ফয়সাল আর নেই

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শনি, ১৫/১১/২০০৮ - ৩:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

নাহ্‌, আমাদের শেষ পর্যন্ত লড়ার সুযোগটা দিলো না ফয়সাল।

কিছুক্ষণ আগে সিটি হসপিটালে আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে ফয়সাল।

সাহায্য চেয়ে পোস্টটা লেখার কথা ছিলো আমার। তারেক লিখে ফেলায় সেটা আর লেখা হয় নি। কে জানতো, এই পোস্টটাই আমাকে লেখা লাগবে...


মন্তব্য

রাফি এর ছবি

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
আল্লাহ তাকে বেহেশতে নসীব করুন...।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

রায়হান আবীর এর ছবি

মন খারাপ

এসিডবাহী ট্রাক কোম্পানীর কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তি চাই...

=============================

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই কখনো না দেখা ছেলেটার এমন মর্মান্তিক মৃত্যুতে আমার শোক প্রকাশ করার ভাষা নেই। আমার শোক আরো তীব্র তার পরিচয় আমার "alma mater"-এর সাথে জড়িত বলে।

আমি জানি না বুয়েট কর্তৃপক্ষ এব্যাপারে কোন আইনগত পদক্ষেপ নিবেন কিনা। অবশ্য বুয়েট কর্তৃপক্ষের কাছে অমন কিছু আশা না করাই ভালো। অতীতে এমন সব মর্মান্তিক ঘটনায় তাদের নির্বিকার উদাসীনতা এবং তার সাথে দ্বায়িত্বজ্ঞানহীন মন্তব্য দেখতে দেখতে, শুনতে শুনতে আমার চোখ আর কান পঁচে গেছে।



তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কল্পনা আক্তার এর ছবি

বুঝতে পারছিনা কি করবো.....এইতো গতকালও অফিসের এক সহকর্মীকে বলে রেখেছি প্রয়োজনে রক্ত দিতে হবে এবং সে সদয় সম্মতিও জানিয়েছে।কাল আবার কিভাবে বলবো তোমার রক্ত দেয়া লাগবে না, রক্তের প্রয়োজন শেষ হয়ে গেছে মন খারাপ

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

আহমেদুর রশীদ এর ছবি

যেখানেই থাকো-ভালো থেকো।
---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

রণদীপম বসু এর ছবি

শোক প্রকাশ করছি।
আমাদের এরকম সম্ভাবনাগুলো একে একে মিলিয়ে যাবে, আর আমরা এভাবে শোক প্রকাশ করে যেতে থাকবো, এটাই যদি আমাদের নিয়তি হয়, তাহলে এই নিয়তিকে ঘেন্না জানাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পরিবর্তনশীল এর ছবি

কী আর হলো! মন খারাপের এই পৃথিবীটায় আরো একবার মন খারাপ হলো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

মনটা খারাপ হয়ে গেল। ফয়সালের পরিবারের সবার আর ওর বন্ধুদের জন্য সমবেদনা।

যূথচারী এর ছবি

ফয়সাল সহ আরো যারা এই দুর্ঘটনায় মারা গ্যাছে, সবার পরিবারের প্রতিই সমবেদনা।


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

টিপু কিবরিয়া এর ছবি

ঘুমাও ফয়সাল, শান্তিতে ঘুমাও।

আনিস মাহমুদ এর ছবি

হায় হায়!

একটু বাইরে গিয়েছিলাম। ফিরে এসে নীড়পাতা খুলে দেখি ফয়সাল আর নেই। কখনো-না-দেখা এই ছেলেটার জন্য কেন এত খারাপ লাগছে? কেন বারো বারে ওর অনাবিল হাসিমাখা মুখের ছবি ভেসে উঠছে? মনটা ভীষণ খারাপ হয়ে গেল।

কাল রাতেই নজরুলের সাথে কথা বলছিলাম একটা কিছু করা যায় কি না। আমরা ঠিকও করে ফেললাম দু'একদিনের মধ্যে কয়েকজনে মিলে বসে কিছু একটা স্থির করব। সেই সুযোগ আর পাওয়া গেল না।

ফয়সালের পরিবার আর বন্ধুদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

এনকিদু এর ছবি

ফয়সালের পরিবারে জন্য সমবেদনা । প্রার্থনা করি দূর্ঘটনার পর এখনো যারা বেঁচে আছেন তাদের জন্য ।

এই নিয়ে ক'জন হল আমাদের ব্যাচের ? ৩ জন সম্ভবত । বিশ্ববিদ্যালয় ছাড়ার আগেই ...

