বেলেহাজ বিড়াল

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: সোম, ০৯/০৭/২০০৭ - ৬:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বস্তুত তুমার রামধনু মার্কা শরীরের খোপে খোপে জমে আছে প্রেম আর যেৌবনের মধুরসা-যা বাদুড়েরা নিত্যি ভাতের মতো খেয়ে যায়
হাতের বুনবুনিমার্কা কারসাজিতে
ভালো কোনো তরকারি ছাড়া।
তবে আমি এলেই শুধু চলে যেতে বলো সাততাড়াতাড়ি
অথচ তুমার জন্য আহামরি প্রেম
পুষে রেখেছি শুধু আমিই।
পকেট ফুলে টকেটের মতোই যাহা
নিত্যি ভিমড়ি খায় বুকের কাছে। সমস্ত হার্দিক আইঢাইগুনো বাইবাই করে মাথায় উঠে আসে। গলার কাছে জমে ফণীমনসার বিষদঁাত। কুটকুট কামড়ায় শিশ নাগ। বৃথা হুসহাস।
তাই হে রামধনু মার্কা শরীর হে বাদুড়ের প্রেমবন
কাছে এসো এবং ভালবাসো এবং খাউ আমার পান্তোয়ামার্কা শরীরের সমস্ত মায়োনিজ। আর আমাকে খেতে দাউ তুমার রামধনুমার্কা মধুরসা শরীর।
চেটে পুটে ঘেটেঘুটে খুটে খুটে। যেন আমি এক চমৎকার বেলেহাজ বিড়াল
রামধনুমার্কা শরীরখেকো পোকা।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

মায়োনিজ সাথে মাষ্টার্ড কিংবা বারবিকিউ সস ।
তবে বংগদেশের কাসুন্দির ঝাঁঝই আলাদা
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শ্যাজা এর ছবি

সবুজ বাঘেরে ৫ আর হাসান মোরশেদেরে বিপ্লব হাসি


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

সবুজ বাঘ এর ছবি

ঠিক ঠিক। ভুল হইছে আমার। তয় কাসুন্দি মিশাইলে চ্যাড়াব্যাড়া হইয়া যাইব কি-না, তাই।
শ্যাজার নাম্বার টকেট হয়ে পকেটে ঢুকল। শুধু আইঢাইডা বাকি।

আরশাদ রহমান এর ছবি

বেশ লাগলো। আমিও ৫।

ইরতেজা এর ছবি

আমিও পাচাইলাম

______________________________
ত্রসরেণু অরণ্যে

_____________________________
টুইটার

সুমন চৌধুরী এর ছবি

অত্যন্ত সুস্বাদু
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ এর ছবি

এত নাম্বাট রাহুম কই? সগলরেই ধন্যবাদ দিয়া খাটা করলাম।

উৎস এর ছবি

নগদে রূপান্তর করা যায় কি না দেখেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।