০০
আমি এমনিতে আধুনিক বাংলা ব্যান্ডের গান অনেক শুনি বলা যাবে না, তবে ব্যতিক্রমধর্মী এবং ভালো লিরিকসের যে কোন গানই অন্তত একবার শুনে দেখি সাধারণত। শিরোনামহীনের সাথে পরিচয় এমনভাবেই।
শিরোনামহীনের প্রথম এলবাম বের হওয়ার কিছুদিনের মধ্যেই বুয়েট জীবন শুরু। ঢুকেই শুনতে পেলাম শিরোনামহীন বুয়েটেরই ব্যান্ড, সেই থেকে বুয়েটের কনসার্ট মানেই শিরোনামহীন কিংবা আমাদের চিৎকার করে, "তুমি চেয়ে আছো তাই ..." গেয়ে যাওয়া।
আমার এখনো খেয়াল আছে, দ্বিতীয় সেমিস্টারে টার্ম শেষের দিন, বিরস বদনে হেঁটে চলছি এসি সার্কিটের ল্যাব কুইজ দিতে। যাওয়ার সময় ক্যাফের সামনে দেখি কনসার্টের স্টেজ রেডি ( খুব সম্ভবত '৯৮ ব্যাচের র্যাগের কনসার্ট ), আর জ্যামিং করছে শিরোনামহীন। অবাক বিস্ময়ে দেখলাম, স্টেজে বসে কে যেন সেতার বাজাচ্ছে !
হ্যা, শিরোনামহীনের সাথে সে সময় সেতারবাদকও ছিলো। সেই জ্যামিং শুনতে যেয়ে কুইজে যেতেই দেরি হয়ে গিয়েছিলো প্রায়। যা হোক, এরপর আরো অনেকগুলি বছর কেটে গেল আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে, যার মধ্যে কনসার্টের সংখ্যা নেহায়েত কম না - তাই শিরোনামহীনের গানও শুনেছি সামনা সামনি অনেকবার।
০১
শিরোনামহীনের সব গানই আমার কাছে এমনটা যদি দাবি করি, তবে সত্যি বলা হবে না। কিছু গান মাত্রাতিরিক্ত চড়া সুরের মনে হয়, কিছু গানে মনে হয় সুরের খামতি, আবার কিছু কিছু গান অনেক বেশি পছন্দ।
"তুমি চেয়ে আছো তাই" - মোটামুটিভাবে বিখ্যাত গান ( অনেকখানি অবদান ফারুকীর, যিনি "একান্নবর্তী" নাটকে গানটা শুনিয়েছিলেন )। এছাড়া ওই এলবামের আরেকটা গানের কথা না বললেই না, "হয় না এমন তো আর হয় না, নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয় না"।
|
গানঃ তুমি চেয়ে আছো তাই...
সে'বার আমি যাচ্ছিলাম প্রথমবারের মত দার্জিলিং-এর দিকে। নিউজলপাইগুড়ির পর একটা জায়গা আছে, সেবক। ইন্ডিয়ায় জীবনে প্রথমবার ট্রেনে উঠে কিছুটা বিরক্ত, এর আগে কখনো এতো লম্বা জার্নি করিনি দেশে। তাছাড়া মেজাজ কিছুটা খিঁচড়ে ছিলো আরো নানা কারণেও। এমনি সময় সেবকে ঢুকে বিস্ময়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিলো - পুরো পাহাড়ি একটা এলাকা, চারপাশে ঘন সবুজ গাছ গাছালি, নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা আর আকাশে ঘন কালো মেঘ। একটু পরই শুরু হল প্রবল বর্ষা, মাথায় ঘুরতে লাগলো, " নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয় না..."
