শুভ জন্মদিন রাবাব

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: মঙ্গল, ০৩/০২/২০০৯ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই লেখাটা যার জন্য, সে আদৌ দেখবে নাকি জানি না।

আমার বন্ধু রাবাব। যার সাথে একসময় প্রচুর তর্কাতর্কি করেছি, চিন্তা ভাবনা শেয়ার করেছি আর সবচেয়ে উচ্চকিতভাবে করেছি পরনিন্দা-পরচর্চা (যা আমাদের মতে জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ)।

কোথায় যেন ডুব দিয়ে থাকা, গানপাগল এই সচল, রাবাবের আজ জন্মদিন।

রাবাবের জন্মদিনে 'পচুর' পরিমানে শুভকামনা। আশা রাখি "অনেক দিনের পর যখন মিলে যাবে অবসর", আমরা আগের চেয়েও বেশি তর্ক করতে পারবো, আর PnPc - সে তো আছেই চোখ টিপি

শুভ জন্মদিন রাবাব ।

পুনশ্চঃ রাবাব, তুমি যেখানেই থাকো, ফিরে আসো চোখ টিপি


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

শুভ জন্মদিন রাবাব ...

[ইয়েস, আজকে আমি ফার্স্ট দেঁতো হাসি ]
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন রাবাব।
অনেক অনেক শুভকামনা।

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন রাবাব ।

@ কিংকর্তব্যবিমূঢ় : আমি সেকেন্ড, এহহে !
গত কয়েকদিনে মনে হয় দেড় হালি সচলের জন্মদিন দেখলাম (পড়লাম)।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

দূর ছাই। লিখতে লিখতে থার্ড হয়া গেলাম ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ইশতিয়াক রউফ এর ছবি

মেয়েটা হারায় গেল কোথায়? শুভ জন্মদিন!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন রাবাব...
রাবাবের ব্লগ মনে হয় জীবনে একটা পড়ছিলাম... তার ছোটবেলাকার গল্প... তারপর থেকে লাপাত্তা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তাইতো, এনার অনেকদিন কোন খবর নাই। মাঝখানে কয়েকটা কমেন্ট করেছিলেন মনে হয়।

জন্মদিনে শুভেচ্ছা।

রেনেট এর ছবি

জন্মদিনে শুভেচ্ছা।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রণদীপম বসু এর ছবি

শুভ জন্মদিন...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুভ জন্মদিন, রাবাব।
অচলত্ব কাটিয়ে সচলায়তনে সক্রিয় হোন।

পুনশ্চ. সচলায়তনের সমস্ত জন্মদিনের পোস্ট রচনার দায়িত্বে সবজান্তাকে চুক্তিবদ্ধ করা হোক চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রানা মেহের এর ছবি

রাবাব
কোথায় উধাও হয়ে গেল?

জানুয়ারি ফেব্রুয়ারি তো ব্যাপক প্রোডাক্টিভ মনে হচ্ছে দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

ইশতিয়াক রউফ এর ছবি

এইত্তো গ্রামাটিকাল ভুল করে বসলেন, ব্রাদার... টাইমলাইন খিয়াল কৈরা... চোখ টিপি

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন রাবাব। আসলেই বৎসরাধিককাল ধরে দেখি না।

শাহ্ আসাদুজ্জামান এর ছবি

শুভ জন্মদিন রাবাব। তর্কে আবার সচল হোন তাড়াতাড়ি -- এই আশায়, এই নেশায়।

অমিত আহমেদ এর ছবি

রাবাব কই?
দেখি না কেনো?
হয়েছে কী?

মেয়েটার লেখা দেখি না অ-নে-ক দিন।

শুভ জন্মদিন রাবাব।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ভূঁতের বাচ্চা এর ছবি

রাবারের থুক্কু রাবাবের আজকে জন্মদিন নাকি !
ওর সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই।
তবে বন্ধুদের থেকে নাম শুনেছি বহুবার।
জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।
আর সচলে ফিরে এলে ভাল লাগবে আমাদের।
আন্তরিক শুভকামনা রইল।
----------------------------------

--------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- রাবাবরে জন্মদিনের শুভেচ্ছা। শীতনিদ্রা শেষ হইলে লেইখা টেইখা যাইয়েন দুই ছত্র।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নুরুজ্জামান মানিক এর ছবি

রাবাবের জন্মদিনে পারিজাত শুভেচ্ছায় -

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মুজিব মেহদী এর ছবি

শুভ জন্মদিন ঘুমন্ত সংগীত
গেয়ে ওঠো ফের
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন।
গানে গানে মেতে উঠুক রাবাবের সচল ব্লগিং..

