কারো কারো প্রেমে পড়ে থাকি আমি চিরকাল...
দার্জিলিং তেমনই কিছু। মাস খানেক আগেই ঘুরে এসেছি, তবু আবার কবে যাবো সেই মতলব আঁটছি।
দার্জিলিং নিয়ে খুঁজতে যেয়েই নেটে পেয়ে গেলাম অঞ্জন দত্তের সিনেমা, চলো - লেটস গো। টরেন্টে খুঁজে পেলাম সব ক'টা গান।
অঞ্জন দত্তের সেই পুরানো দার্জিলিং গানের সিক্যুয়েল মতো একটা গান আছে, সেটা শুনেই একদম মুগ্ধ।
|
রূপঙ্করের গানের গলা আমার কাছে বেশ লাগে। এ সিনেমায় ওরও গান পেলাম। গানটা অসাধারণ লাগলো, আগেরটা না শুনে থাকলেও এটা শুনে দেখুন...
|
আর চমৎকার একটা ফিউশন শুনলাম এই গানে...
|
গানগুলি শুনে দেখতে পারেন, হয়তো ভালো লেগে যাবে।
মন্তব্য
তিনটাই শুনলাম, খুব ভাল লাগল । সচলে দেয়ার জন্য ধন্যবাদ জানাই ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
দার্জিলিং মানেই মোমো আর থুকপা।
গানা উইদাউট খানা জমে না।
তিনটে ব্যাপক গানের জন্যে এই গরমে তিন দুগুনে ছ'টা টেস্ট দ্য থান্ডার :
ফাটাফাটি লেগেছে! ধন্যবাদ!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
খুবই সুন্দর তো, গানগুলা ! আরো কিছু থাকলে পাঠাও তো আমাকে ...
গানগুলো আগেই শোনা---তবুও আবার শুনে ভাল লাগল
মনের মেঘ কিছু কাটল???
ওকে ধরে শক্ত মাইর দিতে হবে, এছাড়া ওইসব মেঘ ফেঘ কাটবে না !!
মাইর ছাড়া মনে হয় না আপ্নের আর কোন ঔষধ জানা আছে ---- ;P
আপনার আছে? থাকলে তো সেটা দিয়ে এদ্দিনে নিজের পন্ডিচেরীসদৃশ মেঘ কাটায়েই ফেলতেন! তাই বলি - মাইরের উপ্রে ওষুধ নাই
- মনের মন্দিরের বেদীতে বইসা, মন্দিরা বেদীর লগে কেলী করতে করতে, শুইনা জানামুনে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবগুলোই ভালো লাগলো। বিশেষ করে রুপঙ্করেরটা।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
দার্জিলিং কবে যাচ্ছেন আবার। আওয়াজ দিয়েন, সঙ্গী হবো।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
শোনার উফায় নাই আপাতত, তবে পোস্টের জন্য ধন্যবাদ !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ভালো নতুন জিনিসের সাথে যোগসূত্র দিলেন।
ঋণী হৈলাম।
সব কয়টা গানই ভালো লাগলো।
আর তাই, আমি ইউটিউব খুললাম ফিলিম-টাও কয়েক ছিলিম দেখে নিতে।
বিশেষত ফিউশন-টা তো যথেষ্ট ভীউষণ হৈছে!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন