শুভ জন্মদিন !

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ০১/০২/২০০৯ - ১১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি মানুষের দ্বারা প্রভাবিত হই।

আমি মানুষের দ্বারা প্রভাবিত হই না।

দু'টি কথাই আমার জন্য সমানভাবে সত্য। খুব ছোটবেলায় মা বলতো, "দেখ বাবা, ওই ছেলে কত সুন্দর পড়াশোনা করে, ক্লাসে ফার্স্ট হয়। তুই একটু পড়তে পারিস না ?" মা'র কাছ থেকে কমপক্ষে এক লক্ষ বার শোনা এই কথা কোনকালেই আমার মনে তেমন আচঁড় কাটে নি, ওইসব ভালো ছেলেদের দ্বারা কোনকালেই তেমন প্রভাবিত হই নি। এমনকী পার করে আসা জীবনে অনেকেরই অনেক চমৎকার সব গুন দেখেছি, মুগ্ধ হয়েছি কিন্তু কোন এক বিচিত্র কারণে প্রভাবিত হই নি!

তবু কিছু কিছু মানুষের চিন্তার ধরণ, জ্ঞান কিংবা ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। খুব সচেতনভাবে, সজ্ঞানেই আমি তাঁদের দ্বারা প্রভাবিত হই। তেমনি একজন মানুষ সচলায়তনেও আছেন। যিনি আমাকে শিখিয়েছে চমৎকার সব চলচ্চিত্র দেখতে। যার কাছেই প্রথম সন্ধান পাই চমৎকার সব গানের।

গান-ছবি তো অনেকেই শুনে-দেখে, এতে আর তবে নতুনত্ব কী ?

নতুনত্ব এ'টাই, প্রতিটি ছবি সম্পর্কেই তাঁর একদম নিজস্ব একটা চিন্তা, দর্শন থাকে যা কারো কাছ থেকে ধার করা নয়। উনার নিজস্বতাই উনাকে আলাদা করেছে অন্য সবার থেকে।

বহু অনলাইনে যুদ্ধে যিনি আমার পাশে ছিলেন সবসময়, আমার বহু অখাদ্য কুখাদ্য ছাইপাশ লেখাকে যিনি নির্দ্বিধায় পড়ে মতামত জানান।

আজ তাঁর জন্মদিন।

আমাদের সবার প্রিয় ব্লগার খেকশিয়াল, যিনি আমার কাছে আমার সত্যিকারের বড় ভাইয়ের মতোই - আজ তাঁর জন্মদিন।

কোন কথার না কথা না, আমি সত্যিই চাই উনি যতদিন বেঁচে থাকুন না কেন, সুস্থভাবে বাঁচুন আর এখনকার এই গানপাগল, ছবিপাগল মানুষ হিসেবেই বাঁচুন।

শুভ জন্মদিন।


কৌশিকদা ওরফে খেকশিয়ালের জন্মদিন উপলক্ষে আরো একটা লেখা লিখেছেন ব্লগার দৃশা।। দু'জনই আগে লিখে ফেলায় দু'জনই দু'জনকে খানিকক্ষণ "আপ পেহেলে" বলে ভদ্রতা দেখলাম। শেষ পর্যন্ত ভদ্রতার গুষ্টি কিলিয়ে আমার লেখাটাই প্রথম পাতায় দিয়ে দিলাম। তবে ব্লগার দৃশার নিজের ব্লগে রাখা গান সমৃদ্ধ পোস্টটা চমৎকার, না পড়লে/শুনলে মিস করবেন - সন্দেহ নেই।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন বস।

=============================

আলাভোলা এর ছবি

জন্মদিন শুভ হোক।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খেকশিয়াল মিয়ার অনেক গুণ। আমি তো তার মহা ফ্যান। কম্পিউটারটাও সে এতো ভালো বুঝে... তার শিষ্য হওয়া লাগবে।

শুভ জন্মদিন কৌশিক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শ্যাজা এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

খেকুদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

সবজান্তা, চমৎকার একটা লেখা হয়েছে চলুক

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন বস !

রণদীপম বসু এর ছবি

এতো চমৎকার একটা মানুষ এমন উদ্ভট নাম ধারণ করতে পারেন তা ভাবতেই তো গা হিম হযে আসে ! আমি তো আরো ভেবেছিলাম, নিশ্চয়ই বদলোক হবে। কিন্তু সবজান্তা কি আর মিছা কইতে পারে ? যদিও সবকিছুই জানেন তিনি ! হা হা হা !
সচলাড্ডায় দেখা হয়েছিলো। একটুও শিয়ালের মতো লাগে নাই ! নিপাট ভদ্রলোক....না কি কিঞ্চিৎ পাট আছে !!
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তাঁকে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

খেঁকশিয়ালের ঝামেলা আছে
খালি গত্ত খুঁজে

০২

শুভদিন

পুতুল এর ছবি

শুভ জন্মদিন!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, খেকশিয়াল! আপনার সিনেমার উপর লেখা পোস্টগুলো খুব আগ্রহের সাথে পড়ি হাসি

অনিন্দিতা চৌধুরী এর ছবি

খেক শিয়ালের চমৎকার গল্পের আমি ভক্ত।
শুভ দিন।
ভালো থাকুন ভালো লিখুন।
আর সবজান্তার ক্লাইমেক্স ও দুর্দান্ত।
চমৎকার হয়েছে।

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন !!!!

