প্রেম যশুয়া’র প্রেমে ………

স্নিগ্ধা এর ছবি
লিখেছেন স্নিগ্ধা (তারিখ: বুধ, ২৯/০৭/২০০৯ - ৪:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আসে না ওরকম কিছু কিছু সময়? যখন আপনি আছেন, কথা বলছেন, হাসির কথায় হাসছেন, সামাজিকতা করছেন, দরকারমতো আশেপাশের দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন, অর্থাৎ আপনার কাছ থেকে যা যা আশা করা হয় তার সবই যথাযথভাবে পালন করছেন - অথচ......

অথচ - আপনি আসলে ওখানে নেইই......

নামভূমিকায় পার্ফরম্যান্স বিচার করলে একদম ১০০ তে ১০০, অথচ - ভেতরে ভেতরে আপনি প্রবলভাবে বিস্ময়াক্রান্ত - এমনও তাহলে সম্ভব? এই, এমন করে চরম নিরাসক্তি আর বিযুক্তি নিয়েও তাহলে চালিয়ে দেয়া যায়!

ওরকমই একটা ছাই ছাই সময়ে আমার প্রেম যশুয়ার সাথে পরিচয় হয়।

এবং, ভাগ্যিস হয়!

আমি তখন আর কিছুই করি না, শুধু সুর নিশ্বাস নেই। প্রতিদিন শুরু হয় কোন না কোন পছন্দের সুর দিয়ে। গান তখন আমাকে হাত ধরে হাঁটতে শেখাচ্ছে। যে ভাষায়ই হোক, অতি প্রিয় রবীন্দ্র সঙ্গীত হলেও, গানের কথা শুনি না - বা বলা ভালো শুনতে পাই না - সবকিছুকেই মনে হয় সুরের বাহন মাত্র, ওদের আর কোন কাজ নেই আর কোন উপযোগিতা নেই। বারেবারেই মনে হয় - ভাগ্যিস পৃথিবীতে সুর ছিলো!

ওরকমই একটা বুভুক্ষু সময়ে এক বন্ধুর কাছ থেকে পাই প্রেম যশুয়ার সিডি।

ভদ্রলোক জার্মানির। বিখ্যাত এক সঙ্গীত পরিবারে তার জন্ম। পাঁচ বছর বয়সেই বাঁশী বাজাতে শুরু করে, পরে তার সাথে যোগ হয় স্যাক্সোফোন। খুব অল্প সময়ের মধ্যেই বাঁশী আর স্যাক্সোফোনে এতোটাই দক্ষতা অর্জন করে যে বয়ঃসন্ধির সময় থেকেই বিভিন্ন জ্যাজ, রক আর ফিউসন ব্যান্ডের সাথে তাকে বাজাতে দেখা যায়। কিন্তু, অনলাইনে পাওয়া তার জীবনি অনুযায়ী - এতো ভাল বাজানো সত্ত্বেও প্রেম যশুয়ার ভেতর এক ধরনের অতৃপ্তি কাজ করতো। সুরের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করার ব্যাপারটা 'সম্পূর্ণ' হচ্ছিলো না কিছুতেই, কোথাও একটা ঘাটতি রয়ে যাচ্ছিলো।

তেমনই এক অশান্ত সময়ে প্রেম যশুয়ার পরিচয় ঘটে রবি শংকরের বাজনার সাথে।

বয়স তখন তার মোটেই ষোল। বয়ঃসন্ধির অস্থিরতা সত্ত্বেও রবি শঙ্করের সেতার বাদন তাকে খুব গভীরভাবে নাড়া দেয়, খুব 'চেনা' একটা কিছুর সন্ধান দেয়। যেটাকে বোধহয় বলা যায় - প্রাচ্যের স্পর্শ। প্রেমের হ্ণদয়ে শুধু সুরপ্রেমই ছিলো না, প্রবলভাবে ছিলো এক ধরনের ঈশ্বরপ্রেম - বা বলা ভালো ছিলো এক ধরনের এষণা, যার তাগিদে প্রেম শুধু তার পরিচিত পাশ্চাত্য সঙ্গীতের ধারা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছিলো না। প্রাচ্যীয় সঙ্গীতের সাথে পরিচয় ঘটা মাত্রই প্রেমের মনে হয় - এইই সেই যাকে সে খুঁজে বেড়াচ্ছিলো।

আঠেরো বছর বয়সে পড়াশোনা স্থগিত রেখে, জার্মানির ক্যারিয়ার বাদ দিয়ে, জীবনের ছকটাকে একদম বদলে ফেলে ভারতবর্ষের উদ্দেশে পাড়ি জমায়। পথিমধ্যে গ্রীস, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান হয়ে, সেসব দেশের সঙ্গীত - বিশেষ করে লোকসংগীত, সেসব দেশের প্রত্যন্ত অঞ্চলের বাদকদের সাথে থেকে তাদের জীবনযাত্রা, তাদের বাজানোর ঢং, তাদের জীবনদর্শন চেখে, শিখে, ছেনে, ঘেঁটে অবশেষে পৌছোয় তার আরাধ্য ভারতে। ওস্তাদ ওসমান খানের শিষ্যত্বে শুরু হয় সেতার শেখা। শিখে নেন বাজাতে দিলরুবাও। শৈশব থেকে শুষে নেয়া পাশ্চাত্য সুর আর স্বেচ্ছায় আহরণ করে নেয়া প্রাচ্যীয় সুর, এই দু'ধারার সঙ্গীতের 'ফিউসন' এর ফলে একের পর এক জন্ম নেয় অসাধারণ সব কম্পোজিসন!

মন কেমন করা, মন ভালো করা, হ্ণদয় মোচড়ানো, আবার সুন্দর সকালের মতো, কিংবা গভীর কান্নার মতো - অদ্ভুত সব সুর! আহ্‌, কী যে দারুণ ............

আমার দিনরাত্রি তখন ভরে থাকতো প্রেম যশুয়ার সুরে সুরে। অতি প্রিয় বন্ধুর কাজ করেছিলো ঐ সুরগুলো সে সময়ে!

আমার সবচাইতে পছন্দের হলো 'সরোজা ২য় পর্ব' আর 'সং ফর সেভেন গডস'। ইউটিউবে খুব ভালো রেকর্ডিং পেলাম না, তাই ই-স্নিপ্সেও আপলোড করে দিলাম।

কম্পোজিসনগুলো একই ধরনের বা একঘেয়ে লাগতে পারে আপনাদের - তবুও প্রেম যশুয়াকে নিয়ে না লিখে পারলাম না, এমনকি সে ভগবান (!) শ্রী রজনীশের অনুসারী হওয়া সত্ত্বেও তাকে ক্ষমা করে দিতে বাধ্য হয়েছি শুধু এগুলোর জন্য!

Get this widget | Track details | eSnips Social DNA

.
.
.

Get this widget | Track details | eSnips Social DNA

.
.
.

Get this widget | Track details | eSnips Social DNA

.
.
.

Get this widget | Track details | eSnips Social DNA

.


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

আমার খুউউউউউব প্রিয় শিল্পীকে নিয়ে লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার তো শুনতে শুনতে মুখস্ত হয়ে গেছে সব গান।

স্নিগ্ধা এর ছবি

ইয়ে, ইশতিয়াক - ধন্যবাদ তো দিলেন, কিন্তু ই-স্নিপসের যে লিঙ্ক দিলাম সেটা থেকে তো কিছুই শোনা যাচ্ছে না!!!! কী করি? কী যে ভুল করলাম সেটাই বুঝতেসি না মন খারাপ

ইশতিয়াক রউফ এর ছবি

আমি তো কম্পিউটার ছাড়াই শুনতে পাচ্ছি... প্রেম যশুয়া এমনই মুখস্ত আমার... খাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একটা গোটা সময় আমি প্রেম যশুয়াতে স্রেফ ডুবে ছিলাম। এবং আমি প্রথম প্রেম যশুয়ার সিডি কিনি যে দোকান থেকে সেই দোকানের নামো স্নিগ্ধা। দেঁতো হাসি

তখন মনে হয় ২০০১ সাল। নতুন একটা ক্রেডিট কার্ড ঢুকলো পকেটে। সেইটা নিয়া গেলাম গুলশান ১ নম্বরে। মার্কেটের দোতলায় একটা সিডির দোকান ছিলো (এখন আছে কী না জানি না), নাম স্নিগ্ধা। সেই দোকানের এক কোনায় এমন কিছু সিডির সন্ধান পাইলাম যেগুলার নামই আমি জীবনে শুনি নাই। চেহারা সুরতো দেখি দারুণ। আমি বললাম এইগুলা আমার চাই। দোকানদার কইলো এগুলা বিক্রির জন্য না। একজন রেকর্ড করতে দিছে। আমি কইলাম আমারেও কপি দেন। কয় না, উনার অনুমতি ছাড়া দিমু না।
আমি কই তাইলে উনার ফোন নম্বর দেন। কয় কালকা এই টাইমে আসেন...

