেত্রে মাপকাঠি বা মানদন্ডের অনুপস্থিতির কথা যেটা বলছেন, এটা তো পোস্টমর্ডানিজমের একটা বড় সমালোচনা। এই নিয়ে বিস্তর ক্রিটিক হয়েছে, হবারই কথা। কিন্তু, আমি উত্তরাধুনিকতাকে যেভাবে দেখি - প্রচলিত বা ডমিন্যান্ট চিন্তাধারাকে, conceptual structureকে যে ধাক্কা দেয়া যায়, ক্ষেত্রবিশেষে ভেঙ্গে ফেলা যায়, নিদেনপক্ষে প্রশ্ন অন্ততঃ করা যায় - এটাও যে করা সম্ভব, এই ব্যাপারটাকে এস্টাব্লিশ করাটাই খুব জরুরী ছিলো। ক্যুইয়ার থিওরী বলুন, নিউ সোশ্যাল মুভমেন্টস বলুন - বহুকিছুই কিন্তু এই ধারাটাকেই প্রতিফলিত করে।
আর, তৃতীয় বিশ্বের নারীবাদের গ্রহনযোগ্যতা যাচাই করে তারপর এক্টিভিজমের কথা যে বলছেন, সেটা নিয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত। এতোটা সময় বা সুযোগ কি আছে আমাদের? এক্টিভিজম - আমার মতে - খন্ড খনড ভাবেও কিন্তু হতে পারে। জাতীয় পর্যায়ে 'নারীর অধিকার' নিয়ে আন্দোলন চলুক, কিন্তু আরো মাইক্রো লেভেলে - অন্যভাবেও আগানো যেতে পারে। কারণ, বেশীরভাগ ক্ষেত্রেই শহরের মেয়েদের জন্য যা জরুরী, গ্রামের মেয়েদের জন্য তা নয়।
আমাকে কিন্তু গ্রামের ঐ মেয়েগুলো খুব স্পষ্ট করেই বলেছিলো - "আপনাদের শহরে যা চলে, আমাদের এখানে তা চলে না।" এবং, এটা যে তারা কোনরকম আক্ষেপ থেকে বলেছিলো তা কিন্তু নয়। একই জিনিষ গ্রামেও চলুক, ওরা সেটা চায়ও না - এটাই ছিলো বক্তব্যের সুর। আবার একগ্রামে দেখেছি শ্রেণীসচেতনতা মেয়েদের মধ্যে অনেক বেশী, আবার অন্য গ্রামে দেখেছি সামাজিক বিধিনিষেধ মেনে চলার মানসিকতা বেশী।
অর্থাৎ জেনারালাইজেশন করাটা ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে।
আমি নিজেও তো ...... যে সব মেয়েরা আমার বাড়িতে কাজ করতে আসলে আমি যে ব্যবহার করতাম (পড়ুন কর্তৃত্বসুলভ) সেই একই মেয়েদের 'তাদের' পরিবেশে যখন প্রশ্ন করছি, বা তাদের আতিথ্য গ্রহণ করছি - একেবারেই অন্যরকম ব্যবহার করছি! কাজেই, কন্টেক্সট বাদ দিয়ে, আমি চিন্তাই যে করতে পারি না!
স্নিগ্ধা আপু
নারিবাদ নিয়ে আমার পড়াশোনা বা ধারনা খুব সামান্য। সেক্ষেত্রে এমন প্রতিমন্তব্য থেকে আস্থা পাচ্ছি যা লিখেছিলাম তা একেবারে অর্থহীন ছিল না।
"They told me that a woman could take a lot but could not sustain such a shame of losing her hair in public. I, sitting with them with my salon cut short hair, had no problem relating to that. Because it was the symbols and meanings carried with the punishment which were heavier than the act of the punishment itself. And even if I think that what could be more precious than life, I am in no position to criticize them from the outside. This is what I learnt from Third World feminism - not to analyze the incident out of its context."
