প্রসিদ্ধ অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক আবদুল্লাহ আল মামুন আর নেই। আজ সকাল ( ২১শে আগস্ট ) সাড়ে এগারোটার দিকে বারডেম হসপিটালে উনি দেহত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৬৫ বছর।
১১ | লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বিষ্যুদ, ২১/০৮/২০০৮ - ২:১১অপরাহ্ন)
সম্ভবত '৭৮ সালে অভিসার হলে দেখেছিলাম তার চলচ্চিত্র "এখনই সময় " । বিটিভিতে তার রচিত /নির্মিত সব নাটকই দেখেছি ।আর মঞ্চ নাটক ত' একটাও মিস করিনি ।
একে একে সবাই চলে যাচ্ছে আমাদের এতিম করে ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
একে একে নিভছে দেউটি ।
আমরা শকুনের মতো পাহারা দেই শ্মশান ঘাট । তারপরে কে তুমি ভাই?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
মন্তব্য
সব্বাই চলে যাচ্ছে
আবার লিখবো হয়তো কোন দিন
বর্ষীয়াণ এই নাট্যপুরোধার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মন খারাপ হয়ে গেল।
কষ্ট পেলাম।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
চইল্যা যাওয়ার হিড়িক পড়ছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমাদের সব নক্ষত্রগুলি এইভাবে একসাথে চলে যাচ্ছে ক্যানো??????????????????????????????????????
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
শ্রদ্ধা।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আব্দুল্লাহ আল মামুন বেঁচে থাকুন তার কীর্তিতে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মন খারাপ হয়ে গেল
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
উনার নির্দেশিত নাটকগুলো খুব ভাল লাগত।
মনটাই খারাপ হয়ে গেল। পোস্টের জন্য তোমায় ধন্যবাদ।
--------------------------------------------------------
সম্ভবত '৭৮ সালে অভিসার হলে দেখেছিলাম তার চলচ্চিত্র "এখনই সময় " । বিটিভিতে তার রচিত /নির্মিত সব নাটকই দেখেছি ।আর মঞ্চ নাটক ত' একটাও মিস করিনি ।
একে একে সবাই চলে যাচ্ছে আমাদের এতিম করে ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
.........................................................
তাঁর চলে যাওয়া বড় কষ্টের। এই লোকটার চেহারা আমার বাবার মত।
এখন বুঝি গ্রহণের কাল
তাই এই চলে যাওয়া...?
মূর্তালা রামাত
প্রতিটা দিনই শুভ...আবার প্রতিটা দিনই অশুভ...কী অদ্ভুত!!!
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
____________
________
______
___
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
মনটা খুব খারাপ হয়ে গেল!
তবুও খবরটা জানানোর জন্য ধন্যবাদ।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
কষ্ট লাগলো ,,,, তাঁর আত্মার শান্তি কামনা করি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
খুবই কষ্টের একটা সংবাদ। শুনে খারাপ লাগল।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
আগস্ট মাস বাঙ্গালির জীবনে শোকের মাস হয়েই রইলো ... ...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
স্যাড।
ঢাকায় থাকি থেকে শুরু হয়েছিল তাকে দেখা।
ধন্যবাদ সবজান্তা খবরটা দেয়ার জন্য।
আমাদের যাকে যাকে প্রয়োজন, তারাই চলে যায়......
আবদুল্লাহ্ আল মামুন-ও গেলেন, না ফেরার দেশে।
মৌলবাদ আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে স্তব্ধ হয়ে গেলো আরেকটি উচ্চ কন্ঠ..........
রূপকথা
একে একে নিভছে দেউটি ।
আমরা শকুনের মতো পাহারা দেই শ্মশান ঘাট । তারপরে কে তুমি ভাই?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমাদের তারা গুলো সব একসাথে নিভে যাচ্ছে!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
.........তার জন্য শ্রদ্ধা.........
আব্দুল্লাহ আল মামুন কে শ্রদ্ধা
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
তাঁর আত্মার শান্তি কামনা করি
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। শ্রদ্ধাঞ্জলি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমার কিছু বলার ভাষা নেই। বিদেশে আসার আগে মামুন স্যারের সাথে শেষ যে বার দেখা হলো সেবার বলছিলেন ফোন তো আছেই, কথা হবে। আর কথা তো হলো না।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
--- -- -
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইন্নালিল্লাহে ওয়াইন্না ...
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
তিনি বেঁচে থাকুন তাঁর কর্মের মাঝে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
নতুন মন্তব্য করুন