হিমু এর ছবি

জন্মদিনে শুক্না কাঁথার শুভেচ্ছা।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- জন্মদিনে (এতো জন্মদিন ক্যা? শুভেচ্ছা আর কামান দিতে দিতে তো দেখি ফতুর হইয়া গেলাম মন খারাপ ) পণ্ডিতজীরে হুক্কা হুয়া শুভেচ্ছা।

ভেজান বস, হিমুর দেয়া কাঁথা ভালো কইরা ভেজান। ধোয়ার জন্য যে কাঁথা দিছে তারেই নিয়োগ দেয়া হবে, ব্যাপার্না। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খেকশিয়ালকে জন্মদিনের শুভেচ্ছা। কখনও দেখা হলে মুর্গি খাওয়াবো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

জন্মদিনের অনেক, অনেক শুভেচ্ছা শেয়াল পন্ডিত।
আপনার ভুতের গল্পের সিরিজ নামান্না ক্যান?
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুভেচ্ছা, খেকশিয়াল চোখ টিপি

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ কম্রেড। (ব্যাটা ব্যাপক লজ্জ্বা দিল!)
রায়হান, আলাভোলা অনেক ধন্যবাদ
নজরুল ভাই আপ্নে আমারে ডিরেকশন শিখাইবেন আর আমি যা টুকটাক জানি কম্পিউটার ঐগুলা শিখামু নে দেঁতো হাসি, অনেক ধন্যবাদ
ধন্যবাদ শ্যাজাদি, বিডিআর ভাই আকতার বস, রনদা, লীলেনদা, হ লীলেনদা আপ্নেই ঠিক বুঝসেন দেঁতো হাসি
ধন্যবাদ স্নিগ্ধাদি , পুতুল ভাই, অনিন্দিতা, অনিকেত ভাই, হিমু ভাইরে ধন্যবাদ কাথার জন্য , ধন্যবাদ ধুগো ভাইডি , শিমুল ভাই, রেনেট..
সন্ন্যাসীদা পারলে কিছু কাকড়াও খাওয়াইয়েন, মুর্গি খাইতে খাইতে পেটে চড়া পড়সে খেকখেক দেঁতো হাসি
সবাইরে অনেক অনেক ধন্যবাদ হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

বিপ্রতীপ এর ছবি

চলচ্চিত্র বোদ্ধা খেকশিয়ালকে জন্মদিনের শুভেচ্ছা হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আজ মেয়েকে পার্কে নিয়ে গিয়েছিলাম হুক্কা হুয়া ডাক শোনানোর জন্য। খেকশিয়াল এ দেশে আছে কিনা জানিনা। তবে সচলায়তনের খেকশিয়ালের একটা ছবি থাকলে মেয়েকে দেখাতাম চোখ টিপি

জন্মদিনের শুভেচ্ছা নিন।

কীর্তিনাশা এর ছবি

শুভজন্মদিন পন্ডিত মশাই!

জন্মদিনে অনেক অনেক কাঁকড়া আর মুরগাময় শুভেচ্ছা। আর অনেক অনেক শুভকামান দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন প্রিয় খেঁকশিয়াল। আপনার গানবন্দী-চলচিত্রবন্দী জীবন আরো দীর্ঘ হোক, আনন্দময় হোক। পুরোনো ঢাকার গর্ত ছেড়ে নতুন ঢাকার গর্তের দিকে আসলে মুরগী খাওয়াবো।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আহমেদুর রশীদ এর ছবি

জন্মদিনের হোয়াইট লেবেল শুভেচ্ছা......

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

স্বপ্নাহত এর ছবি

এক দিনের ছোট ভাই, জন্মদিনের শুভেচ্ছা দেঁতো হাসি

এই মানুষটারে আমি জীবনে একবারই দেখসি। অবশ্য অন্ধকারে ঠিকমত ঠাহর করা যায় কী যায়না এমন অবস্থায়। কিন্তু তারপরও তার সাথে মেসেঞ্জারে কথা বলার সময় মনে হয় না জানি কত দিনের পরিচয়। আহা!

সচল এবং সচলের বাইরে ব্যক্তিগত কিছু কাজেও আমাকে মানুষটা সাহায্য করসে। এবং সেই জন্য আমি এই মানুষটার প্রতি কৃতজ্ঞ। হাসি

খেকশিয়ালজী, আপনার পুরো জীবন মুরগীময় হয়ে থাকুক এই শুভকামনা।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

HAPPY বাড্ডে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন পন্ডিতজি।

দৃশা এর ছবি

হেফি ভাড্ডে ভাইগ্না। কি বেফার তুমি এখন ফুন দিতাছ না যে?
দাওয়াত জানি কয়টায়? আর কুন জায়গায়?
--------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

মুশফিকা মুমু এর ছবি

বহু অনলাইনে যুদ্ধে যিনি আমার পাশে ছিলেন সবসময়

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
আবারো শুভ বাডডে খেকুদা।
-----------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

শুভ জন্মদিন শিয়াল ভায়া।
দেরি করার জন্য মার্জনাপ্রার্থী।
--------------------

--------------------------------------------------------

অভ্রনীল এর ছবি

অকেন অকেন শুভ কামান

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

রানা মেহের এর ছবি

শুভদিন খেকশিয়াল (এই নাম রাখার বুদ্ধি আপনাকে কে দিলো??)

গান কম শুনে সিনেমা কম দেখে সচলে লিখুন বেশি বেশী হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন খেঁকশিয়াল । হাঁস মুরগি টার্কি ইত্যাদি দুইপা দুইডানা ওয়ালাময় জীবন হোক চোখ টিপি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহ্ আসাদুজ্জামান এর ছবি

শুভ জন্মদিন শিয়ালজী! মুরগি পান আর নাই পান, গর্তের বাইরেই থাকেন, এই কামনা।

মুজিব মেহদী এর ছবি

শুভ জন্মদিন, দেরিতে হলেও।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

খেকশিয়াল এর ছবি

সবাইকে আবারো অনেক ধন্যবাদ

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক এর ছবি

হেপি বাড্ডে খেকুমিয়াভাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।