০১
আজিজসুপার মার্কেটে ইতি-উতি বিক্ষিপ্তভাবে হাঁটাহাঁটি করছিলাম আমি এবং ব্লগার খেকশিয়াল। নানা বই এর দোকানে হানা দিচ্ছি, লোভাতুর দৃষ্টিতে বইগুলির দিকে তাকাচ্ছি আর দুজনেই পকেটের দশার কথা চিন্তা করে দীর্ঘশ্বাস ফেলছি। হতাশার চরম পর্যায়ে দুজনেই সিদ্ধান্ত নিলাম, অনেক হয়েছে আর না, এভাবে হতাশা বাড়িয়ে কোন লাভ নেই। এর চেয়ে বরং তিনতলায় সচল এর ঘাঁটি "শুদ্ধস্বরে" হানা দেওয়া যাক। হেঁটে লিফটের পাশের সিড়ির দিকে যখনই এগিয়ে যাচ্ছি, চমৎকার একটা ক্ল্যাসিকাল সুর শুনে থমকে দাঁড়ালাম। দোকানে যেয়ে জিজ্ঞেস করলাম, এই যে গান বাজছে, এর শিল্পী কে আর এলবামের নামই বা কী ?
০২
ওস্তাদ সৈয়দ জাকির হোসাইন। তাঁরই এলবাম "আব না মানাত শ্যাম" । স্বীকার করতে কুণ্ঠা নেই, আমি রাগসঙ্গীতের বোদ্ধা নই। রাগসঙ্গীত প্রায়ই শুনি, কিন্তু তার পুরোটুকুই শ্রবন মাধুর্যের জন্য। গানও তাই ঘুরে ফিরে শোনা হয় তুলনামূলক বিখ্যাত শিল্পীদেরই। অবশ্য ইন্টারনেটে এদের গানের সহজলভ্যতাও একটি অন্যতম বড় কারণ। সৈয়দ জাকির হোসেইনের নাম তাই আমার আগে শোনা হয়নি। খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগে ( কারণ দোকানের শো-কেসে প্রচুর বিখ্যাত শিল্পীর ক্ল্যাসিকাল এলবাম সাজিয়ে রাখা আছে ), অবশেষে কিনেই ফেললাম।
০৩
বাসায় আসা অবধি একটানা শুনে চলেছি। সঙ্গীতবোদ্ধা হিসেবে বলতে পারবো না, তবে আম শ্রোতা হিসেবে এটুকু বলতে পারি, পয়সা আমার ষোল আনা উসুল।
সিডির গায়ে লেখা শিল্পী পরিচিতি দেখে অবশ্য শিল্পী সম্পর্কে অনেকটাই ধারণা হয়েছে। সার সংক্ষেপে দাঁড়ায় যা, ওস্তাদজি ঠুমরি এবং দাদড়ার প্রসিদ্ধ গায়ক। এলবামে বলা হয়েছে উনিই একমাত্র জীবিত ঠুমরি গায়ক বাংলাদেশে। ওস্তাদজির জন্ম ১৯৩২ সালে, মুর্শিদাবাদের নওয়াব পরিবারে। এছাড়াও বিস্তর ইতিহাস লেখা রয়েছে উনার সম্পর্কে, যার সারমর্ম এই যে, ওস্তাদ সৈয়দ জাকির হোসেইন এর সঙ্গীত জীবন অত্যন্ত বর্ণাঢ্য। সারাজীবন সঙ্গীতের জন্য প্রচুর দেশ ভ্রমন করেছেন, পেয়েছেন বিস্তর পুরস্কারও। আরেকটি তথ্যও জানতে পেরেছি ওস্তাদজী অত্যন্ত প্রচারবিমুখ।
সচলায়তনের আগ্রহী সবার শোনার জন্য একটা গান আপলোড করে দিলাম। আগ্রহীরা আশা করি অবশ্যই সিডিটা কিনবেন। এর প্রাপ্তিস্থান ঠিক কোথায় কোথায় তা না জানলেও, আজিজ সুপার মার্কেটে যে পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত।
গানের লিঙ্কঃ
01 Chinat Nahi.wma |
মন্তব্য
সবজান্তা - অসংখ্য, অসংখ্য ধন্যবাদ!! আমিও আপনার মতো শুধু শ্রবণমাধূর্য্যের জন্য গান শুনি, বোদ্ধা নই মোটেই। আর, সবসময় নতুন ভাল গান আর গাইয়ের খোঁজে থাকি।
এটাও আনাবো দেশ থেকে
এটাই একটা মজার ব্যাপার আমার কাছে। কেন যেন একটা ভালো লেখা পড়ার পর, একটা ভালো গান শোনার পর কিংবা একটা ভালো ছবি দেখার পর, নিশপিশ করতে থাকে হাত পা মানুষের সাথে শেয়ার করার জন্য।
আপনি আনান, আশা করি খারাপ লাগবে না।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ঘুম পাড়ানী...
ধন্যবাদ
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
হ, মাসী না পিসি ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
পাব্লিক দেখি ক্লাসিকাল খায় না
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
পাব্লিকের পেট বোধহয় এই মুহূর্তে গুরুপাক আরেকটি কারণে একটু নাজুক অবস্থায় আছে ( ), দয়া করে আপনি/আপনারা দেশে বের হওয়া ভালো ভালো গানের - তা সে যে genre এরই হোক না কেন - খবর দিয়ে যাবেন!
নাহলে, আমরা যারা দেশের বাইরে থাকি তাদের গতি কি হবে??
মাথা নষ্ট মিউজিক!!! আমিও এতদিন দ্বিধান্বিত ছিলাম এ্যালবামটি কেনার ব্যাপারে, কিন্তু আপনার দেয়া লিংক থেকে গানটি শোনার পর আর দেরি করা মানে নিজের আয়ু একবছর কমানোর সমান।
অসংখ্য ধন্যবাদ সবজান্তাকে।
সবজান্তা,
ধন্যবাদ আপনাকে।আমি আপনাকে বেশি লিংক দিতে পারব না,তবে আপনি যদি সত্যি সত্যিই ক্ল্যাসিক্যাল শুনতে চান তাহলে অন্তত শ'খানেক ক্যাসেটস,সিডি দিতে পারি।
নিজের ঢোল নিজেরই বাজানো উচিত্, আনাড়ি কেউ বাজাতে গিয়ে ফাটিয়ে ফেলতে পারে...
উত্তমের এই ফিল্মি ডায়লগকে কোট করে বলি...আমার কাছে এমন কিছু আছে যা শত চেষ্টায়ও কিনতে পাবেন না।
আপাতত এখানে দেখুন।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
নতুন মন্তব্য করুন