নবরূপে কচ্ছপ এবং খরগোশের উপাখ্যাণ

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ২৬/১১/২০০৮ - ১২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদিগের বন্ধু-বান্ধবের মধ্যে একখানা চাপা বেদনা বহুদিন ধরিয়াই ছিলো, আমরা বহু চেষ্টা করিয়াও কেহ প্রেম করিতে পারিতেছিলাম না। মূলত নানারকমের Pseudoভাব যেমন আমরা মেয়েদের বেইল দেই না এবং এই ধরণের আরো কিছু উচ্চমার্গীয় ভাব দেখানোর ফলস্বরূপ, অচিরেই আমরা স্বীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের মধ্যে ব্ল্যাকলিস্টেড হইয়া গেলাম, কেহই আর আমাদের পুছিয়া দেখিলো না। এতে অবশ্য আমাদের তেমন কিছু যাইতো আসিতো না। আমরা সদ্য যৌবনের বেসামাল ধাক্কায় পুচ্ছে উচ্চে তুলিয়া নাচানাচি করিতে লাগিলাম, আর কহিতে লাগিলাম আলবেয়ার কামুর একখানা ডায়লগ, যাহা আপনার জানা না থাকিলে আর না জানিলেও চলিবে।

বয়স যখন একটু একটু করিয়া বাড়িতে লাগিলো টের পাইলাম, পৃথিবী আসলে ততোটা ভ্রান্ত ধারণা নহে, যতটা পরমপূজ্য সবুজ বাঘ অহরহই বলিয়া থাকেন। তলে তলে লক্ষ্য করিতে থাকিলাম, অনেক সখাই আর আগের মত উচ্চকিত হইয়া একাকীত্বের গুণগান গাহিতে পারেন না। বুঝিতে পারিলাম অনেকেই নানাদিকে ছিপ ফালাইয়া মৎস শিকারে ব্যস্ত। আমরা ভুদাই হইতে পারি, কিন্তু বেকুব নই মোটেই। আমরাও যে যার মত করণীয় বুঝিয়া লইলাম।

এরই মধ্যে ঘটণাচক্রে পচুর গিয়ানজামের মধ্যে পড়িয়া আমি এক রৌদ্রজ্জ্বল দ্বিপ্রহরে মদনবানে ধরাশায়ী হইয়া চুপচাপ সাইডলাইনে বসিয়া পড়িলাম। খানিকদিবস বিব্রত বোধ করিলেও, সহসাই আবিষ্কার করিলাম এখনো অক্ষত-পুচ্ছ বালকদিগকে গঞ্জনা করিয়া বিশেষ সুখ পাওয়া যায়। দিবসকালে প্রত্যক্ষ সাক্ষাতে আর নিশিকালে অন্তর্জালে এককালের প্রাণের সখা বলাই, সুভদ্রা ইত্যাদিগকে দ্বৈত জীবনের সুখ শান্তি সম্পর্কে শুনাইয়া অস্থির করিয়া ফেলিতাম।

হয়ত বা একটু বেশিই গলাবাজি করিয়া ফেলিয়াছিলাম, একটু বেশীই নিশ্চিন্ত হইয়া গিয়াছিলাম - মদনের বোধ করি ইহা সহ্য হয় নাই। বহুদিন ধরিয়া প্রিয় এক সখাকে জ্বালানো হয় না, এই ভাবিয়া অদ্য রজনী উহাকে অন্তর্জালে উহাকে পাকড়াও করিয়া সদ্যই কটু কথা কহিতেছি, কেন সে এখনো রাতে দূরাভাষে কথা বলিবার কাউকে জুটাইতে পারিলো না। হঠাৎ আবিষ্কার করিলাম, সখা সন্দেহজনক রকমভাবে নীরব রহিয়াছে। চিত্ত সংশয়গ্রস্ত হইয়া উঠিলো। সভয়ে জিজ্ঞাসা করিলাম, "কি হইয়াছে ?"