পরদিন যথাসময়ে গেলাম, এক সুবেশী ভদ্রলোকের কাছে নিয়া গেলেন। জানলাম তিনিই এই দোকানের মালিক। এগুলা বিক্রির জন্য না, নিজের সংগ্রহের জিনিস। লোকজন কপি করে নিউমার্কেটে ছেড়ে দেয়, তাই এসব রেয়ার জিনিস একটু সাবধানে রাখেন। আমার উত্সাহ দেইখা তিনি আমারে কপি দিতে রাজী হইলেন... সেই প্রথম শুনলাম প্রেম যশুয়া। মুগ্ধতার চূড়ান্ত। আরো অনেক দারুণ দারুণ সিডি সেবার বাগাইছিলাম। ক্রেডিট কার্ডের প্রায় হাজার আষ্টেক টাকা দিয়া সেই দোকান থেকে শুধু সিডি কিনছিলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্নিগ্ধা এর ছবি

দেঁতো হাসি দেখলেন তো 'স্নিগ্ধা' নামের মাজেজাই আলাদা! দেঁতো হাসি

অ নজরুল, ই-স্নিপসের লিঙ্ক থেকে গান কি শোনা যাচ্ছে? মন খারাপ

এর পরেরবার দেশে গেলে দেখতে হবে তো অত ভালু দোকানটা থেকে আর কী কী পাইসিলেন!

অতিথি লেখক এর ছবি

সেই দোকান এখন আর নাই। নাই রেইনবোর কবীর ভাইও। কেন হারিয়ে যায় সব চেনা মানুষেরা?

অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম

প্রজাপতি [অতিথি] এর ছবি

এই লিংকে কিছু গান আছে স্নিগ্ধা আপু

http://www.rhapsody.com/prem-joshua

স্নিগ্ধা এর ছবি

অনেক ধন্যবাদ প্রজাপতি! 'আহির' নামের এলবামটা আমি খুঁজছিলাম হাসি

মৃত্তিকা এর ছবি

প্রেম যশুয়া আমারও খুব পছন্দ কিন্তু আপনার ই-স্নিপ্স তো আওয়াজ দিচ্ছেনা আপু!

স্নিগ্ধা এর ছবি

এখন দিচ্ছে হাসি

সাইফ তাহসিন এর ছবি

জটিল লাগল, আগে শুনি নাই। আপু কি ই-স্নিপস থেকে এমবেড করেন নাই? লিংক সরাসরি ই-স্নিপসে নিয়ে যাচ্ছে। নতুন গান শোনানোর জন্যে ধন্যবাদ আপু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

স্নিগ্ধা এর ছবি

এমবেড বা কপি/পেস্ট করলাম তো ইন্সট্রাকসন অনুযায়ী মন খারাপ

আচ্ছা, আপনি শুনতে পাইসেন, নাকি ইস্নিপসে গিয়েও শুনতে পারেন নাই?

সাইফ তাহসিন এর ছবি

তখন ই-স্নিপসে গিয়া শুনসি, এখন তো ব্লগেই ঠিকঠাক আসতেছে, চরম গুনী মানুষের ফাটাফাটি বাজনা।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

স্নিগ্ধা এর ছবি

এবার শোনা যাচ্ছে ঠিকমতো - ঝামেলার জন্য দুঃখিত হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

প্রেম যশুয়ার সাথে আমার পরিচয় আমার এক বন্ধু মাধ্যমে। গানগুলো শোনার আগে বেশ গাঁইগুই করছিলাম। পরে কি ভেবে রাজি হয়ে গেলাম শোনার জন্য। আসলে আমার ঐ বন্ধুটি মেটাল গানের ভীষণরকম ভক্ত। তাই ভাবছিলাম ঐসব গোছের কিছু হইলেও হইতে পারে। কিন্তু শুনতে যখন শুরু করলাম আমার তো মুগ্ধতার চূরান্ত। ভীষণ পছন্দ হয়ে গেল গানগুলো। একদম অন্য ধাঁচের। স্নিগ্ধাপুকে ধন্যবাদ উনাকে নিয়ে লেখার জন্য।
--------------------------------------------------------

--------------------------------------------------------

স্নিগ্ধা এর ছবি

অনিকেতের মন্তব্যের উত্তরে দেখেন করুণেশের বাজনার লিঙ্ক দিয়েছি। আপনার ভালো লাগতে পারে।

অনিকেত এর ছবি

প্রথম কথা----সচলায়তনে ফেরার জন্যে ধন্যবাদ।

দ্বিতীয় কথা---এইরকম একটা চমৎকার লেখা দিয়ে ফেরার জন্যে বিশ লক্ষ তারা!

