দৌড়

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: রবি, ১৫/০২/২০০৯ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক কতক্ষণ ধরে দৌড়াচ্ছিলাম মনে নেই, হয়তো এক সেকেন্ড, হয়তো এক শতাব্দী। পিপাসায় বুকের ছাতি ফেটে যেতে চায়, তবু থামতে পারি না। কতটা পথ পাড়ি দিয়েছি স্পষ্ট মনে করতে পারি না, শুধু ঝাপসা মনে পড়ে প্রাচীন কোন এক সময়ের কথা। চলতে চলতে কখন যেন এই পথেরই মানুষ হয়ে গিয়েছি।

হঠাৎ কীসে যেন পা আটকে যায়, মুখ থুবড়ে পড়ি। কে যেন ফিসফিস করে কানের কাছে এসে বলে যায়, "শেষ, তোমাকে আর দৌড়াতে হবে না"।

সেই মুহূর্তেই বাকি পৃথিবীর সবটুকু ভেঙ্গে পড়ে, আমি বুঝতে পারি দৌড়ে যাওয়াটাকেই আমি বড্ড ভালোবাসি।

বাকি জীবনটা দৌড় পার করাটাই জীবিত অবস্থায় আমার শেষ ইচ্ছা ছিলো।


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

- আর আমি মরার পর দৌড়াতে চাই ......
দৌড়াতে দৌড়াতে স্বর্গে পৌছাতে চাই ......
স্বর্গে পৌছে মুখফোড়ের আদম ব্যাটাকে (দৃশার ভাষায়) "থাবড়ায়া মাথার ঘিলু পানি কইরা" জিগাইতে চাই - ঈভের কথায় অমিত আহমেদের 'গন্দম' পড়ার ওর কী দরকার ছিলো??!!

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি অলস মানুষ, দৌড়াইতে ভাল্লাগে না। মাঝে মাঝে দৌড়ানি দিতে অবশ্য খারাপ লাগে না চোখ টিপি

এনকিদু এর ছবি

চলুক

অফটপিক :
আজকে পরীক্ষা শেষ করে আসলাম । এখন মনে হচ্ছে আরো একটা কোর্স নিলে ভাল হত, আরো কিছুদিন দৌড়ের উপর থাকতে পারতাম । তোরও কি একই কেস নাকি রে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি
রণদীপম বসু এর ছবি

কী ব্যাপার ! ছেলেপেলেগুলো সব দৌঁড়াদৌঁড়ি শুরু করলো কেন্ ..!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি তো ভাই আজীবন দৌড়ের উপরে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দৌড়ই জীবন। থেমে গেলে ক্লান্তি আসবে...

খেকশিয়াল এর ছবি

দৌড়া! থামাথামি নাই!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

হবে না কমরেড, পড়ে গেছি।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

পড়লে কথা কস কেম্নে? জায়গায় দাড়ায়া আওয়াজ দেস কে?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

কার জানি লেখাটা একদমই ভালো লাগে নাই দেঁতো হাসি এক দিয়া গেছে !


অলমিতি বিস্তারেণ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কী সব লিখেন! কিসুই তো বুঝি না! আমার জন্যে সহজ কইরা লিখতারেন না? চোখ টিপি
আমি তো ভারি কিসু লিখতে/বলতে/পড়তে/বুঝতে/ভাবতে পারি না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সবজান্তা এর ছবি

আহা, ট্যাগে এজ গ্রুপ লাগানো উচিত ছিলো চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

রেনেট এর ছবি

আমিও কিছু বুজতার্লাম্না...নাহ...ফ্রেঞ্চ ভাষাডা শিখতেই অইবো।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সবজান্তা এর ছবি

এইটা ফ্রেঞ্চ শিউর তো, তাই না ?

তাহলে আমি শিউর হইতাম যে, আমি ফ্রেঞ্চটা জানি...


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- দৌড়াইতে থাকেন অসুবিধা নাই, আমার মতো লৌড়াইয়েন না। সারাজীবন লৌড়াইয়া দেখবেন "বেবাক-ই-হুদা!"

টম এণ্ড জেরীতে দেখন না, জেরী মাথার উপরে মুরগীর রান নিয়া লৌড়ায়, একটু পরে টম সেটা তুলে নেয়, কিন্তু জেরী তখনো হাতে মুরগীর রান আছে মনে করে লৌড়াইতেই থাকে, লৌড়াইতেই থাকে। মিনিট খানেক পরে উপরে হাতড়ায়, খালি খালি লাগে। উপরে চাইয়া দেখে হাতে মুরগীর রানটা নাই। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ভূঁতের বাচ্চা এর ছবি

এত দৌড়াদৌড়ি কইরা কি করবা ? শুইয়া ঘুম দাও !
এনার্জি লস করার কুনু মানে হয় মিয়া !!!
তোমার এমন লেখা কি কোথাও আগে পড়েছিলাম ??
-----------------------------

--------------------------------------------------------

অবনীল এর ছবি

Pink Floyd এর Time গান্টার কয়েকটা লাইন মনে পড়ে গেল

And then the one day you find ten years have got behind you
No one told you when to run, you missed the starting gun

And you run and you run to catch up with the sun, but it's sinking
And racing around to come up behind you again
The sun is the same in the relative way, but you're older
And shorter of breath and one day closer to death

জোস্‌, দারুন হয়েছে! ব্লগরব্লগর না বলে গদ্যকাব্য বল, নাকি? দেঁতো হাসি

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

তানবীরা এর ছবি

দৌড়াতে দৌড়াতে অস্মভব ক্লান্ত আমি দুদন্ড জিরাতে চাই

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।