গল্পাণু -০১

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শনি, ০৬/১২/২০০৮ - ৩:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

নির্বাচন আর ঈদের ছুটিতে পরীক্ষা পিছিয়ে গিয়েছে। সারা দিনই বাসায় বসে থেকে রীতিমত শিকড় বাকড় গজিয়ে যাওয়ার মত অবস্থা। আজ সকালে তাই সিদ্ধান্ত নিলাম কিছু একটা অনুবাদ করা যাক।

আমার ভাষাজ্ঞানের অবস্থা বড়ই করুণ। তবু সাহসে ভর করেই ইংরেজী কিছু অতি ক্ষুদ্রাকৃতির গল্পকে বাংলায় অনুবাদের দুঃসাহস দেখালাম,বাংলায় নাম দিয়েছি গল্পাণু ( ছড়াণুর থেকে অনুপ্রাণিত হয়ে )।

শর্ত সেই পুরানোটাই, লেখা ভালো লাগলে সব কৃতিত্ব অনুবাদকের আর ভালো না লাগলে সব দোষ মূল লেখকের।


আজকের তিনটি গল্পের লেখকই M. Stanley Bubien ।

দৈনন্দিন আক্রোশ

আমি আমার চাকরিটাকে অসম্ভব ঘৃনা করি !

আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি !!

কালকেই।



একটি বাজে আইডিয়া

"আরে কী চমৎকার আইডিয়া !! এটাকে হুবহু মেরে দেওয়া যাক"



কীভাবে "না" কে গ্রহন করবেন

"ওয়াও ! তুমি প্রেগন্যান্ট ?"


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্, সবাই দেখি অনুবাদ করে। বড় হয়া আমিও অনুবাদ করব!

  • চাকরি তো প্রায় প্রতিদিনই ভাবি পরদিন ছেড়ে দিব! চোখ টিপি
  • বাজে আইডিয়াটা চমৎকার লাগল হাসি
  • ঠিক বুঝিনি ইয়ে, মানে...


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সবজান্তা এর ছবি

হায় হায়, সবচেয়ে আসলটাই বুঝেন নাই !

বস আপনার তো মনে হয় বেসিকে সমস্যা। কোন কোচিং এ ভর্তি হয়া যান চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

মনে হয় বুঝতে পারলাম...
অসাবধানে মেয়েটা প্রেগন্যান্ট হওয়ার পর, কোনো উপায়ান্তর না দেখে ছেলেটার কথা এটা, ঠিক? দেঁতো হাসি

আসলে এমন পরিস্থিতিতে পড়িনি তো কখনো, তাই... চোখ টিপি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সবজান্তা এর ছবি

উহু ! লেখার শিরোনাম আর লেখাটা একসাথে পড়ুন। দেখেন কিছু বুঝতে পারেন নাকি... আর নাইলে প্রৌঢ়, অভিজ্ঞ সচল-মহলের সাহায্য নিন।


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনি কানে-কানে বলেন, নাহলে বলে দেন কোন প্রৌঢ় সচলের সাহায্য নিতে হবে! চোখ টিপি

আরেকটা আন্দাজ করলাম অবশ্য, কিন্তু আবারও যদি ভুল হয়, সেজন্য আর বললাম না, তারচেয়ে বরং দেখি বাকিরা কী বলেন খাইছে


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

আলমগীর এর ছবি

ধরেন কোন এক জানি-দোস্ত জিজ্ঞেস করল, ওই বিডিআর তোর কাছে ২০টা ট্যাকা আছে?
উত্তর-১: নাই রে দোস্ত। (কমেন্ট: ধুর হালা ফকুন্নির ...)।
উত্তর-২: হ, আছে। (কমেন্ট: দে ধার দে, সকালেই দিয়া দিমু)।

আপনি কোন উত্তরটা দিবেন?

আর বিস্তারিত বলা সম্ভব না।

দ্রোহী এর ছবি

লোল!!!!!!!!!!!!! গল্পে ও মন্তব্যে!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

অতন্দ্র প্রহরী এর ছবি

দ্রোহী'দা-রে পাইসি! মনে হয় আপনি বুঝসেন বস... বুঝায়া দেন না! দেঁতো হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

দ্রোহী এর ছবি

আলমগীর ভাই যা বলার বলে দিছেন। এরপরও না বুঝলে -বিয়া করেন একটা, মাথার জং সাফ হয়ে যাবে।


কী ব্লগার? ডরাইলা?

ইশতিয়াক রউফ এর ছবি

বুঝছি কি বুঝি নাই পরের কথা। মুরুব্বি এত রাতে সজাগ কেন? ঘুম যান, বয়স হইসে। দেঁতো হাসি

সবজান্তা এর ছবি

মুরুব্বি হাতে কলমে পরীক্ষা করতেছেন, কীভাবে মানুষের ব্রাউজার হাইজ্যাক হয় !


