একজন মুক্তিযোদ্ধাকে বাঁচাতে আমাদের লড়াই - আপডেট ১

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: শনি, ২৫/০৪/২০০৯ - ১১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল ছবির হাটে আমরা বেশ কিছু ব্লগার সমাবেত হয়েছিলাম, এজেন্ডা ছিলো আমাদের সহব্লগার জিফরান খালেদের বাবা, মুক্তিযোদ্ধা এস,এম খালেদকে বাঁচাতে আমরা কী কী করতে পারি। গতকালের সভায় এসেছিলেন আরিফ জেবতিক, শাহেনশাহ সিমন, নজরুল ইসলাম, গৌতম, তারেক, আকতার আহমেদ, আহমেদুর রশীদ, এনকিদু, মুস্তাফিজ, মাহবুব লীলেন, টুটুল, রাসেল, মৃদুল আহমেদ, ফারুক ওয়াসিফ সহ আরো অনেকে (যাদের নাম মনে করতে পারছি না এই মুহূর্তে আশা করি মার্জনা করবেন)।

গতকাল সভায় যা আলোচনা হয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে, প্রথম আলোতে অতিদ্রুত একটি লেখা যাবে সাহায্যের আবেদন জানিয়ে। এর পরপরই আমরা যত দ্রুত পারি একটা মানববন্ধনের আয়োজন করবো, যাতে দেশের সমস্ত মিডিয়াকে ডাকা হবে। এছাড়া দেশের মূল ধারার সমস্ত পত্রিকাতেই সাহায্যের আবেদন সংক্রান্ত লেখা ছাপানোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত প্রথম পর্বে জনসংযোগের এই অংশটুকু আগামী সপ্তাহের মধ্যে সফলভাবে শেষ করতে পারলে এর পরবর্তীতে শুরু হবে টাকা তোলার পরবর্তী পর্যায়।

এছাড়া এরই মধ্যে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সাথে কথা হয়ে গিয়েছে, তারা সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথেও এ' নিয়ে কথা বার্তা হচ্ছে।

মুক্তিযোদ্ধা এস, এম খালেদের চিকিৎসার্থে আমাদের প্রয়োজন নব্বই হাজার ইউ এস ডলার। এই বিশাল অংকের টাকা তোলা হয়তো দুরূহ হতে পারে কিন্তু আমরা নিশ্চিতভাবেই বলতে পারি অসম্ভব না। যিনি নয়মাস অস্ত্র হাতে নিয়ে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, আজ তাঁর দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ানোকে আমরা কোন মহৎ মানবসেবা মনে করি না, আমরা শুধু ভাবি একজন মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের খুব ক্ষুদ্র সুযোগ এ'টি, যেটাকে আমরা হারাতে চাই না।

সবার সহযোগিতা পেলে যে এর চেয়ে বেশি অংকের টাকাও আমরা তুলে ফেলতে পারি তেমন নজিরও আছে এ দেশে। সচলায়তনের সবার কাছে তাই অনুরোধ রইলো, আর্থিক সাহায্যতো বটেই সেই সাথে মূল্যবান পরামর্শ দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে ঋদ্ধ করতে।

আমরা সবাই নিশ্চিত, আমরা পারবো - বাকি রইলো শুধু আপনাদের সহযোগিতা । আশা করি এই যুদ্ধে আমরা আপনাদের সবাইকে পাশে পাবো।

একটা অংশ লেখায় যোগ করতে ভুলে গিয়েছিলাম। যারা সরাসরি অর্থ সাহায্য করতে ইচ্ছুক, তাঁরা আগামী শুক্রবার বিকাল বেলা আমাদের সাথে দেখা করে টাকাটা দিয়ে যেতে পারেন। কাজেই সবার প্রতি অনুরোধ রইলো সবাই সাধ্যমত নিজের এবং আশে পাশের ইচ্ছুক প্রিয়জন, পরিচিতজনদের থেকে সংগ্রহ করে যেন শুক্রবারদিন যোগাযোগ করেন। শুক্রবারের সমাবেশের সময় এবং স্থান শুক্রবারের আগেই পোস্টে জানিয়ে দেওয়া হবে।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

