অ্যালবাম রঙ্গ -০২

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: বিষ্যুদ, ৩০/০৭/২০০৯ - ১০:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক দিন আগে সচলে পোস্ট করেছিলাম অ্যালবাম রঙ্গ -০১

এরপর বহুদিন যাবৎ বলার মতো পোস্টার চোখে পড়েনি, কিংবা মোবাইল (এবং সেই সাথে মোবাইল ক্যামেরাও) নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক সময় চোখে পড়া চমৎকার পোস্টারের ছবি তুলতে পারি নি।

এই দুটি পোস্টারের ছবির জন্য ধন্যবাদ জানাতে হবে আমার বন্ধু আরমান এবং সচল খেকশিয়ালকে।

এনজয় !

পুনশ্চ: কী মুসিবত ! প্রথম পাতাতেই দেখি ছবি চলে আসে !

আশা করি এবার ঠিক হয়ে যাবে !




মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দুইটা এলবামের নামকরণের সার্থকতা নিয়ে আলাপ জমতে পারে।

সবজান্তা এর ছবি

প্রথম এলবামের নামটা কি ঈর্ষা প্রসূত নাকি কম্পলিমেন্ট সুলভ এখনো বুঝতে পারলাম না। আর দ্বিতীয়টা খুবই মারফতি নাম। আলোচনার অবকাশ নেই।


অলমিতি বিস্তারেণ

যুধিষ্ঠির এর ছবি

ল্যাংটার গামছা! এইটা কি আসলেই একটা অ্যালবামের নাম!

কস্কি মমিন!

সবজান্তা এর ছবি

পাটুয়াটুলি গেলে যে এমন আরো কতো অ্যালবামের নামই দেখতে পাওয়া যায় !


অলমিতি বিস্তারেণ

পরিবর্তনশীল এর ছবি

মজিবর ভাই তো গুরু! হাসি
একটা না দুইটা না। সাত সাতটা বউ। একে বলে রাজার কপাল মন খারাপ
আফসোস এখনো একটা বউও হইলো না। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সবজান্তা এর ছবি

সাত সাতটা প্রেমিকা থাকার সুবিধা দেখি, বউ থাকার সুবিধা আপাতত দেখতেসি না। সিমুলেশন কইরা দ্যাখা যাইতে পারে। তখনই বুঝা যাবে মজিবর ভাই গুরু নাকি শক্তিশালী ভুদাই।


অলমিতি বিস্তারেণ

মূলত পাঠক এর ছবি

আহা কী জিনিস!!

এর থেকে অল্প একটু আধটু গানের নমুনা শোনা যায় ইউটিউবে?

সবজান্তা এর ছবি

প্রথমটার থেকে গান ইউটিউবে পাওয়ার সম্ভাবনা নেই। তবে মমতাজের গান ইউটিউবে আছে অনেকগুলি। মমতাজের মনে হয় হাজার খানেক অ্যালবাম আছে। তার মধ্যে এই অ্যালবামের গান যে কোনটা নিশ্চিত করে জানি না। তবে আপনার কথা বিবেচনা করে মমতাজের একটা ভিডিও দিলাম।


অলমিতি বিস্তারেণ

মূলত পাঠক এর ছবি

হাজার খানেক অ্যালবাম? একেকটায় দশখানা গান থাকলে দশ হাজার গান গেয়ে ফেলেছে? কন কী!!

এই গানটা মজার, তবে একেবারে ক্লীন। গামছাটামছা নিয়ে টানাটানি টাইপ নয়। হাসি

অতিথি লেখক এর ছবি

মজিবর ভাই কি প্রাইভেট পড়ান?? পর্তাম তাইলে......

#ওসিরিস

সবজান্তা এর ছবি

পড়াইলেই বা কী ? উনি নিশ্চয়ই সাত বউ সাথে নিয়ে পড়াতেন না ?


