• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

আজ পূর্ণিমা

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: মঙ্গল, ১৪/১০/২০০৮ - ৯:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাত নয়টায় যখন পাড়ার গলিতে পা রাখলাম, তখন লোডশেডিং। আশে পাশের দোকানগুলিতে টিমটিম করে জ্বলছে মোমবাতি। কাছাকাছি কোন বাসাতেই আলো জ্বলছে না। ধীর পায়ে যখন আমি হেঁটে যাচ্ছি সেই ছোট গলিটা দিয়ে, চারপাশে যেন আলোর প্লাবন। চাঁদের স্নিগ্ধ হলুদ আলোর বন্যায় ভেসে যাচ্ছে চারপাশ।

আমাদের কদর্য, ব্যস্ত আর নোংরা নাগরিক জীবনে আজ পূর্ণিমা।

ছবি কৃতজ্ঞতাঃ ফ্লিকার-মুন ওভার ভোলগা


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

এখন যদি কয়েকঘণ্টার জন্য কারেণ্টটা বিদায় নিত!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

শেষ লাইনটা মনে দাগ কাটলো।
_______________
বোকা মানুষ :-(

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বৃষ্টি ছেড়ে এবার চাঁদ... :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজ তো আকাশে অনেক ফানুস ছিলো... দেখেন নাই?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নজমুল আলবাব এর ছবি

আমার উঠানেও আইজ অনেক আলো। বাত্তি নিভায়া দিছি...

ভুল সময়ের মর্মাহত বাউল

খেকশিয়াল এর ছবি

পুরা পাগলা একটা চাঁদ উঠছে রে ! অম্বরের বাড়ির ছাদে উইঠা চাঁদ আর ফানুস দেখতাছিলাম ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জুলিয়ান সিদ্দিকী এর ছবি


আমাদের কদর্য, ব্যস্ত আর নোংরা নাগরিক জীবনে আজ পূর্ণিমা।

-পূর্ণিমা উপভোগ করতে থাকেন। (Y)
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুশফিকা মুমু এর ছবি

ইসস কি দারুন ছবিটা, :D
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহ !
পুরো চাঁদ ভাগাভাগি করে থাকে আমার বারান্দা আর বিছানায়...
ছবিটা অসহ্য রকম সুন্দর !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সবুজ বাঘ এর ছবি

কবিতার ছেলে সেজেছিশ দেখজি।

সুমন সুপান্থ এর ছবি

পূর্ণিমার গল্প এলেই মমিনুল মউজুদ্দীন কে মনে পড়ে এখন ! কি ভীষণ ভাবুক মানুষটা 'চন্দনী' এলে বাতি নিভিয়ে দিতেন পুরো সুনামগঞ্জ শহরের !

সবজান্তা, আপনার আমাদের কদর্য, ব্যস্ত আর নোংরা নাগরিক জীবনে আজ পূর্ণিমা। এই লাইনটা দারুন লাগলো ।

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

কীর্তিনাশা এর ছবি

আহ্ চন্দ্র! আহা পূর্নিমা!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সবজান্তা এর ছবি

সবাইকে ধন্যবাদ।

আজ রাতে কক্সবাজার যাচ্ছি, আশা করছি সমুদ্র সৈকতে চাঁদের আলোতে সাঁতার কাটতে পারবো।


অলমিতি বিস্তারেণ

ভূঁতের বাচ্চা এর ছবি

এমন পরিবেশে তাই চাঁদের আলোটাও মন খারাপ করিয়ে দেয়।
হয়তো ঐ পূর্ণিমাকে আমরা ঈর্ষা করি
কারন ওটাই একমাত্র সৌন্দর্য সকল কদর্যতার মাঝে।

--------------------------------------------------------

সাহোশি এর ছবি

ঢাকা শহরে তাহলে এখনো চাঁদ ওঠে। আমি তো ভেবেছিলাম ইট কংক্রীটের জন্জাল সহ্য করতে না পেরে চাঁদও বোধ হয় আমাদের শহর ছেড়ে পালাল।

আপনার লেখাটা আমাকে নস্টালজিক করে দিল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।