তৃতীয় কথা--- প্রেম যশুয়া'র বাজনা আমি বেশ আগেই শুনেছিলাম। প্রায় একই ধাঁচের মিউজিক করেন আরেক ভদ্রলোক---নীতিন সাহনেয়। আমি এই ভদ্রলোক কে খানিকটা এগিয়ে রাখব প্রেম যশুয়ার চেয়ে। কিন্তু সেটা একেবারেই আমার ব্যক্তিগত অভিমত।

চতূর্থ কথা--- ঝিকিমিকি কইইইইই??????

স্নিগ্ধা এর ছবি

প্রথম কথা - নীতিন সোয়াহনি শু্নসি, কিন্তু তাকে প্রেম যশুয়ার চাইতে বেশি প্রেমদান করতে আমি নারাজ রেগে টং

দ্বিতীয় কথা - করুণেশ আর অলিভার শান্তি শুনসেন? না শুনে থাকলে এই রইলো

Get this widget | Track details | eSnips Social DNA

.
.
.

Get this widget | Track details | eSnips Social DNA

.
শেষতঃ - ঝিকিমিকি হানিমুনে হাওয়াইতে সেই যে গেসে আর ফেরার নাম নাই!!! আমি কী করবো?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নীতিন সোহনাই-ও আমি প্রথম শুনি সেই স্নিগ্ধা দোকান থেকেই কিনে। প্রায় একই সময়ে। তার গানের মজাটা ভাষার মিশ্রণে। হিন্দি গানে কথা নাই বার্তা নাই বাংলা ভাষায় মাঝিরে ডেকে বসে...
নীতিন সোহনাই সম্ভবত একবার বাংলাদেশে আসছিলো। নৃত্যশিল্পী আকরামের একটা কম্পোজিশনে মিউজিক তৈরি করছিলো সে। সেই শো শিল্পকলায় হইছিলো। বেশি বছর আগের কথা না। সম্ভবত ৩/৪ বছর আগে
(স্মৃতি যদি খুব প্রতারণা না করে)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

যুধিষ্ঠির এর ছবি

ভালো লাগলো সবগুলোই। আমি আগে কখনো শুনিনি। অনেক ধন্যবাদ অনেকদিন পর পোস্টানোর জন্য।

মিউজিকগুলো কোন সময়ের করা বলতে পারেন?

স্নিগ্ধা এর ছবি

ধন্যবাদ যুধিষ্ঠির হাসি

আমি যে কম্পোজিসনগুলো দিয়েছি সেগুলো ২০০৫, ২০০৭ এর দুটো এলবাম থেকে নেয়া।

এই লিঙ্কটা দেখতে পারেন, সবগুলো এলবামেরই তালিকা আছে -

http://premjoshua.com/index.php?option=com_content&task=view&id=14&Itemid=29

প্রকৃতিপ্রেমিক এর ছবি

১। আপনি এত সুন্দর করে পোস্ট লিখতে পারেন তা আমার জানা ছিলনা। আমি কিছুটা লজ্জা বোধ করছি লিখতে পারেন শব্দ দুটো ব্যবহারের জন্য। কিন্তু তবুও লিখলাম কারণ ওটাই মনের কথা।

২। আবারো লজ্জা পাচ্ছি এই শিল্পীর নাম আগে কখনো শুনিনি বলে। সেজন্য অনিকেতের মত আমিও ২০ লক্ষ তারা দিলাম।

৩। এত সুন্দর সুর আমার ল্যাপটপের সাউন্ড দিয়ে শুনে পোষাবে না। সিডি প্লেয়ার একটা যেটা আছে সেটা গাড়িতে। তাই ভাবছি এগুলো সিডিতে কিভাবে ভরা যায়?

