প্রলাপ -০১

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ১০/০৮/২০০৮ - ৩:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নীলটা এসে সবুজটাকে ধাক্কা দিলো। তাল সামলাতে না পেরে সবুজটা উলটে পড়লো একদম গিয়ে লালের উপর। লাল নির্বিবাদ মানুষ - সবুজ এসে পড়া মাত্র আয় ভাই বুকে আয় বলে টেনে নিয়ে কালো হয়ে গেল। এসবের মধ্যে কে যেন ডাক দিলো- আরো একটা বানাইলাম - এইটা ধরা।বীচি রয়ে গিয়েছে, পটাশ পটাশ ফাটছে। “ খোকা রাজুদের বাসাটা কোনদিকে বলতে পারো” - উত্তর দেওয়ার আগেই কে যেন নাকে ক্লোরোফর্ম গুঁজে মধ্যপ্রাচ্যের জকি বানিয়ে দিলো। আমি কাঁদতে শুরু করলাম, “ জকিই যদি হল, জেনুইন জকি নয় কেন ”।এই যখন কাহিনী, কোন হারামজাদা জানি আকাশে ফুটো করে দিয়েছে আর চুইয়ে চুইয়ে জল পড়ছে - এই জলকে মাম ডাকবো না স্পা ডাকবো ভাবতে ভাবতেই উত্তর আসে স্পার্ম ডাকো।


মন্তব্য

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

তুমি কী কুয়াশা, ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া...

মনজুরাউল এর ছবি

স্পার্ম ! ছি: অসভ্য কথা !বলুন 'বিসলেরি.............ইইইইইইই !
আর কখ্ খোনো কাগজ রোলে নয়_পিস্তলে । মনে থাকবে ?:)]

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

সবজান্তা এর ছবি

হ , এই সব অসভ্য কথা আমি আগে লেখতাম না, সচলে আইসা শিখছি। প্রতি আড্ডায় সবুজ বাঘের পাশে বসি, আর উনি আমারে উত্তম ছেলে একটু শুন, এইটা বইলা এইসব মন্ত্র দেয়...... হালায় খেলুম না।


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।