|
গানঃ হয় না, এমন আর হয় না
০২
আমরা তখন বুয়েটের মাঝামাঝি পর্যায়ে আছি সম্ভবত, বের হল শিরোনামহীনের দ্বিতীয় এলবাম, "ইচ্ছে ঘুড়ি"। সত্যি কথা বলতে কী, এই এলবামের অধিকাংশ গানই আমার তেমন পছন্দ হয় নি, তবে "ইচ্ছে ঘুড়ি" গানটা খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিলো। আর আরেকটা গান, সে'টার নাম "ক্যাফেটেরিয়া"।
বুয়েট কিংবা যে সব বিশ্ববিদ্যালয়েই ক্যাফেটেরিয়া আছে এবং সে'টাকে ক্যাফে নামেই ডাকেন ছাত্ররা, তাঁরা সবাই হয়তো এই গানটায় নস্টালজিক বোধ করেন। আমার সিনিয়র ব্যাচের বহু র্যাগের কনসার্টে দেখেছি, শিরোনামহীন যখন এই গানটা গাইছে, সবার মুখ বিষণ্ণ, কারো বা চোখের কোনে চিকচিক করছে জল, কেউ কেউ সবার সামনেই চোখ মুছছেন।
আমাদের সময়ও ব্যতিক্রম হয় নি। শিরোনামহীন গাইছে, আমরা শুনছি। হঠাৎ শুরু হল "ক্যাফেটেরিয়া" । গানের প্রতিটা লাইনই যেন ভেতরটাকে একদম দুমড়ে মুচড়ে দিতে লাগলো আমাদের সবাইকে, গত পাঁচটা বছর যাদের কাছে ক্যাফে কিংবা এর সামনের খোলা চত্বরটা ঘরবাড়ির মতোই হয়ে গিয়েছিলো।
|
গানঃ ক্যাফেটেরিয়া
০৩
আজ কিছুক্ষণ আগে খেকশিয়াল ফেসবুক চ্যাটে একটা লিঙ্ক দিয়ে বললেন দেখার জন্য।
শিরোনামহীনের নতুন এলবাম, "বন্ধ জানালা" । নাম গানটার মিউজিক ভিডিও দেখে আমিও খেকশিয়ালের মতোই মুগ্ধ ! সত্যি স্বীকার করতে হবে, বাংলাদেশে পাল্লা দেওয়ার মতো, বলার মত একটা মিউজিক ভিডিও হল। আধুনিক পোষাক পরিয়ে, ব্লার স্ক্রীনে স্লো মোশনে ভিডিওই যে শুধু মিউজিক ভিডিও না, সে ধারণা থেকে অন্তত বের হয়ে আসতে পেরেছে।
মূলত, এই গানটা সচলের সবার সাথে শেয়ার করার জন্যই লিখতে বসেছিলাম। ছোট্ট একটা জিনিশ লিখতে যেয়ে এত বড় লেখা পয়দা করে ফেললাম !
হাতে সময়ের অভাব আর নেটের স্পীডের বাড়াবাড়ি রকমের সমস্যা না থাকলে, একটু দেখতে পারেন।
মন্তব্য
আমার নেক্সট পোস্টটা হওয়ার কথা ছিল শিরোনামহীন নিয়ে ... ভালো করছো তুমি আগে দিয়ে দিছ, আমি এত সুন্দর করে লিখতে পারতাম না, আর শিরোনামহীন নিয়া এত স্মৃতিও আমার নাই ...
"হয় না, এমন আর হয় না" গানটা মনে হয় প্রথম এলবামের না, কোন একটা মিক্সডের ... পরে চেক করে জানাবো ...
ইচ্ছেঘুড়ি এলবামের "বর্ষা" গানটা শোন নাই? আমার কাছে ওইটাকে ওদের সেরা কাজ মনে হয় ...
"জাহাজী" এলবামের প্রায় সবই ভালো লাগছিল, "ইচ্ছেঘুড়ি"র কয়েকটা ... নতুন এলবামটা দুইদিন ধরে কন্টিনিউয়াস শুনতেছি, এবং সবগুলি ট্র্যাকই ভালো লাগছে ... তবু আলাদা করে বলবো বন্ধ জানালা, ভালোবাসা মেঘ আর লাস্ট ট্র্যাকটার কথা [নাম মনে হয় বাংলাদেশ] ... এইরকম ধারাবাহিকভাবে ভালো এলবাম ইদানিং খুব বেশি ব্যান্ড বের করতে পারে না ...