আমি এই অংশটির কথা মনে রেখেই সিম্বলিসমের রেফারেন্স টেনেছি। বিকল্প এপিস্টেমলজি হিসাবে সিম্বলিসমের ব্যবহার বলতে যা বোঝায় তা ঠিক বুঝেছি কিনা জানিনা তবে এই অংশটি পড়ে মনে হয়েছে পসিটিভিস্টিক ঐতিহ্যে এই ধরনের সংবেদনশিলতা সম্ভব নয়। তাই রাতের ঘুম হারাম না করে সিম্বলিসমের উপর এই চিন্তাধারাকে আরোপ করে নিশ্চিন্ত ছিলাম। মনে হয়েছে পশ্চিমের একজন নারী কেবল নারী হবার সুবাদে এই ঘটনাকে বুঝতে পারবেনা; বাংলাদেশের গ্রামে একটি মেয়ের মাথা কামিয়ে দেয়া যে সেলুনে চুল কাটা থেকে আলাদা এটা তা অন্তর্নিহিত সিম্বলিক অর্থ বোঝা ছাড়াত বোঝা সম্ভব নয়। এখন যদি বলেন এটা সিম্বলিসমের উদাহরন নয় তাহলে বুঝব এপিস্টেমলজির আলোকে সিম্বলিসমের ব্যপারটি আমার আরো ভাল করে বুঝতে হবে।
উত্তরাধুনিকতার সুফল অনেক। তবে বলতে বাধা নেই এটা খুব কম ক্ষেত্রেই সমস্যার সমাধান দিতে পারে। তবে সমস্যাকে সমস্যা হিসাবে চিনতে যেমন সাহায্য করে তেমনি আগে যেসব তত্ত্বকে একবাক্যে মেনে নেয়া হত এখন এই উত্তরাধুনিকতার কল্যানে তাতে নানারকম প্রশ্ন তোলার সুযোগ তৈরি হচ্ছে। এতে মানব সভ্যতা উপকৃত হচ্ছে বলেই বিশ্বাস করি।
সত্যি বলতে গেলে আমি নিজেও দ্বিধাগ্রস্ত। ব্যক্তি স্বাধীনতার সাথে সামষ্টিক সংহতির যে দ্বন্দ্ব সমাজ বিজ্ঞানীরা কি তার উত্তর বের করতে পেরেছে? স্বিকার করেছি context একটা বেশ গুরুত্বপূর্ণ মাত্রা। আমার প্রশ্ন এই এক্টিভিজমের আসল লক্ষ্যটি কি তা কি আমাদের কাছে পরিষ্কার? আর এর ধরন ও প্রকৃতি ঠিক করতে না পারলে তা কিন্তু সত্যিই শোসন বা পশ্চিমা ধ্যান-ধারনা চাপিয়ে দেবার মত একটা ব্যপার হয়ে দাঁড়াতে পারে।
এবিষয়ে কোন সন্দেহ নেই যে এক্টিভিজমের অনেক সুফল আমাদের সমাজে দেখা যাচ্ছে; সেই অর্থে এর কাভারেজ আরো বিস্তৃত হওয়া দরকার। তবে অবশ্যই একই সাথে এই অস্ত্রটি কিভাবে ব্যবহার করা হবে তাতে অনেক ধরনের স্পেসিফিকেশনের প্রয়োজন আছে বলে আমার মনে হয়। তবে বলতে বাধা নেই আমার এই মতামতকে কোন মাপকাঠিতেই Informed Opinion বলা যায় না। বরং একে বিচ্ছিন্ন ভাবনা হিসাবে ধরে নিতে পারেন।
আপনি সমাজ থেকে সমাজে, ব্যক্তি থেকে ব্যক্তিতে পার্থক্যের কথা বলেছেন। সেক্ষেত্রে প্রশ্ন আসে এক্টিভিজমের ক্ষেত্রে এই কন্টেক্সট স্পেসিফিসিটি কিভাবে আমলে আনা হবে। যখন কেসগুলোকে ব্যখ্যা করা হচ্ছে তাতে ঝুঁকি কম; গল্পের ধারায় সাধারন মানুষের জীবনের অবহেলিত মাত্রাগুলোকে সামনে তুলে ধরা হচ্ছে। কিন্তু যখন এক্টিভিজমের প্রশ্ন আসে তখন তার ফলাফলতো সুদূরপ্রসারি এবং বহুধাবিস্তৃত হতে পারে।