সে থামিয়া কহিলো, "তোমার বলা শেষ হইয়াছে ? "

আমি বলিলাম, " তাই তো বোধ হয়"

সে বলিলো, " আমার বিবাহ পরিবারের পক্ষ হইতে স্থির হইয়া গিয়াছে, আর এক কাঠি সরেস ঘটণা হইলো, অঙ্গুষ্ঠী বিনিময় পর্যন্ত হইয়া গিয়াছে।"

আমি আর কিছু কহিলাম না। শুধু মনে মনে কহিলাম, এ যুগের খরগোশটা তবে আমাকেই করিলে হে ঈশ্বর !


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

বুঝিতে পারিলাম অনেকেই নানাদিকে ছিপ ফালাইয়া মৎস শিকারে ব্যস্ত।

আগে পাখি বলিলেও বর্তমানে আমরা মাছ শব্দটা পচুর পরিমানে ব্যাবহার করি। তবে ছিপের জায়গায় জাল মারাটা বেশী ভালো শুনায় বলে আমরা জালকেই বাছিয়া নিয়াছি...

লেখা গুল্লি হইছে। তয় ইদানিংকালে অনেকেই ইনিয়ে বিনিয়ে বিবাহ বিজ্ঞপ্তি দেয়...শুনেছি আপনেও পাশ টাশ করিয়া বাহির হয়েছেন। নিজেকে খরগোশ বলে চালিয়া দেওয়া এই আক্ষেপ ব্লগের মাধ্যমে আপনিও কি সেই দলে যোগদান করিলেন নাকি? চোখ টিপি

=============================

সবজান্তা এর ছবি

দুঃখ এইটাই এই ব্লগ বাপ-মা পড়লো না দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

রায়হান আবীর এর ছবি

বাবা মা পড়িয়া আর কিই বা হবে বলেন, তাহার চাইতে এই ব্লগখান পুকুরে ফেলে দিতে পারেন। তাতে যদি ছিপে কিছু উঠে আসে মন্দ কি?? চাল্লু

=============================

ধুসর গোধূলি এর ছবি

- আমার অবাক হওয়া বাকি - এই দেখিয়া যে বেগম মুমু প্রমুখ গং হঠাৎ করিয়া এহেনো বাক্যবাণে কেনো জর্জরিত করিতেছে আমাদিগকে, বিশেষতঃ মুরুব্বিয়ান একরামগণকে? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রায়হান আবীর এর ছবি

বাংলায় কন... বুঝিনাই। মন খারাপ

=============================

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তয় ইদানিংকালে অনেকেই ইনিয়ে বিনিয়ে বিবাহ বিজ্ঞপ্তি দেয়...শুনেছি আপনেও পাশ টাশ করিয়া বাহির হয়েছেন। নিজেকে খরগোশ বলে চালিয়া দেওয়া এই আক্ষেপ ব্লগের মাধ্যমে আপনিও কি সেই দলে যোগদান করিলেন নাকি?
রায়হানের মন্তব্যে জাঝা

রায়হান আবীর এর ছবি

:">

জীবনে প্রথমবারের মতো মন্তব্যে উত্তম জা-ঝা পাইলাম। আমাকে এই দূর্লভ সন্মান প্রদান করার জন্য প্রকৃতিপ্রেমিক ভাইকে জাঝা দেঁতো হাসি

=============================

খেকশিয়াল এর ছবি

বৎস, ইহাদিগের ন্যায় কচ্ছপ হইতে চাহ ? তাহা হইলে আর কি ! ওঁ প্রজাপতায়ে নমঃ কহিয়া ঝুলিয়া পড় !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

যাঃ বাবা !

গুরুজন ঢুকিয়া পড়িয়া সত্যনাশ হইয়া গেল !