অলমিতি বিস্তারেণ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বিচক্ষণ কথা ! দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্নিগ্ধা এর ছবি

সবজান্তার এটা বানানো, মানে বানোয়াট পোস্ট! নামগুলা আমি বিশ্বাসই করি না!!!

তবে যদি সত্যিই সত্যি হতো, তাইলে শিমুলের মতো আমিও মনে করতাম এগুলার 'নামকরণ' নিয়ে বিরাট জ্ঞানগর্ভ একটা আলোচনা হওয়া উচিত!
বিশেষ করে মমতাজের সিডি'র নামটাই তো একটা অক্সিমোরন!!!

ঋদ্ধ [অতিথি] এর ছবি

এর চেয়েও অনেক খারাপ শিরোনামের ক্যাসেট (গানের ক্যাসেট) আমি দেখেছি। সেগুলা আমাদের গলির চায়ের দোকানে বাজায়।

স্নিগ্ধা এর ছবি

এর চেয়েও অনেক খারাপ শিরোনামের ক্যাসেট (গানের ক্যাসেট) আমি দেখেছি। সেগুলা আমাদের গলির চায়ের দোকানে বাজায়।

ইয়ে, ভয়াবহ অশ্লীল না হলে সেগুলোর নাম বলা যাবে?

আপনার নাম/নিক টা সুন্দর। আমার একটা বোনঝি'র নাম ঋদ্ধি, ওর পর ঐ নামের আপনাকে দেখলাম দ্বিতীয় হাসি

ঋদ্ধ [অতিথি] এর ছবি

একবার এক চলচিত্রের পোস্টারে দেখেছি লিখেছে "অশ্লীলতার সংজ্ঞা নেই" দেঁতো হাসি
যাই হোক, ওইসব গানের নাম বলার মত রুচিও আমার নেই।

জ্বি ঋদ্ধ হয়েছি, বৃদ্ধ হতে চাইনা। ধন্যবাদ।

সুহান রিজওয়ান এর ছবি

জ্বি ঋদ্ধ হয়েছি, বৃদ্ধ হতে চাইনা।

হিহি !! ভাই ক্রুদ্ধ্ব হইসেন মনে হয় ?? !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ঋদ্ধ [অতিথি] এর ছবি

না, আপনে বেশী বুঝছেন। আমার কয়েক বন্ধু ঋদ্ধ-রে বৃদ্ধ বানাই দেয়, সেই দুঃখের কথা মনে পড়ছে।

সুহান রিজওয়ান এর ছবি

বকা খাইয়ে পেট ভরে গেলো...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

শুভাশীষ দাশ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

শুভাশীষ দাশ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সবজান্তা এর ছবি

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।


অলমিতি বিস্তারেণ

ঋদ্ধ [অতিথি] এর ছবি

তাও ভালো ল্যাংটার গামছা আছে। কিন্তু গামছা থাকলেও ল্যাংটা কেন? গামছা দিয়া করতাছে কি? বিস্তারিত জানতে চাই।
পোস্ট টা চরম হইছে। চলুক

রণদীপম বসু এর ছবি

হুঁম ! এই ঋদ্ধ প্রশ্নটাকে অতীব যৌক্তিক কারণে আমিও সমর্থন জানাচ্ছি। সবজান্তার কাছে এর উত্তর নিশ্চয়ই না জানা থাকার কথা নয় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সবজান্তা এর ছবি

আপনার মতো যোগব্যায়ামে সিদ্ধ মানুষও এই প্রশ্ন করলে ক্যামনে কী !

ল্যাংটার গামছা থাকতেই পারে, কিন্তু থাকলেই যে গায়ে প্যাচাইতে হবে এমন কথা কি কোথাও আছে ? হয়তো সে গামছাটা বিবি রাসেলের মতো মাথায় প্যাচায়া দিগম্বর হয়া ঘুরে ?


অলমিতি বিস্তারেণ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
আমি সব্জুর উত্তর শুইনা উত্তরোত্তর মুগ্ধ হইতেছি। হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ঋদ্ধ [অতিথি] এর ছবি

আমিও মুগ্ধ হলাম

সাইফ তাহসিন এর ছবি

পুরাই ঝাকানাকা পোস্টার, সবজান্তা বস কে পোস্টানোর জন্যে উত্তম জাঝা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সবজান্তা এর ছবি
ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

ল্যাংটার গামছা

এই আ্যালবামের লিরিক্স কেমন হবে ভাবতেই ভয় লাগতাছে...

সবজান্তা এর ছবি

বেশি ভয় লাগলে লাইট জ্বালায়া শুনেন চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

মূলত পাঠক এর ছবি

আপনি তো দেখি অতিশয় ফাজিল ! হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুরুতে মূলপাতাতেই বিরাট ছবি দেখা গেছে। আর এখন দেখি পোস্টের ভিতরেও ছবি নাই, কাহিনী কী?

সব্জুর মতো একজন জ্ঞানী সচলের পোস্টে এইরকম টেকনিক্যাল ত্রুটি? কস্কি মমিন!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

মুহাহাহাহাহাহাহাহাহা...

জ্ঞানী দেখেই তো এই কাজ করসি। আমি একটা ইস্পিশাল কোড লেখসি, যাতে বলসি সবাই যাতে দেখতে পারে নজরুল ভাই ছাড়া... মুহাহাহাহা

পুনশ্চ: ফায়ারফক্সে দেখেন। টেবলের এইচ টি এম এল কোডের মধ্যে ইমেজ ইনসার্ট করলে কেনো জানি না আই ই তে দেখা যায় না।


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আরে আরমানই আমারে দিসে এই দুইটা
আমার একটা দুঃখ কাউরে 'শালীর জন্য মরতে পারি'র পোস্টারটা দেখাইতে পারলাম না, রাস্তায় দেখছিলাম, কেউ যদি পান শেয়ার কইরেন, আমিও খুজতাছি নেটে।

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

আরমান যে দিসে জানি তো। আমি আপনারে থ্যাঙ্কু দিলাম আমার পর্যন্ত লিঙ্কটা পৌছায়া দেওয়ার জন্য !

শালীর জন্য মরতে পারির পোস্টার কিন্তু আমি দেখসি। পাটুয়াটুলীতে আইসি কিনতে যায়া দেখসিলাম ওই পোস্টার।


অলমিতি বিস্তারেণ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এগুলো নিয়ে একবার সচলাড্ডায় দুর্দান্ত আলোচনা হয়েছিল। আমি একবার একটা পোস্টার দেখেছিলাম (খেঁকশিয়ালও দেখেছিল) সেই পোস্টারের ছবি দেয়া দূরে থাক, তার শিরোনাম পোস্টে দিলেই মডুদের লাগবেনা অশ্লীলতার দায়ে সচলরাই আমাকে এখান থেকে বের করে দেবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ঋদ্ধ [অতিথি] এর ছবি

অশ্লীলতার সংজ্ঞা নাই তো ভাই! চোখ টিপি

সবজান্তা এর ছবি

পাণ্ডব হয়েও যদি ভয় পান, ক্যামনে কী !


অলমিতি বিস্তারেণ

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

লুল

সবজান্তা এর ছবি

জনাব, এই বয়েসে লুল ফেলা ভালো না। ল্যাংটার থেকে গামছা ধার করে শীঘ্রই লুল মুছে ফেলুন।


অলমিতি বিস্তারেণ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেঁতো হাসি
হাসতে হাসতে আমার দাঁত ব্যথা হয়ে গেলো, সব্জু।
আপনের নতুন এই নামটাও পছন্দ হইছে। চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সবজান্তা এর ছবি

হাসতে হাসতে কীভাবে মানুষের দাঁত ব্যথা করতে পারে ? আপনি কি দাঁত দিয়ে হাসেন ? চিন্তিত

সব্জু নামটা সম্ভবত সবার আগে প্রচলন করেন হিমু ভাই ( কিংবা নজরুল ভাইও হতে পারেন, খেয়াল নেই), প্রভাকে যখন আমাদের মধ্যে তুমুল টানা হ্যাঁচড়া চলছিলো, সে সময়।

আপনার জন্যই অপেক্ষা করছে প্রকৃত জাঝা, হে সুপাশি। যে ধৈর্য্য নিয়ে শুধু পোস্টই না, কমন্টেও পড়েছেন, আবার করেওছেন !