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আবারো কষ্ট।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কনফুসিয়াস এর ছবি
ভূঁতের বাচ্চা এর ছবি

উনাকে আমি চিনিনা কিন্তু উনার জায়গায় তো আমিও হতে পারতাম !
আজকেই হতে পারতো আমার জন্য এই পৃথিবীতে শেষ দিন।
অনেক এলোমেলো কথা ভাসছে মনে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

--------------------------------------------------------

সৈকত আচার্য্য এর ছবি

গতকাল মাত্র এই খবরটা সচলায়তনের এই সাইটে খুটিয়ে খুটিয়ে পড়ছিলাম। প্রতিটা মন্তব্য এবং মন্তব্যদাতা প্রত্যেকেরই ফেলো ফিলিংস, দেখে খুব ভাল লেগেছিল। এই অনুভূতি, আমাদের বাঙ্গালীদের জন্য একটা চিরকালের প্রেরণা, আমাদের আত্মশক্তি্র প্রতীক, যূথবদ্ধতার অনন্য দৃষ্টান্ত। এখনই দেখলাম, ফয়সাল এই পৃথিবীর মায়া ছেড়েছে। বুকে অনেক যন্ত্রনা নিয়ে, আমাদের সবাইকে শোকে কাঁদিয়ে। তার পরিবারের সবাই এবং ঘনিষ্ট সকলের সাথে আজকে এই শোকের ভাগীদার হতে চাই।

একই সাথে, নিম্নলিখিত বিষয়গূলো ভেবে দেখার অনুরোধ জানাবো সংশ্লিষ্ট সকলকেঃ
১। সড়ক-রেল-নৌপথে এসিড পরিবহনের কোন সরকারী নীতিমালা আছে কিনা, তা এবার জনসমক্ষে প্রকাশ করার ব্যবস্থা করা।
২। যদি থেকে থাকে, এই ক্ষেত্রে এসিডবাহী ট্রাক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কোনভাবে লংঘন করেছিল কিনা, তা খতিয়ে দেখা।
৩। পুলিশ বা অন্যকোন সংস্থার এই বিষয়ে কোন পূর্ব সতর্কতামূলক ব্যবন্থা নেয়ার আইনগত বাধ্যবাধকতা ছিল কিনা; থাকলে তারা তা লংঘন করেছিল কিনা।
৪। যদি কোন লংঘনের ঘটনা ঘটে থাকে, তাহলে, প্রশাসন ও আইনের সহায়তায় কোনরূপ ক্ষতিপূরনের ব্যবস্থা করা যায় কিনা।
৫। নীতিমালা সংক্রান্ত কোন তথ্যাবলী কারো কাছে থাকলে, এই সাইটে এবং অন্যান্য প্রয়োজনীয় স্থানে তা পোষ্ট/কলাম আকারে প্রকাশের ব্যবন্থা করা।

পুতুল এর ছবি

যারা স্বজন হারিয়েছেন তাদের সাবার জন্য সম বেদনা।
দায়ী ব্যাক্তীদের শাস্তি দাবী করছি।
নিহতদের আত্মার শান্তি কামনা করছি।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দুর্দান্ত এর ছবি

সমবেদনা জানাই।
বিচার চাই।

মুশফিকা মুমু এর ছবি

ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন
প্রচন্ড খারাপ লাগল, ভেবেছিলাম তারেক ভাই কাল নামবার জানালে টাকা পাঠানো যাবে আর আজ ...... ট্রাক বাস দুটোরই শাস্তি দেয়া উচিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জিজ্ঞাসু এর ছবি

ফয়সালের মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দিল দেশের অনিরাপদ সড়কের কথা; পুলিশের উদাসীনতার কথা; প্রশাসনের অদক্ষতার কথা। ফয়সাল ছাড়াও আরও অনেকে এই দুঘটনার শিকার হয়েছেন। তাদের সকলের পরিবারের প্রতি সহানুভুতি।

সাথে সাথে ধিক্কার জানাই দেশের সেসব কর্তৃপক্ষকে যাদের উদাসীনতা ও অদক্ষতার কারণে নিরপরাধ, সম্ভাবনাময় জীবন অকালে ঝরে যায়। ব্যথিত, বিক্ষুব্ধ চিত্তে আজ ঝুঁকিপূর্ণ পরিবহন ও এসিড ব্যবসায়ীর বিচার দাবী করছি।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

মুস্তাফিজ এর ছবি

আমি সমবেদনা জানাই।

...........................
Every Picture Tells a Story

রেনেট এর ছবি

এরকম একটা হাসিখুশি ছেলে চলে গেল... ভাল লাগছে না।
দেশটা বাংলাদেশ বলেই কারো কোন শাস্তি হবে না।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্নিগ্ধা এর ছবি

কিছুই বলার নেই -

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

................................................................................