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ইভা ক্যাসেডির সাথে পরিচয় করিয়ে দেয়া গানবন্দী রাবাবকে জন্মদিনের শুভেচ্ছা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আরণ্যক সৌরভ (ব্লগজগত হইতে রিটায়ার্ড হার্ট) এর ছবি

গ্যাছে কই মাইয়াডা?

বিপ্রতীপ এর ছবি

শুভ জন্মদিন!

পুনশ্চ. সচলায়তনের সমস্ত জন্মদিনের পোস্ট রচনার দায়িত্বে সবজান্তাকে চুক্তিবদ্ধ করা হোক

দেঁতো হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

দৃশা এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রাবাব। Free Smileys & Emoticons at Clip Art Of.com
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

কীর্তিনাশা এর ছবি

জন্মদিনে শুভকামান হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

হিমু এর ছবি

শুক্না কাঁথার শুভেচ্ছা। সচলে সক্রিয় না হলে সবার পক্ষ থেকে রাবাবকে রাবাবুল বাশার নামে ডাকার কাঠি প্রস্তাব উত্থাপন করছি।


হাঁটুপানির জলদস্যু

সৌরভ এর ছবি

তীব্র সমর্থন। গড়াগড়ি দিয়া হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

রাবাব এর ছবি

সত্যি অনেকদিন হয়ে গেল সচলে লেখা হয় না। না আসার ফিরিস্তি দিলে আর শেষ হবে না। তবে আমি প্রায়ই সচলে লেখা পড়তে আসি। আলসেমি করে মন্তব্য করা হয়না। এখনও অনেকে মনে রেখেছেন দেখে খুব ভালো লাগছে। বঙ্কার একখান ফাও পোস্টের জন্য ধন্যবাদ। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্যে। আমি আবারো ফিরে আসার চেস্টায় আছি।

হিমু ভাই, আমারে এম্নে শাস্তি দেওনের মাইনে কি? আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই!!

হিমু এর ছবি

রেবো, চুপচাপ লিখতে থাক, কিছু কমু না। বাং মারলেই রাবাবুল বাশারকে স্মরণ করা হবে।


হাঁটুপানির জলদস্যু

সবজান্তা এর ছবি

রেবো নামটার সাথে হেবো নামটার কোন সম্পর্ক আছে ?

হো হো হো


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- চাঙ্কিরপো'র নামটা মনে করাইয়া দিলেন তো মেজাজটা বিলা কইরা। অই হালার নাতির উপরে আমি একটু সিরিয়াস ক্ষেইপা আছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন, রাবাব। নিয়মিত হোন সচলায়তনে। ভাল থাকুন।

ঝরাপাতা এর ছবি

শুভ জন্মদিন...


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন রাবাব

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক এর ছবি

শুভ জন্মদিন রাবাব।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মাহবুব লীলেন এর ছবি

সচলে এই হচ্ছে দ্বিতীয় সদস্য যার নাম আমি ভুল পড়তাম
আমি পড়তাম রাবার
একদিন দেখি সবজান্তা কী প্রসঙ্গে বলে রাবাব

ওখানে কিচ্ছু না বলে পরে ফিরে এসে সচলের টেক্সট সাইজ বড়ো করে ভালো করে তাকিয়ে দেখি নামের তিনটা ব-এর মধ্যে প্রথমটা ছাড়া পরের দুইটার নিচে বিন্দু নাই

তখন বুঝলাম এইটা রাবার না রাবাব

০২

শুভ জন্মদিন

মৃদুল আহমেদ এর ছবি

রাবার মানে তো ইরেজার!
ইরেজার দেয় মুছে ফেলার মতো করেই যদি তিনি নিয়মিত অনুপস্থিত থাকেন, তাহলে রাবাবকে রাবার পড়লে ভুল নেই কোনো!
তারপরও রাবার... ফিরে আসুক আবার!
লেখায় লেখায় রাবাবে, আমাদের ভাবাবে...
শুভ জন্মদিন! হাসি
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অনিকেত এর ছবি

আসলেই তো----
রাবাব অনেকদিন ধরে ডুব মেরে আছে----

এই মেয়ে, তুমি যে এতখন ধরে 'ডুব' দিয়ে আছ, তোমার 'শ্বাসকষ্ট' হয় না?

শুভ জন্মদিন,
ফিরে এসো আমাদের মাঝে----!!!

রাবাব এর ছবি

সব্বাইকে আবারও ধন্যবাদ। হাসি

পরিবর্তনশীল এর ছবি

এক দিন বাদে 'শুভ জন্মদিন" হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিবিড় এর ছবি

যদিও দেরীতে তাও শুভ জন্মদিন ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।