ব্যভিচারের অপরাধে পাথর ছুড়ে মারার হাত থেকে একজন নারিকে বাঁচিয়ে আনা আর গায়ের বধুকে সাইকেল চড়ায় অভ্যস্ত করে তোলা এই দুটি ব্যপার এক নয় (এই দুটি উদাহরন কেবল কন্টেক্সটের ভিন্নতা বোঝানর উদ্দেশ্যে নেয়া। কোন একটিকে [অ]সংগত বোঝান উদ্দেশ্য নয়)। কোনটি সংগত আর অসংগত হবে সেটা কে ঠিক করবে? তৃতীয় বিশ্বের অনেক নারি তাদের সমাজব্যবস্থায় বিদ্যমান অসমতা নিয়েই হয়ত সুখি বোধ করবে। অনেকটা ভাংগা ঘরে সুখে থাকার মত। এরকম ক্ষেত্রে একজন এক্টিভিস্টের দর্শন কি হবে? এমন আরো অনেক প্রশ্ন ঘুরে ফিরে আসে।
যাহোক আজকে এখানেই থামছি। মনে হচ্ছে না বুঝে আবোল তাবোল বকছি। সময় পেলে বিষয়টা নিয়ে নতুন একটা পোস্ট দিন। সেখানে আলোচনার থেকে অনেক কিছু শিখে নেয়া যেত।
এই লেখাটি আমার বোধহয় বছর খানেক আগে পড়া। সেদিন হঠাত চোখের কোণা দিয়ে দেখলাম মন্তব্যের খুঁটির তলার দিকে...কে যেন মন্তব্য করেছে। ফিরে এসে খুঁজতে গিয়েই দেখি আর নাই। আজ পাওয়া গেল। বাংলার জাতীয় দাবি নিয়ে কথা উঠেছে, আমারও সায় আছে। তাহলে এই জরুরি লেখা নিয়ে অনেকেই সামিল হতে পারতাম।
আমি একাডেমিক নই, ফলে বিষয়টা আমাকে বুঝতে হয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আর কোনটাই বা রাজনৈতিক নয়? তো, সেখান থেকেই আমি মনোজের মন্তব্যের সঙ্গে সায় দিয়ে এসে বলছি, আর সব কিছুর মতোই, নারীবাদেও ইউনিভার্সালিটির দাবি কতটা সম্ভব? বিশ্বের সবার জন্য অভিন্ন মানবাধিকার থাকতে পারে, তবে তা জেনেভা কনভেনশনে, এবং তা স্থানে স্থানে, কালচারে কালচারে টেনশন বাধাবেই। হালে দেখা যাচ্ছে, 'পশ্চিমা' নারীবাদ, 'প্রাচ্যে' অসম ক্ষমতাসম্পর্ককে পুনরুৎপাদিত করছে। আফগানিস্তানে হামলা থেকে এখন পর্যন্ত ইসলাম নিয়ে যেসব 'প্রাচ্যবাদী' রেসিস্ট আক্রমণ হয়, সেখানেই এই নারীবাদকে অস্ত্র করা হয়। ইউনিফর্মিটির বুলডোজার দিয়ে সকলই যদি এক ছাঁদের করা হয়, তাহলে বিশ্বে ভিন্ন জাতি-সংস্কৃতি-ঐতিহ্য ও অবস্থান থাকা সম্ভব কি? এর মানে যা যেমন আছে, তেমনই থাকুক, তা বলছি না।
'প্রগতি' কনসেপ্টটাকে দেশজ, শ্রেণীজ ও লৈঙ্গিক শর্তাধীনে বিবেচনা না করা হলে তা উপনিবেশ বা পুঁজির আধিপত্যকেই আরো বাড়াবে বলে ধারণা করি। বলাবাহুল্য, পজিটিভিজম মানেই পরিত্যাজ্য তা নয়।
আমি বলছি সমন্বয় সম্ভব, তবে তা স্থানীয় শর্তে। ইওরোপে মুসলিম নারীর স্কার্ফ ইত্যাদি নিয়ে যে শোরগোল তা কি ওয়ার অন টেররের পালে হাওয়া যোগায়নি?