শিরোনামহীনের আরেকটা এসেট ওদের ভোকালটা ... এইরকম খোলা গলার গায়ক খুব ব্যান্ডেরই আছে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
০১
বর্ষা গানটাও শুনছি, ওইটার কথা আসলে ভুইলা গেছিলাম
তবে আমার মূল বক্তব্য আসলে ক্যাফেটেরিয়া গানটা নিয়া। "জাহাজী"-র গান হিসেবেই চিনতাম "হয় না" গানটাকে।
০২
নতুনটার কিছু গান নেটে শুনলাম। আমি আসলে ইদানিং একটু ভদ্র, সভ্য হওয়ার চেষ্টা করতেছি। যেই গানটা সত্যি শুনতে ভালো লাগে চেষ্টা করি গোটা পঞ্চাশ-ষাট টাকা দিয়ে হলেও, সে'টার সিডি কিনতে। তাই নতুনটার সব ইচ্ছা করেই নামাই নি, সিডিতেই শুনবো।
০৩
আরে আপনিও পোস্ট দেন ! এক জিনিশ নিয়া দুই'জন পোস্ট দেওয়া যাবে না, এমনটা কী জাকির নায়েক বলছে ?
দিয়া দেন পোস্ট !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
"বন্ধ জানালা" এলবামটা নামানো যাবে এইখান থেকে ... যারা দেশের বাইরে আছে শুধু তাদের জন্য
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
এ সময়ের পুতুপুতু টাইপের সব লিরিক্সের বিপরীতে জিয়া ভাইয়ের লেখা পুরোপুরি ভিন্ন ধারার লিরিক আর তুহিন ভাইয়ের উদাত্ত কন্ঠের কারনেই মূলত শিরোনামহীনকে পছন্দ করি। অবশ্য নতুন অ্যালবামের ‘বুলেট কিংবা কবিতায়’ এর মিউজিক ভিডিওটা ভালো লাগেনি তেমন একটা। বন্ধ জানালার মিউজিক ভিডিও এখন পর্যন্ত ওদের সেরা মিউজিক ভিডিও। ওদের আগের অ্যালবামের ‘ইচ্ছে ঘুড়ি’ গানের মিউজিক ভিডিওটা বানিয়েছিল আমার দুই বন্ধু তানিম আর অনি, ঐটাও খুবই চমৎকার হয়েছিল।
নতুন অ্যালবামে 'বন্ধ জানালা' আর 'বাংলাদেশ' গান দুটি বেশি শুনেছি। বাকীগুলো একবার করে শুনেছি। কেন যেন টানেনি...
প্রথম অ্যালবামে তোমার দেয়া দুটি গানের পাশাপাশি নিশ্চুপ আধারটা আর জাহাজী-এই দুটি গান বেশ ভালো লেগেছে। ২য় অ্যালবামের তোমার দেয়া দুটি গানের পাশাপাশি অন্য প্রিয় গানগুলো হলো বর্ষা আর একা পাখি। বর্ষা গানের কম্পোজিশনটা মারাত্বক।
পোস্টের জন্য
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
‘বুলেট কিংবা কবিতায়’ এর মিউজিক ভিডিওটা আরো ভাল করা যেত। খুবই তাগাদার মধ্যে নাকি করতে হয়েছে তাই এনিমেটরদেরও আক্ষেপ রয়ে গেছে, বন্ধু ইমু তাই বলল। ইমু ওই টিমেরই একজন। তবু আমি বলব প্রথম এনিমেটেড মিউজিক ভিডিও বলে কথা (যদ্দুর জানি। আর কি হয়েছে? ভুল হলে কেউ ধরিয়ে দেবেন), শুরু তো হল!
