পাখি এবং প্রজাপতিদের দখলে যাবে না কোনোদিন পৃথিবী
হয়তো হায়েনাও পারবে না পুরোটুকু ভোগে নিতে
ভেগে যেতে হবে আমাদেরো
তাই ভাগবার আগে বোলচাল না চেলে
চুপচাপ খেয়ে যাই পৃথিবীর ধান।
মান ভাঙাবার কায়দা আমি জানি না সুন্দরী।
ভাবি না ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে হাঁটলেই তিব্বতে পৌঁছা যায়
তবে ভাবি তিব্বতি রমণীরা আরামদায়কই হয়তো হয়।
এবার ভয় পেয়ে কাছে আসে সুন্দরী
খেতে দেয় শারীরিক ভাত মাছ।
মন্তব্য
দেয়?
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হয়।
যাক, খাওয়া তো যায় ।
কবিতা উপাদেয় যথারীতি ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হুমমম।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
সাধু, সাধু।
হাঁটুপানির জলদস্যু
তাই বুঝি! সত্য। ভালো লাগলো প্রকাশভঙ্গী।
আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
খেয়ে পেট ভরেছিল?
কি মাঝি? ডরাইলা?
ভাবি না ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে হাঁটলেই তিব্বতে পৌঁছা যায়...................................................................
শাশ্বত পঙক্তি।
একটা বিশেষ কৌতূহল হচ্ছে, শারীরিক ভাত মাছ খাবার পরের অনুভূতি কেমন ছিল? পেট খারাপ করে নি তো আবার!
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
চ খারাপ হইছাল ।
কারম কি?
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ছারীরিক ভাত মাছ খাউয়ার পর কার মুক আইটা না থাহে?
নতুন মন্তব্য করুন