স্নিগ্ধা এর ছবি

আপনার মন্তব্য পড়ে হাসছি আমি হাসি

ইস্নিপস থেকে ডাউনলোড করা না গেলে, আমি গানগুলো আপনাকে ইমেইলে পাঠাতে পারি।

সাইফ তাহসিন এর ছবি

পিপিদা, আপনে টরেন্ট করতে জানেন? জানলে খুব ভালো। ২টা লিংক দিলাম, প্রথমটা টরেন্ট ক্লায়েন্ট, আর দ্বিতীয়টা প্রেম যশুয়ার ডিস্কোগ্রাফি।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মূলত পাঠক এর ছবি

অনেক দেরিতে পড়লাম, তবে খেদ নেই, রাগ শুধু এই যে এমন লিখতে পারেন যাঁরা তাঁরা কেন লেখেন না!

প্রেম যশুয়ার নাম আগে শুনি নি, তবে আপনার লিঙ্ক থেকে শুনে মুগ্ধ হলাম। আপাতত এটুকুই লিখি, পরে আবার বিশদে লেখা যাবে।

স্নিগ্ধা এর ছবি

আহা, আবার পরে কেন?! অ্যাঁ এখনই ঠেসে আমার লেখার প্রশংসা করেন না রে ভাই! দেঁতো হাসি

ফাজলামি বাদ দিয়ে বলি - ভালো কোন সাউন্ড সিস্টেমে শুনে দেখবেন, এককথায় - অপূর্ব!

মূলত পাঠক এর ছবি

ভালো সিস্টেমেই শুনলাম, তাই ঠিক মতো অ্যাপ্রিশিয়েট করা গেলো। সত্যিই সুন্দর। আমি নিউ এজ নিউ ওয়ার্ল্ড ফিউশন এই সব ঠিক ভালো পাই না, আমার সঙ্গীতবোধ এই ব্যাপারে একটু বেশি রক্ষণশীল। তার পরেও যে এতো ভালো লেগেছে সেটা কম আশ্চর্য নয়।

করুণেশ আমার তেমন পছন্দ নয়, ফিউশন ভাবটা বড়ো বেশি প্রবল। যশুদা সেই তুলনায় বেশি ধ্রুপদী, আমার এই অল্প শোনার অভিজ্ঞতায় তাই মনে হলো।

আবারও কি আমাদের ৯৫ দিনের প্রতীক্ষায় রাখবেন? নাকি শিকেটিকে ছেঁড়ার চান্স আছে আমাদের কপালে?

ওহ, যশুদার ঐ ছবিটার কী হলো? পছন্দ হলো না, নাকি যান্ত্রিক গোলমালে লাগানো গেলো না?

অতিথি লেখক এর ছবি

সকালটা খুব সুন্দর করে দিলেন আমার। আগে শোনা হয়নি সে জন্য কৃতজ্ঞতা। লেখা পড়েও খুব ভাল লাগলো।

মন কেমন করা, মন ভালো করা, হ্ণদয় মোচড়ানো, আবার সুন্দর সকালের মতো, কিংবা গভীর কান্নার মতো - অদ্ভুত সব সুর! আহ্‌, কী যে দারুণ ............ওরকমই একটা ছাই ছাই সময়ে...........বাহ্!!!

নৈশী

স্নিগ্ধা এর ছবি

নৈশী - একা একটু চুপচাপ সময়ে সরোজা-২ টা শুনে দেখবেন। সরোজা-১ ও খুব ভালো, একটু লম্বা যদিও। তবে, যেটাই শোনেন না কেন রেকর্ডিং ভালো না হলে ভালো লাগবে না কিন্তু!

ধন্যবাদ হাসি

সবজান্তা এর ছবি

মুহাহাহাহাহা , এইসব উত্তরাধুনিক ( নিউ এজ টাইপ কিছুটা তাই এই নাম দিলাম দেঁতো হাসি ) গানা বাজনা আগেই শুনছিলাম। ইন্ডিয়ান মিউজিকের এমন কামেল সাদা চামড়ার লোকজন যেনো আরো কে কে আছে।

লেখা ভালৈছে। আর এর মধ্যে একটা ট্র্যাকের হদিস আমার কাছে ছিলো না, ওইটা পাইসি। থ্যাংক্স !


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

সবজান্তা - 'সব' যে তুমি আসলে জানো না, তা কিছুতেই স্বীকার করতে পারো না, না?! "ইন্ডিয়ান মিউজিকের এমন কামেল সাদা চামড়ার লোকজন যেনো আরো কে কে আছে।" - আরে তেনারা কারা?? আমিও তো শুনসি তোমার মাথায় যেনো 'কী কী' আছে, তো গিয়ে শুধু এটুকু বললে তোমার সাইকিয়াট্রিস্ট বুঝবে কিছু! দেঁতো হাসি

নাম ধাম জানা থাকলে জানাও, আমরাও সেসব কামেল মানুষদের গান বাজনা শুনি একটু ?