'বুলেট কিংবা কবিতায়' এর ভিডিওটাও শেয়ার করলাম।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
একা পাখি গানের মিউজিক ভিডিওতে কিছু এনিমেশন ব্যবহার করা হয়েছিল...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
এইটা তাইলে প্রথম সম্পূর্ণ এনিমেটেড
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
তোর পোস্টে উল্লেখ করা প্রত্যেকটা গানই আমার প্রিয় । সেই সাথে যোগ করতে হবে :
শুভ্র রঙ্গীন আকাশেরো নীল
এবং
আমি না অন্য কেউ
আমি অফিসে কাজের সময় এটা এত বেশি শুনতাম যে সবাই এইটাকে আমার মার্কা ধরে নিয়েছিল
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
তোর ব্যক্তিগত জাতীয় সঙ্গীত নাকি ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
কইতে পারিস । অনেকটা সেরকমই । তবে দুইটাই ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ভালই। তবে ভিডিওর মাঝে এক জায়গায় ইলুমিনাটি দেখলাম মনে হয়। ওটার প্রয়োজন/মাজেজা বুঝলাম না।
ওদের ফোরামে জিজ্ঞেস করতে হবে
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ভালো প্রশ্ন জিজ্ঞাসা করছেন। এইটা আমিও বুঝি নাই, হঠাৎ ইলুম্যানিটি দেখানোর কারণ কী !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আসলেই "ক্যাফেটেরিয়া" গানটা শুনতে গেলে চোখের সামনে শেষ বিকালের বুয়েট ক্যাফের ছবিটাই ভসে ওঠে।
ছোট্ট ওয়ালে অথবা অডিটোরিয়ামের সিড়িতে বসে থাকা
অথবা পলাশীর মোড়
ওএবি'র সামনের রাস্তা
আর্কি ফ্যাকাল্টির মধ্যে দিয়ে ব্যাংকের গেট
অথবা আলম ভাইয়ের চায়ের দোকান
রশীদ হলের দুইতালা
এরম অনেক কিছুই মনে হয়। মনে হওয়াটাকে ভাল লাগে।
সুর বুঝি না, গান গুলাকে এইভাবেই ভাল লাগে।
নস্টালজিক ...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আর কইয়েন না, আমার চোখে বালু পড়বে ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
'হয়না এমন' গানটা ফারুকী ৬৯ নাটকে শুনিয়েছিল।
হতে পারে। ৬৯ নাটকটা আসলে চূড়ান্ত রকমের ফালতু লাগছিলো, তাই দেখা হয় নি পুরোটা।
আর আমার মনে হয় "হাসিমুখ"কে যতটা বিখ্যাত করেছে ফারুকী, "হয় না"কে অতোটা পারে নি।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মিউজিক ভিডিও আর গান দুইটাই অসাধারন! ভিডিও টা বানিয়েছে আসিফ নামের একজন এক বন্ধু বলল, ভিডিওতে পিচ্চিটা জিয়া ভাইয়ের মেয়ে, এটা শিরোনামহীনের ফোরামে জানলাম।
কম্রেডের পোস্ট ঝাক্কাস!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হুম...কিউট পিচ্চিটা জিয়া ভাইয়ের মেয়ে 'রেশ'
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
খাইসে, আমি তো প্রথম দর্শনে ভাবছিলাম, এইটা ক্ষুদে নায়িকা দীঘি।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ফারুকীর নাটকে গান শুনে একবার ইউটিউবে শিরোনামহীনের ভিডিও দেখছিলাম। গায়কটাকে দেখি চেনা চেনা লাগে। আরে দেখি এটা আর্কির তুহিন। হালায় দেখি বিশাল পেতিভা, এটা আগে বুঝি নাই। ঐ সময় অবশ্য কোন আলামতও দেখি নাই। ছুপা রুস্তম।
তুহিন ভাই মনে হয় আসলেই বিরাট প্রতিভা !
আর সবচেয়ে দারুন ব্যাপার যেইটা উনারে বুয়েটে যারা চিনে সবাই দেখি অসম্ভব পছন্দ করে, কারো কাছেই কোনদিন উলটা পালটা কিছু শুনি নাই...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
পোস্টটা মনে হয় খুব একটা বুঝতে পারলামনা। সবজান্তা কি এসব গানের প্রতিক্রিয়া জানালেন?
আরে নাহহ !