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

আমাদিগের সচলদের মধ্যে একখানা চাপা ক্ষোভ বহুদিন ধরিয়াই ছিলো, আমরা বহু চেষ্টা করিয়াও কেহ সবজান্তাকে সিধা করিতে পারিতেছিলাম না। মূলত নানারকমের Pseudoভাব যেমন সবজান্তা কাহাকেই বেইল দেয় না, কম্পিউটার বিশেষতঃ ল্যাপটপ সম্বন্ধে তাহার জ্ঞানই শেষ কথা এবং এই ধরনের আরো কিছু উচ্চমার্গীয় ভাব দেখানোর ফলস্বরূপ, অচিরেই আমরা স্বীয় পরিমন্ডলে মাতব্বর সচলটিকে ব্ল্যাকলিস্টেড করিয়া ফেলি্যাছিলাম, কেহই তাহাতে দ্বিমত করে নাই।

এতে অবশ্য সে ভাব দেখাইতো যেন তাহার কিছুই যাইতো আসিতো না। সে সদ্য যৌবনের বেসামাল ধাক্কায় পুচ্ছ উচ্চে তুলিয়া নাচানাচি করিতে লাগিলো, আর কহিতে লাগিলো আলবেয়ার কামুর একখানা পরিবর্তিত ডায়লগ, যাহা আপনাদের জানা না থাকিলে এমন কিছু 'লস' হইতো না, তবু বলিয়া রাখি - "সিসিফাসের মতো আমিও একই কাজ পুনঃ পুনঃ করিবো, প্রত্যাখাত হইলেও প্রেমে পুনঃ পুনঃ পড়িবো (!!)।"

এরই মধ্যে ঘটনাচক্রে পচুর গিয়ানজামের মধ্যে পড়িয়া এক রৌদ্রজ্জ্বল দ্বিপ্রহরে মদনবানে ধরাশায়ী হইয়া সর্বজ্ঞানী সচলটি চুপচাপ সাইডলাইনে বসিয়া পড়িলো।

কিন্তু পড়িলো যে পড়িলো আর উঠিলোও না, রা ও কাড়িলো না। দেখিয়া কোমলপ্রাণা আমি, স্নেহপরবশ হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম - "অহো, সবজান্তা, তোমার কি হইয়াছে?" ক্লিষ্ট কন্ঠে 'সব-জানিয়া-যাওয়া' সচলটি উত্তর করিলো - "আপু, গত দুই দিবস যাবৎ প্রচুর মালপত্র টানাটানি করিতে হইয়াছে। সর্ব গাত্রে ব্যথা, হস্ত পদ মনে হয় খসিয়া খসিয়া পড়িতেছে, কিন্তু আমার মনের বেদনার কাছে উহাও তুশ্চু!"

সভয়ে জিজ্ঞাসা করিলাম, "কি হইয়াছে ?" 'অতি-চালাক' সচলটি কহিলো - "আমার পাপের উপযুক্ত শাস্তি মিলিয়াছে, আপু! আপনাকে যে বলিয়াছিলাম পরেরবার ল্যাপটপ ঠিক করানো সার্ভিসটি আর বিনামূল্যে প্রদান করা আমার পক্ষে সম্ভব হইবে না, ইহাতে ঈশ্বর নাখোশ হইয়াছেন। আপনার মতো 'হালাল' বান্দাকে এইরূপ ধৃষ্ট বাক্য বলিবার নিমিত্তে তিনি আমাকে জিবাহ করিয়াছেন - আমার প্রাণাধিক প্রিয় গার্লফ্রেন্ডকে ইন্টারনেটে অন্য সুপাত্র দ্যাখাইয়া ভাগাইয়া নিয়াছেন। আমার উচ্চে তোলা ময়ুরপুচ্ছকে মূষিক পুচ্ছে ডিমোশন দিয়াছেন। আর তাহাদের বিবাহের পাহাড়প্রমাণ শপিংরাজি টানিতে টানিতে আমি এমনকি নিরালায় বসিয়া দু'দন্ড কাঁদিবার পর্যন্ত সময় পাইতেছি না!!"

