সম্ভবত এই অডিও ফাইলটা অনেকেই এর মধ্যে শুনে ফেলেছেন কারণ এক সময় এই ফাইলটা বেশ জনপ্রিয় ছিল, অনেকের মুখেই এ'নিয়ে আলোচনা শুনেছি।
গতকাল রাতে কম্পিউটারের এক ড্রাইভের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ফাইলটা খুঁজে পেলাম। বহুকাল পরে শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার যোগাড়।
যারা শুনেন নি, তারা তো অবশ্যই শুনবেন আর যারা শুনেছেন তাদের শুনতেও মনে হয় কোন সমস্যা নেই - অধিকন্তু ন দোষায়...
|
মন্তব্য
ভাই, আমি পুরা ক্ষেত!! আগে এইটা শুনি নাই...
আমিও
তয় বিরাটানন্দ পাইছি
=============================
কী কান্ড!!!
আমার মোবাইলে এটা আছে এখনো। প্রথমে শুনেছিলাম আমার এক কাজিনের কাছে থেকে। সেই দিয়েছিল। খুব মজার।
-------------------------------------
--------------------------------------------------------
খাইছে !!!
আগে শুনেছি। এবারও শুনতে খুব মজা লাগলো।
নতুন মন্তব্য করুন