তানভীর এর ছবি

----------------------

এসিডবাহী ট্রাকের শাস্তি চাই, আরো বেশী চাই দেশের যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করে তোলার ব্যাপারে যারা উদাসীন। হয়ত তাদের কারো ঘাড়ে এরকম কোন বিপর্যয় কখনো এসে পড়লে তখন মনোযোগী হবেন।

হিমু এর ছবি

সচল থেকে একটু দূরে আছি গত কয়েকদিন ধরে, আজও একটু দেরিতে ঢুকলাম। দিনটা নষ্ট হয়ে গেলো খবরটা পেয়ে।

কিন্তু ফয়সালেরই তো প্রথম মৃত্যু নয় এই দুর্ঘটনায়। এসিডের মতো একটি বিপজ্জনক শিল্পপণ্য পরিবহনের জন্য কেন কোন বিশেষ ব্যবস্থা থাকবে না? মানুষের অকারণ নির্মম মৃত্যুর পুনরাবৃত্তি আর চাই না। বিপজ্জনক শিল্পপণ্য পরিবহনের যথাযথ ব্যবস্থা প্রবর্তন ও তদারকের জন্য আশু প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছি।

ফয়সালের পরিবারের সদস্যদের প্রতি অসহায় সমবেদনাই শুধু জানাতে পারি মন খারাপ


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

ফয়সাল এবং দুর্ঘটনায় নিহতদের সকলের পরিবারের প্রতি সমবেদনা।

পরিবহন ব্যবস্থা সম্পর্কে নতুন করে আর কী বলবো? আমাদের অক্ষমতা সমবেদনা জানানোতেই নিজেকে জানান দেয়।



অজ্ঞাতবাস

খেকশিয়াল এর ছবি

কি বলবো, কিছু বলার নেই
চারিদিকে খালি দুঃসংবাদ পাচ্ছি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুব লীলেন এর ছবি

...

জাহিদুল ইসলাম এর ছবি

আর কতদিন আভাবে ফয়সালদের মত মেধাবী ছাত্ররা আমাদের অসতর্ক ড্রাইভার দের কারনে অকালে ঝরে যাবে ? আমারা কতদিন আমাদের প্রিয়জনদের হারাবো ? আমরা কি এর শেষ দেখতে পারিনা ? আমার দাবি দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

নকীব [অতিথি] এর ছবি

গতকাল দুপুর আড়াইটায় ফয়সাল আমাদের ছেড়ে চলে যায়। গতদিন ভোর থেকেই ওর অবস্থার অবনতি ঘটতে থাকে। এসিড ওর পিঠ দিয়ে পারকোলেট করে মেরুদন্ডের স্নায়ুতে আক্রমন করে। ফলে প্রথমে ওর কিডনী পরবর্তীতে হার্ট ফেইল করে। অনেক চেষ্টা করেও আমরা ফয়সালকে বাঁচাতে পরলাম না। পরে ওকে কুমিল্লায় ওর নানা বাড়িতে নেয়া হয়। রাত ১টার দিকে ওকে টমসম ব্রিজের কাছের গোরস্থানে দাফন করা হয়। কুমিল্লা হতে এই মাত্র ফিরলাম।
ওর মা ও বাবার কাছে কোন জবাবই দিতে পারি নাই আমরা।

ফয়সালের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

নুরুজ্জামান মানিক এর ছবি

.............................................................................................................
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ রহমান রেজা এর ছবি

না ফেরার দেশে ফয়সাল আপনি ভালো থাকুন।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কষ্ট লাগছে খুব। ঢাকা চট্টগ্রাম রাস্তায় বেপরোয়া বাস ড্রাইভ করা নতুন ঘটনা নয়। বছরের পর বছর যাবে তবু এই বেপরোয়া ড্রাইভিং ঠেকানো হবে না। আর আমাদের দুঃখ কখনো দূর হবে না।

জড়িত সেই বাস ড্রাইভার এবং এসিডবাহী ট্রাক ড্রাইভারদের উপযুক্ত শাস্তি দাবী করছি। তাদের কোন ক্ষতি হয়নি তো?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কীর্তিনাশা এর ছবি

..........

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অন্যরকম একজন [অতিথি] এর ছবি

facebook account টা এখনও আছে,সেই হাসিমুখের ছবি।২৪৪ জন friends.নেই শুধু সেই account এর মালিক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।