আমি আর কিছু কহিলাম না। শুধু মনে মনে কহিলাম - এ যুগের কম্পুজ্ঞানী, অর্থগৃধ্নু, খরগোশের ন্যায় মিচ্‌কা যুবকদের তুমি এভাবেই 'সাইজ' করিলে হে ঈশ্বর ! কে বলে তুমি নাই দেঁতো হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হো হো হো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সবজান্তা এর ছবি

হা হা হা হো হো হো

মন্তব্যে একদম মনে থেকে (বিপ্লব) চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

মুস্তাফিজ এর ছবি

হো হো হো

...........................
Every Picture Tells a Story

তানবীরা এর ছবি

নতুন নতুন বিজ্ঞাপন টেকনিক, মৃদ্যুল ভাই, পান্থর জন্য শিক্ষনীয়।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা এর ছবি

হ, তানবীরাপু। সবজান্তার স্ট্যাটাস এখনো সিঙ্গেল মানে বাম পাশের সিট খালি আছে, চামে তা জানাইয়া গেলো। আমরাও মাঝে মাঝে পিআর টেকনিকের মাধ্যমে এইসব কর্স্ম করিয়া থাকি।

সবজান্তা এর ছবি

সবাই ধইরা ফালাইলে ক্যামনে কী !


অলমিতি বিস্তারেণ

তারেক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সবজান্তা এর ছবি

হই মিয়া!! হাসো কেন ! তোমার তো আমার লগে জামাতে খাড়ানোর কথা...


অলমিতি বিস্তারেণ

তারেক এর ছবি

আরে নাহ্‌ ! হাসি কারণ আমি একজনের গার্লফ্রেন্ড ভাগাই হো হো হো
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রায়হান আবীর এর ছবি

ভাগাই মানে কি?? অ্যাঁ

=============================

তারেক এর ছবি

আরে তুমি ডরায়ো না! চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সবজান্তা এর ছবি

নিশ্চিন্তও তো হইতে পারতেছি না মন খারাপ


অলমিতি বিস্তারেণ

দ্রোহী এর ছবি

আহ হায়.............ছ্যাঁক নিকি?


কী ব্লগার? ডরাইলা?

সবজান্তা এর ছবি

ভূতোদা, ঠাণ্ডা মাথায় পড়েন। লিখিয়াছি সখা...... সখী নহে।


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুমম... এই তাইলে অবস্থা?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

চিন্তায় পড়লেন মনে হইতেছে...


অলমিতি বিস্তারেণ

কীর্তিনাশা এর ছবি

লেখা মন্তব্য সব পড়ে দারুন মজা পেলাম। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সবজান্তা এর ছবি
দেবোত্তম দাশ এর ছবি

টেনশন করো না বালক !!
অচিরেই তোমাকে সুপাত্রীস্থ করিবার অভিপ্রায়ে শ্বেতশুভ্র শান্তিবার্তার বাহক “কইতর” মারফত তোমার পিতা-মাতার নিকট বার্তা পাঠানো হইয়াছে। দেঁতো হাসি

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সবজান্তা এর ছবি

কইতর পাঠায়া কামটা ঠিক করেন নাই। আমি যদি বাপ হইতাম, আর আমার পোলা যদি এমনে কইতর পাঠায়া এইসব পাকনামি করতো, আমি ওই কইতর ভাইজা খায়া ফেলতাম।


অলমিতি বিস্তারেণ

সবুজ বাঘ এর ছবি

খরগোশ কি খারাপ জুনার রে? শীত আইছে পাতাকফির বনে বইয়া খালি শাকসব্জি খাবি...............সিনই অন্যরহম।

সবজান্তা এর ছবি

এইন্ন্যা আগে কউন লাগছিলো। কম বয়সে না খায়া এমুড়, উমুড় দিয়া ঘুরছি, আর এমুড়া দিয়া আমার চক্ষে চশমা পিন্দন লাগলো। এহন কইলে হইপো ?


অলমিতি বিস্তারেণ

সবুজ বাঘ এর ছবি

এইন্না সব সুমায়কার কতা। আগেউ বুজস নাই, এহনো বুজপার চাইতাছত না, তেলে তর ক্যামনে অবো?