চলুক

আনিস মাহমুদ এর ছবি

গতকালের সভায় থাকতে পারিনি। কিন্তু আমি আছি।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যতটা সম্ভব চেষ্টা থাকবে।

মুস্তাফিজ এর ছবি

এখানে আরো কথা হয়েছে যে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক সহযোগিতা আগামী শুক্রবারের মিটিং এ দেব।

...........................
Every Picture Tells a Story

মৃদুল আহমেদ এর ছবি

আমাদের এই গতিটা যেন পড়ে না যায়...
আর অনেককিছু একসাথে করতে গিয়ে যেন গুলিয়ে না যায়...
ঠিক যা যা দরকার, সেভাবে গুছিয়ে যত্ন করে প্ল্যান মোতাবেক আগাতে হবে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

এনকিদু এর ছবি

আমিও আছি, যতখানি পারি চেষ্টা করব । মৃদুল ভাইয়ের মন্তব্যে চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সবজান্তা
এখানেও একাউন্ট ইনফর্মেশন আর ফেইসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিতে পারেন। কন্টাক্ট ডিটেইলসটা থাকলেও ভালো। যে কোনো দরকারে যে কেউ যাতে যোগাযোগ করতে পারে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এ ধরনের ঘটনায় হতবাক হয়ে যাই, বিমূঢ় হয়ে যাই।
মনে হয় কীভাবে সরাবো এই জগদ্দল পাথর।

সবাইকে এগিয়ে আসতে দেখে প্রাণে আশার সঞ্চার হয়।
এই আশা নিয়েই আমরা বেঁচে থাকি।
নিশ্চয়ই আমাদের চেষ্টা দিয়ে আমাদের আশাকে আমরা ধরতে পারবো।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জিজ্ঞাসু এর ছবি

সাথে আছি। হ্যাঁ, কন্টাক্ট ডিটেইলটা থাকা দরকার।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

বিপ্লব রহমান এর ছবি

সভায় থাকতে পারি নি; কিন্তু সঙ্গে আছি।
জয় হোক।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

বিপ্লব রহমান এর ছবি

........


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কনফুসিয়াস এর ছবি
তারেক এর ছবি

সবজান্তা, দারুন! নজরুল ভাইয়ের মন্তব্যটা আমারও।
আজকেও অনেক জায়গায় যোগাযোগ হলো। খবর বেশ ভালো। আমরা ভীষণ আশাবাদী ভালো কিছুর জন্য। দেখা যাক। আমরা সবাই থাকি, একসাথে, কাছাকাছি, এই ইস্যুতে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

খেকশিয়াল এর ছবি

কয়দিন কাজেকামে হেভি বিজি। জানাইতে ঢুকলাম, সঙ্গে আছি।

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রণদীপম বসু এর ছবি

বৈঠকে থাকতে পারিনি বলে ক্ষেদ আছে। কিন্তু সাথে থাকবো এতে কোন সন্দেহ নাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পুতুল এর ছবি

কত পাতিনেতা, উঠতিনেতা, হবুনেতা সরকারী খরচে বিদেশে গিয়ে হাওয়া বদল করে!
আর একজন মুক্তিযোদ্ধার দায়ীত্ব এই দেশ নিতে পারে না! হায়রে অভাগা দেশ!

আমরাও এ দেশের সন্তান, একজন মুক্তিযোদ্ধা পিতার দায়ীত্বে আমরা সাথে থাকবোই।
সচলদের এই মহতী যুদ্ধে আমিও একজন। আমরা যারা জার্মানীতে আছি সবাই একসাথে হলে ভাল হয়। দয়া করে একটু আওয়াজ দেন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তাহলে খুব ভালো হয়...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমরা শুধু শুধু এতদিন বড় বড় সব বিখ্যাত লোকের পিছনে ঘুরলাম। বৃথা বৃথা বৃথা...
সব বাদ দিয়ে এখন আমরাই নামলাম মাঠে। দেখি চারদিকে বেশ ভালোই আগাতে পারছি।
জয় বাংলা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।