সবজান্তা এর ছবি

মাত্র ঘুম থিকা উঠলাম। সব নাম ঠিক মতো খেয়াল নাই।

যেমন ধরেন কিছুটা এই ঘরানার মিউজিক করে মহাবিষ্ণু অর্কেস্ট্রা ( মহাভিষ্ণু), মাঝে মধ্যে জাকির হোসেইন বাজাইসেন এদের সাথে।

এছাড়া স্যাক্সোফোন গুরু জ্যান গ্যারবারেক বাজাইসে নুসরাত ফতেহ আলী খান এর সাথে। এছাড়া আরো জানি কারা কারা আসে, নাম মাথায় আসতেছে না দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

স্যরি। একটা ভুল বলছি। মন্তব্য করা মাত্রই মনে পড়লো। জাকির হোসেন মহাবিষ্ণুর সাথে বাজাতেন না। তিনি বাজাতেন "শক্তি" নামে একটা ব্যান্ডের সাথে। যেইখানে তিনি ছাড়াও আরো অনেক ভারতীয় কামেল ছিলেন।

শক্তি আর মহাবিষ্ণুর মধ্যে একটা সাযুজ্য হইলো, দুই দলেই কমন ছিলেন জন ম্যাকলিন।

শক্তি কিংবা মহাবিষ্ণুর মিউজিক আসলে একটু অন্যরকম। সবার ভালো লাগে না। প্রথম প্রথম শুনলে কেমন যেন একটা "কষটে" ভাব মনে হয় ( মানে আমার লেগেছিলো আর কি ! ), কিন্তু একবার ধরতে পারলে দারুণ লাগে।

আর চিন্ময় ডান্সটারের কথাও আগের কমেন্টে বলতে ভুলে গেছি। কিন্তু তাঁর নাম তো আপনাকে আগেই বলছি দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

আর চিন্ময় ডান্সটারের কথাও আগের কমেন্টে বলতে ভুলে গেছি। কিন্তু তাঁর নাম তো আপনাকে আগেই বলছি দেঁতো হাসি

সত্যের খাতিরে অবশ্য স্বীকার করতেই হচ্ছে যে শুধু বলোই নাই, চিন্ময়ের গানও তুমি আমাকে দিসো মন খারাপ

কিন্তু, প্রেম যশুয়ার ব্যাপারটা একটু আলাদা কারণ সে কম্পোজ করে, শুধু যে দলের একজন হয়ে বাজায় তা না।

সবজান্তা এর ছবি

আরে বাদ বাকি যাদের কথা বললাম, তাঁরাও তো নিজেদের এলবামগুলি নিজেরাই কম্পোজ করে। বিশ্বাস করেন এস.আই. টুটুল তাঁদের গান কম্পোজ করে দেয় না দেঁতো হাসি

যাই হোক, আপনাকে পরে কিছু গান মেইল করে দিবো নে শক্তির। শুনে জানায়েন।


অলমিতি বিস্তারেণ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

স্যাম মাইলসকে কি হিসাবের মধ্যে ধরা যায়?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্নিগ্ধা এর ছবি

চিনি না তো! গুগল সার্চ দিয়েও কিছু পেলাম না - ইংরেজী নামের বানানটা বলবেন?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পবন দাস বাউলের গান শোনেন, তাইলেই স্যাম মাইলসের কম্পোজিশন শুনতে পাবেন। পবন-এর গানের কম্পোজিশন স্যাম মাইলসের করা।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্নিগ্ধা এর ছবি

ওহ তাই? পবন দাস খুব পছন্দ আমার। কিন্তু জানতাম না স্যাম মাইলসের কথা - ধন্যবাদ, ধন্যবাদ হাসি

রিয়াজ উদ্দীন এর ছবি

অদ্ভুত সুন্দর লাগল। অবাক হয়েছি এই দেখে যে আমি ছারা মোটামুটি সবাই মনে হচ্ছে এই কম্পোজারের সাথে আগে থেকেই পরিচিত। আপনাকে অনেক ধন্যবাদ যশুয়ার সাথে পরিচয় ঘটিয়ে দেবার জন্য।
আপনার নারিবাদ বিষয়ক পোস্টে আরো কিছু মন্তব্য দিয়েছি। সময় পেলে কোন পোস্টে উত্থিত প্রশ্নগুলোর ওপর আলোকপাত করলে ভাল হত।

