ধরি, ক এবং খ ...

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ২৭/০৪/২০০৮ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একজন লোক, ধরা যাক তার নাম ক।

আরেকজন লোক, তার নাম ধরি খ।

ক এবং খ, দু'জনই মানবসভ্যতার এক ক্রান্তি লগ্নের মানুষ। পৃথিবীতে একমাত্র ক-ই পারেন গল্প, উপন্যাস অর্থাৎ সাহিত্য রচনা করতে। তাই সারা পৃথিবী জুড়ে মানুষের কাছে ক এর চাহিদা আকাশজোড়া। ক যাই লিখুন না কেন, সবাই গোগ্রাসে পাঠ করে আর অবাক বিস্ময়ে ভাবে, কী ভাবে পারে একটা মানুষ এরকম লিখতে !

ক এর সবই ভালো, শুধু সমস্যা একটাই, ক বড্ড ভুলোমনা। প্রায় সকালেই ক-এর খেয়াল থাকে না, আগের রাতে তিনি কী লিখেছিলেন, কিংবা আদৌ কিছু লেখেছিলেন কি না। খাতা দেখার পর আস্তে আস্তে মনে পড়তে থাকে। এটা বাদেও আরেকটা অস্বাস্থ্যকর বদভ্যাস ক-এর আছে, ক পেনসিল ছাড়া লিখতে পারেন না। যদিও এ'টা মূল বদভ্যাস না, আসল সমস্যা হচ্ছে ক একনাগাড়ে পেনসিলের পেছন দিকটা চাবাতে থাকেন, ফলে পেনসিলের পেছন দিক সব সময়ই লালাতে মাখামাখি হয়ে থাকে আর ক-ও পেটের রোগে ভোগেন বিস্তর।

অনেকদিন পরের কথা।
ক বেশ কিছুদিন যাবৎ একদমই লিখতে পারছেন না। সব বড় লেখকের যেরকম হয় তেমনি ক সৃষ্টির প্রসব বেদনায় কাতরাচ্ছেন, কিন্তু পর্বত হয়ে নিদেন পক্ষে ইঁদুরও প্রসব করতে পারছেন না। অবশেষে এক পর্যায়ে নিজের বন্ধ্যাত্বে হতাশ হয়ে, এক চমৎকার রৌদ্রজ্জ্বল সকালে ক আত্মহত্যা করলেন।

গল্পের প্রায় শেষ দিকে এসে আমরা তাকাই খ-এর দিকে। খ-এর সারাজীবন ক-এর মত বর্ণিল নয় কোন মতেই। সারা জীবন সে যত্ন নিয়ে কিছুই করেনি। তবে গত কিছুদিন ধরে সে নিষ্ঠা ভরে শুধু একটা কাজই করতো - রোজ রাতে ক যা লিখতেন, তা রাবার দিয়ে মুছে দিত।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

হা হা জটিল!
~রেনেট

রায়হান আবীর এর ছবি

আহারে বেচারা ক...

বেশ হাই থটিক চিন্তাভাবনা...
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

খেকশিয়াল এর ছবি

হাহাহা জটিল কমরেড !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

আর কি বলার আছে রে ভাই, বড্ড উচ্চ মার্গের লেখা হয়েছে।
চালিয়ে যান।

আততায়ী

সবজান্তা এর ছবি

ধন্যবাদ সবাইকে।

গল্পটা হাই থটের ? আমি ঠিক জানি না, হাই থট বলতে কি বুঝাচ্ছেন, তবে একটু বুঝায়ে বললে বাধিত হইতাম !!
-----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

খ তো খুব দুষ্টু দেখি!

পরিবর্তনশীল এর ছবি

খুব ভালো লিখছেন গো ব্রাদার!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

এই যে দুনিয়া কিসেরও লাইগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাঁই...

[পুনশ্চঃ ভাই খ কি ক এর বউ?]
চির আমি

সবজান্তা এর ছবি

খ, ক এর বৌ হতেও পারেন, নাও পারেন। হতে পারেন ক এর বাসার ভৃত্য, কিংবা ক এর ছেলে মেয়ে কিংবা রোজরাতে বাসায় হানা দেওয়া চোর বা যে কোন কিছু। এ গল্পে আসলে ক আর খ এর মধ্যে আত্মীয়তার সম্পর্ক গুরুত্বপূর্ণ কিছু না, তাদের নিজেদের কার্যকলাপই আসল এখানে।
----------------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

ধন্যবাদ, অতন্দ্র প্রহরী এবং পরিবর্তনশীল।
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি

দুর্দান্ত গল্প!


হাঁটুপানির জলদস্যু

ক্যামেলিয়া আলম এর ছবি

অসাধারণ লেখা লিখেছেন তো আপনি ------- সাহিত্যের এ সংস্কৃতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ‌ক' গোত্রীয় সাহিত্যিকেরা ! দুর্দান্ত!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লেগেছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কনফুসিয়াস এর ছবি

হুম।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সবজান্তা এর ছবি

ধন্যবাদ হিমু ভাই, ক্যামেলিয়া আপু, মা.মু ভাই এবং কনফু ভাই।

মহারথীরা এহেন মন্তব্য করছেন দেখে আমি বিশেষ পুলকিত খাইছে
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

শেখ জলিল এর ছবি

ব্যতিক্রমী গল্প।
..সাহিত্য জগতে ক'দের দুর্ভাগা ছাড়া আর কি বলা যায়!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সবজান্তা এর ছবি

ধন্যবাদ জলিল ভাই।

আপনার মত বিদগ্ধ পাঠকেরা যখন মন্তব্য করেন, তখন সত্যিই দারুন লাগে।
-----------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা কেন আগে পড়ি নাই? ব্যাপক ভালো গল্প... সবজান্তা একটা বস
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নাশতারান এর ছবি

দারুণ ...

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুহান রিজওয়ান এর ছবি

মার্কেটিং এর জন্যে আমায় একটা থ্যাঙ্কু দিবেন্না ?? দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

নাশতারান এর ছবি

আমি সবজান্তাকে থ্যাঙ্কু দিচ্ছি। ওর কাছ থেকে বুঝে নিও চোখ টিপি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

জুয়েইরিযাহ মউ এর ছবি

একখান থ্যাংকু দিলাম সুহান.... দেঁতো হাসি

জটিল গল্প সবজান্তা'দা চলুক

--------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

আশফাক আহমেদ [অতিথি] এর ছবি

সুন্দর গল্প

দুষ্ট বালিকা এর ছবি

বাহ বাহ! দারুনতো! হাসি

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শুভাশীষ দাশ এর ছবি

সকালে পড়েছিলাম। অসাধারণ। এতোক্ষণে মন্তব্য করতে পারলাম।

টিউলিপ এর ছবি

অসাধারণ।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সাবিহ ওমর এর ছবি

আমি কিন্তু খ না খাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।