অলমিতি বিস্তারেণ

দ্রোহী এর ছবি

মুরুব্বি রাত জেগে গ্রেডিং ক্যালকুলেট করতেছেন।


কী ব্লগার? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

আহারে... তাইলে সব মাফ। পোলাপান গুলাকে ভাল ভাল গ্রেড দিয়েন। বিনিময়ে আপনার জন্য একদম জান থুক্কু খাসি কোরবান! বিশ্বাস না হয় তো দোয়া রাখলাম সপ্তাহ খানেকের মধ্যেই কোরবানকৃত গরু-খাসির মাংস খাবেন। যান, একটা না, আপনার জন্য লাখ লাখ গরু-খাসি কোরবান। একটা না একটা পাবেনই!! চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি
আবির আনোয়ার [অতিথি] এর ছবি

এইটাতো ভাই গল্পানু না চুটকিনু বইলা মনে হইল। তবে বস ভাল হইছে।

ধুসর গোধূলি এর ছবি

- একেবারে মমিন টাইপের হইছে।
তিন নাম্বারটার একটা অন্য ভার্সন শুনছিলান কই জানি। বিডিআরের সুবিধার জন্য একটু পরিমার্জন করে দেই শমসের আলীর দেয়া তিন নাম্বারটারেই। হাসি

কীভাবে "না" কে গ্রহন করবেন

"ওয়াও ! তুমি এখন প্রেগন্যান্ট ?"

এবার বলেন জবাব কীভাবে না হবে? যদি হ্যাঁ বলেন তাইলে তো ফেঁসেই গেলেন, আর যদি না বলেন তাইলে এখন না হলেও আগে প্রেগন্যান্ট ছিলেন!
- এইবার বুঝা গেছে বস? চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্বপ্নাহত এর ছবি

মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সবজান্তা এর ছবি

বাচ্চাদের জন্য ধূসর গোধূলি দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- লাভ তো হইলো না। এক বাচ্চা তো কিছুই বুঝলো বইলা মনে হইলো না!
আমি টিচার হিসাবে ভালো না। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সবজান্তা এর ছবি

বিজ্ঞান শিক্ষার জন্য শুধু থিয়োরি নয়, ব্যবহারিক ক্লাসও সমান গুরুত্বপূর্ণ দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

এই 'অণু' ভাইরাস আর তো সহ্য হয় না!! সব্বাই পাইসেটা কি??

আড়াই লাইনে একটা পোস্ট শেষ, আধা লাইনে একটা ছড়া না পদ্য কি জানি লেখা শেষ - আমি এবার দেখতে চাই এইসবের শেষ কোথায় রেগে টং

তবে, হইসে খারাপ না মন খারাপ

সবজান্তা এর ছবি

ডর দেখায়েন না, আপনি চাইলে অণু-দর্শনও লিখতে পারেন। আমি না করছি ?

লেখাটা লেইখা আসলে তেমন খুশি না আমি, মানে নিজেই বুঝতেছি ধারালো হয় নাই। আজ হাত মকশো করলাম। মেজাজ মর্জি চাইলে কোন একদিন আরো একটু বেশি মনযোগ দিবো।


অলমিতি বিস্তারেণ

আনিস মাহমুদ এর ছবি

তিন নম্বরটা জটিল! বাকিগুলা ভালৈছে।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সবজান্তা এর ছবি
রানা মেহের এর ছবি

জোস

প্রথমটাতো একদম রানার আত্মকাহিনী
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সবজান্তা এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কীভাবে "না" কে গ্রহন করবেন

"ওয়াও ! তুমি প্রেগন্যান্ট ?"

গল্পের চেয়ে গল্পের নাম বড়ো, জীবনে এই প্রথম দেখলাম! এ যেন সেই কিংবদন্তীর কাঁকুড়, যার বীচি সব সময়ই নিজের চেয়ে দীর্ঘতর (হুমায়ুন আজাদের ভাষা মেরে দিলাম চোখ টিপি )।

মজাদার হয়েছে। গল্পাণুর জন্য ধন্যবাদাণু হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সবজান্তা এর ছবি

হো হো হো

আপনার তাহলে নজর এড়ায়নি ব্যাপারটা ! এই জিনিশটাই গতকাল আমি লক্ষ্য করেছি অনুবাদের সময়। প্রচুর গল্প রয়েছে এমন যেগুলোর মূল শরীরের চেয়ে শিরোনাম দীর্ঘতর। চমৎকার কিছু গল্প রয়েছে এক কিংবা দুই শব্দের, যেগুলোর শিরোনাম হয়ত ৫-৭ শব্দের। শুধু মাত্র ভাষার উপর দখল জোরালো নয় বলেই, সেগুলো অনুবাদের দুঃসাহস দেখাই নি। তবু একটা এখানে দেই...

এ যাবৎকালে পৃথিবীর সবচেয়ে অসুখী লোক

ক্ষমা ? কক্ষনো না !!


অলমিতি বিস্তারেণ

রায়হান আবীর এর ছবি

দারুনু হয়েছে।

=============================

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।