গৃহকোণ

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শনি, ২৪/১১/২০০৭ - ৬:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভ্রান্ত পথপরিক্রমা শেষে গন্তব্য মিলবে না জেনে
আমি আজ কুথাউ গেলাম না।
বসে রইলাম গৃহকোণে
গৃহিনীর কোলে মাথা রাখিলাম
বললাম, পিথিমিতে যত বাঘ দেখো
সব শালা বাজে বদমাশ। একটাউ ভালো না।
গৃহিনী বলিল, একা শুধু তুমি ভালো
হয়তো প্রশ্ন ছিল তাই না? হয়তো ছিল না।
হয়তো হাসি ছিল ঠোঁটের কোণে
তাচ্ছিল্য হয়তো ছিল না। কে জানে?
তারপরো মাথা চড়চড় করে উঠায়
গুত্তা দিয়ে বুক ভাঙলাম গৃহিনীর
তারপর চুলের মুঠি ছেড়ে দিয়ে
ঠোঁটে ঠোঁট রেখে কইলাম..হ
আমি ছাড়া এই পিথিমীর
আর কেউই ভালো না
অন্তত তর কাছে।
গৃহিনী মিচিমিচি হাসে
আর কয়, পিথিমীর কুনো বাঘই ভালো না, তাই না?
ভ্রান্ত পথপরিক্রমা ছাড়াই এবার পথ হারাই গন্তব্যে।


মন্তব্য

মাশীদ এর ছবি

আররে কঠঠিন বাঘমামা!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

বিবাগিনী এর ছবি

অতিরিক্ত ভাল হয়েছে।জটিল!
আমার বাঘ‍ও আজকে কুথাউ যায়নাই।আল্লাহ জানে কি আছে কপালে! মন খারাপ
‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

সবুজ বাঘ এর ছবি

নারীদের প্রিয় হয়ে উঠছি যে? হেহেহে

সুমন চৌধুরী এর ছবি

খাইছে!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবজান্তা এর ছবি

বড়দের কবিতা দেঁতো হাসি

চক্ষু বুইজা পইড়া, ভুইলা যাওনের চেষ্টাত আসি।

দোয়া রাইখেন।
-----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

হাসান মোরশেদ এর ছবি

হাসি
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কালোবিড়াল এর ছবি

বাগু মামা, তুমার গাস খাইকা বাগু বুদাই ঘুড়ার লাহান আরো গপ্পের অপেক্কায় আচি। অতিসত্তর আশা পুরন করিও। ইতিঃ বাইগ্না কালোবিড়াল

সুমন চৌধুরী এর ছবি

গৃহিনী মিচিমিচি হাসে
আর কয়, পিথিমীর কুনো বাঘই ভালো না, তাই না?




ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

ভ্রান্ত ক্যাট এক চারিদিকে সমুদ্রের নানান সফেন
আমারে দুই দণ্ড শান্তি দিছিল নাটকের বনলতা সেন।

সুমন চৌধুরী এর ছবি

কুন নাটকের?



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।