গানটা আসলেই চমৎকার লাগছে !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
তিন চার দিন ধরেই ভাবছি এলবামটার একটা বড়সড় রিভিউ দেব; আলসেমির কারনে দেয়া হয়ে উঠছে না।
একবাক্যে রিভিউ দিতে চাইলে বলতে হবে, এই এলবামের সব ক'টা গানই ফার্স্ট। দ্বিতীয় কোন গান নাই।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
খাইছে ! আমি দেখি অনেকের বহু কাংখিত রিভিউ দিয়া ফেললাম !
অবশ্য আমারটা রিভিউ না, শুধুই স্মৃতিচারণ।
গতকাল রাতে খেকশিয়াল গানটা শুনতে দেওয়ার পর, পুরা গানটা একদম মাথার ভেতর গেঁথে গেল। পরে উনি বললো, গানটা শেয়ার করতে। শুধু মাত্র মিউজিক ভিডিওটা শেয়ার করার জন্য লিখতে যেয়ে দেখি, রীতিমত বড়সড় স্মৃতিচারণ হয়ে যাচ্ছে...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সবজান্তা,
শিরোনামহীন আমারো বেশ পছন্দের দল ছিল। তাদের দলের যে মূল গায়ক, তাঁর খোলা গলার গান আসলে আমাকে প্রথমে আকৃষ্ট করে। আর ফারুকীর বদৌলতে "তুমি চেয়ে আছ তাই---" সবার ভীষন চেনা। কিন্তু আমার কাছে সবচাইতে যেটা ভাল লেগেছিল সেটা হল, শিরোনামহীন সম্ভবত একমাত্র দল, যেখানে অন্যান্য আধুনিক বাদ্যযন্ত্রের সাথে 'সরোদ' বাজে। আমি তাদের খুব বেশি গান শুনিনি। কাজেই বলতে পারছি না, তারা 'সেতার'-ও বাজিয়েছে কি না। তবে সরোদ বেশ ক'বার বাজতে শুনেছি, এবং আমার খুব ভাল লেগেছিল।
মূল গায়ক তুহিন ভাই। সরোদ বাজাতেন ফারহান ভাই, উনি বুয়েটে আর্কির শিক্ষক ছিলেন। এখন অবশ্য দেশের বাইরে চলে গেছেন। শুনেছি নতুন অ্যালবামে বেশ কয়েকজন বাইরের শিল্পী তাদের সাথে বাজিয়েছেন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে দেশীয় বাদ্যযন্ত্রেরস সমন্বয়টা আমারো খুব ভাল লাগে । বাইরের শিল্পী বলতে কি বুঝালেন ? বিদেশী শিল্পী নাকি দলের বাইরের লোক ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
দলের বাইরের লোক...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
শিরোনামহীনের গান আমার কাছে কখোনো পুরোনো হয়না...নতুন গানগুলোর মধ্যে বন্ধ জানালা, একা, ভালোবাসা মেঘ, বুলেট কিংবা কবিতায় খুব ভালো লেগেছে...
রিজভী
--------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;
শিরোনামহীনের কয়েকটা গান আমার খুব ভাল্লাগে। হয়না- শুভ্র রঙিন- নদী- গোধূলি।
সেকেণ্ড এলবামটা প্রথম এলবামের চেয়ে অনেক কম ভালো লাগছে।
থার্ড এলবামটা সেকেন্ডটার চেয়ে অনেক কম ভালো লাগছে।
আর-
আপনার লেখাটা ভালো লাগছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
"শিরোনামহীনে"র নতুন অ্যালবামটা শোনা হয়নি। সত্যি বলতে ওদের সব গানও না, হাতে গোনা কয়েকটা শুনেছি।
আমিও ভদ্র-সভ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে বেশিরভাগ পছন্দের অ্যালবামের সিডি কিনব। "বন্ধ জানালা" শুনে পরে জানাব কেমন লাগল।
হয় না এমন হয় না গানটা খুব পছন্দের কিন্তু এটা কার জানা ছিল না। ক্যাফেটারিয়া বাজল না। ধন্যবাদ শেয়ার করার জন্য।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমার এককালের সবথেকে পছন্দের ব্যান্ড, বর্তমানে অন্যতম প্রিয়... "ঘুম" আমার অসম্ভব পছন্দের গান... ধন্যবাদ লেখার জন্য
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
নতুন মন্তব্য করুন