ফটো ব্লগঃ অ্যালবাম রঙ্গ

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: সোম, ১৪/০৭/২০০৮ - ১২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

এফ এম রেডিওর কল্যাণে আজকাল অডিও বাজার খানিকটা চাঙ্গা হয়েছে। মানুষ অনেক গানই রেডিওতে শুনে পছন্দ করছে, এরপর দোকানে যেয়ে কিনছে। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড কিংবা অর্ণব, ফুয়াদ,হাবিব অথবা মিতা হক, বন্যা -এসবই আমাদের চেনা নাম। এই শিল্পীদের নতুন কোন অ্যালবামের পোস্টার যখন আমরা দেখি, তখন তাই আমরা অবাক হই না। কিন্তু এই দেশে এরা ছাড়াও আরো অনেকেই অ্যালবাম বের করে থাকেন। তাঁদের কথা আমরা অনেকেই জানি না, এবং যখন পথে ঘাটে চলতে সেই সব অ্যালবামের পোস্টারগুলি দেখি, খানিকটা বিষম খেতে হয় বইকি !

এমন তিনটি অ্যালবামের ছবি দিয়েই আজকের ফটোব্লগ।

এখানে ছবিগুলির থাম্বনেইল ভার্সন পোস্ট করা হল। ছবিগুলিতে ক্লিক করলেই মূল সাইজের ছবি আসবে।

প্রসংগত উল্লেখ্য, প্রথম দুটি ছবি নিয়েছি বাংলা ব্যান্ড ওয়াটসন ব্রাদার্সের ওয়েবসাইট থেকে। আর তৃতীয় ছবিটি আমারই তোলা। একদিন ক্লাস শেষে বের হয়ে এসে দেখি তিতুমীর হলের বাউন্ডারী ওয়ালে এই পোস্টার লাগানো। মোবাইলের ক্যামেরা দিয়েই এই বিরল ছবি তুলে এনেছিলাম।


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

"জানি না মৌরী আজ তুমি কোথায়
যেখানে থাকো সুখে থাকো ভালো
থাকো সকাল দুপুর সন্ধ্যা বেলা

ওয়েস্টার্ন মিলন
01711340174"

ক্লাসিক গড়াগড়ি দিয়া হাসি

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

সবজান্তা এর ছবি

"ওয়েস্টার্ন" না ওইটা "ওয়েষ্টার্ন" দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

অছ্যুৎ বলাই এর ছবি

মাইনসের গোপন কষ্ট নিয়া উপহাস করিতে নাই। তয় অ্যালবামের নাম পুরা সাড়ে পাঁচ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

কবরে নাই মোবাইল ফোন

ঠিকাছে



ঈশ্বরাসিদ্ধে:

মৃদুল আহমেদ এর ছবি

আপনে তিতুমীরে পড়েন? আমার অফিস গুলশান-১ নম্বরে, চাইলে কোনোদিন ফোন করে চলে আসতে পারেন। নাম্বার পাবেন খেঁকশিয়ালের কাছে। যদি উৎসাহ কাজ করে তো নাম্বার যোগার করে চলে আসতে পারেন, তারানাথ তান্ত্রিকের গল্প শুনিয়ে দেব...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সবজান্তা এর ছবি

নাহ বস ! আমি তিতুমীর কলেজে পড়ি না, আমি কইতেছিলাম বুয়েটের তিতুমীর হলের কথা।


অলমিতি বিস্তারেণ

কীর্তিনাশা এর ছবি

কি চমত্কার দেখা গেল!!
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কনফুসিয়াস এর ছবি

ওয়েস্টার্ণ মিলনের কাভারে দেখা গেলো মিউজিক বিপ্লব আর সুর জেমসের। সত্যিই নাকি?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ভূঁতের বাচ্চা এর ছবি

প্রথম দুইটা এলবাম দেখে কি বলব বুঝতে পারছিনা।
সত্য হিসেবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ! মনে হচ্ছে কোনও ধরনের ফাইজলামি।
শেষ যেটা তুমি তুলেছ সেটা আবার দেখলাম ভিডিও সিডি। ভালই। একজন প্রযোজক পাওয়া গেলে আমিও ভাবছি একটা সিডি বাইর করে ফেলব !!!!!

--------------------------------------------------------

রায়হান আবীর এর ছবি

খিক খিক।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

সবজান্তা এর ছবি

ওয়েষ্টার্ন মিলনের গানের লিঙ্ক আমার কাছে আছে। আপনারা চাইলে সচলে পোস্টাইতে পারি দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

সবজান্তা - অবশ্যই, অবশ্যই, অতি অবশ্যই গানের লিঙ্কটি পোস্ট করুন। সম্ভব হলে তিনজনেরই অন্তঃত একটা করে গান আমাদের শোনান। অধীর আগ্রহে রইলাম ...... হাসি

ধুসর গোধূলি এর ছবি

- আমি এ্যালবাম বাইর কইর‌্যা নিজের নাম দিমু ইষ্টার্ণ ধুগো!
আর এ্যালবামের নাম শালীর বাজার ঠান্ডা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍প্রভূত আনন্দ লাভ করলাম অ্যালবামের ছবিগুলি দেখে। এখন গান শুনে মুগ্ধ হতে চাই দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

( পার্থসারথি মুখার্জী )

কবরে মোবাইল নাই ! এতে সমস্যার কি আছে ? কবরে সিগন্যাল বা টাওয়ারও পাওয়া যায় না ! এ নিয়ে ওনাকে দুঃখ করতে বারণ করুন ।

ঋদ্ধ [অতিথি] এর ছবি

ওয়েস্টার্ন মিলনের গান শুইনা বমি করছিলাম অনেক আগে।

অতিথি লেখক এর ছবি

"ওয়েস্টার্ন মিলন", নাম কেমন যেন সেই মুরগি মিলন আর সুইডেন আসলাম দের কথা মনে করাইয়া দিল!

-কারিগর হাসান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।