স্নিগ্ধা এর ছবি

ধন্যবাদ রিয়াজ হাসি

আপনার কমেন্ট পড়ে আমার প্রতিক্রিয়া জানাচ্ছি।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ঢাকায় দুদিন ধরে সূর্যের দেখা নেই। তাই সূর্য কোনদিক দিয়ে উঠেছে ঠাহর করতে পারিনি। সচলে ঢুকে দেখলাম সূর্য উত্তর-পশ্চিম কোণ বরাবর উঠেছে (দণ্ডকারণ্য থেকে)। মাত্র ৯৫ দিন পরই স্নিগ্ধাজীর আরেকটা পোস্ট, ভাবাই যায় না! আর গান নিয়ে উনার পোস্ট যে কতদিন পর তা আমার মত গণিতের জ্ঞানবিহীন মানুষের পক্ষে গোনাগুনতি করা সম্ভব না।

পোস্টটা পড়ে আরেকবার বুঝলাম আমি যে পূনর্জন্মের দাবী করে থাকি সে দাবীটা ভূয়া। আসলে মারা যাবার পর আর বেঁচে উঠতে পারিনি। নয়তো গান ছাড়া এতগুলো দিন পার করছি কীভাবে? প্রেম যশুয়া শোনা দূর স্থান, উনার নামই শুনিনি। ইউটিউব-ইস্নিপস ঢাকার মানুষদের জন্য না। গান শুনতে হলে আমাদেরকে গানের দোকানেই যেতে হবে।

প্রসঙ্গতঃ ভগবান রজনীশের আশ্রম থেকে আশির দশকের একেবারে শেষদিকে অথবা নব্বই-এর শুরুর দিকে Basho's Pond আর Oshu নামে দুটো অ্যালবাম বের হয়েছিল। সেগুলোও মূলতঃ অভারতীয়দের কাজ। নেটে খুঁজে দেখুন, কিনতে পারবেন বলে মনে হয়। আগে না শুনে থাকলে শুনুন, ঠকবেন না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্নিগ্ধা এর ছবি

Basho's Pond আর Oshu'র কোন চোরাই কপি পাওয়া সম্ভব?

আর, ...... নাহ থাক, কিছু বললাম না ... শুধু বলি -

পোস্টটা পড়ে আরেকবার বুঝলাম আমি যে পূনর্জন্মের দাবী করে থাকি সে দাবীটা ভূয়া। আসলে মারা যাবার পর আর বেঁচে উঠতে পারিনি।

এটার জন্য এদ্দিন অপেক্ষা না করে আমাকে জিজ্ঞেস করলে অনেক আগেই আপনাকে নিঃসংশয় করতে পারতাম দেঁতো হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গানের চোরাই রাস্তা-ঘাট সম্পর্কে আমার ধারণা কম, দণ্ডকারণ্যের লোক-জনকে জিজ্ঞেস করুন।

প্রপিতামহ ব্যাসদেবের হে নারী অবতার! আমি আপনাকে চিনতে পারিনি। বুঝতে পারিনি নারীরূপে প্রপিতামহ আমার স্বরূপ উদ্ঘাটনে আবির্ভূত হবেন। যেমন জানতে পারিনি আপনি আর ধর্ম্মপুত্র নাকি এককালে সহকর্মী ছিলেন। আমার এই অজ্ঞতা ক্ষমা করুন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নজমুল আলবাব এর ছবি

গানা টানা শুনার দৌড় আমার রবি বুড়া পর্যন্তই। এর বেশি নাই। আর শুনি মিলাফার গান চোখ টিপি

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

স্নিগ্ধা এর ছবি

আর বাউল গান??? চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

লেখাটা পড়ে আর দেরি করিনি। ইউটিউবে ঢুকে যতোটা পেরেছি শুনেছি। সেও খুব বেশি না। আরো শোনার ইচ্ছে আছে। এমন একজনকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ!!

আশরাফুল আলম রাসেল

স্নিগ্ধা এর ছবি

আপনাকেও ধন্যবাদ হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার ধারণা ছিলো জগতের মানুষ ইতোমধ্যে প্রেম যশুয়া শুনে টুনে হয়রান হয়ে গেছে... এখনো যে এতো সঙ্গীত পিপাসু বা মূলোদার মতো লোকো যে যশুয়া শুনে নাই সেইটা দেইখা ব্যাপক আশ্চর্যিত... সেই ভদ্রলোকের কারণে আমি যদিও একেবারে প্রথম দিকের শ্রোতা...

