আলগা ফাঁপর

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: মঙ্গল, ১৭/০৬/২০০৮ - ১১:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেউ কেউ আজকাল আমাদের আলগা ফাঁপর

দেয়, আমরা খাই এবং বুঝতে পারি যে এটা আলগা

ফাঁপর, তবুও কিছু বলি না, কারন মাগনা যে কোন খাওয়াই

আমরা ভালোবাসি।

তারা শুধু আমাদের ফাপঁরই খাওয়ায় না, সেইসাথে পাপড় খেতেও

জোরাজুরি করে, কিন্তু আমরা খেতে চাই না,

কারন পাপড় ফাঁপরের মত নিঃশব্দে খাওয়া যায় না।


মন্তব্য

দ্রোহী এর ছবি

কোন শালায়???
খালি নামটা কন। এক্কেরে ফুটা কইরা দিয়া আসি!!! হো হো হো


কি মাঝি? ডরাইলা?

সবজান্তা এর ছবি

ওস্তাদের না আছে চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

রায়হান আবীর এর ছবি

কারন পাপড় ফাঁপড়ের মত নিঃশব্দে খাওয়া যায় না।

ঠিক ঠিক। আমি কতো রংগ দেখি দুনিয়ায়

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সবজান্তা এর ছবি

ঠিকাছে চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

আকতার আহমেদ এর ছবি

কারন মাগনা যে কোন খাওয়াই
আমরা ভালোবাসি।

কন্কী ! ফাঁপড়, পাপড় ,থাপড় যা-ই হোক?

সবজান্তা এর ছবি

সহ্যসীমাতে আলকাতরা পর্যন্ত আছে চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

এক বছর ধরে সচলে আছি বস, তারপরও যদি চেনা চেনা না লাগে, তাইলে ক্যামনে কি চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

মাগনা সুপারগ্লু দিলে ভুলেও কিন্তু খাইবেন না। হুঁশিয়ার!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সবজান্তা এর ছবি

হু, যদি জায়গামত জোড়া লাইগা যায়, তাইলে প্রব্লেম !


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

যা কিছু পাপড় কিনা লইয়া আয়, কেম্নে শব্দ না কইরা খাইতে হয় দেখাইতাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

পাপড় আনলে আপনে আবার ফাপঁড় দিবেন না তো ?


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুন একটা লেখা পড়লাম... ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

ধন্যবাদ বস, কিন্তু আপনেও ফাঁপড় নিলেন না তো ?


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

হে হে বস, আমি কি এত বুকা ? কোবতে বলে শেষকালে কবিদের তোপের মুখে পড়ি ?
দেখতেই পাচ্ছেন , এটা স্মৃতিচারণ চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

রেনেট এর ছবি

এইসব আলগা ফাঁপর বাদ দিয়ে এইবার একটা সবজান্তীয় গল্প ছাড়েন দেখি!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সবজান্তা এর ছবি

এইটাই তো গল্পরে ভাই, নিজের জীবনের গল্প।


অলমিতি বিস্তারেণ

তারেক এর ছবি

চমৎকার লেখা!
পাপড়ও খাওয়া যেতে পারে, তার আগে সাইলেন্সার লাগায়ে নিতে হইব আরকি চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সবজান্তা এর ছবি

ঠিকাছে চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

অচেনা কেউ এর ছবি

স্মৃতিচারণ নাকি !! ও আচ্ছা বুঝলাম।
ফাঁপড়বাজদের সংখ্যা মনেহয় বাড়তেছে দিনে দিনে, কি কও ??

সবজান্তা এর ছবি

সে আর বলতে !

ফাপঁরবাজের অত্যাচারে জীবন ওষ্ঠাগত দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হুম! দারুন স্মৃতিচারণ! মজা পাইছি।

সবজান্তা এর ছবি

হায় হায় কন কি ! আমি ফাঁপর খাইলে আপনি মজা পান চিন্তিত


অলমিতি বিস্তারেণ

পরিবর্তনশীল এর ছবি

এইটা কী কবিতা নাকি? জব্বর হইছে। পাঁচতারা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সবজান্তা এর ছবি

হ কবিতা কয়া শ্যাষে বিপদে পড়ি আর কি !


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।