০১
জলিল ভাইয়ের সাথে প্রথম পরিচয় এক বাংলিশ ( মানে ফোরাম বাংলাদেশিদের কিন্তু কথা বলার মাধ্যম ইংরেজীতে ) ফোরামে। ওই জায়গা ভর্তি কিশোর-তরুন টাইপ ছেলে মেয়ে,অধিকাংশই বিদেশ থাকে।
এরকম আধুনিক যুগের কিশোর-কিশোরী কিংবা তরুন/তরুনী বেষ্টিত জায়গায় হঠাৎ দেখি, একজন সদস্য ক্রিয়েটিভ জোনে তাঁর কবিতা পোস্ট করছেন, বাংলাতে লেখা, স্ক্রীনশট নিয়ে পোস্ট করছেন। কবিতার তেমন বড় পাঠক নই আমি, তবু কবিতাগুলো পড়ে দারুন ভালো লাগলো। এ'দিকে ওই ফোরামের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঝেও তাঁর কবিতাগুলি অসাধারণ জনপ্রিয় হয়ে গেল। এরই মধ্যে সামহোয়ার ব্লগে যাওয়া শুরু করেছি আমি, সেখানেও দেখি জলিল ভাই লিখছেন আর তাঁর মুগ্ধ পাঠকের সংখ্যাও কম নয়।
০২
লুৎফুল আরেফীন ভাই হচ্ছেন বর্তমানে শীতনিদ্রায় থাকা একজন সচল, রসাত্মক রচনায় যার হাত সন্দেহাতীত। উনার মসজিদ-উল-পোলাপাইন কিংবা উনার বন্ধুকে নিয়ে রচিত হারুন চরিত কিংবা বিয়ের ভিডিও নিয়ে বিপর্যয় নিয়ে গল্প পড়তে পড়তে পেটে খিল ধরে যায়।
তবে কোন এক অজানা ভাইরাসের আক্রমনে উনাকে আর আগের মত সচল দেখা যায় না ব্লগে।
০৩
আপনাদের আগত দিন সুখে কাটুক, সমৃদ্ধিতে কাটুক।
মন্তব্য
শুভ জন্মদিন জলিল ভাই আর আরেফীন ভাই। ভালো থাকুন সবসময়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জলিল ভাই আমার শ্রদ্ধার মানুষ।
আরেফিন ভাই না দেখা প্রিয় মানুষ।
শুভ জন্মদিন জানাই দুই প্রিয় লেখককে।
আরেফিন এর নিরবতায় মন খারাপ আছে। থিসিস নিয়াওতো কিছু একটা লেখা যায়রে ভাই। নাকি যায় না।
জলিল ভাইকে কিছু বলার নাই। কি রেখে কি বলবো বলেনতো জলিল ভাই? সুস্থতা কামনা করি শুধু।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমার খুবই প্রিয় দুই জন ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা। আরেফিন ভাইয়ের সরস লেখার কথা নতুন করে বলার নাই। আর জলিল ভাইয়ের জায়গীরনামা আমার পড়া সবচেয়ে রোমাঞ্চকর সিরিজগুলোর একটি।
শুভ জন্মদিন জলিল ভাই আর আরেফীন ভাই।
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জলিল ভাই এবং আরেফীন ভাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এবং বেশি বেশি সচলত্ব চাই....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনেক অনেক শুভেচ্ছা, দুজনকেই।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
শুভ জন্মদিন জলিল ভাই আর আরেফিন ভাই!!!