মুক্তি, বাসনা, আকাঙ্ক্ষা, ক্ষমতার যদি ভিন্ন ভিন্ন মান ও বাস্তবতা থেকে থাকে তবে 'তৃতীয় বিশ্বের' নারীবাদ সম্ভব।
প্রশ্ন এসেছে যে, নারীবাদ বিভাজন ঘটায় কিনা। নারীর সমাজ-সম্পর্কে-উৎপাদন ও ক্ষমতাকাঠামো এবং জৈবিক বিকাশের ধারাতেও যদি ভিন্ন সংবেদন ও অস্তিত্ব হিসেবে টিকে থাকতে পারে, তাহলে নারীবাদও সম্ভব পুরুষ আধিপত্যের এবং অপজিশনাল স্ট্যান্স হিসেবে।
লে-ম্যান হিসেবে এর অধিক বলা সমীচিন নয়। অভিনন্দন।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ন মন্তব্য করেছেন। উইনিভার্সালিটি (বা মডার্নিসম)-মুখি চেতানার আড়ালে ছাঁচে ফেলার প্রবনতায় নারিবাদযে একটি শোষনের হাতিয়ার হতে পারে আপনার এই পর্যবেক্ষন বেশ গুরুত্বপূর্ন।
যেহেতু নারিবাদের নিরিখে সমাজের প্রগাতির প্রশ্নে নানা ধরনের দ্বন্দ্ব বিদ্যমান এখানে আপনি ঠিক কি অর্থে সমন্বয় সম্ভব বলেছেন তা ঠিক বুঝতে পারিনি। আর সমন্বয়ের বিষয়টি কিভাবে ঘটবে সে বিষয়ে আপনার মতামত জানতে পারলে ভাল লাগত। এই প্রশ্নটি নানাভাবে বিভিন্ন ক্ষেত্রে আলোচিত হয়েছে। বিশেষ করে এই সব বাস্তবতা নিয়ে আলোচনার প্রয়োগিক মূল্য/প্রক্রিয়া নিয়ে আলোচনাও বেশ দরকার। কিন্তূ বাংলা বা বাংলাদেশের সাধারন মানুষের সামাজিক পর্যায়ে সমষ্টিগত জীবন প্রনালীতে কি বাস্তব কৌশলের মধ্যমে কাংখিত সমন্বয় সাধন সম্ভব বলে মনে করেন?
নামঃ রিয়াজ উদ্দীন
এই জরুরী রচনা প্রথম পড়েছিলাম মুক্তমনায় ১ ফেব্রুয়ারী ২০০৫ । ফারুককে পড়তে দিয়েছিলাম গতবছর ।
আপনাকে বারংবার অনুরোধ করেছিলাম রচনাটি আপডেট করে বাংলায় সচলায়তনে দেয়ার জন্য । কিন্তু আপনি ফাকি দিলেন । ঐ রচনাটিই তুলে দিলেন আপডেট তো দুর কি বাত , এমনকি অনুবাদও করলেন না ।
তীব্র প্রতিবাদ করছি । পাঠকের দাবিকে অপমান করার জন্য ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আরে কী মুশকিল! এইসব কী বলেন? অনুবাদও করবো, আবার আপডেটও করবো?! ভাই, তার চাইতে আমি নতুন একটা কিছু লিখেই বরং ফেলবো!
তা লিখে ফেলুনই না, বারণ কেউ করেছে বলে তো শুনি নি।
হ্যাঁ হ্যাঁ লিখে ফেলুন, লিখে ফেলুন৷
----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ভাল লাগল আপনার লেখা. বহুদিন পর conference paper পড়ার আনন্দ অনুভব করলাম:-) ভাল থাকবেন. .
নতুন মন্তব্য করুন