বাংলাদেশ বিমানের পাইলটের বক্তব্য ( কাল্পনিক )

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বুধ, ০৪/০২/২০০৯ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সম্ভবত এই অডিও ফাইলটা অনেকেই এর মধ্যে শুনে ফেলেছেন কারণ এক সময় এই ফাইলটা বেশ জনপ্রিয় ছিল, অনেকের মুখেই এ'নিয়ে আলোচনা শুনেছি।

গতকাল রাতে কম্পিউটারের এক ড্রাইভের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ফাইলটা খুঁজে পেলাম। বহুকাল পরে শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার যোগাড়।

যারা শুনেন নি, তারা তো অবশ্যই শুনবেন আর যারা শুনেছেন তাদের শুনতেও মনে হয় কোন সমস্যা নেই - অধিকন্তু ন দোষায়...

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

ভাই, আমি পুরা ক্ষেত!! আগে এইটা শুনি নাই...

রায়হান আবীর এর ছবি

ভাই, আমি পুরা ক্ষেত!! আগে এইটা শুনি নাই...

আমিও মন খারাপ

তয় বিরাটানন্দ পাইছি হো হো হো

=============================

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কী কান্ড!!!

ভূঁতের বাচ্চা এর ছবি

আমার মোবাইলে এটা আছে এখনো। প্রথমে শুনেছিলাম আমার এক কাজিনের কাছে থেকে। সেই দিয়েছিল। খুব মজার।

-------------------------------------

--------------------------------------------------------

আলাভোলা এর ছবি

খাইছে !!!

মামুন [অতিথি] এর ছবি

আগে শুনেছি। এবারও শুনতে খুব মজা লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।