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

প্রভারে নিয়া এত টানিস না, দোআলাদা হইয়া যাইবো
সব্জু ভাল নাম সবজি ও ভাল

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধুসর গোধূলি এর ছবি
সবজান্তা এর ছবি
শামীম রুনা এর ছবি

মুন্সিগন্জ/ মানিকগন্জে ল্যাংটা শাহ্ বলে একজন পীর আছেন, উনার নামে প্রতি বছর উরস হয়। মমতাজের গান সম্ভবত সেই পীরকে নিয়ে, তাই যদি হয় তবে এখানে অশ্লীলতার কোনো প্রশ্ন আসছে না।

________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

সবজান্তা এর ছবি

আচ্ছা, এটা হতেই পারে ! আমিও গতকাল খেয়াল করে দেখেছি যে পেছনে মাজার কিংবা দরগা টাইপ কিছুর ছবি।

যাই হোক, আমার অবশ্য অশ্লীল লাগে নি, আমার কাছে মজার লেগেছে। গুরুত্বপূর্ণ তথ্য ভাগাভাগি করার জন্য ধন্যবাদ।


অলমিতি বিস্তারেণ

লুৎফুল আরেফীন এর ছবি

ঘটনা সেটাই হাসি

পাগলা, ল্যাংটা, ক্ষ্যাপা এগুলান পীর সাহেব বা দরবেশ সাহেবদের অতি প্রিয় খাদ্য! নামের বামপর্শ্বে ওনারা এগুলান রাখতে পছন্দ করেন। আর নামের ডানে অবশ্যই 'ফকির' বা 'বাবা' থাকবে।

আপনার পোস্টারও জটিল, নিজে না বানাইলে কি হইছে?!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"ল্যাংটা বাবা" নামক পীরের মাজার চাঁদপুর জেলার মতলব উপজেলার বেলতলীতে। এই পীরকে নিয়ে অনেক মিথ এবং গান আশে-পাশের এলাকায় প্রচলিত আছে। এই ব্যাপারে সচল "পুতুল" আরো ভালো বলতে পারার কথা।

আপনার ধারণার সাথে আমিও একমত - গানগুলো সম্ভবতঃ সেই পীর বাবাকে নিয়েই। তাই যদি হয় তাহলেও এই ধরণের মারফতী নাম দেবার পিছনে অ্যালবাম প্রকাশকের কু-ব্যবসায়িক বুদ্ধিই কাজ করেছে বলে মনে হচ্ছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। হেব্বি মজার! দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এগুলো কি সত্যিকারের পোস্টার? নাকি পোস্টারায়তনের অংশবিশেষ? লেখা পড়ে মনে হলো সত্যিকারের !

অতন্দ্র প্রহরী এর ছবি

সত্যিকারের হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

মজিবরের বউগুলো তো মাশাল্লাহ্!

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

আপনে তো দেখি আসলেই সবজান্তা। ইন্টারফেসিং প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পাটুয়াটুলি'র সব গলি ঘুপচি আমার নখ দর্পণে ছিলো। "বাংলাদেশ অডিও সিডি ব্যবসায়ী সমিতি" বা এরকমই কিছু একটার আশে পাশে এমন সব পোস্টারের দেখা মিলে।
কেন জানি পুরান ঢাকার এই গলি ঘুপচিগুলো আমার ভালো লেগেছিলো। একেক গলির একেক রকম গন্ধ। গন্ধ শুঁকেই বলা দেয়া যায় কোন এলাকায় আছি - শাঁখারিবাজার, তাঁতিবাজার নাকি চকবাজার?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।