- আরেফিন ভাইরে হারিক্যান বাত্তি দিয়া খুঁজতাছি। তাঁরে জন্মদিনের অনেক গুলা বরফী শুভেচ্ছা।
জলিল মামু'র কথা আর কী বলি! অসাধারণ একজন মানুষ। দেখিনি তো কী হয়েছে, লেখায় তো চিনি। আমি তাঁর কবিতার চাইতে গদ্যগুলোর পাংখা বেশি। ক'দিন আগে জায়গীরনামা লিখে একেবারে কাঁপিয়ে দিয়েছিলেন। শুভজন্মদিন মামু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জলিল ভাই এবং আরেফিন ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
হিমশীতল, প্রিয় জলিল ভাইকে শুভেচ্ছা ।
স্মৃতি বিপর্যয় লেখক লুৎফল আরেফিন, অনেকদিন চুপচাপ। ফিরে আসুন, আবার সচল হোন এই জন্মদিনে;এটাই চাওয়া। শুভকামনা।
শুভ জন্মদিন।
দুজনের জন্যই অনেক অনেক শুভ কামনা।
শুভ জন্মদিন জলিল ভাই, শুভ জন্মদিন আরেফীন ভাই। জলিল ভাইরে তাও দেখা যায় আরেফীন ভাইয়ের তো খবরই নাই!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
জলিল ভাই এবং আরেফীন ভাই দু'জনকেই জন্মদিনের অফুরান শুভেচ্ছা আমার পক্ষ থেকে।
------------------------------------
--------------------------------------------------------
শুভ জন্মদিন জলিল ভাই আর আরেফীন ভাই।
শুভ জন্মদিন আরেফীন ভাই আর জলিল ভাই ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
শুভ জন্মদিন, দুই ব্লগার।
আপনারা সচলায়তন ছেড়ে এতোটা দীর্ঘ সময় কীভাবে থাকতে পারেন? একটু শিখিয়ে দিন না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আসলে ... ... ব্লগ একটা ফাটাফাটি জায়গা ...! আগেও লিখতাম। কিন্তু ব্লগের পরিবেশটা অনন্য। এখানে পাঠকের নিঃশ্বাসটা একেবারে ঘাড়ের ওপরে এসে পরে। পাঠকের অনুভূতির সাথে এতোটা একাত্ম হবার সুযোগ আর কোনও মাধ্যমে আছে কি না জানি না।
উপরি পাওনা হলো আজকের-টা। আগেও জন্মদিন এসেছে, গেছে। কিন্তু আজকেরটা অন্যরকম ... এতো বেশী মানুষ আগে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় নাই। নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে
আবারও সব্বাইকে প্রান থেকে ধন্যবাদ।
... ... আর লিখার বিষয়ে বলার কিছু নাই। অচিরেই লিখবো। লিখতেই হবে মনে হচ্ছে। আমারও লিখতে না পেরে হাত চুলকাতে আরম্ভ করেছে।
সবাই ভালো থাকুন। সুস্হ থাকুন।
সবজান্তাকে ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেবার জন্য।
আরেফীন
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
শুভ জন্মদিন
------------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শুভ জন্মদিন আরেফিন ভাই ও জলিল ভাই।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
দুজনকেই আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভদিন
দুজনকেই
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
জন্মদিনের শুভেচ্ছায় ফোরামের কথা স্মরণ করিয়ে মনটা একেবারে এলোমেলো করে দিলেন সবজান্তা। ঐসব ফোরামে তরুণদের লেখার সাহচর্য সত্যিকারে আমাকে খুব মুগ্ধ করতো। তারপর ব্লগে এলাম, লেখায় আরও প্রাণ পেলাম। বিশেষ করে আমার গদ্যলেখার অনুপ্রেরণা সচলায়তন ব্লগ। ইদানিং ব্লগেও তেমন সময় দিতে পারছি না। সেজন্য আমারও কি কম মন খারাপ হয়!
জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার সবজান্তাকে ও অন্যান্য সবাইকে যাঁরা আমার লেখায় উৎসাহ যোগাচ্ছেন প্রতিদিন।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
জন্মদিন স্কয়ার
শুভ জন্মদিন প্রিয় দুই ব্লগার !
দুইজনকেই শুভেচ্ছা।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
শুভ জন্মদিন জলিল ভাই আর আরেফীন ভাই।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
জায়গীর (জলিল) ভাই
এবং
আরেফীন ভাই
দুজনকে শুভেচ্ছা!
-----------------------------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
শুভ জন্মদিন, কাকু।
শুভ জন্মদিন, সুজন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন জলিল ভাই।
শুভ জন্মদিন আরেফীন ভাই।
সরি একটু দেরি হয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা
-----------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নতুন মন্তব্য করুন