তবে সত্যি যশুয়ার মিউজিক শুনলেও, এতো তথ্য আমার জানা ছিলো না। স্নিগ্ধাদির পোস্ট পড়ে জানলাম অনেক কিছু
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূলত পাঠক এর ছবি

আমি সাধারণত ফিউশন মিউজিক এড়িয়ে চলি, একেবারে শুনি না তা নয়, তবে চেনা কেউ রেকমেন্ড করলে তবেই। যশুয়া বেচারার সুপারিশ করতে কেউ আসে নি এদ্দিন। হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আগে শুনিনি।
গতকাল বেশ কয়েকবার শুনলাম।
একটা মোহ ধরায়ে দেয়।

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য...

স্নিগ্ধা এর ছবি

একটা মোহ ধরায়ে দেয়।

একদম! ধন্যবাদ হাসি

দময়ন্তী এর ছবি

লেখাটা বড় ভাল৷

প্রসন্নকে শুনেছেন তো?

-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

স্নিগ্ধা এর ছবি

আপনি পাঠক হিসেবে খুবই উদার, সেটা আমি জানি হাসি

না তো! প্রসন্ন কে? শুনিনি তো!

তানবীরা এর ছবি

ভালো লেখকরা কম কম লিখবে এটাই পৃথিবীর নিয়ম, মুহাহাহাহাহা। কিন্তু আমি কিভাবে বাকী লেখাগুলো মিস করলাম। যাউকগা, গ্রীষ্মকালীন ছুটিতে পড়িয়া লইব।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্নিগ্ধা এর ছবি

ঠিক, ঠিক, একদম ঠিক - এতো ভালো লেখকদের পারলে না লেখাই সবচেয়ে ভালো, কী বলেন? চোখ টিপি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

প্রেম যশুয়ার নামই শুনেছিলাম শুধু।
গানগুলো শুনে তো পাগল হয়ে যাচ্ছি, স্নিগ্ধাজী...
অনেক ধন্যবাদ আপনাকে। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্নিগ্ধা এর ছবি

হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনি লিখলেন?! তাও মন্তব্য না, 'আস্ত' একটা পোস্ট! অ্যাঁ

এই মুহুর্তে শুনতে পারলাম না। একটা প্রেমময় পরিবেশ তৈরি করে তবেই না হয় শুনব প্রেম যশুয়ার গান দেঁতো হাসি

তারপর জানাব কেমন লাগল। আর শোনেন, আপনি বছরে যদি অন্তত একটা লেখাও দিতেন, তাও পাঠক হিসাবে আমরা বড়োই খুশি হইতাম দেঁতো হাসি

স্নিগ্ধা এর ছবি

এই মুহুর্তে শুনতে পারলাম না। একটা প্রেমময় পরিবেশ তৈরি করে তবেই না হয় শুনব প্রেম যশুয়ার গান দেঁতো হাসি

সে কী!!! আমার জানামতে তোমার তো একটা কনস্ট্যান্ট প্রেমময় পরিবেশ থাকার কথা!

কোন কারণে আগেরটা না থাকলে, আরেকটা তৈরী করে ফেলো তাড়াতাড়ি চোখ টিপি

মুজিব মেহদী এর ছবি

ঢাকার টিভি নাটকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আজকাল হরদমই প্রেম যশুয়া জুড়ে দেয়া হচ্ছে। আমার বিশেষ টিভি দেখা হয় না, নাটক তো একদমই না। কিন্তু অন্য ঘর থেকেও প্রিয় চেনা মিউজিক বিশেষভাবে সচকিত করে তোলে। এ সূত্রে বলা যায়, ঢাকার নাটকের নিয়মিত দর্শকদের সবাই বিনা উদ্যোগে কমবেশি প্রেম যশুয়া শুনে ফেলেছেন!

এসবে নজরুল ভাইয়ের হাত নেই তো আবার!

আপনার পোস্ট থেকে প্রেম যশুয়া সম্পর্কে অনেক কিছু জানা গেল। তাঁর সম্পর্কে এতটা জানতাম না।
..................................................................................
তোমার কাছে পৌঁছার একটাই পথ থাকা মানে হলো তোমারও বিকল্প আছে এই ধরাধামে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।