আরেট্টা কতা, দৌড়ে তর খালি ফাস্টই অওয়ার নাগবো ক্যা? নাস্ট অইলে ক্ষেতি কি? যারা ভুদাই তারা কাছিমের নগাল হারাদিন আঁইঠা গন্তব্যে পৌঁছায়। আর যারা চালাক তারা খরকোশের নগাল ঘুমিয়া নেয় এবং পচুর স্বপ্ন দেহে। কারম তারা জানে পিথিমির নিজেরই কুনো গন্তব্য নাই।

পুনশ্চ: কতা বুজার চিষ্টা করিস। খালি আইড়াকাইড়া তপ্প দেইস না।

সবজান্তা এর ছবি

হ বুঝলাম, জ্ঞানের কথা, কষ্ট কইরা বুঝপার লাগলো।


অলমিতি বিস্তারেণ

সবুজ বাঘ এর ছবি

কীয়ের গিয়ানের কতা? কইলাম সে বিজ্জানের কতা। আর এত কষ্ট কইরা বুজলে তো অইবো না, সহজে বুজন নাগবো। কারম ব্যাফারডায় বুজনের কিছু নাই।
পুনশ্চ: পিথিমি একটা নীল রঙের ঘুডা, যার কান্দে চড়লে ভালা লাগে, না চড়লে না।

নিরিবিলি এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


শুধু মনে মনে কহিলাম, এ যুগের খরগোশটা তবে আমাকেই করিলে হে ঈশ্বর !

সবজান্তা এর ছবি

হাইসেন না ভাই, হাইসেন না মন খারাপ


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

লেখায়— চলুক
তবে আমারও কেন যেন সন্দেহ হচ্ছে- এটা "পাত্রী চাই" বিজ্ঞাপনের নয়া কোনো তরিকা না তো? চিন্তিত
আর স্নিগ্ধা'পুর মন্তব্য তো, ফাটাফাটির উপর কিছু থাকলে- সেটা হো হো হো


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সবজান্তা এর ছবি

আপনারা কেউ মনে দিয়া লেখাটা পড়লেন না, আমার দুঃখ মন খারাপ

লেখার কোথাও বলি নাই, পাত্রী সমস্যা ... ওইটা কারো কষ্ট কইরা খুঁজতে হবে না, শুধু ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারে সাহায্য দরকার চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- বস, আপনে টেনশন নিয়েন না। আমি ঠিকই বুঝছি সমস্যা কোথায়! চোখ টিপি

আর ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়া চিন্তা কইরেন না। আমি আছি না? যে কোনো মুসকিল আহসান করার ব্যাপারে আমার কোনো জুড়ি নাই। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনি আর রণদীপম বসু সচলায়তনকে কয়েক বছর আগের ইত্তেফাকে পরিণত করার ষড়যন্তেও লিপ্ত নাকি? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সবজান্তা এর ছবি

খালি আমাদের দোষই দেখলেন...... মুখফোঁড় এর কোন দোষ নাই ?


অলমিতি বিস্তারেণ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মুখফোঁড় অনাদিকাল থেকেই লিখে আসছেন সাধুভাষায়। চলিত ভাষায় তাঁর দখল নেই বলে হো হো হো
তাই তাঁর কথা ভিন্ন চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সবজান্তা এর ছবি

কতকাজই তো জীবনে প্রথম শুরু করতে হয়, তাই না চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

নজমুল আলবাব এর ছবি

দাওয়াত না দিলে খবরাছে কইলাম।

ভুল সময়ের মর্মাহত বাউল

সবজান্তা এর ছবি

আরে ভাই কিয়ের দাওয়াত !! আমি হইলাম বাচ্চা মানুষ, আপনি কিসের দাওয়াত চান ? আমার বায়ো কি তেয়ো নম্বর জন্মদিনের ?


অলমিতি বিস্তারেণ

নজমুল আলবাব এর ছবি

বয়েস বুঝে মাত্র বারোতেরো? নাকি আও কম?

তাইলে আগে বিমল কর মশায় এর বালিকা বধু পইড়া নিতে অনুরোধ করি। সোনালী মলাটের একটা ক্ষুদ্র পুস্তক। সিদুর রঙে একটা কইন্যার মুখ আঁকা আছে মলাটে।

ভুল সময়ের মর্মাহত বাউল

সবজান্তা এর ছবি

আমার এককালের প্রিয় পুস্তক বালিকা বধূ।


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।